একটা বোনের জন্য হাহাকার

একটা বোনের জন্য হাহাকার

১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৬

আগে কখনও এই অনুভূতিটা তীব্রভাবে আসেনি...

ইদানীং মাঝে মাঝেই বুকটা ভিজে ওঠে । একটা বোন-আহা একটা বোন ! যদি থাকতো আমার...

হুমায়ুন আহমেদের উপন্যাসগুলোও বেশ জ্বালাচ্ছে আজকাল । আগে ওর উপন্যাসগুলো একবারের বেশি পড়তে পারতাম না । সেদিন আশাবরী পড়ে সত্যি-সত্যি অভিভূত হয়ে গিয়েছি । ফানিম্যান রন্জুটা মরেই গেলো শেষতক... ছোট বোনটার কি তীব্র শোক... 

পুরো গল্পটার পাতায় পাতায় রঞ্জুর প্রতি ওর বোনের ভালোবাসা-আবেগ 
একমুহূর্তের জন্যও আমাকে বইটা থেকে সরে আসতে দেয়নি...

মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-২

মন্তব্য (৫০) 

No comments:

Post a Comment