ছিঁচকে চোরা -র বাকি অংশ
২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:০৮
এমনি করে দেশটা আমার
হচ্ছে চোরের আখড়া
চুরির জিনিস ভাগ করে নেয়
কুকুর শেয়াল কাক রা
কুকুর দেখায় শেয়াল ভালো
শেয়াল বলে কাক
চোরের ভালো চোরে ই বোঝে
দেশ পুড়ে হয় খাঁক
ক্যারেক্টারের সার্টিফিকেট
একজনে দেয় অন্যরে
মুখের ওপর মুখোশ পরায়
সভ্য সাঁজায় বন্যরে
আমজনতার হাতের মুঠোয়
অনেক নাকি ক্ষমতা
চোরের মায়ে আদায় করে
চোরের জন্য মমতা
বীর বাঙালী ভীষণ ভালো
মনটা নরম-আবেগী !!!!!!!!!!!
বেকুবরা সব ভোটার হলে
চোর ছাড়া আর পাবে-কি ?
৬৬ টি +২৮/-০
মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন
।২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:১৯
বিবেক সত্যি বলেছেন: কিছু ইমোটিকন দিলে মনে হয় পুরোটুকু বোঝানো যেতো.. যাহোক, নিচের কমেন্টে ত্রিভুজ বলে দিয়েছে কারন... মন খারাপ করার দরকার নাই
১ ।২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:১৫
ত্রিভুজ বলেছেন: আমার অংশ থেকে এটা বেশী ভাল হয়েছে.... গ্রেট ম্যান! +++ @চাঁদের বুড়ি যারা জেলখানায় বসে থাকা দুর্নীতিবাজদের ভোট দিয়ে নির্বাচিত করে তাদেরকে বেকুব বললে সম্ভবত বেকুবরাও লজ্জ্বা পাবে...
।২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:২১
বিবেক সত্যি বলেছেন: আমি কি বলছি যে আমারটা থেকে আপনারটা ভালো হইসে ? তাইলে আপনি ক্যান বলবেন ..?
২ ।২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:২৫
রাজর্ষী বলেছেন: এইটা ভালো , ১মত।
।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:০৮
বিবেক সত্যি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ... আগেরটায় দেখলাম কানের রোগীকে সরাসরি উল্ল্যেখ করা হয়েছে বলে আপনার ভালো লাগেনি.. এখানে সরাসরি বলতে ব্যার্থ হয়েছি, এই যা পার্থক্য ...
৩ ।২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৩
পেঁচালি বলেছেন: ওয়ায়ায়ায়াআয়ায়ায়াআয়ায়ও ++++++++++++++++++++++++++++++++++++++++++
।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:০৯
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ আপনাকে ...
৪ ।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৮
হোঁদল কুঁত কুঁত বলেছেন: পিলাচ
।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৮
বিবেক সত্যি বলেছেন: আপনার নামে একটা পেলাচ, কমেন্টে একটা পেলাচ আর একটা ধইন্যবাদ
৫ ।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৫২
চাঁদের বুড়ি বলেছেন: ওহ, কম বুঝে ফেলেছি। আমি সবসময়ই বুঝি কম কম। এনিওয়ে, আপনার ছন্দের হাত খুব ভাল লাগল।
।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৯
বিবেক সত্যি বলেছেন: আপনি দেখি খালি স্বীকারোক্তি দ্যান ... এনিওয়ে, আপনাকে অনেক ধইন্যবাদ...
৬ ।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:১৫
ক্রিকেট ফ্যান বলেছেন:
।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩২
বিবেক সত্যি বলেছেন: যে সকল নন-ভোটার এই লেখা পড়িয়াছি এবং কমেন্ট করিয়া পোষ্টের সহিত জড়িয়েছি - আমাদিগকে ভোটার হইতে হইবেক
৭ ।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৯
বিবর্তনবাদী বলেছেন: +++++++++
।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কচ ...
