ঘুম আসিতেছে না / ঘুম ইজ নট কামিং

ঘুম আসিতেছে না / ঘুম ইজ নট কামিং X((

২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৯

দার্জিলিঙের চূড়ায় আছে এই রেলষ্টেশনটি ..নাম ঘুম। ২০০৬ এর নভেম্বরে আমরা গিয়েছিলাম । বাংলাদেশ তখন গরম ।শেখ হাসিনা মুক্ত B-) তার সঘন B-) আল্টিমেটাম-মানে ঘনঘন হুমকি-ধামকি চলছে ফুলস্পিডে.. 

এরই মাঝে ৫ দিনের প্লান নিয়ে আমাদের যাত্রা শুরু । ৫ দিন থাকতে পারিনি । ৩ দিন পরেই খবর এলো, দেশব্যাপী অবরোধ না কি যেন । বাংলাদেশ অচল করে দিবেন নেতৃ-বঙ্গবন্ধুর কন্যা/:) ..

অতএব বাক্সপ্যাটরা গুছিয়ে আমরা ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন । 

যা হোক... ঘুমের নাম শুনেছিলাম আগেই । বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন নাকি । শিলিগুড়ি থেকে দুপুর ২.০০ টার দিকে আমাদের জীপ চলতে শুরু করেছে । বেশ উত্তেজিত সবাই । কারন অল্প একটু পরেই দেখা গেলো রাস্তা উপরে উঠতে শুরু করেছে । হুমরি খেয়ে সবাই জানালার দিকে নাক ঠেকিয়ে রেখেছে । বিষ্ময়কর সৌন্দর্য চারিদিকে । আমাদের গাড়ি উঠছে তো উঠছেই । একসময় শুরু হল প্যাচানো রাস্তা.. যাষ্ট 'সাপের মত প্যাচানো' যাকে বলে ! 

পকেটভর্তি জলপাই ছিল। কাজ হলোনা । একসময় অসুস্থ হয়ে পড়লাম আমি । কষ্টের চেয়ে বিব্রত বেশি । ভাবছি অন্যদের কথা- ইশ কি ভাবছে ওরা ! 

কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম । সৌন্দর্য দেখা বাতিল তখন :) কেবল একটাই চাওয়া... ঘুম, তুমি চলে এসো..

কারন ঘুম চলে আসা মানে আমাদের যাত্রা শেষB-) প্রায় । গাড়িটা থামলে বাচি । 

মন্তব্য ৩৩ টি রেটিং +১৩/-২

মন্তব্য (৩৩)

No comments:

Post a Comment