হিন্দু ও মুসলিম জাতির কিছু যৌথ মুল্যবোধ..
১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৪
বর্তমানে পরিচিত বড় কয়েকটি সম্প্রদায়ের মধ্যে বলা হয় হিন্দুরা সবচেয়ে প্রাচীন (সনাতন) এবং মুসলমানরা সবচেয়ে নতুন। উপমহাদেশের প্রেক্ষিতে আসুন দেখি হিন্দু ও মুসলিম জাতির কিছু যৌথ মুল্যবোধ..
১. মসজিদ ও মন্দির উভয় ই কেবলামূখী অর্থাত পূর্ব পশ্চিম মুখী.. (বড়বড় মন্দিরগুলির প্রবেশদ্বার সবখানেই পূর্বদিকে-দুবইজ)
২.চিতায় মৃতদেহের মাথা উত্তরে থাকে, আর কবরেও একই সিস্টেম
৩.হজ্জে-ওমরায় মুসলমানরা ৭ তাওয়াফ করে, হিন্দুরা বিবাহমঞ্চে অগ্নিহাতে ৭ বার প্রদক্ষিণ করে
৪.হজ্জে ২ টি সেলাইবিহীন চাদর পরা হয় আর তীর্থযাত্রায় হিন্দুদের পোষাক একই রকম। এমন ও হতে পারে উপমহাদেশের নারীদের প্রিয় পোষাক শাড়ীর ঐতিহ্য ও এখান থেকেই
৫.হজ্জ-ওমরায় চুল ছাটা বাধ্যতামূলক, তীর্থযাত্রায় ও মাথা মুন্ডনের রীতি চালু আছে
৬.হজ্জে এহরামকালীন জুতা এমন হতে হয় যেন পায়ের উপড়িভাগ ঢাকা না পরে আর স্মরণাতীত কাল থেকে তীর্থযাত্রাকালে যে কাঠের খড়ম পড়া হয় তার উপরটা সম্পূর্ণ খোলা
৭.আকীকায় বাচ্চাদের নাম রাখার সময় মাথা ন্যাড়া করা হয়, হিন্দুরাও বাচ্চাদের নাম রাখার সময় ধর্মীয় রীতি হিসেবে মাথা মুন্ডন করায়
১. মসজিদ ও মন্দির উভয় ই কেবলামূখী অর্থাত পূর্ব পশ্চিম মুখী.. (বড়বড় মন্দিরগুলির প্রবেশদ্বার সবখানেই পূর্বদিকে-দুবইজ)
২.চিতায় মৃতদেহের মাথা উত্তরে থাকে, আর কবরেও একই সিস্টেম
৩.হজ্জে-ওমরায় মুসলমানরা ৭ তাওয়াফ করে, হিন্দুরা বিবাহমঞ্চে অগ্নিহাতে ৭ বার প্রদক্ষিণ করে
৪.হজ্জে ২ টি সেলাইবিহীন চাদর পরা হয় আর তীর্থযাত্রায় হিন্দুদের পোষাক একই রকম। এমন ও হতে পারে উপমহাদেশের নারীদের প্রিয় পোষাক শাড়ীর ঐতিহ্য ও এখান থেকেই
৫.হজ্জ-ওমরায় চুল ছাটা বাধ্যতামূলক, তীর্থযাত্রায় ও মাথা মুন্ডনের রীতি চালু আছে
৬.হজ্জে এহরামকালীন জুতা এমন হতে হয় যেন পায়ের উপড়িভাগ ঢাকা না পরে আর স্মরণাতীত কাল থেকে তীর্থযাত্রাকালে যে কাঠের খড়ম পড়া হয় তার উপরটা সম্পূর্ণ খোলা
৭.আকীকায় বাচ্চাদের নাম রাখার সময় মাথা ন্যাড়া করা হয়, হিন্দুরাও বাচ্চাদের নাম রাখার সময় ধর্মীয় রীতি হিসেবে মাথা মুন্ডন করায়
No comments:
Post a Comment