মুসলমানরা সাবধান !! জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবী যেন ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবীতে পরিনত না হয়
০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯
ইসলামের ভিত্তিমূলে রয়েছে রাজনীতি। ইসলামের মূল ভিত্তি এবং প্রবেশের সদর-দরজা কালেমায়ে তাইয়্যেবাই ইসলামী রাজনীতির উৎস।
কালেমায়ে তাইয়্যেবার মূল ঘোষণা ও অন্তর্নিহিত বাণী হলো এক আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয়া। এক আল্লাহ ছাড়া অন্য সবকিছুর সার্বভৌমত্ব অস্বীকার করা। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সহ জীবন যাপনের সকল ক্ষেত্রে মহানবী (সাঃ)কে অনুসরনের অঙ্গীকার কালেমায়ে-তাইয়্যেবার ঘোষণার দ্বিতীয় উল্ল্যেখযোগ্য দিক। তাই একে কোন অবস্থাতেই রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।
মহানবী সাঃ এর একটি হাদীসের আলোকে ইসলামের বুনিয়াদ হল ৫ টি, যার প্রথমটি এ কালেমার ঘোষণা- এ মর্মে সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ বা সার্বভৌমত্বের অধিকারী কোন সত্বা নেই এবং মুহাম্মদ সাঃ আল্লাহর রাসূল। মুহাম্মদ সাঃ কে আল্লাহর রাসূল ঘোষণার অর্থ ও তাৎপর্য হল, তিনি আল্লাহর পক্ষ থেকে যাকিছু নিয়ে এসেছেন তা গ্রহণ করা আর যা করতে নিষেধ করছেন তা থেকে বিরত থাকা...
কালেমায়ে তাইয়্যেবার ঘোষণা মূলত মানুষের গোটা জীবনকে খোদাহীন মতাদর্শ , সভ্যতা সংস্কৃতি, আইন-কানুন , বিধিবিধান পরিহার করে আল্লাহ প্রদত্ব ও রাসূল সাঃ প্রদর্শিত নীতি-আদর্শের ভিত্তিতে পরিচালনার একটি *শর্তহীন অঙ্গীকার।*
এ কালেমার ঘোষণা দিয়ে যারা ইসলামে প্রবেশ করে , ইসলামী উম্মাহর অন্তর্ভূক্ত হয় তারা ইসলামহীন রাজনীতি বা রাজনীতিবিহীন ইসলামের কথা ভাবতেও পারেনা..
হাদীসের আলোকে ইসলামের ৫ বুনিয়াদের ২-য় ও ৩-য় বুনিয়াদ হল নামাজ *কায়েম* ও যাকাত *আদায়* করা। এ দুটো কাজকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দায়িত্ব হিসেবে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরা হাজ্জের ৪১ নং আয়াতে..
"আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর সকল কাজের পরিনাম আল্লাহর ইখতিয়ারে"..
কালেমায়ে তাইয়্যেবার মূল ঘোষণা ও অন্তর্নিহিত বাণী হলো এক আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয়া। এক আল্লাহ ছাড়া অন্য সবকিছুর সার্বভৌমত্ব অস্বীকার করা। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সহ জীবন যাপনের সকল ক্ষেত্রে মহানবী (সাঃ)কে অনুসরনের অঙ্গীকার কালেমায়ে-তাইয়্যেবার ঘোষণার দ্বিতীয় উল্ল্যেখযোগ্য দিক। তাই একে কোন অবস্থাতেই রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।
মহানবী সাঃ এর একটি হাদীসের আলোকে ইসলামের বুনিয়াদ হল ৫ টি, যার প্রথমটি এ কালেমার ঘোষণা- এ মর্মে সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ বা সার্বভৌমত্বের অধিকারী কোন সত্বা নেই এবং মুহাম্মদ সাঃ আল্লাহর রাসূল। মুহাম্মদ সাঃ কে আল্লাহর রাসূল ঘোষণার অর্থ ও তাৎপর্য হল, তিনি আল্লাহর পক্ষ থেকে যাকিছু নিয়ে এসেছেন তা গ্রহণ করা আর যা করতে নিষেধ করছেন তা থেকে বিরত থাকা...
কালেমায়ে তাইয়্যেবার ঘোষণা মূলত মানুষের গোটা জীবনকে খোদাহীন মতাদর্শ , সভ্যতা সংস্কৃতি, আইন-কানুন , বিধিবিধান পরিহার করে আল্লাহ প্রদত্ব ও রাসূল সাঃ প্রদর্শিত নীতি-আদর্শের ভিত্তিতে পরিচালনার একটি *শর্তহীন অঙ্গীকার।*
এ কালেমার ঘোষণা দিয়ে যারা ইসলামে প্রবেশ করে , ইসলামী উম্মাহর অন্তর্ভূক্ত হয় তারা ইসলামহীন রাজনীতি বা রাজনীতিবিহীন ইসলামের কথা ভাবতেও পারেনা..
হাদীসের আলোকে ইসলামের ৫ বুনিয়াদের ২-য় ও ৩-য় বুনিয়াদ হল নামাজ *কায়েম* ও যাকাত *আদায়* করা। এ দুটো কাজকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দায়িত্ব হিসেবে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরা হাজ্জের ৪১ নং আয়াতে..
"আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর সকল কাজের পরিনাম আল্লাহর ইখতিয়ারে"..
No comments:
Post a Comment