হাদীস ও পুরাণ শাস্ত্রের অভিন্ন ভবিষ্যতবাণী

হাদীস ও পুরাণ শাস্ত্রের অভিন্ন ভবিষ্যতবাণী

৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১২

শেষ জমানা (কলির কাল) নিয়ে কিছু ভবিষ্যতবানী করা হয়েছে রাসুলুল্লাহ সাঃ এর হাদীসে। বিষ্ণুপুরানের কিছু ভবিষ্যতবানীর সাথে মিলে যায় এগুলো... .. ..


হাদীস শরীফঃ

হজরত জাবির রাঃ বলেন, রাসুল সাঃ বলেছেন, কিয়ামতের পূর্বে মিথ্যার ছড়াছড়ি হবে; সুতরাং তোমরা সেটা থেকে বেঁচে থাকো (মুসলিম)


বিষ্ণুপুরাণঃ 

অপ্রয়োজনীয় হওয়া সত্বেও মানুষ মিথ্যা অঙ্গীকার করবে এবং কসম খাবে।


হাদীস শরীফঃ

হযরত আবু হুরায়রা রাঃ বর্ণনা করেন যে,

রাসুলুল্লাহ সাঃ বলেছেন -'যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা কর'। 

প্রশ্ন করা হল, আমানতের খেয়ানত কিভাবে করা হবে? 

রাসূল সাঃ বললেন,'যখন রাজ্যের নেতৃত্ব অযোগ্য লোকদের হাতে অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে'
(বুখারী)


বিষ্ণুপুরাণঃ

পুরাণ শাস্ত্রে বলা হয়েছে,
কলির কালে রাজা নিজের স্ত্রীর অধীনস্ত দাস হয়ে প্রজাদের হেফাজত করার ক্ষেত্রে বেপরোয়া হয়ে যাবে। 

বীর পুরুষদের হাতে রাজ সিংহাসনের অধিকার থাকবেনা, রাজ্য পরিচালনাকারী হবে অসভ্য নীচুজাতের লোক, 

পৃথিবীর সর্বত্র চুরি করার প্রতি ঝোঁক বেড়ে যাবে, 

একে অপরের সম্পদ আত্মসাৎ করে ধনী হতে ইচ্ছা করবে, নীচু জাতের লোকজন ছাড়াও উঁচু জাতের সম্ভান্ত লোকজন ও ঋণ করে আত্মসাৎ করে ফেলবে" 







মন্তব্য ৫১ টি রেটিং +১১/-৪

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৯
বিবেক সত্যি বলেছেন: হাদীস শরীফঃ হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসুল সাঃ বলেছেন, যখন যুদ্ধলব্ধ সম্পদ কে নিজের সম্পদ মনে করা হবে , যখন স্বামী স্ত্রীর আনুগত্য করবে, যখন অযোগ্য লোক নেতৃত্ব দিবে, এবং যখন অনিষ্টের ভয়ে মানুষের সম্মান করা হবে তখন বুঝবে কিয়ামত আসন্ন" (তিরমিযী) বিষ্ণুপুরাণঃ তখন সম্পদের পুঁজা করা হবে, সম্ভ্রান্ত মর্যাদাবান লোকদের অবমাননা হবে এবং নীচুজাতের অসভ্য লোকদের কেউ নিন্দা করবে না
২ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৪
বিবেক সত্যি বলেছেন: হাদীস শরীফঃ হযরত আনাস রাঃ বলেন, রাসূল সাঃ কে আমি বলতে শুনেছি, নিশ্চয়ই কিয়ামতের আলামত হলো, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। ব্যাভিচারের আধিক্য হবে। ব্যাপকভাবে মদ পান করা হবে। পুরুষদের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। .... (বুখারী-মুসলিম)
৩ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৫
বিহংগ বলেছেন: thanks for sharing. nice
৪ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৫
তারিক হাসান খান নিপু বলেছেন: এসব বিষয় কোন কলির কালে ছিল না, তা একটু বলবেন কি !?
৫ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩২
বিবেক সত্যি বলেছেন: বিষ্ণুপুরাণঃ শেষ জমানায় ধর্মগুরুরা ধর্ম বিক্রী করবে, বিশেষ ব্যক্তিত্ব ও পুরোহিত সম্প্রদায় ধর্মের নামে অসৎ পথে চলবে... ... নারী স্বীয় সৌন্দর্য বিক্রী করবে, সারা বিশ্ব অসৎ চরিত্রের নারীতে ভরে যাবে। স্ত্রীরা গরীব স্বামীদের ছেড়ে ধনীদের বিয়ে করবে, যৌনতার অবাধ প্রসারে অবস্থা এমন দাঁড়াবে যে ৭ বছরের কিশোরী ও ৮ অথবা ১০ বছরের কিশোরের সন্তান হবে । নীচু জাতের লোক মাদকতা ও জুয়া পরিত্যাগ করার বাহানা করে নিজেদেরকে বুদ্ধিমান রায়দাতা হিসেবে প্রকাশ করবে। কিন্তু পকৃতপক্ষে তারা বেদের বিপরীত জীবন যাপন করবে, পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেড়ে যাবে

No comments:

Post a Comment