অ ই ক খ ঙ ঞ (comment)

অ ই ক খ ঙ ঞ

০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১২


দিন দুপুরে হিন্দু পুড়ে
ছাই হয়েছে - খবর রটে
বিন্দুটারে সিন্ধু করে -
সেই খবর-ই জবর রটে

সংখ্যালঘু নির্যাতিত
মৌলবাদীর দোষটা-খাটি
কলম ফেটে দরদ ঝরে
সম্পাদকের কান্নাকাটি

বুদ্ধিজীবি বিবৃতি দ্যান
মৌলবাদের শেকড় তোল
জঙ্গীবাদি ততপড়তা
সত্যি এবার রূখতে হলো

জানতে পারি দু'দিন পরে
আসল খবর - খুব মামুলি
দুখ্খজনক দুর্ঘটনায়
প্রাণ হারালো মানুষগুলি

ধুমপায়ী এক লোকের হাতে
নিজের ঘরেই অগ্নিশিখা
সেই আগুনেই পুড়লো মানুষ
হয়তো ছিলো ভাগ্যে লিখা

মৌলবাদের জিন্দাবাদের 
জন্য তো ভাই এই লেখা না
"উত্তেজিত হবার আগে
সবার উচিত সত্য জানা"

মন্তব্য ৬৩ টি রেটিং +২৭/-২

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৩
বিবেক সত্যি বলেছেন: 
১ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৪
বিবেক সত্যি বলেছেন: একবলে ছয়রান করতে যদি না পারি ভাই হারাবো সম্মান B:-/ কি করি- কি করি তীরের কাছে এসে বুঝি ডুবলো আশার তরী সবাই সীমানায় ভাবছে সবাই আপন মনে কী যে হয়ে যায় B-) হঠাৎ ভীষণ শব্দ হলো জয়ের মিশন স্তব্ধ হলো বোলার ভীষণ জব্দ হলো ছক্কা হলো বুঝি.... বলটা কোথায়, ব্যাস্ত সবাই করছে খোঁজাখুঁজি :) বল না পেয়ে হায় মনের দুখে ছটফটিয়ে স্বপন টুটে যায় ;) মনের মাঝে স্বপন ঘরে জয়ের আশা রোপন করে রাত পোহালো যেই_ , ছোট্ট পিকু বলতে গিয়ে হারায় কথার খেই !:#P
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৮
বিবেক সত্যি বলেছেন: 
২ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৫
বিবেক সত্যি বলেছেন: একটা বিরাট আম পাঠালাম বন্ধু তোমার জন্য ভেবেই বলো, আম হিসেবে যায় কি করা গণ্য ? ;) আমের মত দেখতে হলেও সত্যি এটা আম না মনখারাপের নেইতো কারন নিচ্ছি কোন দাম না B:-/ নাইবা খেতে পারলে এটা দুখ্খু মনে নিও না একটু ভাবো, বন্ধু আমার খুব কি তুমি প্রিয় না ? B-) মনের গভীর কোণটা থেকে একটা জিনিস দিচ্ছি এইতো অনেক- অনেক বেশি হোক তা ভালো-বিশ্রী !:#P
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৮
বিবেক সত্যি বলেছেন: 
৩ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৫
বিবেক সত্যি বলেছেন: এই যে দেখ পাখি ; গোসল করতে গিয়ে কেমন, দিচ্ছে মাথায় ঝাঁকি কান্ড দেখে হাসি.. মনটা বলে, পাখি তোমায় অনেক ভালোবাসি পালকে জল ছোঁয়ালে... কী হয় এমন?- নেবে বলো ?- একটা নীলাভ তোয়ালে ? এমনি মাথা ঝাঁকালে, আমার বড় পাচ্ছে হাসি, তোমার দিকে তাকালে.... ;)
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৯
বিবেক সত্যি বলেছেন: 
৪ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
বিবেক সত্যি বলেছেন: হুঙ্কাড়ে কাঁপাকাঁপি মাথা আছে , নাই ঘাড় খুজে বের করো দেখি "The Hidden Tiger " B-) ছবিতে লুকিয়ে আছে বাঘ মামা যতনে রতনের মত তুমি চিনে নাও রতনে;) পারবেনা, বুঝে গেছি থাক -থাক-আচ্ছা তুমি তো মানুষ ; নও বাঘেদের বাচ্চা :) ডোরাকাটা দাগ দেখে বের করো লেখাটা... বাঘটার গায়ে আকা আঁকাবাকা রেখাটা ... B-)
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৯
বিবেক সত্যি বলেছেন: 
৫ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২১
