আমাদের ক্রিকেট টীম

আমাদের ক্রিকেট টীম

১৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৬

আমাদের তখন টেনিস বল যুগ চলছে । সবুজ অথবা সাদা রঙের টেনিস বল - বল পিটিয়ে ফাটিয়ে ফেলার মত শক্তি পোলাপানের বাহুতে তখন ও জমে নি :। তারপরও মাঝে মাঝেই দুয়েকটা বল ফেটে যেত । তবে অধিকাংশ ক্ষেত্রেই পশম উঠে গিয়ে নেড়া না হওয়াতক টিকে থাকতো । 

ব্যাট কিনতাম না কোন । কোন না কোন বাড়িতে কাঠমিস্ত্রী থাকতোই । সুযোগ মত আব্দার - একটা ব্যাট বানিয়ে দিতে হবে । নিরাশ করতেন না অনীল মিস্ত্রী অথবা সালাম মিস্ত্রী । রাতের অবসরে মনের মাধুরী মিশিয়ে বানাতেন ব্যাট-তাতে আবার ফুলের নকশা আকা হত :)

সদ্য ধান কেটে নেয়া মাঠে কোদালের আচরে পিচ বানানো । তারপর সকাল বিকাল ধুন্দুমার বলিং-ব্যাটিং । অধিকাংশ ব্যাটসম্যানের প্রিয় শটের নাম সুইপ শট B-)। বল উড়িয়ে সামনে দিয়ে মাঠরে বাইরে ফেলার সামর্থ নেই- তাই ঘুরে পিছন দিকে মারা । সহযে রান পাওয়ার উপায় । 

বোলিঙে মনে হচ্ছে ভালোই নাম হয়েছিলোB-) ওপেনিঙ বোলার । ব্যাটসম্যানদের আতঙ্ক-হাহাহা - একবার তো চামিন্দা ভাসের মত প্রথম ৩ বলে হ্যাট্রিক- কি উল্লাস আহা...

অন্য টিমের সাথে আগে থেকে ফিক্সড করে নেয়া খেলার নাম তারিখের ম্যাচ । হয়তো বিকেলবেলা খবর পেতাম সিদ্দীকের কাছে, 

কাইলগো বাজারের লগে তারিক আছে... 

রাতে অনেক টেনশন নিয়ে ঘুমাতাম-বাজারের টিমটা খুব শক্ত-ওরা হাইস্কুলের মাঠে খেলে-আমাদের মত ধানখেতে- পিচ বানিয়ে না । 

সাইফুল ছিলো আমার বোলিঙ পার্টনার- বিতর্ক ছিলো ওকে নিয়ে- খুব জোরে বল মারতে পারতো-কিন্তু পোলাপানের মতে ও “হাত ভেঙে” বল মারতো-যাকে ক্রিকেটিয় ভাষায় চাকিং বলা হয় .... আমরা ঝগড়া করতাম-গোয়ারের মত বলতাম- এইডা নো বল না, ও সবসোমায় এইরহম ই বল করে .. আমাদের সিষ্টেম অনুযায়ী আম্পায়ার থাকতো ব্যাটসম্যানদের একজন - ফলে ঝামেলাটা প্রায়ই বাধতো । 

সাইফুলের আম্মা মারা গেছে এবারের কুরবানীর ঈদের পরদিন । মোবাইলে শুনেছি, মেঝো মামী বলেছেন, সাইফুলের কি কান্দন... 


শাহীন, আমার থেকে বয়সে বড় ছিলো, পড়তোও একক্লাশ উপরে । কিন্তু খেলার মাঠে আমার একান্ত ভক্ত সে । আমি যে দলে সেও সেই দলে খেলবে । মনে আছে, মারামারি লাগছিলো একবার- শামীমের সাথে.. আমি ঘুসাঘুসি করছি-তুমুল বেগে- এমন সময় হই হই করতে করতে শাহীন উল্কার মত ছুটে এলো- ধুমধাম লাত্থি শামীম কে । আমি নিজেই হতবাক- মারামারি থামানোর চেষ্টা এবার আমার নিজের-:-* 

শাহীনের কোন খবরই জানি না... লাষ্ট একবার দেখেছি বছরখানেক আগে, দুর থেকে... সামনা সামনি হতে ইচ্ছা হয়নি..কে জানে কেন ?

ব্যাটিং এ ভালো ছিলো শাহাদাত-হাফিজ-মিজান-রাহেল ... হাফিজ আবার উইকেট কিপিং করতো ।

গ্রামের মাঠের সেই টিমটার কথা ভাবলেই মাথার ভিতর বেজে ওঠে এই কোরাসটা - “আউট-সাউট-কঠের বল”:| কিছু একটা উত্তেজনার হলেই পোলাপান চিল্লাত, “আউট-সাউট-কঠের বল”- :-*

তিনটা শব্দই অবশ্য আমাদের গ্রাম্য ক্রিকেটীয় পরিভাষা- তবে জগাখিচুরিটা কেমন করে হলো টের পাইনি ...

মন্তব্য ১২ টি রেটিং +১০/-১

মন্তব্য (১২)

No comments:

Post a Comment