ইসলাম গ্রুপের পোষ্টের কিছু বৈশিষ্ট্য
১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬
ইসলাম গ্রুপে হিন্দুত্ববাদ-খৃষ্টধর্ম-সমাজতন্ত্র-নাস্তিক্যবাদ-পুজিবাদ-ধর্মনিরপেক্ষতাবাদ সহ ইসলামের সাথে সাংঘর্ষিক যেকোন বিষয় নিয়ে পোষ্ট করার আমন্ত্রন রইলো ইসলামগ্রুপের সদস্যদের । আশা করি ইসলাম গ্রুপে এমন সব ব্লগার রয়েছেন যারা অন্য সকল তত্ব ও মতবাদের সাথে ইসলামের আচরণ ব্যাখ্যা করতে পারবেন...
ইসলামগ্রুপে কেবল নামাজ পড়ার নিয়ম শেখানো আর রোজার ফজিলত বর্ণনা করা হবে এমনটা ভাবার কোন কারন নেই..
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা .. ইসলাম গ্রুপ ইসলামের সাথে সম্পর্কিত যে কোন বিষয় তার পাতায় তুলে ধরবে ।
মুসলিম বিশ্বের খবরাখবর তো সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ । উইকিপিডিয়ায় প্রদত্ত তথ্য ইসলাম ও মুসলমানদের সাথে কি আচরন করে তাও ইসলাম গ্রুপ পর্যালোচনা করবে ।
ইসলামী সঙ্গীতের ইউটিউব প্রেজেন্টেশন ইসলাম গ্রুপে থাকতেই পারে ! ইসলামী মোরালিটিসম্পন্ন গল্প এগ্রুপের সৌন্দর্য...
জামাত ইসলাম নাম নিয়ে রাজনীতি করে এদেশে । এদের রাজনীতি কি ধারার -তা নিয়ে আলোচনামূলক পোষ্ট ইসলামগ্রুপের নীতিমালার সাথে সাংঘর্ষিক নয়। ইসলাম গ্রুপে বরং এদেশের সবগুলো ইসলামী দলের আলোচনা হওয়া উচিত..
তাছারা শুধুমাত্র ইসলামের প্রতি ভালোবাসার কারনে যদি একজন মুক্তিযোদ্ধার সন্তানকে রাজাকার বলা হয়-তার প্রতিবাদী পোষ্ট ও ইসলাম গ্রুপ সাদরে স্থান দেবে তার পাতায় ।
মাত্র অল্প কয়েকদিনের মধ্যে গ্রুপটি ব্লগে চমৎকার একটি অবস্থান নিতে পারলেও সবাইকে মনে রাখতে হবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে.. এমনকি গ্রুপের নীতিমালা নিয়ে আলোচনামূলক পোষ্টটিও এখন পর্যন্ত ফাইনাল করা হয়নি ....
যারা এতো অল্প সময়েই ধৈর্য্য হারিয়ে ফেলছেন, তাদের কে গ্রুপের বেশ কয়েকটি আলোচনামূলক পোষ্টে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরার আহবান জানাচ্ছি..
আর গ্রুপ ছেড়ে দিতে চাইলে দয়া করে শিশুতোষ নাটক করবেন না । এধরনের নাটক-সিনেমা মার্কা কাজ করে কেউ কোনদিন ইসলামকে যেমন পরাজিত করতে পারে নি ঠিক তেমনি ইসলাম গ্রুপের অবস্থানকেও দুর্বল করতে পারবেনা, ইনশাআল্লাহ...
এখানে দেখুন ...
ইসলামগ্রুপে কেবল নামাজ পড়ার নিয়ম শেখানো আর রোজার ফজিলত বর্ণনা করা হবে এমনটা ভাবার কোন কারন নেই..
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা .. ইসলাম গ্রুপ ইসলামের সাথে সম্পর্কিত যে কোন বিষয় তার পাতায় তুলে ধরবে ।
মুসলিম বিশ্বের খবরাখবর তো সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ । উইকিপিডিয়ায় প্রদত্ত তথ্য ইসলাম ও মুসলমানদের সাথে কি আচরন করে তাও ইসলাম গ্রুপ পর্যালোচনা করবে ।
ইসলামী সঙ্গীতের ইউটিউব প্রেজেন্টেশন ইসলাম গ্রুপে থাকতেই পারে ! ইসলামী মোরালিটিসম্পন্ন গল্প এগ্রুপের সৌন্দর্য...
