৬১ কেজি মাটির পিন্ড !!

৬১ কেজি মাটির পিন্ড !!

১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

 
ওর-ই পাশের রুমে - রশীদের ৫০০৬ এর আদিল ফয়সাল বলতেছিলো ফয়সালের শেষ কথা , "আমাকে নদীতে ফালাই রাখছো ক্যান ? " যন্ত্রণার অসীম সমুদ্রে ডুবে থাকা ফয়সালের মনে হচ্ছিলো তাকে নদীতে ফেলে দেয়া হয়েছে !! আদিল স্বান্তনা দিছে , "তোমাকে যেখানেই রাখুক, আমরা আছি, ঠিক ই নিয়ে আসবো "

জানাযার কাতারে দাড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকাই পিছনে । বিরাট লম্বা লাইন ধরে ওরা দাঁড়িয়েছে পাঁচ বছরের সহচরকে বিদায় সম্বর্ধনা দেবার জন্য । বুক ঠেলে উঠে আসা কান্নার দমককে ঠেকিয়ে রেখে খেয়াল করি, ক্লান্ত-শ্রান্ত মুখগুলো কেমন বিস্মিত হয়ে কেবলি ফিসফিস করছে । প্রচেষ্টার সর্বোচ্চ টুকুই তো ছিলো ফয়সালের জন্য , মাথার ওপরে আকাশের দিকে তাকিয়ে বলি, আল্লাহ, তুমি নিয়েই গেলে ওকে ...

নতুন জামা পড়েও মন খারাপ করে আছি কেন ? এ ছিলো ওর অভিযোগ ! ওর সাথে প্রথম কথা ! 

ওরা ধরাধরি করে গাড়ি থেকে নামিয়েছে ফয়সালকে , চিড়চেনা হাসিমুখের ফয়সাল শাদা কাফনে জড়ানো জড়পিন্ড হয়ে গেছে । অবিশ্বাসী চোখে দেখি সে অদ্ভূত দৃশ্য ! ওকে নামাতে নামাতে মাটির সাথেই রেখে দিলো একেবারে । ইমামসাহেব জানাযার ৪ তাকবীরের কথা মনে করিয়ে দিচ্ছেন , আমি ঘোর নিয়ে তাকিয়ে আছি শুয়ে থাকা ফয়সালের দিকে ...

কত অসহায় যে নিজেকে লাগছিলো .. ছন্নছাড়া ভাবনা হানা দেয় মনে , কিছুদিন আগে জিমনেশিয়ামে ওয়েট মাপছিলাম, খোলা মাঠে আকাশের নীচে দাড়িয়ে মনে হলো এই অনন্ত মহাবিশ্বে একষট্টি কেজি ওজনের এই মাটির বস্তুটুকু আমি ... আমার কি মূল্য - আমাকে যেকোন মুহুর্তে নাই করে দিলে কার কি আসে যায় !! অথবা আমি থাকলেই বা কি আসে যায় ... 

স্রষ্টা এই আমি-মানুষকেই এতটা গুরুত্ব দেন , এত আলাদা সব ব্যবস্থা করে রাখেন, এত খেয়াল রাখেন , আমি যেন তার পছন্দের পথের একটু বাইরেও না সরে যাই, সেটুকু নিশ্চিত করতেও তার কত আয়োজন... অদ্ভূত লাগে ... ছন্নছাড়া লাইন মনে খেলা করে, আমার জন্য যে এক ফোঁটা চোখের জল ফেললো, তার জন্য জনম জনম কাঁদিবো ... 

আমার স্রষ্টা তুচ্ছ এই আমিকে নিয়ে এত ভেবেছেন , মনে হতেই অন্যরকম অনুভূতি আসে ...

ফয়সালের প‌্যারালাইজড বাবা, ওর মা.... তখনো হয়তো জানেন না ও আর নেই !! মাকে জানানোই হয়নি যে ওর অবস্থা এতটা খারাপ । সামান্য আহত ফয়সাল খুব শিঘ্রী সুস্থ্য হয়ে যাবে , সেরকমই আশা নিয়ে পথ চেয়ে ছিলেন তিনি ... আবার ভাবি, ওর বোনটির কথা ! মেডিকেল পড়ে ডাক্তার হবে ... পৃথিবীর শেষদিনটি পর্যন্ত কি সে ভুলতে পারবে প্রিয় ভাইয়ার হারিয়ে যাওয়ার এই শোক .. যে ভাইয়াটা ওরই জন্য - কঠিন ভর্তিপরীক্ষার দিনটিতে সাহস জোগানোর-ভরসা দেয়ার জন্য এসে এভাবে একেবারে চলে গেলো ...


কুল্লু নাফসিন যায়িক্বাতুল মাউতি, ওয়া নাবলুওয়াকুম বিশশাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজায়ূন !! প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে , আর আমরা ভালো ও মন্দ অবস্থায় ফেলে তোমাদের সকলকে পরীক্ষা করছি । শেষ পর্যন্ত তোমাদের সকলকেই আমাদের দিকেই আসতে হবে ....

আল্লাহ , কেমন তোমার দেয়া সেই মৃত্যুর স্বাদ ... খুব ভয় লাগে ... 

প্রিয় ফয়সাল - নামাজী ফয়সাল অনেক কষ্ট করে আমাদের থেকে চলে গেলো , আল্লাহ, তুমি এবার তাকে পুরোপুরি শান্তির একটা আবাস দিও .... 

মন্তব্য ৫৪ টি রেটিং +২৪/-১

মন্তব্য (৫৪)

No comments:

Post a Comment