ছাত্রলীগের গান
০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৪
আমরা টেরর আমরা বিগ
আমরা ছাত্রলীগ !
মোদের পায়ের তলায় মুর্ছে স্বদেশ
উর্দ্ধ্বে তুলে মারসি কিক !
আমরা ছাত্রলীগ !!
থাকি; দিন-বা-রাতে অস্ত্র হাতে
পত্রিকা পাতায়,
আমরা শক্তখুলি রক্তে রাঙাই
ক্ষুর-চাপাতির ঘায় !
দিনে দিনে হচ্ছি দানব
ছুটছে সবাই দিগ্বিদিক _
আমরা ছাত্রলীগ !!
মোদের দক্ষতাতে হলগুলোতে
লক্ষপূরন বেশ!
নেত্রীদেবীর আশীর্বাদে
দখলপর্ব শেষ;
আমরা যেমন খুশি করবো তেমন
এই আমাদের সব সঠিক -
আমরা ছাত্রলীগ !!
আমরা ধরতে রাজী, জীবন-বাজী;
চান্দাবাজীর ভাগ_
কেউ খাবে আর কেউ খাবেনা??
ফাটাও ওদের নাক!
সংগে আছে কিরিচ-কুড়াল
রিভলবার আর লোহার শিক !
আমরা ছাত্রলীগ !!
সবাই যখন বুদ্ধি জোগায়
আমরা ধার ধারিনা ,
দেশটা মোদের বাপের তালুক/
পয়সা দিয়ে কিনা!
দারুন রাতের আমরা তরুন
গান্জা টেনে ঢুলছি “হিক” !
আমরা ছাত্রলীগ !!
মোদের চক্ষে ভাসে অস্ত্র-বারুদ
বক্ষ ভরা রাগ
কণ্ঠে মোদের কুন্ঠাবিহিন
“ধর-ধর-ধর” ডাক !
আমরা স্বরাষ্ট্র-“মা”র শ্বেত-কমলের
প্রশ্রয়ে নির্ভিক !
আমরা ছাত্রলীগ!!
ঐ দারুন মারামারির দিনে
আমরা ফাটাই শির
দিনবদলের আমরা সেনা
নতুন শতাব্দীর !
মোদের গৌরবে আজ নেত্রী-মাতা
ত্যজ্য করে দিচ্ছে... ? - দিক !
(তবু) আমরা ছাত্রলীগ !!
নিউ-ভিসনের ডিজিট মোরা
দলের-ভবিষ্যত,
মোদের তান্ডবে আজ দেশের মানুষ
দিচ্ছে নাকে খত ,
তবু মোরা গর্বিত ভাই
আদর্শিত (?) সু-সৈনিক !
আমরা ছাত্রলীগ !!
২৬৮ টি +১৭৪/-২০
মন্তব্য (২৬৮) মন্তব্য লিখুন
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
বিবেক সত্যি বলেছেন: এখন পড়তে পড়তে হাসেন
১ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৭
কায়েস মাহমুদ বলেছেন: বহুত দিন পর দেখালাম, মাইনাস দিয়া স্বাগতম।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
বিবেক সত্যি বলেছেন: আপ্নে কার নিক ?
২ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩১
রাজনীতিক বলেছেন: এটাকে ছাত্রলীগের দলীয় সঙ্গীত করা হোক ।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
বিবেক সত্যি বলেছেন: প্রস্তাবে মাইনাচ ... ছাত্রলীগের দলীয় সংগীতের রচয়িতা কে ? এই কুশ্যেনের রিপ্লাই কি দিবে ছেলেপেলে ?
৩ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৩
জুল ভার্ন বলেছেন: @ রাজনীতিক বলেছেন: এটাকে ছাত্রলীগের দলীয় সঙ্গীত করা হোক !
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২০
বিবেক সত্যি বলেছেন: প্রব্লেম্ম...
৪ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৩
আই লাভ ব্লগিং বলেছেন: কমেন্ট মুছতাছো? মুছো মুছো। অনেক দিন পরে আইছো, কিছু কমু না।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২২
বিবেক সত্যি বলেছেন: আপনেরেও আমি গালি দিতাম না.. গালি দিতাম পারিনা ...
৫ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৪
নেক্সাস বলেছেন: জট্টিল.জট্টিল প্রতিবাদ চলবেই...
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
বিবেক সত্যি বলেছেন: চালান ...
৬ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৫
রুবেল শাহ বলেছেন: ----------------------------- লম্বা মাইনাস
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
বিবেক সত্যি বলেছেন: ছরি ...
৭ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৬
প্রশান্ত শিমুল বলেছেন: পারলেতো মুইও একটা লেখতাম.....সু্দর অইছে,,,বহুত ..বহুত,,
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
বিবেক সত্যি বলেছেন: পার্বেন.. ট্রায়েন্ট্রাই
৮ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৮
ঊননের মুখ থেকে বলছি বলেছেন: হুমমমম্
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
বিবেক সত্যি বলেছেন: চিন্তায় পৈড়া গেলেন নাকি ? কি হইসে ? ডিসিশন ?
৯ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪২
সুমন আহমদ বলেছেন: ৯৯ এ একশ দিলাম
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
বিবেক সত্যি বলেছেন: আপনি অন্নেক দিলদরিয়া ..থেঙ্কু...
১০ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৮
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন: জুল ভার্ন বলেছেন: @ রাজনীতিক বলেছেন: এটাকে ছাত্রলীগের দলীয় সঙ্গীত করা হোক !
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
বিবেক সত্যি বলেছেন: আচ্ছা .. ... ছাত্রলীগ না গাইলেও আমরা আমরা গাইতে পারি
১১ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৯
আলী আরাফাত শান্ত বলেছেন: গানটা ভালো হলেও আপনার উদ্দেশ্য ভালো না তাই মাইনাস!
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
বিবেক সত্যি বলেছেন: আপনে মহান ...
১২ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫০
সুমন আহমদ বলেছেন: ভাই আপনার পোস্টখানি আমি একটু আমুতে পাঠাইলাম মাইন্ড খাইয়েন না দেশবাসী দেখুক আপনার প্রতিভা।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
বিবেক সত্যি বলেছেন: (সিরিয়াসলি ) ওই নোংরা গালিব্লগ থেকে লেখাটা আস্তে করে ডিলিট করে দেন !
১৩ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫২
ভয়ানক০৭ বলেছেন: এটাকে ছাত্রলীগের দলীয় সঙ্গীত করা হোক ! সহমত। কয়েক জন মাইনাচ কেন দিল?গায়ে লেগেছে ?
