রো-জা-দা-র.... :-||
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৪

প্রথম যখন রোজা রাখার অভিজ্ঞতা শুরু হলো, তখন ছিলো আমার ক্রিকেটবেলা । দা' দিয়ে বানানো কাঠের এবরো-থেবরো ব্যাট আর ন্যাড়া টেনিস বল নিয়ে সারাদিন কেটে যেতো খুব দ্রুত ।
অনেক ছোট ছিলাম । ৮ কি ৯ বছর বয়স । শুরুটা পুরো ত্রিশ দিয়েই হয়েছিলো । মানে প্রথমবার থেকেই পূর্ণমাসব্যাপী সবগুলো রোজা রাখতে পেরেছিলাম

সেহরী খাওয়াটা খুব ঝামেলার ব্যাপার ছিলো । সেহরী না খেয়ে যে দু'চার দিন রোজা রেখেছি, সেগুলো বেশি আরামের ছিলো

কিছুটা বড় হবার পর, সকালে ছয় সাত জনের শুরু হতো দৌড় । ব্যায়াম করতে যাওয়া... হালকা চালে দুলতে দুলতে দৌড়িয়ে এয়াপোর্টের হলদে আলোর ল্যাম্পপোষ্টগুলো পর্যন্ত গিয়ে আবার ফিরে আসা ... রোজার সময়েই কেন যেন এই অতিরিক্ত পরিশ্রম করার জোশটা সবার মধ্যে উদয় হতো .. যত্তসব!!
আলো ফুটলেই প্রথমে বাড়ির উঠোনে শুরু হতো ক্রিকেট ... ক্রিকেট শেষ হলে সাতচারা বা জামরুল গাছের হেলানো ডালটায় গিয়ে ঝাপাঝাপি... বিকেলে মাঠে গিয়ে বড়মাপের ম্যাচ জমতো

প্রথমদিনের রোজাটা একটু কষ্টের ছিলো । বিকেলের দিকে বেশ কাহিল হয়ে পড়তো পোলাপান... দুয়েকদিন পার করতে পারলে আর সমস্যা হতো না...
একটা কথা মনে এলে এখনো হাসি পায়.. রোজার দুপুর গড়িয়ে যখন বিকেল হতে থাকে, তখন মনে হতো ইফতারে কত না কি যেন খেতে পারবো.. গাছ থেকে পেয়ারা - কোথাও থেকে বড়ই - কোথাও থেকে জামরুল সংগ্রহ করে গুছিয়ে রাখছি.. সন্ধ্যায় খিচুরি কিংবা বুট বেগুনি পিয়াজু খাবার পর খেয়াল করে দেখি অতসব শখের সংগ্রহের প্রতি কোন আগ্রহ ই নেই...


কয়েকদিন আগেও রোজা হতো শীতকালে !! শেষদিকে ঝিঁঝিঁর ঝুম ঝুম ডাকাডাকিতে ঝালাপালা কান .. ইফতারির পর কয়েকজন মিলে শুরু হতো, ঝিঁঝি ধরার পালা... কয়েকটা পাটখড়ি (টাইঙ্গা) মুঠি করে একটা বাঁশের খুটিতে পেটানো হতো, সেই সাথে অদ্ভূত ডাকাডাকি, আয় ঝিঁঝিঁ আয়... তর মায় তরে থুইয়া ডাইল- চাইল ভাজা খায় .. পাটখড়ি পেটানোর শব্দে আকর্ষিত হয়ে ঝিঁঝি এসে গায়ে পড়তো.. তারপর ধরে ফেলাটা কোন সমস্যা ছিলো না

ইফতারির প্রাথমিক ধাক্কাটা শেষ হলে নামাজের পরে শুরু হতো অন্য পর্ব

গত অনেকগুলো বছর ধরেই রোজার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে... সত্যি-ই ব্যাপারটা বেশ ঝামেলাপূর্ণ এবং মোটামুটি কষ্টকর হয়ে পড়ছে । হলের ডাইনীঙে ভোররাত্রে সেহরী খাওয়ার চাইতে রুমে বসে বিস্কুট খেয়ে রোজা রাখা অনেক বরকতের ব্যাপার