বিবেক সত্যি বলেছেন: দুপুর বেলা তিন সাথীরে সংগে নিয়ে চলছে নিপু বাড়ির সবার চোখ এড়িয়ে করবে সাবুর মোরগটারে জবাই বুঝি সেই খেয়ালে জোট বেধেছে সবাই বুঝি ! নয়তো আজি' আগুন দেবে গোয়াল ঘরে বিল থেকে আজ আনবে বুঝি বোয়াল ধরে । কিন্তু না'তো চলছে ওরা মাঠের দিকে সন্ধ্যেবেলা সূর্য-ডোবা পাটের দিকে এখন দুপুর; পুকুর পাড়ে গাছের ডালে সবুজ পাতা দুলছে ইষত নাচের তালে নেই যে কোথাও ঘাস ফড়িং আর প্রজাপতি জৈষ্ঠ্য মাসের দুপুরটা আজ শান্ত অতি মুরগীগুলো ঠোট লুকোনো পালক মাঝে শান্ত ছায়ার তীব্র তাপের আলোক মাঝে মাঠ ছাড়িয়ে দিঘীর তীরে হিজল গাছে ঘুঘুর ছানা হয়তো নীড়ে ঘুমিয়ে আছে ঢিল ছুড়ে আর বিচিত্র সব শব্দ করে ভয় দেখিয়ে ছানার-মাকে জব্দ করে একটা ছানা হাতের মুঠোয় আনলো তুলে মা পাখিটা গাছের শাখায় কানলো দুলে ছিনিয়ে এনে ঘুঘুর ছানা বাড়ির মাঝে রান্নাঘরে লুকিয়ে রাখে; হাড়ির মাঝে হঠাত কারো কান্না শুনে থমকে গেলো ব্যাপার দেখে নিপুর হৃদয় চমকে গেলো ছোট্ট যে এক বোন ছিলো তার , হাসতো ভালো সবার থেকে তাকেই নিপু বাসতো ভালো বোনটি নাকি সাপের ঘায়ে নীল হয়েছে নীল গোলাপের সংগে ভীষণ মিল হয়েছে । নিপুর হৃদয় উঠলো কেদে বোনের শোকে একলা ঘরে ডুকড়ে কাদে মনের শোকে
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৫
বিবেক সত্যি বলেছেন: কষ্ট কেমন ! হারায় যদি আপন জনে হঠাত নিপুর জাগলো ভীষণ কাপন মনে মা পাখিটার আর্তনাদের শব্দ যেন মনটা নিপুর করেই দিলো স্তব্ধ যেন বোনটি তাহার হয়নি তো নীল সাপের ঘায়ে মুমূর্ষ সে হয়তো নিপুর পাপের ঘায়ে মনটা বলে করো ছেলে তওবা তুমি খোদার কাছে; দুষ্টু যতই হও-বা-তুমি কষ্টে ভীষণ পিচ্চি ছেলের কান্না ঝরে সেই ছানাটা আনতে ছোটে রান্না ঘরে দুষ্ট দলের সংগে সকল সখ্য ঘূচে নতুন শপথ নিলো এবার চক্ষ মুছে B-) আল্লাহ আমায় মাফ করে দাও রহিম তুমি দয়ার আধার মহান , মহা-মহিম তুমি তার পরে সে ঘুঘুর ছানা সংগে নিয়ে চললো আবার বাড়ির সবার চোখ এড়িয়ে মা পাখিটা হাসলো ভীষণ আনন্দে যে হাজার ফুলের হাস্য মনের কানন- দেশে এবার খানিক পুচকে মনে ভরসা হলো বোনটি বুঝি নীল থেকে ফের ফর্সা হলো :) বাড়ির সবার ঠোটের কোণে ফুটলো হাসি ভাই ও বোনের হৃদয় দুটো উঠলো হাসি ' মন থেকে সব আধার কালো বিয়োগ হলো এবার নিপুর আলোর পথেইনিয়োগ হলো B-)
৬ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৩
পারভেজ বলেছেন: মজা পেলাম!
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫২
বিবেক সত্যি বলেছেন: :) আমিও মজা পেয়েছি ...
৭ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৬
কালপুরুষ বলেছেন: প্রথমটা চমৎকার লাগলো। বাকিগুলো পড়ছি।
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪
বিবেক সত্যি বলেছেন: ইয়াপ !! আপনার কাছে চমৎকার লাগাতে পারাটা তো বিরাট ব্যাপার .. থ্যাঙ্কস...
৮ ।০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: ছড়া সংকলন ? ভালো লাগছে
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬
বিবেক সত্যি বলেছেন: হু 8-| সেইরকম-ই .. থ্যাঙ্কু
৯ ।০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৬
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: দাঁড়ান, পড়ছি সবগুলো:)
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১০
বিবেক সত্যি বলেছেন: দাঁড়াতে হবে ? B:-/ আয়েশ করে বসেছিলাম !:#P
১০ ।০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২০
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: বাহ!! আমি পড়বো আর আপনি বসে থাকবেন? আপনি পারবেন এই কাজ করতে??
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৫