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
বিবেক সত্যি বলেছেন: লাগসে মান্নে ? ব্যাপোক
১৪ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫২
ডিজিটালভূত বলেছেন: খূব সুন্দর কবিতা অইছে। শামছু মিয়াও এমন কবিতা লিখিয়া যাইতে পারে নাই। কবিকে কাছে পাইলে একটা সুন্দর পুরস্কার দিতাম।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
বিবেক সত্যি বলেছেন: কি পুরস্কার দিবার চাইতেসেন ? নামটা বলেন, শুনিয়া কর্ণেন্দ্রীয় স্বার্থক করি
১৫ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৩
এমআ০০৭ বলেছেন: রাজনীতিক বলেছেন: এটাকে ছাত্রলীগের দলীয় সঙ্গীত করা হোক ।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
বিবেক সত্যি বলেছেন: লোকজন শ্লোগান তুলতেসে.. খাইসে ..
১৬ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৫
উন্মোচক বলেছেন: সবই বাস্তব!
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
বিবেক সত্যি বলেছেন: শুধু কাজী নজরুল ইসলাম বেঁচে নেই । আফসোস ...
১৭ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৬
নিরক্ষর বলেছেন: comment by: ফারহান দাউদ বলেছেন: হাসতে হাসতে পইড়া গেলাম
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
বিবেক সত্যি বলেছেন: ভালো হইসে
১৮ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৬
কিরিটি রায় বলেছেন: বাহ বা কি নিদারুন!!!! ভাই কু ছেলেন ওই দলে?? এত্ত কিছু কেম্বায় জানলেন.... নাকি আফাচা কিতাবের রেন্টু ভাইর থেকে জানছেন!!! যেম্তেই হোক.. মাল খাসা .... ....দারুন রাতের আমরা তরুন গান্জা টেনে ঢুলছি “হিক” ! আমরা ছাত্রলীগ !!
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
বিবেক সত্যি বলেছেন: হেহে..সব উপেন সিকরেট ... আমি কিস্যু জানিনা ..
১৯ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৬
কন৭১২০০৩ বলেছেন: এটাই ওদের দলিও গিতি------------ +++ দিলাম
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২১
বিবেক সত্যি বলেছেন: আমরাও গাইতে পারি ... .. থেঙ্কু...
২০ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৭
সাইফ আহেমদ বলেছেন: ছাত্রলীগ কেনোযে ছাত্রদল, শিবিরের মত আচরন করছে বুঝতে পারছিনা........ আশা করি ঠিক হয়ে যাবে ।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
বিবেক সত্যি বলেছেন: হো ... শাআ রকি ...
২১ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৯
নিউটন বলেছেন: এমআ০০৭ বলেছেন: রাজনীতিক বলেছেন: এটাকে ছাত্রলীগের দলীয় সঙ্গীত করা হোক ।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
বিবেক সত্যি বলেছেন: সভানেত্রী তো নাই । দলীয় সঙ্গীত অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি কে হইবেক ?
২২ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৯
ত্রিভুজ বলেছেন: প্যারোডী অব দ্য ইয়ার... হা হা
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
বিবেক সত্যি বলেছেন: থেঙ্কুশ...
২৩ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০১
শুভ৭৭ বলেছেন: রাজনীতিক বলেছেন: এটাকে ছাত্রলীগের দলীয় সঙ্গীত করা হোক ।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
বিবেক সত্যি বলেছেন: চলেন যাই..দাবীনামা নিয়া... ...কিন্তু লীগের কোন গ্রুপের কাছে যাবো, সেইটা আগেভাগে ঠিক করে নিয়েন .. গ্রুপিঙের ঝামেলায় পড়বার ইচ্ছা নাই
২৪ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৪
ত্রিভুজ বলেছেন: প্রথম দৃষ্টিতে প্যারোডী মনে হলেও আসলে এটা একটা মৌলিক রচনা হইছে। ছাত্রলীগের দলীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে.... ত্রিপল প্লাস....
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২২
বিবেক সত্যি বলেছেন: আচ্ছা ! ছাত্রলীগের কল্যাণার্থে শেষমেস কপিরাইট ছেড়ে দিলাম ...
২৫ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৬
কায়েস মাহমুদ বলেছেন: এতক্ষনে বুঝলাম প্লাস মেশিনটা কে চালাইচিলো
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩০
বিবেক সত্যি বলেছেন: আউলফাউল না বইকা সিচুয়েশন বুঝার চেষ্টা করো মিয়া..কাজে দিবে ... ডিসেম্বরের নির্বাচনে এই সব প্লাসগুলো তোমাদের লীগের ছিলো.. কিন্তু সীমাহীন সন্ত্রাসে সেই দিন বদলায়া গেছে ...
২৬ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৮
বাঙ্গাল বলেছেন: দূর্দান্ত...হেহে। ----------------- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান) Click This Link
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫
বিবেক সত্যি বলেছেন: ... ছাত্রলীগের দুর্দান্ত পারফরম্যান্স ...
২৭ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৯
কিরিটি রায় বলেছেন: একজন আতেল কে চিন রাখুন।!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! সাইফ আহেমদ বলেছেন: ছাত্রলীগ কেনোযে ছাত্রদল, শিবিরের মত আচরন করছে বুঝতে পারছিনা........ আশা করি ঠিক হয়ে যাবে । জেজে গ্রু মুচে এতিম আতেল .......................................হাহাপগে।
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৭
বিবেক সত্যি বলেছেন: ব্যাপার্না... কারো কারো দেরী লাগে বুঝতে...
২৮ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৮
মামুনুর রহমান খাঁন বলেছেন: হাসতে হাসতে উল্টাইয়া পইড়া গেলাম পিলাচ
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:১৮
বিবেক সত্যি বলেছেন: আহা ! বেশি হাসি ভালোনা...
২৯ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৪
েমাহাম্মদ িমজানুর রহমান বলেছেন: ফাটাফাটি। চালাইয়া যান। নর পশুদের মু্খোশ উম্মোচন হইয়া গেছে.........
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২১
বিবেক সত্যি বলেছেন: উন্মোচন যদি হয়্যাই যায়, তাইলে আর চালায়া যাওয়ার কি আছে ...শেষ করে দেই যাউজ্ঞা, থেংকু...
৩০ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৭
লেখাজোকা শামীম বলেছেন: ছাত্রলীগের নির্বাহী কমিটির কাছে পাঠায়া দেন। আপনার এই গানখানি তাদের দলীয় সঙ্গীত হিসেবে কালকেই শুনতে পাবেন। তারা তো যে কোন সিদ্ধান্ত নেয়ার সর্বময় মালিক।
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪
বিবেক সত্যি বলেছেন: থ্যাংকস... পাঠায়া দিতে দিতে না আবার কমিটি বিলুপ্ত হয়্যা যায়... মেইল এড্রেস্টা কালেক্ট কৈরা দিলে ভাল্লাগ্তো..