৮ ।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৬
কণা বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছিল তুই ওই কবিতার পরে কিছু লিখবি... লিখিস নাই দেখে অবাক হচ্ছিলাম.. যাক! লিখলি তাহলে! [দেখ, আমার প্রেডিকশন কত্ত ভাল... ] ওহ.. কবিতাটা দারুন লাগলো... +
।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৭
বিবেক সত্যি বলেছেন: হু ! আপনি তো সব বোঝেন.. পাই শুভেচ্ছা, কণাপু .. (আর কত পাই শুভেচ্ছা !!! উফফ... ) থ্যাঙ্কু
৯ ।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৮
মমমম১২ বলেছেন: সুন্দর লিখেছেন।
।২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০২
বিবেক সত্যি বলেছেন: আপনাকে ধন্যবাদ... শুভেচ্ছা...
১০ ।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫
নুর3ডিইডি বলেছেন: চমৎকার । (+)
।২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০
বিবেক সত্যি বলেছেন: আপনাকেও পেলাচ...
১১ ।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪২
অজানা অচেনা বলেছেন: ছন্দ নিয়ে যাদুর খেলা দারূন দেখান ভাই চোরের তাতে নড়ুক টনক আমরা সবাই চাই ......
।২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৭
বিবেক সত্যি বলেছেন: আম পাতা জোড়া জোড়া.. মারেন চাবুক- চড়েন - ঘোড়া.. পড়ুক ধরা- সকল চোরা .. ..
১২ ।২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৫
কণা বলেছেন: @অজানা অচেনা ওয়াহ.. ওয়াহ অজানা... দারুন হচ্ছে... @বিবেক পাই শুভেচ্ছা দিতে ভুলে গিয়েছিলাম নাকি? পাই শুভেচ্ছা!!
।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৩
বিবেক সত্যি বলেছেন: ঠিকাসে.. একটা নয়া পোষ্ট লিখলে কি হয় ?
১৩ ।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৫
কণা বলেছেন: কি লিখবো!! মাথায় কিছু নাই ;(
।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৭
বিবেক সত্যি বলেছেন: ভুয়া কথা.. :- / বিশ্বাস করিনা... ;-(
১৪ ।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২২
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: বাহ! বাহ! আপনারা একেকজন তো! মাশাআল্লাহ!
।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৬
বিবেক সত্যি বলেছেন: সব চোরদের খবর বানায়া দেবো ..
১৫ ।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫০
জাহান৮২ বলেছেন: সুন্দর!
।২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩
বিবেক সত্যি বলেছেন: অনেক ধন্যবাদ...
১৬ ।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩
ফেরারী পাখি বলেছেন: বেকুব হল আমজনতা, নেতারা সব চোর দেশ মায়ের এই ঘোর তমশা, কে করিবে ভোর? কথা আমার ছোট্ট অতি, প্রশ্ন টা এক রত্তি আমরা এখন কি করব? বলুন, বিবেক সত্যি
।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১২
বিবেক সত্যি বলেছেন: এক থোঁকা আঙুড়ে পঁচা আছে কয়টা ? প্রথমেই ধরে নেই নয়টায় - ছয় টা বাকি তিন তরতাজা টসটসে রসালো এই তিনে থোঁকা হতে ছয়টারে খসালো
১৭ ।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯
কাঙাল বলেছেন: আসলেই ভাল
।২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪
বিবেক সত্যি বলেছেন: থ্যাংক ইউ... ভালো থাইকেন.. শুভেচ্ছা...
১৮ ।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৬
অ্যামাটার বলেছেন: ওরেরে... ব্যাপক উচ্চ মর্গীয় কাব্যি চর্চা হৈতাছে রেএএ...ভাগি
।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪২
বিবেক সত্যি বলেছেন: দৌঁড় দিয়া ভাইগো না নামের ওপর সীলমোহর পৈড়া যাইবো কিন্তুক
১৯ ।২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫২
ফেরারী পাখি বলেছেন: আহারে কি উত্তর , বড় লোভনীয় এইবার বলি গুরু যুগ যুগ জিয়
।২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬
বিবেক সত্যি বলেছেন: হাহাহা... অনেক ধন্যবাদ ফেরারী পাখি ... আপনার জন্য-ও শুভকামনা রইলো...
২০ ।২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:২৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: অসাধারন.................।
।২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৭
বিবেক সত্যি বলেছেন: এই আরকি !!!!! কিছুমিছু...
