বুড়ো আমি কাঁদি একা ; ইনিয়ে... বিনিয়ে...

বুড়ো আমি কাঁদি একা ; ইনিয়ে... বিনিয়ে...B-)

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৯

পাঁজরের হাড্ডিতে পয়সার ঝনঝন ,
নাকি চাস্ হৃদয়ের উত্তাপ ; অঞ্জন ,
বল তুই ভালো করে, একখানা মন চাস্ -
নাকি শুধু বন্ধুর , টাকা লাখ পঞ্চাশ ?

বোকা আমি ;- ধোঁকাবাজ করে মৃদু চালাকী ,
'সুতো বিনে শুধু ফুলে হবে ভাই মালা কি ?
জেনে নিও দরকার , ফুল-সূতো উভয়ের
দু’জনার মিলে হবে আগমন শুভ-এর’ !

কুঞ্চিত কপালেতে ভাবি এই তত্ত্ব ,
অঞ্জুর কথাগুলি কতখানি সত্য ।
মগজের ইঞ্জিণ ; গতি অতি মন্থর ;
ভেবে কুল পায়না-রে দুর্বল অন্তর !
শুভ হবে ওর সাথে দোস্তিতে মাতলে ?
মনটাতো দেয়না - হে কোন পথ বাৎলে ।

তাই........

দ্বিধাহত মনটারে সিধাহাতে রুখে দেই ,
ভাবনার ইতে টেনে বন্ধুকে বুকে নেই 

আহা........

ভাবনার ইতি টেনে বন্ধুকে বুকে নেই ....
সেই ভূলে এ-জীবনে আজো আমি সুখে নেই ।
নিঃস্ব করে মোরে সব নিলো ছিনিয়ে ,
বুড়ো আমি কাঁদি একা ; ইনিয়ে... বিনিয়ে....


:P:P:P:P:P:P

মন্তব্য ১৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১৬)

No comments:

Post a Comment