পুলিশের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি নাকি পেতে যাচ্ছি ?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৬
ক্যাম্পাসের পাশেই পলাশী মোরে কয়েকজন পুলিশ সদস্য দাড়িয়ে আছেন । খুব ঠান্ডা পরিবেশ । আমার গায়ে পাতলা একটা শার্ট । শীতে কাপছি এমন অবস্থা ।
কি মনে করে ওনাদের কাছে গিয়েছি । দেখি মোটামোটা পাটের বস্তার মত কি সব গায়ে দিয়ে আছেন আমি কেমনে যেন বুঝাতে পারলাম আমার শীতার্ত অবস্থা এক ভাইজানের দয়া হলো আমাকে একটা জ্যাকেটের মত দিলেন । দিলেন তো দিলেন-নিজের হাতে পড়িয়ে দিলেন ভালোই গরম জিনিস ..
সমস্যা হলো জ্যাকেটটার শুধু একটা পাশ আছে আমার এক হাত ওটার হাতার মধ্যে ঢুকেছে । অন্য পাশ খালি
এরপরের কিস্যু মনে নাই ..
ঘুম ভাঙছে ৩ টার সময়
দুপুরে ক্লাশ শেষে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম । হিম হিম আবহাওয়ায় কম্বল জড়িয়ে আরামদায়ক সময় । বলা যায় গভীর ঘুম একেবারে ।
একটু চিন্তা লাগছে পুলিশের উষ্ণ অভ্যর্থনা খুব ভালো কিছু নয়...
কি মনে করে ওনাদের কাছে গিয়েছি । দেখি মোটামোটা পাটের বস্তার মত কি সব গায়ে দিয়ে আছেন আমি কেমনে যেন বুঝাতে পারলাম আমার শীতার্ত অবস্থা এক ভাইজানের দয়া হলো আমাকে একটা জ্যাকেটের মত দিলেন । দিলেন তো দিলেন-নিজের হাতে পড়িয়ে দিলেন ভালোই গরম জিনিস ..
সমস্যা হলো জ্যাকেটটার শুধু একটা পাশ আছে আমার এক হাত ওটার হাতার মধ্যে ঢুকেছে । অন্য পাশ খালি
এরপরের কিস্যু মনে নাই ..
ঘুম ভাঙছে ৩ টার সময়
দুপুরে ক্লাশ শেষে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম । হিম হিম আবহাওয়ায় কম্বল জড়িয়ে আরামদায়ক সময় । বলা যায় গভীর ঘুম একেবারে ।
একটু চিন্তা লাগছে পুলিশের উষ্ণ অভ্যর্থনা খুব ভালো কিছু নয়...
No comments:
Post a Comment