২১ ।২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৩২
তামিম ইরফান বলেছেন: মাশাআল্লাহ! ছড়া ব্যাপক হইসে
।২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৪
বিবেক সত্যি বলেছেন: আপনাকে ব্যাপক ধন্যবাদ...
২২ ।২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার!! কবিতার জন্য কবিতা........ভালো লাগা জানাই। "আমার সোনার বাংলাদেশ ঘুনে খাইয়া করলো শেষ।"
।২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০১
বিবেক সত্যি বলেছেন: সব সাধারণেরা সচেতন হোক... সোনার বাংলাদেশ আবার সোনালী রঙে রঙীন হবে... অনেক শুভেচ্ছা জানবেন...
২৩ ।২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
ত্রিভুজ বলেছেন: মন্তব্যগুলো সব ছণ্দে ছন্দে হলো তো আরো জোস... আবার পিলাস!
।২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৯
বিবেক সত্যি বলেছেন: আবার পিলাচ কেমনে দিলেন প্রথম থ্যাঙ্কু...
২৪ ।২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫০
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো।
।২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৬
বিবেক সত্যি বলেছেন: ভালো কথা বলেছেন.. ধন্যবাদ...
২৫ ।২৪ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৭
সাদা মন বলেছেন: এরপর কোবতে দেখলেই মাইনাস পড়বে এবার্কার মতন মাফ কৈরা দেওন গ্যালো
।২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫২
বিবেক সত্যি বলেছেন: হ ঠিকাসে.. সাব্ধান হয়্যা ঘেলাম...
২৬ ।২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩
অ্যামাটার বলেছেন: যাউক!! থেরেট দেওনে কাম হৈছে তাইলে
।২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৮
বিবেক সত্যি বলেছেন: ভুই পাইসি.... থেরেটে যাই পালায়ে... ছেড়ে - দে এই নিয়ে আর ; ভেবো-না কবি-তা আর.. দেবোনা.. দিয়ে দেই এই... ও-য়াদা.. মন ভেঙে হয়___ দো- আধা.. একভাগ আছে... খুশি-তে আরভাগ চায় ঘুষিতে'... তাই সাবধান থাকিও.. সেফ ডিসট্যান্স... রাখিও...
২৭ ।২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮
ইউনুস খান বলেছেন: ভাল্লাগছে।
।২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:০৩
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কু ...
২৮ ।২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০১
আইরিন সুলতানা বলেছেন: ভবিষ্যতে লুৎফর রহমান রিটন হতে পারবেন ...
।২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৬
বিবেক সত্যি বলেছেন: আমি তো ভাবসিলাম ভবিষ্যৎ অন্ধকার... থ্যান্কু...
২৯ ।৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৭
আবু সালেহ বলেছেন: ছিচকে চোরের দেশটা আমার সবাই করে চুরি. কেউ করে কম.. আর কেউ করে পাহাড় চুরি। বিবেক ভাই পদ্য জটিলস হইছে...
।৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৬
বিবেক সত্যি বলেছেন: হে হে .. ধইন্যাপাতা...
৩০ ।২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৩
নিহন বলেছেন: বীর বাঙালী ভীষণ ভালো মনটা নরম-আবেগী !!!!!!!!!!! বেকুবরা সব ভোটার হলে চোর ছাড়া আর পাবে-কি ? .... জাক্কাচ ভাইয়া ।
।২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬
বিবেক সত্যি বলেছেন:
৩১ ।১০ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০০
রিপন উদ্দিন বলেছেন: বীর বাঙালী ভীষণ ভালো মনটা নরম-আবেগী !!!!!!!!!!! বেকুবরা সব ভোটার হলে চোর ছাড়া আর পাবে-কি ? .... জাক্কাচ ভাইয়া ।
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:৪০
বিবেক সত্যি বলেছেন: থ্যাংকস ... :-)
৩২ ।১৯ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
সাবিনা বলেছেন: অনেক ভাল লেগেছে ♥ ধন্যবাদ! কুকুর দেখায় শেয়াল ভালো শেয়াল বলে কাক চোরের ভালো চোরে ই বোঝে দেশ পুড়ে হয় খাঁক
।১৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫৪
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ ♥ : )
No comments:
Post a Comment