আমরা কী-বোর্ড বিরতিতে গেলাম- আমরা এখন ভার্চূয়াল কী-বোর্ড ব্যবহার করিব

আমরা কী-বোর্ড বিরতিতে গেলাম-:P আমরা এখন ভার্চূয়াল কী-বোর্ড ব্যবহার করিব ;)

১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৯

সেদিন রাত্রিবেলা মহা উৎসাহের সহিত গালাগালি এবং ফ্লাডিং করিতে গিয়া কী-বোর্ড টিপিতে টিপিতে আমাদিগের অঙ্গুলি ব্যাথা হইয়া 
গিয়াছে । এমতাবস্থায় আমাদের অঙ্গুলীকে কিঞ্চিত
বিশ্রাম :(( দেওয়া আবশ্যক হইয়া পরিয়াছে । 

তদুপরি আমাদের মহান গালিবাজ কমরেডদিগের মুক্তিসংগ্রামের B-) জন্য আমরা 
হুমকী-ধমকী ছাড়িয়া দেব এমন লজ্জাশীলতা আমাদিগের মধ্যে নাই । তাই আমরা ঠিক করিয়াছি , বারংবার আমরা ঘোষনা দিয়া
যাইবো যে আমরা বিরতিতে গেলাম এবং পরপরই আসিয়া 
নির্লজ্জের মত সামহোয়্যারের বিশেষ ফিচার ভার্চূয়াল 
কীবোর্ডের অক্ষরগুলির উপর মাউস ক্লীক করিতে
থাকিব :P

এই সময়ে আমাদের সুপরিচিত গালিবাজ নিকগুলি লগ-অফ অবস্থায় থাকিবে এবং আমাদের তৈয়ারকৃত কিছু মুখোশধারী নিক 
(যেমন, কাবিআ, বসরু, ঘুনতাকা) লগঅন থাকিয়া 
ব্যাপক পাফরমেন্স দেখাইবে...

:P:P:P:P:P:P

মন্তব্য ২১ টি রেটিং +১৫/-১৪

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৫
বিবেক সত্যি বলেছেন: ভাই, আপনারে না কালকে গুডবাই বলছিলাম...X(
১ ।১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪১
১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৭
বিবেক সত্যি বলেছেন: :)
২ ।১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৬
সন্ধ্যাবাতি বলেছেন: হা হা হা হা হা হা। ব্যাপক!!!!!!!!
১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৫
বিবেক সত্যি বলেছেন: আমি অবশ্য নতুন ফিচারের ভার্চূয়াল কী-বোর্ড টা এখনও আয়ত্ব করতে পারিনি B-) ভাবছি কখনও কী-বোর্ড বিরতিতে গেলে আমার কি হবে :P
৩ ।১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫০
নাবিক বলেছেন: হুম
১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৯
বিবেক সত্যি বলেছেন: হুমমম... ব্যাপারটা দেখছি আমরা ..;)
৪ ।১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৪
বিবেক সত্যি বলেছেন: এইটার নাম ভার্চূয়াল কীবোর্ড
১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৫
বিবেক সত্যি বলেছেন: 
৫ ।১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৮
পান্জেরী বলেছেন: হা হা হা!
১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩
বিবেক সত্যি বলেছেন: ভাই , এত হাইসেন না । আমারে ভার্চূয়াল কী-বোর্ডের ব্যবহার শেখান । অনেক দোয়া পাইবেন আমার কাছ থেইক্কা ..B-)
৬ ।১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪০
বিবেক সত্যি বলেছেন: রাগ ইমন তার পোষ্টে বলেছেন, ....তাদের বিভিন্ন ধরনের গবেষনা মূলক রচনার "রূপধারী" পোস্টের ঘন ঘটা দেখে কী বোর্ডের বিরতিও ঠিক মত পালন করা যাচ্ছে না... হা হা হা ... ব্যাপকস মজার কথা হয়েছে এইটা..হা হা হা ...
৭ ।১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৪
সবুজ সাথী বলেছেন: হা হা হা হা হা হাহা হা হাহা হা হাহা হা হা... ঝাক্কাস হইছে।
১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩১
বিবেক সত্যি বলেছেন: ;)
৮ ।১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩২
৯ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩০
বিবেক সত্যি বলেছেন: এই লিঙ্কে ইচ্ছা করলে গিয়ে দেখে আসতে পারেন । ৩ মিনিট লাগবে পেইজ লোড হতে । রাসেল সাহেব বাংলা ভাষায় তেমন পারদর্শী নন । সেটা তার নামের বানান দেখেই বোঝা যায় । একারনে উনি বিদেশি ভাষায় একটা সাইট বানানোর প্লান করেছেন । সেটা র ব্লুপ্রীন্ট B-) লিঙ্কে আছে.. আমি আগেই বলে দিচ্ছি, ওইখানে আমার পক্ষে জয়েন করা সম্ভব নয় । ঐ ভাষাটার প্রতি কিছুটা বিদ্বেষ তো এমনিতেই আমার আছে, তাছাড়া ওইটার একটা অক্ষর ও আমি বুঝবো না :)
১০ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৪
দ্বীপবালক বলেছেন: সংস্কৃতের পণ্ডিত মহামতি বিদ্যাসাগর ও ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার অধ্যাপক উইলিয়াম কেরীর রচিত সাধুভাষায় লেখনী চর্চায় আপনাকে সহযোগী পাইলাম বলিয়া ধারণা করিতেছি। আপনার লেখাটিকে ধনাত্বক মান প্রদান করিলাম।
১১ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৩
বিবেক সত্যি বলেছেন: চমতকৃত হইলাম...B-) সাধু ভাষায় লেখনী চর্চার প্রাথমিক প্রচেষ্টা চলিতেছে । অতএব সাধু-চলিত মিশ্রন আপাতত দোষণীয় নয় বলে গণ্য করিলে ধন্য হইবো:P
১২ ।১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫১
ফজলে এলাহি বলেছেন: কোথায় কীবোর্ড বিরতি, সবাই পোষ্টাচ্ছে। তবে আশার কথা যে, গালাগাল মুক্ত ব্লগ দেখতে পাচ্ছে ভিজিটর তথা পাঠকেরা এখন। প্রার্থনা- এমন পরিবেশ স্থায়ী হোক; বরং এর চেয়েও আরো সুন্দর ও সবাইকে নিয়ে ভাল পরিবেশ ফিরে আসুক।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০০
বিবেক সত্যি বলেছেন: সেটাই তো... মহান কমরেডগন তো আর মিথ্যা বলবেন না (???) .. তাই আমি ভাবলাম, এখন হয়তো ভার্চূয়াল কী-বোর্ড ব্যবহার করা হচ্ছে... :)
১৩ ।১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০২
বজলু মহাজন বলেছেন: জটিলস+ রাগ ইমন তার পোষ্টে বলেছেন, ....তাদের বিভিন্ন ধরনের গবেষনা মূলক রচনার "রূপধারী" পোস্টের ঘন ঘটা দেখে কী বোর্ডের বিরতিও ঠিক মত পালন করা যাচ্ছে না... হা হা হা ... ব্যাপকস মজার কথা হয়েছে এইটা..হা হা হা ... খিকজ! খিকজ!
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৯
বিবেক সত্যি বলেছেন: হা হা হা.. মহাজন, পয়েন্ট টা ক্যাচ করে ফেলেছেন..;)

No comments:

Post a Comment