বিবেক সত্যি বলেছেন: এত্তোগুলো লিংকু-ফিংকু - ইমো - পিক্চার দিয়া পোষ্ট বানাইতে আমার কত কষ্ট হইসে জানেন ? :-/ আচ্ছা ঠিকাছে, বাইরে থেকে ঘুরে আসি ;) বসে না থাকলেই তো হলো !
১১ ।০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৪
েক আিম বলেছেন: ভাল লাগল: ধন্যবাদ সুন্দর এই সংকলনের জন্য।
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৮
বিবেক সত্যি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
১২ ।০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩০
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: আপনার ব্লগ দেখি বুড়ো হয়ে গেল!! এক বছর পূর্তিতে শুভেচ্ছা!!
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:০২
বিবেক সত্যি বলেছেন: হা হা... সামহোয়্যারের বয়সের অনুপাতে আমি এখন প্রায় মধ্যবয়সী , থ্যাঙ্কস নিশীথ রাতের বাদলধারা ...
১৩ ।০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬
অজানা অচেনা বলেছেন: ব্লগ করছেন এক বছর হয়ে গেল! ১ দিন পর হলেও জন্মদিনেরে শুভেচ্ছা :)
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৪
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কু... আপনার ও প্রায় বছর হয়ে যাচ্ছে...
১৪ ।০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৩
আবু সালেহ বলেছেন: এক বছর পূর্তিতে শভেচ্ছা....
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৯
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ আবু সালেহ ভাই ।
১৫ ।০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৯
প্রবাস কন্ঠ বলেছেন: মুল কবিতাটি সুন্দর হয়েছে + আপনার মন্তব্যগুলো না দিলেই পারতেন
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৩
বিবেক সত্যি বলেছেন: "আপনার মন্তব্য" বলতে যদি কমেন্টের জবাবের কথা বলে থাকেন, তাহলে বলবো, অভ্যাস হয়ে গেছে । আর অন্য কিছু বোঝালে, আমি বুঝিনি । থ্যাংক ইউ ।
১৬ ।০৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪২
ঝুমী বলেছেন: বাহ্! ভাইয়া, আপনি তো বেশ ছন্দ মিলিয়ে লিখতে জানেন!!! +:)
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০০
বিবেক সত্যি বলেছেন: প্রায় :)
১৭ ।০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৭
চানাচুর বলেছেন: হায় হায়:)...........চমৎকার।:)
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০২
বিবেক সত্যি বলেছেন: হায় হায়, চানাচুর কি বলে !! B:-/
১৮ ।০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩২
চিটি (হামিদা রহমান) বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার !!! খুব ভালো লাগলো। শুভেচ্ছা থাকলো।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৪
বিবেক সত্যি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
১৯ ।১০ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৩০
চাঁদের বুড়ি বলেছেন: দা-রু-ন!! পিচ্চিকালে লিখেছিলেন না কি? খুব নির্মলতা আছে। আপনার হাতও অসাধারণ। প্রিয়তে নিয়ে যাচ্ছি। বুদ্ধিদীপ্ত ছেলেমানুষীর কোন তুলনা হয় না।
১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৫
বিবেক সত্যি বলেছেন: এত সুন্দর মন্তব্য করতে পারেন, চাঁদের বুড়ি ? ধন্যবাদ ধন্যবাদ !! শেষের লম্বাটা একটু বয়স্ক । অন্যগুলো বুড়াকালের :)
২০ ।১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:০৫
কণা বলেছেন: সবগুলোই আগে পড়া... সা.ইনে আনার জন্য থ্যাঙ্কস... :) পাই শুভেচ্ছা! :#) B-))
১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০০