৩১ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০১
হাসান মাহবুব বলেছেন: এতগুলা পেলাচের রহস্যটা কি? নিক ফ্যাক্টরি থিকা পুরাদমে প্রোডাকশন বাইর হৈতাচে নাকি? তয় কোবতে ভালা ঐচে।
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৮
বিবেক সত্যি বলেছেন: পেলাচের রহস্য যদি এখনো না বুঝেন, তাইলে আপনার বা আপনাদের জন্য আফসোস করা ছাড়া আর কিছু করার নাই । আগের একটা কমেন্টে বলেছি, এই পেলাচগুলো নির্বাচনের সময় সব আপনাদের পক্ষে ছিলো । আওয়ামীলীগ সরকার মাত্র আড়াইমাসের মধ্যে দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে । দিন বদলের শ্লোগানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ভেংগে দিয়েছে , দশটাকা চালের অঙ্গীকার অস্বীকার করেছে... শিক্ষাংগনগুলোতে পাগলাকুকুরের মত উন্মত্ত্য হিংস্রতা ছড়িয়ে দিয়েছে...
৩২ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৬
কাঙ্গাল মুরশিদ বলেছেন: হা হা .... অসাধারণ যারা মাইনাস দিলেন তাদের চিন্তার জগত নিয়ে করুনা হচ্ছে!!! দলীয় সমর্থনের বাইরে সামান্য একটা প্যারোডী সহ্য করতে পারছেন না?
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৪
বিবেক সত্যি বলেছেন: যারা চুপচাপ মাইনাস দিয়েছে, তাদের লজ্জাটা বুঝতে পেরেছি....
৩৩ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৩
নুসরাত জাহান যুথি বলেছেন: হাহাহা, হেভি মজার। তবে হাসিনা দেখলে কিন্তু আপনার ব্লগিং এখানেই শেষ।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৫
বিবেক সত্যি বলেছেন: ফেসবুক নোটে শেখ হাসিনা নামের একটা প্রোফাইলকে ট্যাগ করসিলাম.. আপনে তো ভয় ধরায়া দিলেন
৩৪ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩০
রাজনীতিক বলেছেন: " এটাকে ছাত্রলীগের দলীয় সঙ্গীত করা হোক । " আমার এ দাবির সাথে বেশীর ভাগ ব্লগারই দেখছি একমত ।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৭
বিবেক সত্যি বলেছেন: হু...
৩৫ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৪
কায়েস মাহমুদ বলেছেন: হ! আশরাফ ভাইয়ের সাথে সবাই একমত
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৮
বিবেক সত্যি বলেছেন: গালি দিতে শিখলাম না..আফসুস..
৩৬ ।০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৭
সবুজ সাথী বলেছেন: ওরে বিবেক সত্যি ফাডায়ালাইছ দেখি
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪০
বিবেক সত্যি বলেছেন: হাহাহা.... ..হো..টাষ্কিত...
৩৭ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: চমৎকার উদ্ভাবনী শক্তি।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৫
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ ..
৩৮ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
ভালো বলেছেন: ছাত্রলীগের দলীয় সংগীত করার জোর দাবী জানাই ++++++
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৬
বিবেক সত্যি বলেছেন: আচ্ছা..
৩৯ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১১
অণুসন্ধানী বলেছেন: i too am join with those who says to make it the BCL anthem. really nice done by bibek sotti.
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৭
বিবেক সত্যি বলেছেন: হায়রে.... ....আচ্ছা, থেঙ্কু...
৪০ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
নিহন বলেছেন: ওররররে, জাক্কাচ গান । লীগ ধর ,ব্স্তা ভর ভারত চালান কর দেশকে রক্ষা কর আমার গান ।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৮
বিবেক সত্যি বলেছেন: খাইসে .... লীগ ধরবে কে !!... ...
৪১ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
আই লাভ ব্লগিং বলেছেন: প্লাস রহস্য ক্লিয়ার।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫১
বিবেক সত্যি বলেছেন: নাহ.. আপ্নেরা পুরা বিভ্রান্ত... তয়, খুব লাগসে, এইটা বুঝবার পারসি..
৪২ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
ভিন্ন বলেছেন: উররে ... সেইরকম !
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫২
বিবেক সত্যি বলেছেন: হেহে..
৪৩ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
পারভেজ বলেছেন: সব লেজুড়ধারিরাই এক। লীগ বলো, দল বলো কিংবা শিবির বলো। ছড়া ভালো হয়েছে।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৪
বিবেক সত্যি বলেছেন: যা দেখি, সেটাই বলি.. ধন্যবাদ...
৪৪ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
কায়েস মাহমুদ বলেছেন: বিবেক সত্যি কৈ গেলা, ব্লগের সব ছাগুরা তোমারে এ্যাওয়ার্ড দিবো আইজকা। জলদি আস, আমি ও আছি।
।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
বিবেক সত্যি বলেছেন: তোমার আর তোমাদের টীমের থিকা এওয়ার্ড নিতে আমার আপত্তি আসে
৪৫ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
সুজনবাঙালী বলেছেন: ছাত্রলীগ এর দলীয় সংগীত আমরা টেরর আমরা বিগ আমরা ছাত্রলীগ ! মোদের পায়ের তলায় মুর্ছে স্বদেশ উর্দ্ধে তুলে মারছি কিক ! আমরা ছাত্রলীগ !! থাকি; দিন-বা-রাতে অস্ত্র হাতে পত্রিকারি পাতায়, আমরা শক্তখুলি রক্তে রাঙাই ক্ষুর-চাপাতির ঘায় ! দিনে দিনে হচ্ছি দানব ছুটছে সবাই দিগ্বিদিক আমরা ছাত্রলীগ !! মোদের দক্ষতাতে হলগুলাতে ল্ক্ষ্যপূরন বেশ! নেত্রীদেবীর আশীর্বাদে দখলপর্ব শেষ; আমরা যেমন খুশি করবো তেমন এই আমাদের সব সঠিক - আমরা ছাত্রলীগ !! আমরা ধরতে রাজী, জীবন-বাজী; চান্দাবাজীর ভাগ কেউ খাবে আর কেউ খাবেনা?? ফাটাও ওদের নাক! সংগে আছে কিরিচ-কুড়াল রিভলবার আর লোহার শিক ! আমরা ছাত্রলীগ !! সবাই যখন বুদ্ধি জোগায় আমরা ধারিনা ধার, পয়সা দিয়ে দেশটা কিনা তালুক মোদের বাবার! দারুন রাতের আমরা তরুন গান্জা টেনে ঢুলছি “হিক” ! আমরা ছাত্রলীগ !! মোদের চে ভাসে অস্ত্র-বারুদ বক্ষ ভরা রাগ কণ্ঠে মোদের কুন্ঠাবিহীন “ধর-ধর-ধর” ডাক ! আমরা স্বরাষ্ট্র-“মা”র শ্বেত-কমলের প্রশ্রয়ে নির্ভিক ! আমরা ছাত্রলীগ!! ঐ দারুন মারামারির দিনে আমরা ফাটাই শির দিনবদলের আমরা সেনা নতুন শতাব্দীর ! মোদের গৌরবে আজ নেত্রী-মাতা ত্যজ্য করে দিচ্ছে... ? - দিক ! (তবু) আমরা ছাত্রলীগ !! নিউ-ভিসনের ডিজিট মোরা দলের-ভবিষ্যত, তান্ডবে আজ দেশের মানুষ দিচ্ছে নাকে খত , তবু মোরা গর্বিত ভাই আদর্শিত (?) সু-সৈনিক ! আমরা ছাত্রলীগ !!
