Opera ব্রাউজারে এখন শুধু স্পাইরোগ্রাফ আঁকি
ফায়ারফক্স দ্যা বেষ্ট...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯
বলা যায় নেট ব্যবহারের শুরু থেকেই অপেরার ভক্ত ছিলাম । মুল কারন হোমপেইজে স্পিড ডায়াল নামে ৯ টা ওয়েবসাইটের প্রিভিউ সহ সেইভ করে রাখার সুবিধা । আরেকটি কারন হলো যে কোন ওয়েবের লিঙ্ক আইকন এড্রেসবারে সেইভ করে রাখা যায় । মাউস দিয়ে ধরে টেনে নিয়ে বসিয়ে দেয়া..

ফায়ারফক্সের চেয়েও অপেরা অনেক ভালো, এটা নিয়ে তর্ক করেছি আইটি স্পেশালিষ্টদের সাথেও

যারা এখোনো জানেন না, তাদের জন্য দুটা এডঅনের সন্ধান দিচ্ছি...
১. ফাষ্র্ট ডায়াল
- এটা হলো অপেরার স্পিড ডায়ালের বাবা

২. স্মার্ট বুকমার্কস বার
- অপেরা থেকে দ্বিতীয় যে সুবিধাটা পেতাম, সেটা ভ্যালুলেস করে দিলো এই এ্যাডঅন টা । টুলবার হিসেবে বুকমার্কস বার হয়তো ডিফল্ট হিসেবেই ফায়রফক্সে থাকে । সেখানে কোন ওয়েব লিংক এ্যাড করতে চাইলে ওটার ওপর রাইট ক্লিক করে New Bookmark দিলে ওয়েবের নেইম আর লোকেশন দিয়ে সেইভ করা যায় । কিন্তু সমস্যা হলো আইকনের সাথে নামটাও বারের মধ্যেই থেকে যায় । তাই খুব বেশি সাইটের এ্যাড্রেস একবারে দেখা যায় না । স্মার্ট বার এ্যাডঅনের অপশনস থেকে বুকমার্ক বারকে অটোহাইড করা যাবে । মাউস ধরলেই ওপেন - কার্সর সরিয়ে নিলে হিডেন.. একই সাথে শুধু আইকনগুলো ভিজিবল - ওয়েবের নাম, মাউস উপরে ধরলেই শো করবে... আনডু ক্লোজড ট্যাব...
টুলবার বাটন
৪. অপেরা স্পাইরোগ্রাফ
ছোটবেলায় মেলা থেকে কিনেছিলাম স্পাইরোগ্রাফ আঁকার টুল

মেনুবার থেকে Widget => add widget এ ক্লিক করলে পেইজটা ওপেন হবে .. এখানে নিচের সারির দ্বিতীয়টা হলো স্পাইরোগ্রাফ .. Launch করেন.. এ্যাড হয়ে যাবে... এরপর ইউজেটস মেনু থেকে ওপেন করে স্পাইরোগ্রাফ আঁকতে পারবেন...

ফায়ারফক্সের গতি বাড়ানোর টিপ্স কম্পিউটার গ্রুপ থেকে দেখে নিন...
No comments:
Post a Comment