জামাত ইসলাম নাম নিয়ে রাজনীতি করে এদেশে । এদের রাজনীতি কি ধারার -তা নিয়ে আলোচনামূলক পোষ্ট ইসলামগ্রুপের নীতিমালার সাথে সাংঘর্ষিক নয়। ইসলাম গ্রুপে বরং এদেশের সবগুলো ইসলামী দলের আলোচনা হওয়া উচিত..
তাছারা শুধুমাত্র ইসলামের প্রতি ভালোবাসার কারনে যদি একজন মুক্তিযোদ্ধার সন্তানকে রাজাকার বলা হয়-তার প্রতিবাদী পোষ্ট ও ইসলাম গ্রুপ সাদরে স্থান দেবে তার পাতায় ।
মাত্র অল্প কয়েকদিনের মধ্যে গ্রুপটি ব্লগে চমৎকার একটি অবস্থান নিতে পারলেও সবাইকে মনে রাখতে হবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে.. এমনকি গ্রুপের নীতিমালা নিয়ে আলোচনামূলক পোষ্টটিও এখন পর্যন্ত ফাইনাল করা হয়নি ....
যারা এতো অল্প সময়েই ধৈর্য্য হারিয়ে ফেলছেন, তাদের কে গ্রুপের বেশ কয়েকটি আলোচনামূলক পোষ্টে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরার আহবান জানাচ্ছি..
আর গ্রুপ ছেড়ে দিতে চাইলে দয়া করে শিশুতোষ নাটক করবেন না । এধরনের নাটক-সিনেমা মার্কা কাজ করে কেউ কোনদিন ইসলামকে যেমন পরাজিত করতে পারে নি ঠিক তেমনি ইসলাম গ্রুপের অবস্থানকেও দুর্বল করতে পারবেনা, ইনশাআল্লাহ...
এখানে দেখুন ...
৫৭ টি +২৫/-১৬
মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬
বিবেক সত্যি বলেছেন: হমপগ্র সাহেব, আপনি গালি দিয়ে প্রমান করলেন আপনি ওই জিনিসটা সেবন করে অভ্যস্থ । কোন ভদ্রলোকের ভাষা এধরনের হতে পারে না..
১ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫১
বৃত্ত বলেছেন: ++++++++++++
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৮
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ আপনাকে... আমরা যারা ইসলামকে ভালোবেসে গ্রুপে জয়েন করেছি তাদের দায়িত্ব ইসলাম ও ইসলামগ্রুপকে পরিচ্ছন্ন রাখা..
২ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫১
এম.এ.হামিদ বলেছেন: খবরাখবর, আলোচনা ও চিন্তা ভাবনা বাংলা ভাষায় শেয়ার করার জন্য শান্তির বার্তা নিয়ে আগত ইসলামী গ্রুপে আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষাভাষীদের কাছে ইসলামের শিক্ষা ও প্রকৃত চিত্র তুলে ধরাই আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ, আমাদের এই গ্রুপ ইন্টারনেটে বাংলা ভাষাভাষীদের ইসলাম সম্পর্কে জানতে ও বুঝতে সহায়তা করবে। আপনি আমন্ত্রিত আপনাদের গ্রুপের মুল নীতি তা বলেনা কেন বলেনা?
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০০
বিবেক সত্যি বলেছেন: আপনি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, ইনশাআল্লাহ আমি প্রয়োজনীয় পাওয়ারের চশমা নেয়ার ব্যবস্থা করবো । এই পোষ্টে আলোচ্য পয়েন্টগুলো বেরুনী সাহেবের তুলে ধরা কছু সমালোচনার জবাব...