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৯
বিবেক সত্যি বলেছেন: এইখানে কেনরে ভাই ? দেয়ালে দেয়ালে লিখেন... ছাত্রলীগের কার্যালয়ের সাইনবোর্ডে লিখেন..
৪৬ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
উদার আকাশ বলেছেন: .............তবে হাসিনা দেখলে কিন্তু আপনার ব্লগিং এখানেই শেষ।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪২
বিবেক সত্যি বলেছেন: ব্লগিং ভাল্লাগেনা.. শেখাসিনারে দেখানোর ব্যাবশ্থা করেন ...
৪৭ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
স্বর্ণলতা বলেছেন: দারুন দারুন ।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৭
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কস...
৪৮ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
কায়েস মাহমুদ বলেছেন: আমিতো কৈলাম তোমারে ছাগুরা এ্যাডওয়ার্ড দিবে ,যে সোন্দর কোবতে লিখছো। এই বাল ছাল লিখাতে আম্রা এ্যাডওয়ার্ড দেইনা।
।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৭
বিবেক সত্যি বলেছেন: প্রলু, তুমি তো সব টীম থেকে লাত্থি খাওয়া পাবলিক ... ব্যান করার আগে ভাগো.. আর যেন না দেখি এই পোষ্টে... জিবি...
৪৯ ।০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
উন্মোচক বলেছেন: প্রিয়তে...
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৮
বিবেক সত্যি বলেছেন: ভালো...
৫০ ।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৮
মাহমুদ রহমান বলেছেন: দুর্দান্ত হয়েছে..... +
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৯
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্ক ইউ....
৫১ ।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০১
হাসান তারিক বলেছেন: অনেক দিন পর হাসলাম........। জবর হয়েছে...... প্লাসাইলাম
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৯
বিবেক সত্যি বলেছেন: হাসি ভুলে গেসেন ক্যান ? ঘটনা কি ! ..
৫২ ।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪০
বিডি আইডল বলেছেন: খেক খেক...
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:০০
বিবেক সত্যি বলেছেন:
৫৩ ।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫২
সাম্প্রতিক বলেছেন: কিরে ভাই এটা কি লিখলেন!! মর্মান্তিক সুন্দর হইছে... জটিল.. পিলাস..
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:০২
বিবেক সত্যি বলেছেন: মনের মত হইসে !... থেঙ্কু...
৫৪ ।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৫
এয়ারবর্ন বলেছেন: প্রথম দৃষ্টিতে প্যারোডী মনে হলেও আসলে এটা একটা মৌলিক রচনা হইছে। ছাত্রলীগের দলীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে....+++++++
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৩
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ স্য্যার... ...
৫৫ ।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৮
অভ্র বলেছেন: স্বরস্বতীর শ্বেতকমল থেকে স্বরাষ্ট্রমার শ্বেতকমল...দুর্দান্ত !!!!!! ++
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৪
বিবেক সত্যি বলেছেন: হু... মোদের চক্ষে ভাসে অস্ত্র-বারুদ...বক্ষ ভরা রাগ...কণ্ঠে মোদের কুন্ঠাবিহিন...“ধর-ধর-ধর” ডাক !
৫৬ ।০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৪
অ্যামাটার বলেছেন: ওররেএএএ...আমারে কেউ ধর... তয় সিরিয়াসলি, এইটা ছাত্রলীগের সোনার ছেলেদের দলীয় সঙ্গীত করার চিন্তাভাবনা আমাদের সম্মানিত বুবুজান করতে পারেন।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৬
বিবেক সত্যি বলেছেন: বুবুর তো ছা.লীর উপরে আর পাওয়ার না থাকাতেই ত্যাজ্য কর্লেন... উনি কি পার্বেন ? আমি চিন্তিত..
৫৭ ।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩৩
সন্ন্যাসী কবি বলেছেন: এমন প্রতিভা সত্যেই বিরল।
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৭
বিবেক সত্যি বলেছেন: কেমন !....
৫৮ ।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩৫
ভালো-মানুষ বলেছেন: সুন্দর কোবতে হইসে। শ্লা, ফাত্রালীগের ভাড়া খাটা কবি!
।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৮
বিবেক সত্যি বলেছেন: বুজ্লাম্না....
৫৯ ।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১১
দ্বীপবালক বলেছেন: দিন বদলের যথার্থ সঙ্গীত...... হেগো পছন্দ হৈলেও হৈবার ফারে দলীয় সঙ্গীত হিসাবে। আম্নের উন্নতি শিগগির অইব, ইনশাল্লা।
।০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২১
বিবেক সত্যি বলেছেন: আমার উন্নতি হউক... ছুম্মামিন...
৬০ ।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:১৯
প্রগতিশীল বলেছেন: এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন: জুল ভার্ন বলেছেন: @ রাজনীতিক বলেছেন: এটাকে ছাত্রলীগের দলীয় সঙ্গীত করা হোক ! এই প্রস্তাব অনতি বিলম্বে বাকশালী ব্লগার অমি রহমান পিয়ালের মাধ্যমে হাসিনারে পাঠানো হোক। একই সঙ্গে কপি পাঠানো হোক নিম্ন লিখিত ব্যক্তিদেরঃ ১. জিল্লুর রহমান ২. তোফায়েল আহমেদ ৩. আব্দুর রাজ্জাক ৪. মতিয়া চৌধুরী ৫. সুরঞ্জিত সেন গুপ্ত ৬. আমীর হোসেন আমু ৭. সাহারা খাতুন ৮. দীপু মনি সহ বাকশালের নেতাদের এছাড়া কপি পাঠানো হোকঃ ১. জাফর ইকবাল ২. কবির চৌধুরী ৩. শাহরিয়ার করীর ৪. রামেন্দু মজুমদার সহ বাকশালী বুদ্ধিজীবীদের
।০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩১
বিবেক সত্যি বলেছেন: টেবিল চাপড়িয়ে সমর্থন জানানো হৈলো ... মাইনাস প্রদানকারী ১৩ পাঢ়লীগারের প্রতি উদাত্ত আহবান জানাই...
