বাসের কোন চাকা পাংচার হয়েছিলো....
১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩
মতিন স্যারের কাশটেষ্ট। স্যার অতি ভালো। আমাদের সাথে চমতকার সম্পর্ক।
পরীক্ষা শুরু হলো এবং শেষ ও হয়ে গেলো।
স্যার বেড়িয়ে যাচ্ছেন এমন সময় হাঁপাতে হাঁপাতে ক্লাশে ঢুকলো শফি আর পায়েল।
-স্যার স্যরি, দেরি হয়ে গেলো, অনেক দুর থেকে এসেছি..
-দেরি কি শুধু পরীক্ষার দিন হয় নাকি প্রতিদিন-ই
-না স্যার, উত্তরা থেকে এসেছি, মাঝে বাসের টায়ার ফেটে গেলো তো তাই..
-আচ্ছা ঠিক আছে, বৃহস্পতিবার এসো তোমরা, পরীক্ষা নিয়ে নেব তোমাদের..
কিছুটা ইর্ষা তো হলোই আমার। আসলে এই দুই পাবলিক পড়ে আসেনি তাই স্যারকে ম্যানেজ করলো..জানাই ছিলো, স্যারকে বললে না বলবেন না..
বৃহস্পতিবার...
শফিকে স্যার বসালেন ৩০৩ নাম্বার রুমে আর পায়েলকে ৩০৪-এ..ওদের মোবাইল দুটি স্যারের হাতে..
পরীক্ষা শুরু হলো এবং প্রশ্ন দেখে আমার দুই অতি প্রিয় বন্ধু টাসকি খেলো একটা বড়সড়..
স্যারের প্রশ্ন ছিলো ২ টা
১......... -৫
২.বাসের কোন চাকা পাংচার হয়েছিলো? সঠিক উত্তরে টিক চিহ্ন দাও -১৫
ক.সামনের বাম চাকা
খ.সামনের ডান চাকা
গ.পেছনের বাম চাকা
ঘ.পেছনের ডান চাকা
প্রথম প্রশ্নে মার্ক ৫
দ্বিতীয় প্রশ্নে মার্ক ১৫....
পরীক্ষা শুরু হলো এবং শেষ ও হয়ে গেলো।
স্যার বেড়িয়ে যাচ্ছেন এমন সময় হাঁপাতে হাঁপাতে ক্লাশে ঢুকলো শফি আর পায়েল।
-স্যার স্যরি, দেরি হয়ে গেলো, অনেক দুর থেকে এসেছি..
-দেরি কি শুধু পরীক্ষার দিন হয় নাকি প্রতিদিন-ই
-না স্যার, উত্তরা থেকে এসেছি, মাঝে বাসের টায়ার ফেটে গেলো তো তাই..
-আচ্ছা ঠিক আছে, বৃহস্পতিবার এসো তোমরা, পরীক্ষা নিয়ে নেব তোমাদের..
কিছুটা ইর্ষা তো হলোই আমার। আসলে এই দুই পাবলিক পড়ে আসেনি তাই স্যারকে ম্যানেজ করলো..জানাই ছিলো, স্যারকে বললে না বলবেন না..
বৃহস্পতিবার...
শফিকে স্যার বসালেন ৩০৩ নাম্বার রুমে আর পায়েলকে ৩০৪-এ..ওদের মোবাইল দুটি স্যারের হাতে..
পরীক্ষা শুরু হলো এবং প্রশ্ন দেখে আমার দুই অতি প্রিয় বন্ধু টাসকি খেলো একটা বড়সড়..
স্যারের প্রশ্ন ছিলো ২ টা
১......... -৫
২.বাসের কোন চাকা পাংচার হয়েছিলো? সঠিক উত্তরে টিক চিহ্ন দাও -১৫
ক.সামনের বাম চাকা
খ.সামনের ডান চাকা
গ.পেছনের বাম চাকা
ঘ.পেছনের ডান চাকা
প্রথম প্রশ্নে মার্ক ৫
দ্বিতীয় প্রশ্নে মার্ক ১৫....
No comments:
Post a Comment