গতবারের আগেরবার আমরা তিনজন রুমে রান্না করেছিলাম.. ভালো কেটেছে ওই দিনগুলি.... প্রত্যেকটা দিন একই ম্যেনু- সিনিয়র ভাইয়াটা মাঝে মধ্যে অভিযোগ করার মৃদু চেষ্টা করলেও বিকল্পের অপ্রতুলতার কারনে মেনে নিতেন


ইফতারি মোটামটি উইংএর কয়েকটা রুমের সবাই মিলে একসাথে হয়.. এটা নিয়ে সমস্যা নেই । বেশ জম্পেশ রেগুলারিটি মেইনটেইন হইতেসে...



এবার কিভাবে কি হবে আমি এখনো ঠিক জানিনা... আমার রুমমেটের ভাবসাব দেখে মনে হয় কিছু একটা প্লান করে রেখেছে...

৭০ টি
+৩২/-৮
মন্তব্য (৭০) মন্তব্য লিখুন
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৮

বিবেক সত্যি বলেছেন: দেখতে পাইলে আমারে জানায়েন 

১ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৯

চিটি (হামিদা রহমান) বলেছেন: রোজা আসলে আমার কাছে উৎসব উৎসব মনে হয়।
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৭

বিবেক সত্যি বলেছেন: সবাই মিলে সেহরী করা- ইফতার করা- সারা বছরের অভ্যাস ভুলে সারাদিন না খেয়ে কাটানো - বিশেষ করে ভোররাত্রে রেডিওতে যে অনুষ্ঠানটা হয় - আসলেই অন্যরকম .. উৎসবের আমেজই বটে...
২ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩২

।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭

বিবেক সত্যি বলেছেন: পাই শুভেচ্ছা দেয়ার রীতি চালুর আগে রমজানে কি কি করতেন, সেটা নিয়ে একটা পোষ্ট লিখিয়েন..
[ কত আইডিয়া দেই রে.. তবুও লেখেনা...
]


৩ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪১

জাহান৮২ বলেছেন: রমজান আবার আসুক সেই ছোটবেলার পবিত্র অনুভুতির মত করে। ফিরে আসুক আবার সেই চেতনা..।
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

বিবেক সত্যি বলেছেন: আমীন..
অনেক ধন্যবাদ...

৪ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

ঝুমী বলেছেন: লেখাটা পড়ে বেশ মজা পেলাম। আর আমার তো এখনো রোজার মাসে বিকেল হলেই ক্ষুধা পায়। তাই বিকেলে একটা ব-ড় ঘুম দেই!!! +

।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৫

বিবেক সত্যি বলেছেন: সময় কাটানোর দুর্দান্ত আইডিয়া
এইবার আমার আরো খবর আছে.. বিকালের দিকে বেরিয়ে পড়ে সন্ধ্যার আগে ফিরতে হবে.. টেনশিত আছি বিকাল নিয়ে...

৫ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

অ্যামাটার বলেছেন: হুমম... আমার শুরুটা হয়েছি ১টা দিয়ে...সম্ভবত ৫বছরে...স্কুলে যাবার আগে... ৯-১০ বছর থেকে ৩০-এই আছি... তয় পরথম পরথম খাইতে মন চাইত

।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০১

বিবেক সত্যি বলেছেন: আর লুকায়া-টুকায়া খাইয়াও ফ্যালতা 

৬ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪২

ফারহান দাউদ বলেছেন: গত রোজা হলে গেসে,ফাইট দিয়া একবারে সেহেরি খায়া ঘুম,মন্দ না। তবে ইফতারির পরে যে ঘুমটা পায়,সেইটার কোন কুলকিনারা নাই।
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৩

বিবেক সত্যি বলেছেন: বুঝলাম.. ঘুম থেকে উঠে সেহরী খাওয়া অপেক্ষা সেহরী খেয়ে ঘুমানো সুবিধাজনক...
৭ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৬

নুশেরা বলেছেন: যথাসময়ে ভাল লেখা। ফারহান দাউদ বলেছেন: ইফতারির পরে যে ঘুমটা পায়,সেইটার কোন কুলকিনারা নাই। আআআআহ্...
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১০

বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ ... ঘুম পাইলে ঘুমায়া পড়বেন.. 