৬১ ।০৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:২০
প্রগতিশীল বলেছেন: কার্টুনটা যা অইছে না। বছরের সেরা কার্টুন। খলিল রে জাতীয় পুরস্কার দেয়া হোক।
।০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২
বিবেক সত্যি বলেছেন: হু... আপ্নে কৈলেইতো আর হৈবোনা... গাফ্ফারচৌর আশীর্বাদ লাগবো..
৬২ ।০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৬
আবূসামীহা বলেছেন: ওরে বাবা! খাইছে...কঠিন কবিতা!
।০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৬
বিবেক সত্যি বলেছেন: জ্বী কৃতজ্ঞতা জ্ঞাপন : কে.এন.আই & এস.ফোর.পি
৬৩ ।০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
শেষ আশা বলেছেন: এত হাইসেন না। অপেক্ষা করেন, কখণ যে ঘাড়ে আইসা পড়বো টের পাইবেন না।
।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮
বিবেক সত্যি বলেছেন: কথা সত্য... হাসাহাসি বন...
৬৪ ।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৪
হিটলারের সাগরেদ বলেছেন: অসাধারন, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু এই মহান সংগীত যদি তারা জাতীয় সংগীত করে নেয় তবে আপনার জীবনটাই শেষ। ওদের মত কুলাংগার দলের সংগীতের রচয়িতা আপনি।
।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১
বিবেক সত্যি বলেছেন: এতক্ষণে আপনে একটা কথার মত কথা বলসেন .. ঠিক এইটা ভাইবাই তো ত্রলীগের দলীয় সংগীত বানানোর প্রস্তাবে গাঁইগুঁই করতেসিলাম
৬৫ ।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৬
ফজল বলেছেন: জটিল প্যারোডী। তবে বাস্তবতার নিখুঁত চিত্র ফুটে উঠেছে।
।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৯
বিবেক সত্যি বলেছেন: হু.... বাস্তবতা আরো নারকীয় ..
৬৬ ।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৭
আরাফাত রহমান বলেছেন: ওরে ভাই, কি আর কমু..... জবাব নাই। আপনেরে একটা উপাধী দেওন যায় এই জন্য। কবিতার পোলা (শান্তির কণ্যা এই উপাধী থেকে আইডিয়া টা পাইছি)
।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০১
বিবেক সত্যি বলেছেন: ফেসবুকে এক্টা নিক্নেম দ্যান
৬৭ ।০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯
আরাফাত রহমান বলেছেন: স্টিকি করা হয় নাই কেন ?
।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৪
বিবেক সত্যি বলেছেন: সামুলীগ যে রেটিং অপশন অন রাখসে - সেই-ই অনেক..
৬৮ ।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১২
ভেতো বলেছেন: পিলাচ ++++++++++++++++++++++++++++++++++++
।০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
বিবেক সত্যি বলেছেন: পেলাচের রেল্লাইন....
৬৯ ।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৪
সাঈফ শেরিফ বলেছেন: রাজশাহীর গ্রটার রোডে একটা চিকা মারা পড়ছিলাম, "শিবিরের দুই গুণ, নারী ধর্ষন, মানুষ খুন।।" ভবিষ্যতে এটারও বির্বধন হতে পারে খ্যাতনামা কোন কবিতার আলোকে! এক মাঘে শীত যায়না।
।০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
বিবেক সত্যি বলেছেন: পলটু ছাত্র হিসেবে খারাপ না! ভালই করে পড়াশুনায়। কিন্তু তার একটা সমস্যা আছে, ক্লাসে শিক্ষক তাকে যে রচনাই লিখতে দিক না কেন, সে কুমিরের রচনা লেখে! মনে সে একটা রচনাই ভালো করে শিখে রাখছে! সে এক বিরল প্রতিভা! এই যেমন স্যার তাকে গরুর রচনা লিখতে দিয়েছে! পলটু লিখেছে, গরু একটি উপকারী প্রানী। গরুর চারটি পা, দুটি শিং আর একটি লেজ আছে! ঘাস গরুর প্রধান খাদ্য। তাই বলে কেউ গরুকে ঘাস খাওয়াতে নদীর ধারে বেধে রাখবেন না। কারন নদীতে কুমির থাকে! আর আমরা জানি কুমির একটা হিংস্র প্রানী। কুমিরের চারটি পা...
৭০ ।০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩০
সনাতন বলেছেন: শীত মাঘ ছাড়া ও আসে আজকাল আকাশটাকে বড় হতে দিন। পারলে হাত দিয়ে মেঘ ছুয়ে দেখুন। এম্ন আর একটা কবিতা লিখুন।
।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২১
বিবেক সত্যি বলেছেন: আচ্ছাহ ....
৭১ ।০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৪
হ্যামিলিনের বাঁশিওয়ালা বলেছেন: এতদিন শুধু ছাত্রদলের কবিতা আছিল...এখন লীগের কবিতা হইল।এই মহান সমতা সাধনের জন্য +++++++
।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৬
বিবেক সত্যি বলেছেন: সময়ের প্রয়োজন তো আর কবির অভাবে অপূর্ণ থাকতে পারেনা
৭২ ।০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: বুয়েটে ছাত্রলীগের সাথেই ছিলাম , সেসময় সিরিয়াস ধরণের কোন খারাপ কাজে ছাত্রলীগের পার্টিসিপেশন ছিল না , এখনকার অবস্থা জানি না । তবে সারাদেশের ছাত্রলীগের যে হালত , তাতে বলতে হবে প্যারোডিটা চরমতম হইসে ।
।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৪
বিবেক সত্যি বলেছেন: আপনাদের সময়ের প্রেক্ষাপট ভিন্ন ছিলো । বুয়েট ছাত্রলীগের খোঁজ নিয়েন । ডিএমসি পরিনতি হয়তো হবেনা, বুয়েট এখনো "বুয়েট" আছে.. কিন্তু গ্রুপিং আর হুমকী-ধামকী..এসবে ওরাও পিছিয়ে নেই....
৭৩ ।০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৪
বাঙাল যুবক বলেছেন: ছাত্রলীগের প্যারেডে (রানদা, বল্লম, বটি, খুন্তি, ড্যাগার, রিভলবার নিয়ে প্রতিপক্ষের উপর হামলার ছবি দ্রষ্টব্য) এই সঙ্গীত গাওয়া যেতে পারে।
।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩০
বিবেক সত্যি বলেছেন: হু.. যেতেই পারে... অনেকেই তো বলতেসেন ...
