ইসলাম বলে, ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বীরাও বেহেশতে যাবে !!

ইসলাম বলে, ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বীরাও বেহেশতে যাবে !!

২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২১

ইসলাম কেবলমাত্র একটি ধর্ম নয়। এটি একটি পরিপূর্ণ জীবন-ব্যবস্থা। 

সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন ই সৃষ্টি করেছেন । একারনে কারো প্রতিই তিনি উদাসীন নন। সংকীর্নমনারা ধর্মকে সংকীর্ন প্রমান করে ইসলামকে অন্য ধর্মের সাথে একাকার করার প্রচেষ্টা চালায়, অথচ দেখুন , কোরান হাদীস কি বলে...

১.

আহলি-কিতাবদের(যে জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে জীবন-যাপন পদ্ধতি জানিয়ে দেয়া হয়েছে ) মধ্যে বিশ্বাসী আছে-

وَلَوْ امَنَ اَهْلَ الْكِتبِ لَكَانَ خَيْرًا لَّهُمْ ط مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَ اَكْثَرُهُمْ فَسِقُوْنَ .

অর্থঃ আহলি-কিতাবগণ যদি ঈমান আনত তবে তা তাদের জন্যে কল্যাণকর হত। তাদের মধ্যে কিছু আছে মু'মিন। তবে অধিকাংশই ফাসিক। 
(আলে-ইমরানঃ ১১০)



২.অন্য ধর্মাবলম্বীদের মাঝে উপস্হিত থাকা বিশ্বাসীগনের বেহেশত পাওয়া না পাওয়া -

وَاِنَّ مِنْ اَهَلِ الْكِتبِ لَمَنْ يُؤْمِنُ بِاللهِ وَمَا اُنْزِلَ اِلَيْكُمْ وَمَا اُنِزِلَ اِلَيْهِمْ خشِعِيْنَ لِلّهِ لا لَا يَشْتَرُوْنَ بِايتِ اللهِ ثَمَنًا قَلِيْلاً ط اُُُولئكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ط اِنَّ اللهَ سَرِيْعُ الْحِسَابِ .

অর্থঃ আহলি-কিতাবদের মধ্যে কিছু লোক এমন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, 
তোমাদের প্রতি নাযিল হওয়া কিতাবকে (কুরআনকে) বিশ্বাস করে,
তাদের প্রতি নাযিল হওয়া কিতাবকে বিশ্বাস করে,
আল্লাহকে ভয় করে চলে, 
ছোট-খাট ওজরের কারণে আল্লাহর নির্দেশ অমান্য করে না। 
 তাদের পাওনা প্রতিফল তাদের রবের নিকট উপস্হিত আছে। আল্লাহ দ্রুততার সাথে ন্যায্য বিচার সম্পাদনকারী। 

(আলে-ইমরানঃ ১৯৯)


এ আয়াতের মাধ্যমে নিম্নের গুনাগুন থাকা ভিন্ন ধর্মাবলম্বীগন পরকালে পুরস্কার (বেহেশত) পাবেন বলে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন-
 আল্লাহকে(স্রষ্টাকে) বিশ্বাস করা
 কুরআনকে বিশ্বাস করা
 তাদের প্রতি নাযিল হওয়া কিতাবকে বিশ্বাস করা
 আল্লাহকে ভয় করে চলা
 ছোট-খাট ওজরের কারণে আল্লাহর নির্দেশ অমান্য না করা



৩. হাদীস কি বলে :


وَعَنْ اَبِىْ هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (ص) ثَلَاثَةٌ لَّهُمْ اَجْرَانِ : رَجُلٌ مِّنْ اَهْلِ الْكِتَابِ امَنَ بِنَبِيِّه , وَامَنَ بِمُحَمَّدٍ (ص) ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... (بخارى و مسلم)


অর্থঃ আবু হু্রায়রা (রাঃ) বলেন, রাসূল (সঃ) বলেছেন, তিন প্রকার লোক দ্বিগুন পুরস্কার পাবে-
 সেই আহলে-কিতাব যে নিজের নবীর প্রতি ঈমান এনেছে আবার মুহাম্মাদ এর প্রতিও ঈমান এনেছে।
 ... ... ... ... ... ... ... ...
 ... ... ... ... ... ... ... ... (বুখারী, মুসলিম) 


অতএব, কারো প্রতি বিদ্বেষ নয়, সভ্য লোকেরা ভদ্রলোকই হয়ে থাকেন ...

No comments:

Post a Comment