অ ই ক খ ঙ ঞ

অ ই ক খ ঙ ঞ

০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১২


দিন দুপুরে হিন্দু পুড়ে
ছাই হয়েছে - খবর রটে
বিন্দুটারে সিন্ধু করে -
সেই খবর-ই জবর রটে

সংখ্যালঘু নির্যাতিত
মৌলবাদীর দোষটা-খাটি
কলম ফেটে দরদ ঝরে
সম্পাদকের কান্নাকাটি

বুদ্ধিজীবি বিবৃতি দ্যান
মৌলবাদের শেকড় তোল
জঙ্গীবাদি ততপড়তা
সত্যি এবার রূখতে হলো

জানতে পারি দু'দিন পরে
আসল খবর - খুব মামুলি
দুখ্খজনক দুর্ঘটনায়
প্রাণ হারালো মানুষগুলি

ধুমপায়ী এক লোকের হাতে
নিজের ঘরেই অগ্নিশিখা
সেই আগুনেই পুড়লো মানুষ
হয়তো ছিলো ভাগ্যে লিখা

মৌলবাদের জিন্দাবাদের 
জন্য তো ভাই এই লেখা না
"উত্তেজিত হবার আগে
সবার উচিত সত্য জানা"

মন্তব্য ৬৩ টি রেটিং +২৭/-২

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৩
বিবেক সত্যি বলেছেন: 
১ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৪
বিবেক সত্যি বলেছেন: একবলে ছয়রান 
করতে যদি না পারি ভাই হারাবো সম্মান B:-/
কি করি- কি করি 
তীরের কাছে এসে বুঝি ডুবলো আশার তরী
 সবাই সীমানায় 
ভাবছে সবাই আপন মনে কী যে হয়ে যায় B-) 

হঠাৎ ভীষণ শব্দ হলো
 জয়ের মিশন স্তব্ধ হলো 
বোলার ভীষণ জব্দ হলো 
ছক্কা হলো বুঝি.... 
বলটা কোথায়, ব্যাস্ত সবাই করছে খোঁজাখুঁজি :)

 বল না পেয়ে হায়
 মনের দুখে ছটফটিয়ে স্বপন টুটে যায় ;)

 মনের মাঝে স্বপন ঘরে 
জয়ের আশা রোপন করে 
রাত পোহালো যেই_ ,
 ছোট্ট পিকু বলতে গিয়ে হারায় কথার খেই !:#P
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৮
বিবেক সত্যি বলেছেন: 
২ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৫
বিবেক সত্যি বলেছেন: একটা বিরাট আম পাঠালাম বন্ধু তোমার জন্য 
ভেবেই বলো, আম হিসেবে যায় কি করা গণ্য ? ;) 
আমের মত দেখতে হলেও সত্যি এটা আম না 
মনখারাপের নেইতো কারন নিচ্ছি কোন দাম না B:-/ 
নাইবা খেতে পারলে এটা দুখ্খু মনে নিও না
 একটু ভাবো, বন্ধু আমার খুব কি তুমি প্রিয় না ? B-) 
মনের গভীর কোণটা থেকে একটা জিনিস দিচ্ছি
 এইতো অনেক- অনেক বেশি হোক তা ভালো-বিশ্রী !:#P
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৮
বিবেক সত্যি বলেছেন: 
৩ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৫
বিবেক সত্যি বলেছেন: এই যে দেখ পাখি ;
 গোসল করতে গিয়ে কেমন, দিচ্ছে মাথায় ঝাঁকি
 কান্ড দেখে হাসি.. 
মনটা বলে, পাখি তোমায় অনেক ভালোবাসি
 পালকে জল ছোঁয়ালে... 
কী হয় এমন?- নেবে বলো ?- একটা নীলাভ তোয়ালে ? 
 আমার বড় পাচ্ছে হাসি, তোমার দিকে তাকালে.... ;)
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৯
বিবেক সত্যি বলেছেন: 
৪ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
বিবেক সত্যি বলেছেন: হুঙ্কাড়ে কাঁপাকাঁপি মাথা আছে , নাই ঘাড় 
খুজে বের করো দেখি "The Hidden Tiger " B-) 
ছবিতে লুকিয়ে আছে বাঘ মামা যতনে 
রতনের মত তুমি চিনে নাও রতনে;)
 পারবেনা, বুঝে গেছি থাক -থাক-আচ্ছা
 তুমি তো মানুষ ; নও বাঘেদের বাচ্চা :) 
ডোরাকাটা দাগ দেখে বের করো লেখাটা... 
বাঘটার গায়ে আকা আঁকাবাকা রেখাটা ... B-)
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৯
বিবেক সত্যি বলেছেন: 
৫ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২১
বিবেক সত্যি বলেছেন: দুপুর বেলা তিন সাথীরে সংগে নিয়ে 
চলছে নিপু বাড়ির সবার চোখ এড়িয়ে
 করবে সাবুর মোরগটারে জবাই বুঝি 
সেই খেয়ালে জোট বেধেছে সবাই বুঝি ! 
নয়তো আজি' আগুন দেবে গোয়াল ঘরে
 বিল থেকে আজ আনবে বুঝি বোয়াল ধরে । 