৮ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২০

আবূসামীহা বলেছেন: রমজ়ান মুবারক! আর দু'ঘন্টা পরে ১৪২৯ হিজরী সালের রমজ়ানের প্রথম তারাওয়ীহ্। আপনার এবারের রমজ়ান ভাল কাটুক! এই দু'আ করছি আল্লাহ্র কাছে। আমীন!
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫

বিবেক সত্যি বলেছেন: হুমম.. আমাদের ভোর ৭.২০ এ আপনারা তারাবীহ পড়লেন... ধন্যবাদ দোয়ার জন্য.. আপনার জন্যও একই দোয়া রইলো... সুস্থ্যতায়-স্বাচ্ছন্দে-কাটুক এবারের রমজান... আমীন...
৯ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৯

।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৩

বিবেক সত্যি বলেছেন: "রোজা তোমাদের ওপর ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিলো, তোমাদের পূর্ববর্তীদের ওপর" - ব্যাপারটা ইন্টারেষ্টিং, খেয়াল করলে দেখবেন, প্রচলিত প্রায় সব ধর্মেই রোজার অনুরূপ ইবাদতের সিস্টেম আছে... গিফার ভাই, কার্ডের জন্য থ্যাঙ্কু... 

১০ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০

গিফার বলেছেন: Click This Link
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬

বিবেক সত্যি বলেছেন: ক্যাচটিউব থেকে পেলাম অবশেষে... অনেক ধন্যবাদ...
১১ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩০

উম্মু আবদুল্লাহ বলেছেন: রমজানের শুভেচ্ছা।
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৭

বিবেক সত্যি বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা ..
শান্তি আর নির্ভাবনায় কাটুক এবারের রমজান...

১২ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৫

গিফার বলেছেন: বস তারাবি পড়াচ্ছি....আজকে পড়ায় আসলাম বাকিগুলা জানি ভালো ভাবে পড়াতে পারি দোয়া কইরেন
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৯

বিবেক সত্যি বলেছেন: ওয়াও.. !! ভাইজান, খুবই ভালো লাগলো শুনে ..
অবশ্যই দোয়া করবো.. প্লিজ, আপনার দোয়ায় আমারে ভুইলেন না 


১৩ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩১

উম্মু আবদুল্লাহ বলেছেন: দোয়া করবেন আমার ছেলেটা যাতে হাফিজ হয়ে তারাবী পড়াতে পারে। এখানে একজন ছেলে আমার ছেলের এক বছরের বড়। হাফিজ হয়ে বিভিন্ন মসজিদে তারাবী পড়ায়।
১৪ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩২

গিফার বলেছেন: জি বস ঠিক আছে..... আজকে ১ পাড়ার ১৪ নম্বর সাফায় বাইধা গেসিলো তবে তবে লোকমা লাগে নাই........ দোয়া কইরেন......
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৩

বিবেক সত্যি বলেছেন: আলহামদুলিল্লাহ... প্রথমদিন বলে হয়তো একটু জড়তা ছিলো । ইনশাআল্লাহ, সামনে আর সমস্যা হবে না ... আল্লাহ আপনার সহায় হোন.. আমীন.. !!
১৫ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: লোকমা লাগে নি শুনে ভাল লাগল। আমার ছেলেটা যে কত ভুল করে সাধারন নামাজে।
১৬ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫২

গিফার বলেছেন: @ উম্মু আবদুল্লাহ আপনার ছেলে হাফেজ ? আল্লাহ ভালো রাখুক
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৮

বিবেক সত্যি বলেছেন: বস, আপনে কখন থেকে তারাবী পড়ান ? মানে, এবার ই প্রথম কিনা ?
১৭ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: নাহ। হিফজ করা কি এত সোজা। ৪ পারা মাত্র হলো। তবে যেটুকু জানে তা দিয়ে মাঝে মাঝে বাসায় নামাজ পড়ায়। হাজারটা ভুল করে।
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৫

১৮ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভেচ্ছা থাকলো রমজানের.......সুন্দর লেখা। শুভকামনা........।
।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬

বিবেক সত্যি বলেছেন: অনেক ধন্যবাদ । প্রতিটি রোজা পরিপূর্ণ মর্যাদার সাথে পূর্ণ হোক...
১৯ ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৭

গিফার বলেছেন: নাহ দুই তিন বছর ধইরা পড়াচ্ছি তবে এবার একটু স্পেসাল ভাবে.... মানে আগের বার গুলা মাঝে মাঝে কয়েকদিন বাদ দিসি তবে এবার তা নাহ..... @ উম্মু আবদুল্লাহ জি তা তোহ ঠিক ওকে আমার সালাম দিয়েন......
।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০

বিবেক সত্যি বলেছেন: ওক্কে
শুভেচ্ছা ও দোয়া রইলো... ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন তারাবী নামাজীদের নেতৃত্ব দিয়ে যান - আমিন....

২০ ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১২

উম্মু আবদুল্লাহ বলেছেন: তোমার কি হাল? প্রতিটি তারাবী কি মসজিদে পড়বে? বাংলাদেশে তারাবী অবশ্য লম্বা ২০ রাকাত। এইখানে ৮ রাকাত বলে দেড় ঘন্টার মধ্যে শেষ হয়। @বিবেজ সত্যি
।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪২

বিবেক সত্যি বলেছেন: আমি ..? মনে হয় না... যখন যেরকম পারি... সপ্তাহে অন্ত:ত কয়েকদিন ফিরতে ফিরতেই ৯.০০ টা সারে ৯.০০ টা...
২১ ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৬

গিফার বলেছেন: আমিন......
২২ ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৯

নিহন বলেছেন: রমজান মোবারক । কেমন আছেন ভাইয়া ??
।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬

বিবেক সত্যি বলেছেন: রমজান মোবারক
ধন্যবাদ.. মোটামুটি ভালো আছি- আলহামদুলিল্লাহ..

২৩ ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২

ফেরারী পাখি বলেছেন: সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভেচ্ছা থাকলো রমজানের.......সুন্দর লেখা। শুভকামনা........।
।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬

বিবেক সত্যি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । অনেক ধন্যবাদ...
২৪ ।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৮

বিবর্তনবাদী বলেছেন: সামহোয়্যারে নতুন গ্রুপ এসেছে গানের কলি। আমাদের এই সামহোয়্যারইনের জনপ্রিয় পোস্টগুলোর মাঝে অন্যতম গানের কথা ভিত্তিক পোস্টগুলো। প্রতিদিনই কয়েকটা গানের কথা গান সহ পোস্ট করা হয়। অনেক বাংলা গান আছে যেগুলোর কথা ইন্টারনেটে খুঁজলে শুধু আমাদের এই সামহোয়্যারইনেই পাওয়া যাবে। মূল্যবান সেই পোস্টগুলো নানান ব্লগারদের নিজস্ব ব্লগে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলোকে এক বন্ধনে বেঁধে রাখাই এই গ্রুপের উদ্দেশ্য। গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন রমজানের শুভেচ্ছা।
।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

বিবেক সত্যি বলেছেন: স্যরি
... এখন এটা নিয়ে ভাবতে পারছিনা... কোরআনের মাস এলো কদরের মাস ক্ষমার সময় এলো দয়ার সময় আবার ঝালিয়ে নাও তুমি বিশ্বাস, আবার পাবে কি তারে নিশ্চিত নয়। রোজা কর পাপ ভুলে যাও কোরআনের নির্দেশ বুকে তুলে নাও তোমার সময় ত্যাগ সাধনা দিয়ে করে নাও জান্নাত ক্রয়। সিজদায় নত হয়ে থাক, পলে পলে আল্লাহকে ডাকতে থাক। কোরআনের পথে চল আর তাজা রাখ আল্লাহর ভয়। রোজার পরিপূর্ণ মর্যাদা নিয়ে পার হোক এ মাস.. শুভেচ্ছা...

২৫ ।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৩০

উম্মু আবদুল্লাহ বলেছেন: ভাই বিবর্তনবাদী, রোজার মাসটা অন্তত গান থেকে দূরে থাকতে চাই।
২৬ ।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬

চাঁদের বুড়ি বলেছেন: HAPPY RAMADAN 

।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

বিবেক সত্যি বলেছেন: SAME TO YOU
ভালো থাকবেন.. শুভেচ্ছা...