৩ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫২
বিবর্তনবাদী বলেছেন: যা যা বললেন সেভাবে চললে তো ভালই। ধন্যবাদ।
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৪
বিবেক সত্যি বলেছেন: আপনি ইসলামগ্রুপের একজন সদস্য । আপনার উপস্থিতিতে যদি ওই গ্রুপে গ্রুপের নীতিমালাবিরোধী কোন পোষ্ট বা মন্তব্য করা হয় আর আপনি তার প্রতিবাদ না করেন , সেজন্য আপনিও আল্লাহর কাছে দায়ী থাকবেন । একারনে গ্রুপের সকল সদস্যদের প্রতি আমার রিকোয়েষ্ট যে কোন ভুল করতে দেখলে চোখে পড়ার সাথে সাথে তার প্রতি দৃষ্টি আকর্ষন করবেন-তবে অবশ্যই গ্রুপের ভিতরেই...
৪ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫
হরিসূধন বলেছেন: দাদা হমপগ্র কি মাল(শুকনা ডাইল!) একটু বেশী ডাইলাছেন? বলদেই মানুষ কে ছাগল বলে। +
৫ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৮
হমপগ্র বলেছেন: আমি ভদ্রলোক আপনাকে কে বলল???
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৯
বিবেক সত্যি বলেছেন: ভুল করে ফেলেসি দাদা ভুল তো মানুষ করতেই পারে , তাইনা ..
৬ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯
সবুজমিয়া বলেছেন: হমপগ্র@আপনি নিজেকে রামছাগল প্রমান করলেন
৭ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯
এম.এ.হামিদ বলেছেন: নুরে আলাম ভাইয়ের বৃত্ত নিকটা ভালা হইসে
৮ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০১
সবুজমিয়া বলেছেন: যারা ইসলাম গ্রুপের বিরুধিতা করে নাটকের জন্ম দিচ্ছে তারা কাদের বাহবা পেতে চায়....সেটা এই পোস্টের মাধ্যমে পরিস্কার হয়ে গেলো...+
।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৪
বিবেক সত্যি বলেছেন: এধরনের কিছু সুযোগসন্ধানী মানষ অনেক ক্ষেত্রেই ইসলামী সংগঠনে ঢুকে পড়ে । এরা চিড়কাল ছিলো, আছে এবং থাকবে । আমাদের দায়িত্ব যতটা সম্ভব নিজেদের এবং গ্রুপের অবস্থান পরিষ্কার রাখা...
৯ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০২
এম.এ.হামিদ বলেছেন: গুরুপে কি জামায়াতে ইসলামী যে ইসলামের শত্রু সেটা নিয়ে পোস্ট দেওয়া যাবে? প্রমাণ সহকারেই দেওয়া হবে। ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩ লেখক বলেছেন: ইসলাম নিয়ে রাজনীতি করবেন না বলে আবার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ইসলামকে ব্যবহার করতে চান? কেমন কেমন হয়ে গেল না আচরণটা?
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১০
বিবেক সত্যি বলেছেন: ইসলাম নিয়ে কেন রাজনীতি করা যাবেনা ? ইসলামকে যারা জানে, কোরআন যারা পড়েছে জানার জন্য, বিশ্বনবীর ২৩ বছরের নবুওতী জীবন সম্পর্কে যারা সচেতন , এমন কোন মুসলমান বলতে পারেনা যে ইসলাম-রাজনীতিকে সাপোর্ট করেনা । বরং তারা বলবে ইসলাম আসলে একটি রাজনৈতিক ধর্ম । যা পৃথিবীতে পৃথিবীর স্রষ্টার রাজত্ব কায়েম করতে চায়.. এই বিষয়টি নিয়ে এর আগে বিশাল আলোচনা চালিয়েছি, এই পোষ্টে । দেখে আসেন...এখানে এবিষয়ে প্রশ্ন না তোলার অনুরোধ রইলো...
১০ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৭
এম.এ.হামিদ বলেছেন: বেকুব সত্য ত্রিভুজ কইলো লেকা যাইবোনা তুমি কও ভিন্ন কথা ঘটনা কি?
