উইন্ডোজ মুভি-মেকার ব্যবহার করতে পারছিনা- সমাধান দিন

উইন্ডোজ মুভি-মেকার ব্যবহার করতে পারছিনা- সমাধান দিন

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯

গতটার্মের পরীক্ষার সময রুমমেট পড়তে পড়তে কলম হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলো । সে এক অদ্ভূত দৃশ্য ;)। দেখে মনে হচ্ছিলো সে কিছু একটা লিখছে । চোখে চশমা থাকার কারনে বোঝা যাচ্ছিলো না ;) 

আমি গোসল করে রুমে এসে দেখি ব্যাপারটা । চুপচাপ অন্য রুমমেটের মোবাইলটা নিয়ে বেশ কিছু ছবি তুলে ফেলি B-) ছবিগুলো দিয়ে মুভি মেকার দিয়ে মিনিট দুয়েকের একটা গানের সাথে এড করে দেই । দারুন মজা হয়েছিলো । 

মুভিমেকার দিয়ে মজার মজার কাজ করা যায় । আমার খুব প্রিয় একটা ফিচার । কবে ঠিক মনে নেই, হঠাত করেই অপশনটা কাজ করছে না /:)ওপেন করতে গেলে বলে , আনস্পেসিফাইড এরর X(( প্রিন্ট স্ক্রীণ দিলাম । 

নতুন করে সেটআপ দেয়ার পরে দুচারবার কাজ করে । এরপর আবার একই সমস্যা...

কি করা যায় ?

কম্পিউটার গ্রুপে প্রকাশিত... 



মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) 

No comments:

Post a Comment