উদ্বায়ীরা উধাও হও...
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১১
সীমার হবে , বুকের পশম নিচ্ছে কেটে_
পাল্টে নেবে মুখের সাঁজ-ও মুখোশ এঁটে ।
শুধরে নিলো জমাট বাঁধা দরদ-স্নেহ,
ভীষণ তাপে গলিয়ে দিয়ে; - ঝাঁঝরা দেহ
পোকায় খাওয়া; হাঁটছে এখন শূণ্য-চোখে,
দানব হবে ; শুষ্ক-কঠোর-রুষ্ঠ-রোখে !
ইতিহাসের ছিঁড়ছে পাতা গ্রন্থ ঘেটে ..
এখন কেবল গর্জ্বে ওঠা ক্রোধে ফেঁটে !
অসম্ভবের শেকড় টেনে উপড়ে ফেলা_
রক্ত-চোখের দৃষ্টি কেড়ে পুতুল খেলা _
লোহার হাতে আগুন জ্বেলে- লালের আভা
আপোষকামীর গলায় ছুড়ে হিংস্র থাবা
সর্বহারার পিঠের কাছে দেয়াল ঠেকা
বিলীন করে হাতের তালুর ভাগ্য-রেখা _
এখন থেকে জীবন-যাপন এসিড গেলা !
থমকে দেবে সকাল-সন্ধ্যা-রাত্রী বেলা !
কোমল আলোর কবর হবে কালের পেটে -
তপ্ত-দুপুর চিড়স্থায়ী রইবে সেঁটে !
অলস ঘুমের আরাম চাঁদর কাফন হবে ,
শয্যাশায়ী এই পৃথিবীর বাইরে রবে !
পাহাড় বেয়ে শ্যাঁওলা জমা পিছল সিঁড়ি
নতুন হবে ; আগুন দেবে অগ্নি-গিরি ।
পাথর গলার এখন সময় লাভার স্রোতে ,
উদ্বায়ীরা উধাও হবে দৃশ্য হতে !!
কে আছো হে - কে আছো হে..জাগবে কবে ?
এই এখনি বদ্ধ করো মুষ্ঠি তবে !
কঠোর পায়ে ক্রুদ্ধ দানব চলছে হেঁটে...
বাগান হতে সব আগাছা ফেলবে ছেঁটে !
No comments:
Post a Comment