কিন্তু না'তো চলছে ওরা মাঠের দিকে
 সন্ধ্যেবেলা সূর্য-ডোবা পাটের দিকে 
এখন দুপুর; পুকুর পাড়ে গাছের ডালে 
সবুজ পাতা দুলছে ইষত নাচের তালে 
নেই যে কোথাও ঘাস ফড়িং আর প্রজাপতি
 জৈষ্ঠ্য মাসের দুপুরটা আজ শান্ত অতি
মুরগীগুলো ঠোট লুকোনো পালক মাঝে 
শান্ত ছায়ার তীব্র তাপের আলোক মাঝে 

মাঠ ছাড়িয়ে দিঘীর তীরে হিজল গাছে
 ঘুঘুর ছানা হয়তো নীড়ে ঘুমিয়ে আছে
 ঢিল ছুড়ে আর বিচিত্র সব শব্দ করে 
ভয় দেখিয়ে ছানার-মাকে জব্দ করে 
একটা ছানা হাতের মুঠোয় আনলো তুলে 
মা পাখিটা গাছের শাখায় কানলো দুলে

 ছিনিয়ে এনে ঘুঘুর ছানা বাড়ির মাঝে 
রান্নাঘরে লুকিয়ে রাখে; হাড়ির মাঝে

 হঠাত কারো কান্না শুনে থমকে গেলো 
ব্যাপার দেখে নিপুর হৃদয় চমকে গেলো
 ছোট্ট যে এক বোন ছিলো তার , হাসতো ভালো
 সবার থেকে তাকেই নিপু বাসতো ভালো 
বোনটি নাকি সাপের ঘায়ে নীল হয়েছে 
নীল গোলাপের সংগে ভীষণ মিল হয়েছে ।
 নিপুর হৃদয় উঠলো কেদে বোনের শোকে 
একলা ঘরে ডুকড়ে কাদে মনের শোকে
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৫
বিবেক সত্যি বলেছেন: কষ্ট কেমন ! হারায় যদি আপন জনে
 হঠাত নিপুর জাগলো ভীষণ কাপন মনে
 মা পাখিটার আর্তনাদের শব্দ যেন 
মনটা নিপুর করেই দিলো স্তব্ধ যেন 
বোনটি তাহার হয়নি তো নীল সাপের ঘায়ে 
মুমূর্ষ সে হয়তো নিপুর পাপের ঘায়ে 

মনটা বলে করো ছেলে তওবা তুমি 
খোদার কাছে; দুষ্টু যতই হও-বা-তুমি
 কষ্টে ভীষণ পিচ্চি ছেলের কান্না ঝরে 
সেই ছানাটা আনতে ছোটে রান্না ঘরে
 দুষ্ট দলের সংগে সকল সখ্য ঘূচে 
নতুন শপথ নিলো এবার চক্ষ মুছে B-) 
আল্লাহ আমায় মাফ করে দাও রহিম তুমি 
দয়ার আধার মহান , মহা-মহিম তুমি 

তার পরে সে ঘুঘুর ছানা সংগে নিয়ে
 চললো আবার বাড়ির সবার চোখ এড়িয়ে 
মা পাখিটা হাসলো ভীষণ আনন্দে যে 
হাজার ফুলের হাস্য মনের কানন- দেশে 

এবার খানিক পুচকে মনে ভরসা হলো 
বোনটি বুঝি নীল থেকে ফের ফর্সা হলো :) 
বাড়ির সবার ঠোটের কোণে ফুটলো 
হাসি ভাই ও বোনের হৃদয় দুটো উঠলো হাসি ' 
মন থেকে সব আধার কালো বিয়োগ হলো 
এবার নিপুর আলোর পথেইনিয়োগ হলো B-)

No comments:

Post a Comment