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ কণাপু X(X(
২১ ।১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:২৫
কণা বলেছেন: ১ বছর ৩ দিনে ১০৫ টা পোস্ট... টুয়েন্টির যুগে টেস্ট খেললে তো চলবে না.. :) (কথাটা কণার জন্য কোনক্রমেই প্রযোজ্য নয়।) :#) B-)) আবারো পাই শুভেচ্ছা! =p~
১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৫
বিবেক সত্যি বলেছেন:  এইটা বুঝায়া দ্যান X(( তাইলে ,কথাটা কণার জন্য কোনক্রমেই প্রযোজ্য নয় মেনে নেয়া হবে B:-) B:-)
২২ ।১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩১
তারার হাসি বলেছেন: খুব অর্থবহ।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৪
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কস ।
২৩ ।১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৩
গিফার বলেছেন: বস মরুঝড়ের কোন ওয়েব সাইট আছে ?
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৯
বিবেক সত্যি বলেছেন: নাই
২৪ ।১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৭
গিফার বলেছেন: সাইমুমের?
২৫ ।১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৪
গিফার বলেছেন: সাইমুমের টা পাইসি http://saimum.saimum.net/
২৬ ।১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
বিবেক সত্যি বলেছেন: হয়, আপনার প্রশ্নটা বুঝবার পারি নাই, আর নাহয় উত্তরটা বুঝবার পারি নাই ;) আমি ভাবছিলাম, আমার কোন সাইট আছে কিনা জিজ্ঞেস করছেন :)
২৭ ।১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
ত্রিভুজ বলেছেন: স্টার প্লাস পোস্ট। (আগেরবার মন্তব্য করার সময় ছিলো না...)
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৭
বিবেক সত্যি বলেছেন: 
২৮ ।১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
নিহন বলেছেন: সব ছবিগুলো জাক্কাচ
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪০
বিবেক সত্যি বলেছেন: জাক্কাচ শব্দটা তো বেশ জাক্কাচ B:-/ !:#P !:#P
২৯ ।২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৮
আইরিন সুলতানা বলেছেন: কমেন্টের শুরুতেই এতো কবিতা !!! আলাদা করে পোস্ট হলো না কেন !!!
২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪১
বিবেক সত্যি বলেছেন: আলাদা আলাদা পোষ্ট দিতে ধৈর্য্য হয় নাই... এক পোষ্টে সব ঝামেলা শেষ ... ধন্যবাদ আপনাকে...
৩০ ।২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০০
রুবেল শাহ বলেছেন: ঘোরের মধ্যে আছি........B:-/
২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৩
বিবেক সত্যি বলেছেন: থাকেন ঘোরের মধ্যে :) ঘোরের মধ্যে থেকেই আরেকটা চমৎকার কবিতা লিখে ফেলেন... B:-/
৩১ ।২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০২
মাহমুদ রহমান বলেছেন: ভাবতাছি বিবেককে নিয়ে একটা পোস্ট দিব। সে পর্যায়ে সে চলে গেছে।
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৭
বিবেক সত্যি বলেছেন: ভাইরে.. মাফ কইরা দেওন যায় না... :-P :-P অন্য কিস্যু ভাবেন.. B:-/
৩২ ।২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
ত্রিভুজ বলেছেন: আরেকবার ঘুরে গেলাম... :)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯
বিবেক সত্যি বলেছেন: স্বাগতম... আবার আসিয়েন... :) এবার তো কিছু খাইয়্যে আপ‌্যায়ন করতে পারলুম না .. পরের বার এসে আম খেয়ে যাবেন... B-) ..বিরাট আম...

No comments:

Post a Comment