।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৫
বিবেক সত্যি বলেছেন: ও আচ্ছা, তখন খেয়াল করিনি । ফালতু হামিদের ফালতু প্রশ্ন ছিলো ওটা । ইসলামগ্রুপকে রাজনৈতিক রূপ ইসলাম গ্রুপের কোন সদস্য দেয়নি । রাজনৈতিক প্রশ্ন প্রথমে তুলেছিল কুখ্যাত এটিমের আইজুদ্দিন । ত্রিভুজ সেটাই বলতে চেয়েছেন ওখানে । ইসলামগ্রুপকে রাজনীতিমুক্ত রাখার ব্যাপক শখ দেখায় হামিদেরা আবার তারাই প্রশ্ন করে সেখানে বিশেষ কোন রাজনৈতিক দল নিয়ে পোষ্ট দেয়া যাবে কিনা ...
১১ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৯
হমপগ্র বলেছেন: ইসলাম গ্রুপে হিন্দুত্ববাদ-খৃষ্টধর্ম-সমাজতন্ত্র-নাস্তিক্যবাদ-পুজিবাদ-ধর্মনিরপেক্ষতাবাদ সহ ইসলামের সাথে সাংঘর্ষিক যেকোন বিষয় নিয়ে পোষ্ট করার আমন্ত্রন রইলো ইসলামগ্রুপের সদস্যদের... ইসলাম কখনই বিভেদের কথা বলে না। যদি বুঝতে না পারেন, আশা করি আর কিছু বলবেন না।
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০
বিবেক সত্যি বলেছেন: বুঝতে না পারলে তো বোঝার জন্য বলবোই, আর বুঝতে পারলে বুঝিয়ে দেয়ার জন্য না বলার তো প্রশ্নই আসেনা.. ইসলাম কখনও বিভেদের কথা বলেনা, তার মানে কি ? তার মানে হলো ইসলাম বিশ্বজনীন জীবনব্যবস্থা । সে ভৌগোলিক সীমারেখা মেনে নেয়না, সে সাদা-কালো বিভেদকে প্রশ্রয় দেয়না । সে কারো ওপর জবরদস্তি করার অনুমতি দেয়না, সে অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে বলে.... এখন আপনি যদি বলতে চান, ইসলাম বিভেদ মানেনা, এর মানে হলো, একই স্থানে কোরআনের নিয়ম যেমন চলবে তেমনি সমাজতন্ত্রের নাস্তিক্যবাদি নিয়মেরও প্রয়োগ হবে তাহলে আমি তার তীব্র বিরোধীতা করবো । ইসলাম একজন মুসলমান ও একজন হিন্দু কে একই সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে কিন্তু তার নীতিমালায় অবশ্য অবশ্য এবং অবশ্যই সামান্যতম শিরকের অনুপ্রবেশ এ্যালাউ করবে না..
১২ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৩
বিবেক সত্যি বলেছেন: হামিদ, ভদ্রতা বজায় রেখে প্রশ্ন করতে না পরলে ব্যান করবো...
১৩ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৪
এম.এ.হামিদ বলেছেন: আরে অভদ্রতা কখন করলাম?
।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৬
বিবেক সত্যি বলেছেন: আপনার ভদ্রতার মাপকাঠি আমার জানা আছে । আমি আমার স্কেলের কথা বলেছি...
১৪ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৬
নির্বাক সুশীল বলেছেন: ছাগল ছাগলই, সে ইস্লামের মুখোশ ধরুক আর ক্রিস্টিনিয়াটির। কাঁঠাল পাতা কি শর্ট পড়ছে?
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩২
বিবেক সত্যি বলেছেন: একটা নাস্তিকের চেয়ে অবলা ছাগল নামের প্রাণীটি অনেক বেশি ভাগ্যবান সেইসাথে বুদ্ধিও বেশি রাখে । একটা নাস্তিক স্রষ্টার অফুরন্ত নেয়ামত ভোগ করার পরেও , অফুরন্ত নিদর্শনাবলী সেই স্রষ্টার দেয়া চক্ষু দিয়েই প্রতিদিন দেখার পরেও, নিজের বিবেকটারে অন্ধ করে রেখে যে প্রচন্ড অকৃতজ্ঞতার পরিচয় দেয ওই অবলা প্রানীটি এই অকৃতজ্ঞতা থেকে মুক্ত...
