কি বলে আজ নাকি সবার মনখারাপ
২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২১
লশকর মাষ্টার
আছে বড় পাশ তার
গম্ভীর মুড নিয়ে হাঁটে সে
মস্তকে টাক তার
চুলে শত বাঁক তার
নিজ হাতে কাঁচি নিয়ে কাটে সে
নাপিতের গোষ্ঠী
পায় ফোঁস-ফোঁস টি
পারে নারে টাকা কভূ খসাতে
ব্যায়ামের ওস্তাদ
টোস্ খেয়ে ভাঙে দাঁত
ঘাম ঝরে ওঠা আর বসাতে
কঞ্জুসী ভাব তার
কারো কোন আবদার
কানে ঢোকে, নাহি ঢোকে পকেটে
আটকিয়ে ঝাপ-দোর
কষে দেয় থাপ্পর
সাজা এই বেহিসাবী শখেতে
ইশকুলে ক্লাসে
খাঁটে সারা বেলা-সে
বিশরাম নাই এক রত্তি...
শাষনের পদ্ধতি
নয় তার বদ-অতি
ঘুষি হাঁকে বলেনা যে সত্যি
হাসে যদি ছাত্রে
বের করে দাঁত-রে
কাঁদা এনে দ্যান দাঁতে লেপ্টে
যদি পড়া না পারে--
মারে ফের চাপা-রে
দেরী কভূ হয়না-তো খেপতে
মহা খেপে মাষ্টার
ছুড়ে মারে ডাষ্টার
গালাগালি শুরু করে বেঁহোসে
ধুমাধুম ছয়-সাত
ঘুষ্-কিলে হয় কাত
মেরে দেয় আধখানা দেহ-সে
কাঁদে যদি ছাত্রে
মারে নারে গাত্রে
বেঞ্চির পায়া খুলে রাখে সে
ইশকুল পালালে
গুনগুন লা-লা-লে
গান গেয়ে ওঁৎ পেতে থাকে সে
আছে বড় পাশ তার
গম্ভীর মুড নিয়ে হাঁটে সে
মস্তকে টাক তার
চুলে শত বাঁক তার
নিজ হাতে কাঁচি নিয়ে কাটে সে
নাপিতের গোষ্ঠী
পায় ফোঁস-ফোঁস টি
পারে নারে টাকা কভূ খসাতে
ব্যায়ামের ওস্তাদ
টোস্ খেয়ে ভাঙে দাঁত
ঘাম ঝরে ওঠা আর বসাতে
কঞ্জুসী ভাব তার
কারো কোন আবদার
কানে ঢোকে, নাহি ঢোকে পকেটে
আটকিয়ে ঝাপ-দোর
কষে দেয় থাপ্পর
সাজা এই বেহিসাবী শখেতে
ইশকুলে ক্লাসে
খাঁটে সারা বেলা-সে
বিশরাম নাই এক রত্তি...
শাষনের পদ্ধতি
নয় তার বদ-অতি
ঘুষি হাঁকে বলেনা যে সত্যি
হাসে যদি ছাত্রে
বের করে দাঁত-রে
কাঁদা এনে দ্যান দাঁতে লেপ্টে
যদি পড়া না পারে--
মারে ফের চাপা-রে
দেরী কভূ হয়না-তো খেপতে
মহা খেপে মাষ্টার
ছুড়ে মারে ডাষ্টার
গালাগালি শুরু করে বেঁহোসে
ধুমাধুম ছয়-সাত
ঘুষ্-কিলে হয় কাত
মেরে দেয় আধখানা দেহ-সে
কাঁদে যদি ছাত্রে
মারে নারে গাত্রে
বেঞ্চির পায়া খুলে রাখে সে
ইশকুল পালালে
গুনগুন লা-লা-লে
গান গেয়ে ওঁৎ পেতে থাকে সে
No comments:
Post a Comment