মনে বড় জ্বালা রে , পাঞ্জাবীওয়ালা

মনে বড় জ্বালা রে , পাঞ্জাবীওয়ালা /:)

১২ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

আমার খালাত ভাইয়ের নাম লালন.. কুষ্টিয়ার লালন ফকিরের পরে আর কয়জনের নাম লালন রাখা হয়েছে জানিনা.. তবে আমি আমার জীবনে ওকে ছাড়া আর কাউকে দেখিনি । 

আমার থেকে বয়সে মিনিমাম দুই বছরের বড় । তবুও তুই-তোকারি সম্পর্ক । 

আমাদের মামাত-চাচাত-ফুপাত-খালাত সম্পর্কের অগনিত ;) ভাই বোনদের মধ্যে একমাত্র লালনের ই সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হয়েছে মাদ্রাসায় পড়ার । আমার খালু চরমোনাই পীর ছাহেবের মুরিদানB-) তার শখ অন্তঃত তার একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবেন । সেই ইচ্ছাপূরনের বলি হলো খালুর মেঝো ছেলে লালন । 

হাইস্কুলের পাশেই মাদ্রাসা । মাদ্রাসার পিছনে আমাদের বাসা । লালন ক্লাশ শেষে অথবা ক্লাশের ফাকে তার প্রিয় খালাম্মার সাথে দেখা করতে আসে । 

বেশিক্ষণ থাকেনা লালন ।
আম্মা বলেন, লালু, এত তাড়াহুরা করিস না তো..
লালন একদিন বলেই ফেলে, নাহ, পোলাপান সব চইলা যাইবো, তহন যাইতে অইবো একলা..

আমি বলি , একলা যাইতে পারবিনা, এইডা কেমন কতা ?

লালন জবাব দেয়, সবাইর লগে যাইতে অইবো, এই পাঞ্জাবী গায় দিয়া একলা একলা যাইতে শরম করে...যাই..

মন্তব্য ১৭ টি রেটিং +১২/-১

মন্তব্য (১৭)

No comments:

Post a Comment