১৫ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৯
সবুজমিয়া বলেছেন: নির্বাক ছুছীলের কি হৈছে? ইসলামের নাম শুনলে মাথা কামড়ায় ক্যান....
১৬ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২
এম.এ.হামিদ বলেছেন: সবুজমিয়া আপনার আসল নিক কি? জামাতে ইসলামি দ্বারা ইসলাম গ্রুপ ছিনতাই হইসে, এটা বুঝেন না কেন>?
।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৯
বিবেক সত্যি বলেছেন: জামাতিদের দ্বারা গ্রুপ ছিনতাই হলে তো এন্টিজামাতিদের আরো শক্ত অবস্থান নিয়ে গ্রুপে টিকে থাকতে হবে ... জামাত আর রাজাকার ইস্যু তুলে ইসলামকে আক্রমন করা এদেশে বেশ সোজা মনে হয়, তাইনা হামিদ ? মানুষ অনেক সচেতন এখন । ইসলামকে যারা সত্য-সত্যই ভালোবাসে তারা এত সহযে বিভ্রিন্ত হয় না আজকাল...
১৭ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৬
সবুজমিয়া বলেছেন: ইসলাম গ্রুপে জামাতের প্রচারনামুলক কোন পুষ্ট নাই.... গালিগালাজ করে কুন কিছু প্রমানের চেষ্টা না করাই ভালো...... আমি কে সেটা পারলে খুজে বাইর করেন..... তবে আপনি কে...সেটা আমি কিছুটা জানি....অভদ্র আমিও হতে জানি...
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪
বিবেক সত্যি বলেছেন: ও হচ্ছে ব্লগের অশ্লীল আইজুদ্দিন...
১৮ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৭
সাম্প্রতিক বলেছেন: বিবেক বুদ্ধি লোপ পাইছে। কি লিখছে আগে ভালো কইরা পড়েন তারপর কমেন্টস কইরেন। কয়েকজনের অবস্থা... ও বিবেক সত্যি??? তাইলে মাইনাস। সাথে গন্জিকা..ইত্যাদি ইত্যাদি। সত্যিই দুঃখজনক!! অবশ্য চেতনার ব্যবসায়ীদের কাছ থেকে এর চেয়ে বেশী আশাই করা যায়না।
১৯ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩১
সবুজমিয়া বলেছেন: @নির্বাক ছুছীল....আমার লগে কুন কথা থাকলে আমার বলগে আইসা আমার লগে কথা কও @বিবেক সত্যি...চেতনার ব্যবসায়ীরা ফালতু কমেন্ট দিচ্চে.....পোস্টের আলাপ অন্যদিকে ঘুরানোর জন্য...ওদের ব্লক করতে পারেন
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৬
বিবেক সত্যি বলেছেন: সবুজ মিয়া, ওরা পোস্টে আগতদের বিভ্রান্ত করার চেষ্টা করছে । আপনি ধৈর্য্য ধরুন, আমি প্রত্যেকটা অপ্রাসঙ্গিক কমেন্ট মুছে ফেলবো ।
২০ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪
এম.এ.হামিদ বলেছেন: ১২১ জন ব্লগারদের মধ্যে এদের ব্লগ এবং কমেনট সব সময় জামাতের রাজনীতি এবং রাজাকারী রাজনীতি সমর্থন করে। এর পরেও যদি বলেন ইসলাম গ্রুপ জামাতদের গ্রুপ নয় তাহলে আর কি বলব? ত্রিভুজ কণা সাম্প্রতিক বুড়া শাহরীয়ার ১৯৭১ আমার চেতনা আইকন আলমগীর আহসান পান্জেরী বিবেক সত্যি সোনার বাংলা উম্মু আবদুল্লাহ আবূসামীহা তিনিই সত্য শান্ত 'ভিমরু' উম্মে হানী শাওন শাহীন - চট্টগ্রাম নুর3ডিইডি রৌদ্র চতুরভূজ আউটসাইডার জয়নাব আল গাজালী জাগারণ ঘোড়ার ডিম মজনু পাটোয়ারী ইবনে সালাম রুহী অাওরঙ্গজেব পাশা কোলাহল রুকনুজ্জামান আশরাফ রহমান মোহাম্মদ আলী আকন্দ ইছামতীর পাড়ে ঘুনপোকা সন্ধ্যাবাতি ভাইটামিন বদি ভালো প্রশাসন মুনশী ফজলে এলাহি দ্বীপবালক ওয়ালী হাপিবয় আমার ফাঁসি চাই অক্ষাংশ আহমেদ মুসা নাজিরুল হক শামসুজ্জামান সিদ্দিকী শাহীন মাহমুদ রহমান বৃত্ত হাসান তারিক হমপজদ সারওয়ারচৌধুরী তরু ক্রাউন আব্বু ৬৯ হোঁদল কুঁত কুঁত রিউ অনন্য মানুষ এম কে নিপু দৃষ্টির ছায়া হৈচৈ দিপু সজীব১৬১২
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪১
বিবেক সত্যি বলেছেন: আইজুদ্দী ৬৫ জনের লিষ্ট দিলো ক্যান ?