২৭ ।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬

ত্রিভুজ বলেছেন: কিছুটা বড় হবার পর, সকালে ছয় সাত জনের শুরু হতো দৌড় । ব্যায়াম করতে যাওয়া... হালকা চালে দুলতে দুলতে দৌড়িয়ে এয়াপোর্টের হলদে আলোর ল্যাম্পপোষ্টগুলো পর্যন্ত গিয়ে আবার ফিরে আসা .. ---এইটা কোন এলাকার কাহিনী?
।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৮

২৮ ।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৫

তুমি রবে নীরবে... বলেছেন: ও! আচ্ছা!! পদধুলি দিয়ে গেলাম

।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৬

বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কুশ... পদধুলি পাইয়া ধন্য হলাম.. 

২৯ ।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৩

তুমি রবে নীরবে... বলেছেন: ওরেরেএএএ...বে-নামাজগুলা তারাবিতে না গিয়া ব্লগাইতেছে...

।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২০

বিবেক সত্যি বলেছেন: ৯:৩৬ এর অন্ত:ত ঘন্টাখানেক আগেই শ্যাষ... :- | বেশি জ্বালাইলে কিন্তুক কবিতা লেখা হইবে...
৩০ ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

রেনেসাঁ বলেছেন: আরেক্টা পদধুলি দিয়ে গেলাম!! এবারের পোশাকটা কেমন হয়েছে খোকা??
।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৬

৩১ ।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: রোজাদারের খোজ নিতে এলাম।
।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৬

বিবেক সত্যি বলেছেন: আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য...
আপনার রোজার অভিজ্ঞতা নিয়ে একটা পোষ্ট লিখেন না .. মেইনলি ইউএসএতে কিভাবে কি হয়...

৩২ ।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: রোজাটা ব্যস্ত যায় কিছুটা। তাও চেষ্টা করব।
।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০

বিবেক সত্যি বলেছেন: অপেক্ষায় রইলাম... ... ...
৩৩ ।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৫

ফারজানা মাহবুবা বলেছেন: এখানে আমার মন্তব্যটা কোথায় গেলো???! 

।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১১

বিবেক সত্যি বলেছেন: আ-ন্দা-জে....
যাযাবর said... তোমার এই লেখা পড়ে ইচ্ছা করতেছে এখন গলা ছেড়ে কাঁদি। কালকে ইফতার করে বসে বসে বাসায় চিঠি লিখছি। ইয়া লমমম্বা চিঠি। আমি শিউর ঐ চিঠি পড়ে আব্বুম্মু কাঁদবে। কী করব, ভাল লাগেনা। নেট খুলে বসে বসে পুরানো ঢাকার মজার মজার ইফতারীর ছবি দেখি। আর আমার রান্না! মাঝে মাঝে এত চমতকার, আর মাঝে মাঝে ওয়াক থু!;( ...... দেশে চলে যাবো, ভাল লাগেনা। বিবেক said... @ যাযাবর, এই কাজটা আমিও করি । গুগল ইমেজ সার্চে খুজে খুজে দেখি
ঘ্রানে অর্ধভোজন- দর্শনে সিকিভোজন
দেশ বিদেশের অনেক ইফতারির ছবি দেখতে পারেন এই লিংকে..
এইটা এইখানের মন্তব্য না 





৩৪ ।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৮

উন্মাদ ছেলে বলেছেন: পড়ে গেলাম। ভালো।
।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫

বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ...
৩৫ ।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো.......... দেশে থাকতে সেহেরীর টাইমটা কেমন যেন আনন্দ লাগতো.. এখন মাঝে মাঝে ইফতারীতে সবাই একসাথে লে মজাই হয়........ শুভেচ্ছা।
।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২২

বিবেক সত্যি বলেছেন: পারিবারিক আবহটাই সবচেয়ে সুন্দর...আর আনন্দের... ধন্যবাদ আপু... আপনাকেও শুভেচ্ছা.. ভালো কাটুক দিনগুলি....
৩৬ ।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাল কাহিনী।।। 

।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

No comments:
Post a Comment