৭৪ ।০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
ফেরারী পাখি বলেছেন: অনেক দিন পর আম্নের বাড়িতে ঢুকেই তো দেখি চক্ষু চড়কগাছ। আমি রাজনীতির র ও বুঝিনা এবং বুঝতে চাই ও না। তবে কোবতে বুঝি। আম্নের কোবতে টা যাকে বলে, ব্যাপক মচৎকার হইসে। কাজী নজরুল ইসলাম থাকলে নিশ্চই রেগে গিয়ে বলতেন, আমার কবিতাকে প্যারোডি করিয়াছে, কোন সেই নরাধম নর? মুন্ডু তাহার চিবিয়া খাইবো, সেই ব্যাটারে ধর হা হা হা
।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪০
বিবেক সত্যি বলেছেন: হিহিহি...কেমন আছেন ? .......কাজী নজরুলের সাথে আমার বন্ধুত্ব বহুত পুরানা ইশকুলে থাকতে ডায়েরীর পাতায় একেবারে প্রথম যেই লেখাটা যত্ন করে তুলসিলাম বহুদ্দিন আগে, সেইটা ছিলো এইরকম , "কাজী নজরুল তোমার রেকর্ড ভাঙবো বলে, ভরদুপুরে ছাদের পানে যাচ্ছি চলে, কাঠফাটা ওই রদ্দুরেতে....... "... এইটার শেষ পরিনতি ছিলো, "দোকানগুলো ভরছে বইয়ে-নব্য কবির গ্রন্থ-পাখ গজালে আসবে জেনো উইপোকাদের মরন-তো........ " .. ..একমাত্র অগ্নিবীনা ছাড়া আর কোন কবিতার বই জীবনে কিনি নাই । অগ্নিবীনা পুরাটা মুখস্ত ছিলো ... ..যাহোক, আমার ধারনা ,কাজী নজরুল ইসলাম আমার ওপর ক্ষেপতেই পারেনা
৭৫ ।০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
আমি সাইরাজ বলেছেন: চরররররমমমম
।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪২
বিবেক সত্যি বলেছেন: হু ...
৭৬ ।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৮
আবু সালেহ বলেছেন: ওরে রেররররররররররররররররররররররররর চরম হইছেছছছছছছছছছছছর বিবেক ভাই............. এতদিন দেখলাম না কেন.... +++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++
।০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩
বিবেক সত্যি বলেছেন: বেশি বয়স হয়নাই..মাত্র দুইদিন ..
৭৭ ।১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
নিহন বলেছেন: শুভ নববর্ষ......
।১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪২
বিবেক সত্যি বলেছেন: হু ... ...কালবোশেখীর রুদ্র-হাওয়ায় দূর হয়ে যাক জীর্নতা মনের যত অন্ধকার আর পঙ্কিল-সংকীর্ণতা...
৭৮ ।১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৯
মারুফ আল্লাম বলেছেন: এত্ত ভাল্লাগলো যে, কী মন্তব্য লিখব বুঝতাছি না। অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!
।১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৯
বিবেক সত্যি বলেছেন: .. একটা পেলাচ দিতেন .. তাইলেই তো হৈতো..
৭৯ ।১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৮
ছালেক বলেছেন: হেহে, এউটা ক্যামম + রোবোট বলেছেন: হলের কোণে লাশ পড়েছে, কেলাস গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি লেখক বলেছেন: কি করিআচ বেবেনাপাই মিচিল করি কন্ট কাঁপাই মিচিল সেসে বুম্বা ফাটাই, আমরা সবাই ফুটি আমরা বালো, দোস করি বাই একটি কিবা দুটি
।২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২২
বিবেক সত্যি বলেছেন: চালায়াঝান...
৮০ ।২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৭
আসল-ট্র্যাপ বলেছেন: +
।২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৩
বিবেক সত্যি বলেছেন: ব্রেইভ-নাইন্টিন শুরু...
৮১ ।২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭
করবী বলেছেন: ৯১
।২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
বিবেক সত্যি বলেছেন: আর নয় কি আসবে ! ..
৮২ ।২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
বিবর্তনবাদী বলেছেন: মারহাবা মারহাবা.......... বলি ............. জয় বাংলা, জয় ভাইয়া
।২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩২
বিবেক সত্যি বলেছেন: বলেন ......জয় বাংলা বললে সব জায়েজ ....... পাকিরাও নাকি জয় বাংলা বৈলা ২৫ মার্চে গুলি মারছিলো.. নেত্রী বলছে সংসদে...
৮৩ ।২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
সবাক বলেছেন: ছাত্রশিবির আর ছাত্রদল কি দোষ করলো? তাদের গান কই???
।২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৫
বিবেক সত্যি বলেছেন: চোখ খুলে ঘুমানো ভালানা হয়, চোখ বন্ধ করে শান্তিমত ঘুমানো উচিত, আর নাহয় ভালো মত চোখ কঁচলে নিয়ে চারিদিকে তাকানো উচিত...
৮৪ ।২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
হুমায়ুন কবির হাকিম বলেছেন: ছাত্রশিবিরের টা পাইছি, ছাত্রদলের টা জানি না http://www.youtube.com/watch?v=XI7DtjJUsTU
।২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৭
বিবেক সত্যি বলেছেন: এইটা কি দিলেন ? ?
৮৫ ।২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
অন্যরকম বলেছেন: ফেইসবুকে আগেই পড়ছিলাম....!!!! সেইরকম হইছে!!!
।২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪১
বিবেক সত্যি বলেছেন: ফেসবুকে আপনাকে চিনিনাই .. আফসুস...
৮৬ ।২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৩
গ্রুপেন ফুয়েরার বলেছেন: হুহুহু হিহিহি হাহাহা হোহোহো হুহুহু হিহিহি হাহাহা হোহোহো হুহুহু হিহিহি হাহাহা হোহোহো হুহুহু হিহিহি হাহাহা হোহোহো হুহুহু হিহিহি হাহাহা হোহোহো হুহুহু হিহিহি হাহাহা হোহোহো হুহুহু হিহিহি হাহাহা হোহোহো.............................. শেষই হয়না......
।২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৯
বিবেক সত্যি বলেছেন: হুহুহু করেও হাসা যায় , বাহ ... আমি আগে জানতাম হুহুহু হলো হাহাকার টাইপের কান্না
৮৭ ।২৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৫
েপাদ্দার বলেছেন: ওের ভাই আপিন েতা একটি জীবন্ত পতিভা।
।৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০০
বিবেক সত্যি বলেছেন: লেখার পর রিভাইস না দিয়া পোষ্ট সাবমিট করলে রিভার্স ভালো হয় না...
৮৮ ।০২ রা মে, ২০০৯ রাত ১০:৪৯
তারিক রিদওয়ান বলেছেন: ++
।০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
বিবেক সত্যি বলেছেন: না দিয়াই ? ৯৯ নাম্বারটা ?