২১ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৫
হরিসূধন বলেছেন: নির্বাক সুশীল= গন্ডার হাসিব
২২ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৫
সাম্প্রতিক বলেছেন: নিশু... তুমারে কত নম্বরের বিয়াকুফ কইলে তুমি খুশী হইবা? যেই চিষ্টা কত্তিছ, সিগুলা একন আর ধুপে টিকিনানে। অন্য কিছু ভাব।
২৩ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৬
সবুজমিয়া বলেছেন: বিবেক@......আইজুকে আমি চিনি....
২৪ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৯
হরিসূধন বলেছেন: ডাঃ আইজউদ্দিন প্রমান দিন দয়া করে অন্তত একটা করে মন্তব্য বা পোষ্ট দিয়ে। যদি না পারেন তাহলে অভিযোগ করে কি লাভ?
২৫ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৯
বিবেক সত্যি বলেছেন: পোষ্ট সমর্থনকারীদের প্রতি আহবান । ওদের অর্থহীন কথাবার্তার জবাব দেয়ার প্রয়োজন নেই.. ইসলাম গ্রুপ নিয়ে বলুন ...
২৬ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৯
এম.এ.হামিদ বলেছেন: সো ফাইনালি কি হইল ত্রিভুজ কইসে নো রাজনীতিক আলোচনা, বেকুস সত্য কইসে ইয়েস? কে বড় ইসলামিক?
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪২
বিবেক সত্যি বলেছেন: হামিদ, এখানেই থামেন.. ত্রিভুজ আসুক... আশা করি সে আমার ভুল ধরিয়ে দেবে..
২৭ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪
এম.এ.হামিদ বলেছেন: সো আপনার পোষ্টের তাইলে মডারেটর সার্পোট নাই>? হো হো তাইলে পোষ্ট ড্রাফট করেন কেননা এটা তাইলে গ্রুপ নীতি না আপনার নিজেরে নীতি বেকুব সত্য
।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৬
বিবেক সত্যি বলেছেন: আরে গর্দভ, যে পোষ্টগুলো নিয়ে লিখেছি সেগুলো এখনও ইসলাম গ্রুপে আছে আর মডারেটর ত্রিভুজ সেগুলো রাখতে না চাইলে অনেক আগেই ডিলিটর করতো...
২৮ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪
বিবেক সত্যি বলেছেন: হামিদকে সাময়িক ব্যান করা হলো অশ্লীল শব্দ ব্যবহারের কারনে.. ত্রিভুজ যদি পোস্টে আসেন, হামিদকে মুক্ত করা হবে ...
২৯ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৯
সাম্প্রতিক বলেছেন: আমি ইসলাম সম্পর্কে কম জানি তাই ঐ গ্রুপে কোন পোষ্ট করছিনা। কিন্তু মেম্বার হয়েছি কিছু জানার জন্য। এমন কিছু পাইনি যা নিয়ে বাক-বিতান্ডার কোন কারন আছে। যতটুকু জানি যা ইসলাম বিরোধী নয় তাই ইসলামিক। আর কেউ ভালো ভাবে জানার জন্য কোন কন্ট্রাডিকক্টরী বিষয় নিয়ে পোষ্ট দিলেও বিতান্ডার কোর কারন নেই। ধন্যবাদ। আপনার বক্তব্যের সাথে একমত।
৩০ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭
সবুজমিয়া বলেছেন: মাতামুটাও আইসা পড়ল দেখি.....
