মৃত্যু আমার ঘাড়ের কাছে শ্বাস ফেলে যায় নিত্যদিন
০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
কাল রাতে বেশ অর্থবহ এক স্বপ্ন দেখেছি ...
ঢাকা থেকে বাড়ি গিয়েছি কোন কারনে।
গিয়ে মনে হচ্ছে আজই ফিরে যেতে হবে। কারন সামনে
পরীক্ষা, তাড়াহুরা করে গুছিয়ে নিচ্ছি। মা বলছেন, এত
তাড়াহুরার কিছু নাই, তোমার জন্য একটা হোন্ডা রেডীকরা আছে..
যাহোক, কয়েকদিন আগেই হোন্ডা চালানোর হাতেখড়ি
হয়েছিল। সেটাই মনে হয় দেখতে লাগলাম..
আমার হোন্ডা বারবার বামদিকে হেলে যাচ্ছে। একসময়
পড়েই গেলো.. আমি লাফ দিয়ে সরে যাই।
আবার নতুন করে চালু করতে যাবো, এমন সময় কালো পোশাকের দুই ব্যক্তি কোথ্থেকে এসে আমার দিকে একটা রিভলবার তাক করে । তারাও মোটরসাইকেলে এসেছে..
আমি হাত উপরে তুলি। একজন বলে, পকেটে কি
আছে? আমি পকেট হাতড়ে একটা ন্যাপথালিন খঁজে পাই
ন্যাপথালিনটা কাচের বল হয়ে যায় যেন কিভাবে..
এসময় প্রচন্ড একটা ভয় আমাকে ঘিরে ধরে। কেবল-ই মনে , হয় ওরা বুঝি আমাকে গুলি করে দেবে...
এরমধ্যে আরেকজন জিজ্ঞেস করলো, বয়স কত, সত্যি বল ?
আমি বয়স বলতেই ওরা একটু মুচকি হেসে মোটরসাইকেল
নিয়ে চলে গেলো..
আমার কেন যেন মনে হল , আমার মৃত্যুর সময়টা এখন্ও আসেনি ,
এটা ওরা বুঝতে পেরেই আমাকে ছেড়ে দিলো...
ঢাকা থেকে বাড়ি গিয়েছি কোন কারনে।
গিয়ে মনে হচ্ছে আজই ফিরে যেতে হবে। কারন সামনে
পরীক্ষা, তাড়াহুরা করে গুছিয়ে নিচ্ছি। মা বলছেন, এত
তাড়াহুরার কিছু নাই, তোমার জন্য একটা হোন্ডা রেডীকরা আছে..
যাহোক, কয়েকদিন আগেই হোন্ডা চালানোর হাতেখড়ি
হয়েছিল। সেটাই মনে হয় দেখতে লাগলাম..
আমার হোন্ডা বারবার বামদিকে হেলে যাচ্ছে। একসময়
পড়েই গেলো.. আমি লাফ দিয়ে সরে যাই।
আবার নতুন করে চালু করতে যাবো, এমন সময় কালো পোশাকের দুই ব্যক্তি কোথ্থেকে এসে আমার দিকে একটা রিভলবার তাক করে । তারাও মোটরসাইকেলে এসেছে..
আমি হাত উপরে তুলি। একজন বলে, পকেটে কি
আছে? আমি পকেট হাতড়ে একটা ন্যাপথালিন খঁজে পাই
ন্যাপথালিনটা কাচের বল হয়ে যায় যেন কিভাবে..
এসময় প্রচন্ড একটা ভয় আমাকে ঘিরে ধরে। কেবল-ই মনে , হয় ওরা বুঝি আমাকে গুলি করে দেবে...
এরমধ্যে আরেকজন জিজ্ঞেস করলো, বয়স কত, সত্যি বল ?
আমি বয়স বলতেই ওরা একটু মুচকি হেসে মোটরসাইকেল
নিয়ে চলে গেলো..
আমার কেন যেন মনে হল , আমার মৃত্যুর সময়টা এখন্ও আসেনি ,
এটা ওরা বুঝতে পেরেই আমাকে ছেড়ে দিলো...
No comments:
Post a Comment