টুপিওয়ালারা শুনুন, "তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারন কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা"

টুপিওয়ালারা শুনুন, "তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারন কর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা"

১৬ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৪

সিরিয়া সীমান্তের এক গ্রামে মাইন বিষ্ফোরণে দুটি পা উড়ে গেলো বালিকা জোহায়রার। কোনভাবে উত্তর নেপালের এক মুসলমান ব্যবসায়ী এখবর জানতে পেরে হৃদয়ে অনুভব করলেন তীব্র ব্যাথা । কিচ্ছু করার নেই ... হাজার মাইল দুর থেকে শুধুমাত্র কেপে কেপে উঠলেন তীব্র প্রতিশোধস্পৃহায় । 

আমাদের চেয়ে বেশি ঐক্যসূত্র আর কার আছে? হাজারো শিরা উপশিরার মত বিশ্বব্যাপী ছড়িয়ে থেকেও আমাদের পক্ষেই সম্ভব পাশাপাশি দুটি আংগুলের মত একই বিন্দুতে মিলে থাকা । কেবলমাত্র আমাদের পক্ষেই সম্ভব ফিলীস্তীনের শহীদ মুজাহিদটির জন্য ভারতবর্ষের কোন এক অজানা গন্ডগ্রামে বসে দুহাত তুলে চোখ ভাসানো আন্তরিক আকুতিতে । 

এ বিশ্ব আমাদের । আমরা এখানে অনাহুত নই । এ বিশ্ব এবং আমাদের প্রত্যেকের স্রষ্টা এক ও একমাত্র একজনই । আমাদের বিশ্বাস এবং আমাদের চুড়ান্ত গন্তব্যের এই সীমাহীন ঐক্য থাকার পরেও আমরা কেন নিজেদেরকে দুর্বল ভাবি । আমাদের কালেমা এক- আমাদের অনুসরনযোগ্য নেতাও মাত্র একজনই । 

আহা...
এতটা বোকামীও কেউ করতে পারে ! কতটা অজ্ঞানতার অন্ধকারে ডুবে গেলে কেউ পারে দিনের পর দিন একই শত্রুর থেকে আঘাত পেয়ে তাকে পাল্টা আঘাত করার দরজা বন্ধ করে দিয়ে, নিজের ভাইকে আঘাত করতে ! তুমি শিয়া-তুমি সুন্নী-তুমি অমুক-কত অদ্ভুত আমাদের বিভক্তির সীমারেখাগুলি !! আমরা কেন একবার ভাবিনা আমাদের সকলের সেই একমাত্র চুড়ান্ত উচ্চারণ-লা ইলাহা ইল্লাল্লাহ.....মুহাম্মাদুর রাসুলুল্লাহ... 

এতটা অন্ধ হয়ে গেছি আমরা... যতটুকু বড় করা যায়, চোখকে ততটুকু প্রসারিত করে দেখছি , এক আল্লাহ জিন্দাবাদ এর অবিশ্বাসীরা আক্রমন শানানোর জন্য একবারও ভাবছে না কোনটা শিয়া , কোনটা সুন্নী ... কে ইরাকে থাকে আর কে বাংলাদেশের বাসিন্দা... যাদেরকেই ভাবছে কালেমায়ে শাহাদাতের অনুসারী না হোক কেবল উচ্চারনকারী ; ওদের অস্ত্রের নল তাদের দিকেই তাক হচ্ছে নির্দিধায় । উপলদ্ধিতে একটুও আলোড়ন তুলছে না আমাদের । আপসোস আমাদের জন্য । 


খন্দক যুদ্ধের অবস্থাটা ছিলো , সামনে পেছনে , ডানে বায়ে উপর নীচএ... ১০ দিক থেকে মুসলিম বাহিনীকে বিপদ ঘিরে ফেলেছিল । সে যুদ্ধে মাটির দেয়ালের প্রতিরোধ বিজয়ী করেছিল মুসলিম বাহিনীকে । আজ আক্রমনের মাত্রা এতটুকু বাড়েনি বা কমেনি । কেবল মাত্র ধরন পরিবর্তিত হয়ে গেছে । আজকেও অসংখ্য দিক দিয়ে এ জাতিকে আক্রমন করা হচ্ছে । আমরা আক্রান্ত হচ্ছি আমাদের সাংস্কৃতিক মুল্যবোধে, আমরা আক্রান্ত হচ্ছি আমাদের পারিবারিক বন্ধনব্যবস্থায় । আমাদের বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দিতে আক্রমন শানানো হচ্ছে আমাদের প্রিয় নবীর প্রতি । মিডিয়ার দৈত্যের পায়ের চাপে আমাদের নাভিশ্বাস উঠে গেছে । ... আহা .. আমাদের আলেমরা বিতর্ক তুলছে আরামদায়ক আলস্যে... দাড়ির দৈর্ঘ্য কতটুকু হওয়া দরকার , তারাবীর নামাজ ২০ রাকাত নাকি ৮ রাকায়াত... শবে বরাতের রাতে নামাজ পড়া যায়েজ না নাজায়েজ...

আমরা নিজেদেরকে বিভক্ত করে ফেলছি.. ওরাও যতটা সম্ভব উষ্কানী দিচ্ছে সে বিভক্তির দাবানলে..কিন্তু বিশ্বাস করুন তাদের চোখে আমরা এতটুকু বিভক্ত নই । তাওহীদের অনুসারীরা ওদের চোখে ঠিকই একটামাত্র দেয়ালের ভিন্ন ভিন্ন ইট । ওদের উদ্দেশ্যে কোনরকম ভিন্নতা নেই কারো প্রতি । ভৌগোলিক সীমারেখা আমরা টেনে দেই..ওরা টানেনা...ইরাকী মুসলমান আর কাশ্মীরের মুসলমান যেমন একই ব্যবহার পায় বাঙালী মুসলমান তার থেকে ভিন্ন ব্যবহার পাবে, এটা কখনও সম্ভব নয় । সুন্নী মুসলমান তাদের ধ্বংসের টার্গেট-শিয়া মুসলমান সে টার্গেটের বাইরে নয় ....


ভেঙ্গে ফেলো সকল বিভেদ-দেয়ালগুলি
একত্র হও ,এক কাতারে, আজ সবে...
দেখবে; কোথায় পালিয়ে গেছে শেয়ালগুলি,
এই ধরনী আবার খোদার রাজ হবে...

মন্তব্য ৪৬ টি রেটিং +৩০/-১০

মন্তব্য (৪৬) 

No comments:

Post a Comment