৮৯ ।০৪ ঠা মে, ২০০৯ বিকাল ৫:১৩
সোহায়লা রিদওয়ান বলেছেন: নিরানব্বই !!!!!!!!! বাহ !
।০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
বিবেক সত্যি বলেছেন: মানুষজন দিতেসে.... আমার কী দোষ ?
৯০ ।০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
ইবনে সালাম বলেছেন: ১০০ তম প্লাস দিলাম।
।০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
বিবেক সত্যি বলেছেন: অভিনন্দন...
৯১ ।০৫ ই মে, ২০০৯ ভোর ৫:২৬
আওরঙ্গজেব বলেছেন: আমার ভাল্লাগছে।
।০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
বিবেক সত্যি বলেছেন: ...ধন্যবাদ...
৯২ ।০৫ ই মে, ২০০৯ ভোর ৫:৪৯
বিডি আইডল বলেছেন: পোস্টটি ১০১ জনের ভাল লেগেছে, ১৫ জনের ভাল লাগেনি
।০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
বিবেক সত্যি বলেছেন: আপনাদের হাঁকডাকে আরেকজন কে যেন এসে মাইনাস দিয়ে গেলো..
৯৩ ।০৫ ই মে, ২০০৯ সকাল ১১:৫৭
কালের শপথ বলেছেন: মর্মান্তিক সুন্দর হইছে... জটিল.. পিলাস..
।০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
বিবেক সত্যি বলেছেন:
৯৪ ।০৮ ই মে, ২০০৯ রাত ১:৪২
সেতু জোহরা বলেছেন: অস্বাধারন।প্লাস।
।০৮ ই মে, ২০০৯ রাত ১০:০৮
বিবেক সত্যি বলেছেন: অন্বেক ধন্যবাদ আর স্বাগতম...
৯৫ ।১১ ই মে, ২০০৯ রাত ১০:৪৭
সোহায়লা রিদওয়ান বলেছেন: মোর দ্যান একশ প্লাস পাওয়া যেই সেই কথা না !
।১৩ ই মে, ২০০৯ রাত ৮:০৭
বিবেক সত্যি বলেছেন: আপনাদের অবদান...
৯৬ ।১২ ই মে, ২০০৯ রাত ১:৪৩
আমি বাংলার গান গাই বলেছেন: ফেইসবুকে আগেই পর্ছিলাম। এইখানে ১০৬ নং প্লাস দিতে আইসিলাম। উল্লেখ্য: রচনার প্রায় একমাস অতিবাহিত হইবার পরেও উক্ত ছড়ার অন্তত প্রথম পাঁচ লাইনকে ছাত্রলীগের জাতীয় সঙ্গীত না করায় প্রবল গণআন্দোলন তৈরীর উদ্দেশ্যে পাবলিক লাইব্রেরীতে সকল প্লাস দানকারী ব্লগারদের সম্মেলন করা হউক। উক্ত সম্মেলনে গণস্বাক্ষর কর্মসূচী অন্তর্ভুক্ত হইতে পারে এবং গণস্বাক্ষরটি সাহারা নাম্নী (দেশের) পাহারা দানকারী মন্ত্রীর কাছে হস্তান্তর করা জাইতে পারে। (সতর্কীকরণ: উক্ত সভায় ছাত্রলীগের অবশ্যম্ভাবী হামলায় আহত ব্লগারদের জন্য হাসপাতালে পূর্বান্হেই সিট বুকিং এর ব্যবস্থা রাখিতে হইবে)
।১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৫২
বিবেক সত্যি বলেছেন: হেহে... সম্মেলনের দিনতারিখ ঠিক করেন ..
৯৭ ।১৪ ই মে, ২০০৯ রাত ৮:৩৪
অন্তু বলেছেন: ওস্তাদ অনুমতি চাই নিজের ব্লগে প্রকাশ করার।
।১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৫১
বিবেক সত্যি বলেছেন: করেন.. লিংক রাইখেন ... : )
৯৮ ।২৬ শে মে, ২০০৯ বিকাল ৫:০৫
বরুণা বলেছেন: বিবু!!!!!!!!!!!!!!!!!!! তুমি গীতিকার হইলা কবে থেকে????? হাহাহহাহাহা কেমন আছো বিবু????
।২৮ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৬
বিবেক সত্যি বলেছেন: ভালো আছি : ) .. তোমাদের কোন খবর ই নিতে পারিনা .. প্রতিফলনের ও না... আশা করি সব কিছুতে ভালো আছো... কতজনে বললো, এইটা গান বানাবে..কিন্তু কেউ কথা রাখেনাই .. গানে কণ্ঠ না দিলে কি আর গীতিকার হওয়া যায় ...!..
৯৯ ।২৬ শে মে, ২০০৯ বিকাল ৫:২১
'লেনিন' বলেছেন: প্যারোডীতে নজরুল নিজেও দারুণ সিদ্ধ ছিলেন... দুর্বার গিরি কান্তার মরু দুস্তরা পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার এটাকে লিখেছিলেন... চোর ছ্যাঁচর ছিঁচকে সিধেঁলে দুনিয়া চমৎকার হে... অনবদ্য প্যারোডী হলেও এটা আসলেই ছাত্রলীগের ... না না শুধু ছাত্রলীগের হবে কেনো সব দল, শিবির এর ছাত্র নামধারী নেতা আর ক্যাডারদের রণসঙ্গীত হওয়ার দাবীদার! +
।২৮ শে মে, ২০০৯ বিকাল ৫:৪৯
বিবেক সত্যি বলেছেন: নজরুলকে সবসময় স্যালুট.. : ) ..............সবার দাবীর সাথে কণ্ঠ মিলায়া আমিও তো দাবী জানাইলাম... এখনো কোন দল-লীগ একসেপ্ট কর্লোনা... থ্যেঙ্কস..
১০০ ।২৯ শে মে, ২০০৯ সকাল ৭:৫৩
সোহায়লা রিদওয়ান বলেছেন: তুমি ই গানে কন্ঠ দ্যাও... ... আমরা কোরাস গাইবো ! :-)
।০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
বিবেক সত্যি বলেছেন: হুহ.... এই গানটা গাইতে হবে চরম কর্কশ কণ্ঠে- মানুষের জান কাঁপিয়ে দিয়ে ... : P ... আমি গাইলে খুবই মানাতো... : B ..কিন্তু পারি না যে ...
১০১ ।০৫ ই জুন, ২০০৯ রাত ১২:১৮
নিহন বলেছেন: সালাম দাদা ,
।২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০১
বিবেক সত্যি বলেছেন: ওয়াচ্ছালাম ভাইটু...
১০২ ।০৮ ই জুন, ২০০৯ সকাল ৯:০৯
~টক্স~ বলেছেন: মজারু !
।২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০২
বিবেক সত্যি বলেছেন: হো... !
