রাসূলুল্লাহ (সাঃ) হাস্য-রসিকতা ও করতেন
১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৬
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) সদা হাসিমুখ ছিলেন।
তিনি এমন অকৃতিম রসিকতা করতেন যে সাথীদের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা বদ্ধমূল হয়ে যেত..
তিনি বলছেন , 'তোমার ভাইয়ের দিকে মুচকি হাসি নিয়ে তাকানোটাও একটা সৎ কাজ'...
শুনুন কিছু মজার ঘটনা...
তিনি এমন অকৃতিম রসিকতা করতেন যে সাথীদের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা বদ্ধমূল হয়ে যেত..
তিনি বলছেন , 'তোমার ভাইয়ের দিকে মুচকি হাসি নিয়ে তাকানোটাও একটা সৎ কাজ'...
শুনুন কিছু মজার ঘটনা...
৩৭ টি +১২/-৩
মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন
১ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৮
বিবেক সত্যি বলেছেন: ১. একবার এক মজলিশে খেজুড় খাওয়া হলো। রাসূল (সাঃ) খেজুড়ের আঁটি বের করে আলী (রাঃ) এর সামনে রাখতে লাগলেন .. খাওয়া শেষে আঁটির স্তুপ দেখিয়ে বললেন, তুমি তো দেখছি অনেক খেজুড় খেয়েছো.. আলী (রাঃ) বললেন , আমি আঁটিসুদ্ধ খেজুড় খাইনি...
২ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৯
বিবেক সত্যি বলেছেন: ২. এক ভিক্ষুক রাসূল (সাঃ) এর কাছে সাহায্যস্বরূপ একটি উট চাইলো । নবীজি বললেন, আমি তোমাকে একটি উটনীর বাচ্চা দেবো শুনে ভিক্ষুক হতাশ হয়ে বললো , বাচ্চা উট দিয়ে আমি কি করবো.. নবীজি বললেন, প্রত্যেক উট ই কোন না কোন উটনীর বাচ্চা হয়ে থাকে
৩ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪০
বিবেক সত্যি বলেছেন: ৩.এক বুড়ি রাসূল (সাঃ) এর কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন । আমি যেন জান্নাতে যেতে পারি.. নবীজি বললেন, কোন বুড়ি জান্নাতে যেতে পারবে না শুনে বুড়ি কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলো, নবীজি সাহাবীদের বলে পাঠালেন, তাকে গিয়ে বল, আল্লাহ নারীদের কে যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবেন
৪ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৬
তুষারমানব বলেছেন: আরও বলেন।
৫ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
অক্ষর বলেছেন: 100%
৬ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
বিবেক সত্যি বলেছেন: তিনি (সাঃ) হাস্য কৌতুকের মাধ্যমে সমাবেশে আনন্দের পরিবেশ সৃষ্টি করে ফেলতেন।তবে অবশ্যই ভারসাম্য বজায় থাকতো।। এতে কোন অন্যায়, অসত্য কথাও আসতো না আবার কেউ অট্টহাসিতেও ফেটে পড়তো না...
No comments:
Post a Comment