জ্বলছে জাহাজ . . .

জ্বলছে জাহাজ . . .

২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৭

 

এখন সময় ....
জঙ্গী বিমানের ককপিটে দাঁড়িয়ে আযান দেয়ার !
ঈমানের কেন্দ্রবিন্দু হতে সু-দীপ্ত উচ্চারণ
আল্লাহু-আকবার তাকবীর...
যুগের বিপ্লবী মুয়াজ্জিন ?
অত্যাচারীর জন্য বিভীষিকা-পয়গাম
ঘোষিত হোক !!

আমাদের দরকার
অন্ত:ত কয়েক শ' পারমানবিক বিস্ফোরক
যার দাপটে থরথর কাঁপে
সময়ের নমরুদ আর ফেরাউন;
সদা প্রস্তুত অশ্বারোহী সেনাদল-
সে-তো যুদ্ধাস্ত্রে প্রস্তুতির-ই আহবান ছিলো ...

পিছু হটবার জাহাজ
জ্বালিয়েছিলেন সেনাপতি তারিক ,
এখন আমাদের পালাবার পথ
এমনিতেই রুদ্ধ; দেয়ালে পিঠ ঘষে
তবে কেন ? কেন শয়তানের
টুঁটি চেপে ধরবোনা হিংস্র হুংকাড়ে ?

আমাদের সবগুলো
পরমানু গবেষণাগারে আজ হতে
পাঁচ ওয়াক্ত নামাজের জামাত হবে , 
তারপর - তারপর যে নরাধমের মুখ হতে
মুসলিম টেররিষ্ট শব্দ উচ্চারিত হবে_
তার কণ্ঠনালীতে এক সাহারা পিপাসা
ঢেলে দেবো আঙুলের তীব্র প্রতিরোধে !! 

________________________________
"তাদের বিরুদ্ধে যথাসাধ্য শক্তি সঞ্চয় কর এবং যুদ্ধের জন্য সদাপ্রস্তুত ঘোড়া, যাতে করে তা দিয়ে তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পার; এছাড়াও তাদের মধ্যেও যাদেরকে তোমরা জাননা, কিন্তু আল্লাহ জানেন। আর তোমরা যা কিছুই আল্লাহর রাস্তায় ব্যয় করো তা তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে এবং তোমদের প্রতি কোন জুলুম করা হবেনা।" [আল-আনফালঃ ৬০]

মন্তব্য ৯২ টি রেটিং +৪৯/-১০

মন্তব্য (৯২) 

No comments:

Post a Comment