৩১ ।১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫২
প্রতিশোধ বলেছেন: সাম্প্রতিক আপনার ভারচুয়াল বোনের কি অবস্থা?
৩২ ।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫০
লায়ওনো বলেছেন: এটা আবার কি !!
৩৩ ।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৭
বৃত্ত বলেছেন: সালাম। গতরাতে আমি ভাবছিলাম যে এ বিষয়ে দ্রুত একটা পোস্ট দেওয়া দরকার। কিন্তু আমি যেহেতু এ মাস থেকে অ্যাকটিভ হচ্ছি না, তাই অপেক্ষায় ছিলাম যে কেউ দেবেন। আপনি দেওয়ায় খুব ভালো লেগেছে। গতরাতেই আমি কমেন্ট করতে চেয়েছিলাম। কিন্তু ব্যস্ত থাকায় করতে পারিনি। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি, গ্রুপের জন্য নীতিমালা তৈরীতে আপনি সহযোগীতা করবেন। ধন্যবাদ।
।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৫
বিবেক সত্যি বলেছেন: ওকে, আপনার জন্য শুভকামনা.. খুব তাড়াতাড়ি একটিভ হন...
৩৪ ।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৭
বৃত্ত বলেছেন: সালাম। ভাই, আইজুদ্দিনের কোন প্রশ্নের জবাব না দেওয়াই ভালো হবে বলে মনে করি। সবচেয়ে ভালো হয় আইজু ও এদের গ্রুপের কারও কোন প্রশ্নের জবাব না দিলে। কারণ এরা জ্ঞান পাপী। এরা সব জেনে বুঝেই খারাপ রাস্তা গ্রহণ করেছে। তাই, এদেরকে বোঝানোর কোন মানে হয় না। সবচেয়ে ভালো হয় ব্লগে এদের কমেন্টকে উপেক্ষা করুন। এমন ভাবে যেন সেখানে কোন কমেন্টই আসেনি! ধন্যবাদ।
।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৮
বিবেক সত্যি বলেছেন: যতটা সম্ভব প্রাসঙ্গিকতার মধ্যে থেকে আমি যে কারো প্রশ্রের জবাব দিতে চেষ্টা করি । আর, পোষ্ট তো কেবল হামিদ টাইপদের জন্য না.. অন্যরা যেন ভুল না বোঝেন, সেটাও খেয়াল রাখা দরকার...
৩৫ ।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২
এম.এ.হামিদ বলেছেন: নুরে আলাম তোর পশচাত দেশে লাথি। পাপের রাস্তা কোনটা তুই জানলি কেমতে
৩৬ ।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১১
সবুজ সাথী বলেছেন: পোষ্টের সাথে একমত। "লেখক বলেছেন: একটা নাস্তিকের চেয়ে অবলা ছাগল নামের প্রাণীটি অনেক বেশি ভাগ্যবান সেইসাথে বুদ্ধিও বেশি রাখে । একটা নাস্তিক স্রষ্টার অফুরন্ত নেয়ামত ভোগ করার পরেও , অফুরন্ত নিদর্শনাবলী সেই স্রষ্টার দেয়া চক্ষু দিয়েই প্রতিদিন দেখার পরেও, নিজের বিবেকটারে অন্ধ করে রেখে যে প্রচন্ড অকৃতজ্ঞতার পরিচয় দেয ওই অবলা প্রানীটি এই অকৃতজ্ঞতা থেকে মুক্ত..." কমেন্টে +++++
।১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৯
বিবেক সত্যি বলেছেন: সবুজ সাথী, আপনাকে ধন্যবাদ ইসলামগ্রুপে আপনার লেখা আশা করছি...
No comments:
Post a Comment