১০৩ ।৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:০৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: এই ঝাকানাকা পোস্টের পর আর পোস্ট নাই কেন ?
।২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৬
বিবেক সত্যি বলেছেন: কেউ জানেনা...
১০৪ ।০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২০
ফারজানা মাহবুবা বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: এই ঝাকানাকা পোস্টের পর আর পোস্ট নাই কেন ?
।২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৭
বিবেক সত্যি বলেছেন:
১০৫ ।০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৪
আবু সালেহ বলেছেন: ফারজানা মাহবুবা বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: এই ঝাকানাকা পোস্টের পর আর পোস্ট নাই কেন ?
।২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৯
বিবেক সত্যি বলেছেন: ঝাকানাকা পোষ্ট করতে গিয়ে নাকানাকা কথা লিখি..পরে পড়ে লজ্জা লাগে ..এইজন্য আর দিইনা.. ;-)
১০৬ ।০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান শিবির নিয়া একটা গান শুনবার চাই!
।২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৭
বিবেক সত্যি বলেছেন: মানা করসে কে ? দিজিতাল - লীগ তো উটিউপের ব্যান উঠায়া নিসে.. সার্চ করেন আর শুনেন... শিবির যুগ আবার ফিরা আসুক.. ওয়ান্স আপন আ টাইম, তারা নাকি রক্কাটতো... সেই যুগ ফিরা আসলে লিখুমনে... এখন লিখতে গেলে তো রাক্করবেন... এখন ওরা ট্রিপ্লান্টেশন র্যালী করে ১০ লাখ গাছ লাগায়...এপ্লেস পাওয়া ৫২ হাজার ০৯ ব্যাচকে একমাসের মধ্যে ব্রেনওয়াশ করে ফেলে সম্বর্ধনা দিয়া... আরো আছে, মুক্তিযোদ্ধাদের ঘরেও নাকি স্কলারশিপের টাকা নিয়ে ঢুকে যায়.... এইসব কি লেখা ঠিক হবে ?
১০৭ ।২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩২
ত্রিভুজ বলেছেন: নতুন পোস্ট ছাড়ো...
।২২ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩
বিবেক সত্যি বলেছেন: জেআই আর এজেআই গ্রুপসমূহ পর্যবেক্ষণ করতেছি...
১০৮ ।২৫ শে জুলাই, ২০০৯ রাত ১:১২
নিহন বলেছেন: দাদা ,অনেকদিন পর দেখলাম । কেমন আছেন ??
।০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৯
বিবেক সত্যি বলেছেন: :-S
১০৯ ।১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৮
লালসালু বলেছেন: জটিলস
।২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ ...
১১০ ।৩০ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০৩
রঙধনু বলেছেন: হি হি হি হি
।২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
বিবেক সত্যি বলেছেন: :-))
১১১ ।১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
রাঙা মীয়া বলেছেন: হাহাপগে..................................
।২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯
বিবেক সত্যি বলেছেন:
১১২ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
জন্ম থেকে জ্বলছি বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
।১১ ই জুন, ২০১০ সকাল ৭:৫২
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ...
১১৩ ।২৬ শে মে, ২০১০ রাত ৯:৫৮
জোবায়ের বলেছেন: +++++++++++++++++
।১১ ই জুন, ২০১০ সকাল ৭:৫২
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্ক ইউ..
১১৪ ।০২ রা জুন, ২০১০ দুপুর ২:০০
নিশাচর ছেলে বলেছেন: আপনারে ১০ মণ ওজন্যা, চকচকে , আনকোরা , পিলাচ......।।++++++++++++++++++
।১১ ই জুন, ২০১০ সকাল ৭:৫৩
বিবেক সত্যি বলেছেন: খুব খুশি.. :-))
১১৫ ।০২ রা জুন, ২০১০ দুপুর ২:০৪
জেনারেশন৭৫ বলেছেন: নিশাচর ছেলে বলেছেন: আপনারে ১০ মণ ওজন্যা, চকচকে , আনকোরা , পিলাচ......।।++++++++++++++++++
।১১ ই জুন, ২০১০ সকাল ৭:৫৪
বিবেক সত্যি বলেছেন: আপনাদের সবাইকে প্লাস.. :-)
১১৬ ।০৪ ঠা জুন, ২০১০ রাত ১০:০৫
মাহবুবা আখতার বলেছেন: আহ, নজরুল থাকলে আপনাকে যে কি পুরষ্কার দিত !!! ভাবতেই শিহরিত হচ্ছি .... কঠিন প্যারোডি হয়েছে কিন্তু.... জানের ভয়ে প্লাস দিসি না মাইনাস দিসি বললাম না বুঝে নেন কি দিসি....
।১১ ই জুন, ২০১০ সকাল ৭:৫৬
বিবেক সত্যি বলেছেন: বুঝেছি... নজরুলকে মিস করি... প্লাস দিসেন, জানি-তো... :-)
১১৭ ।১১ ই জুন, ২০১০ রাত ১০:১৬
সা-কি-ব বলেছেন: এইডা কি লিখছেন ভাই।ফাডায়া ফেলচেন তো
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:১০
বিবেক সত্যি বলেছেন: ফাটাতে আর পারলাম কই । এতজনে প্রস্তাব দিলো, ওরা তো দলীয় সঙ্গীত হিসেবে এক্সেপ্টের প্রকাশ্য ঘোষণা দিলোনা আজতক ;-)
১১৮ ।১৫ ই জুন, ২০১০ রাত ১:১৪
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগ সবসময়ই ফেরোসাস দল ছিল, বর্তমানেও আছে এবং ভবিস্যতেও থাকবে। আওয়ামীলীগাররা হয়তো ক্ষেপে যেতে পারেন আমার মন্তব্যে কিন্তু তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন, দেশ স্বাধীনের পর দেশের জন্য দশের জন্য কী এমন করেছে তারা? ৩৫ টা বছর কি খুব বেশি সময় না আরেকটা মুজিব তৈরির?
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:১২
বিবেক সত্যি বলেছেন: মুজিব না হোক, আওয়ামীলীগে *নেতা সাপ্লাই তো দিসে.. নেতাদের পকেট তো ভরে দিসে..
১১৯ ।২৬ শে জুন, ২০১০ সকাল ১১:৫৯
অজগর বলেছেন: একেবারে মৌলিক প্যারোডি......
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:১৯
বিবেক সত্যি বলেছেন: হুমম... :-)
১২০ ।০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:১৬
হুসাই১০ বলেছেন: @ রাজনৈতিক এর সাথে একমত। এটাকে প্রস্তাব আকারে ছাগুলীগ এর সম্মলনে পাঠালে নিশ্চত খুশি হয়ে, সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহিত হবে বলে আমার বিশ্বাস। সর্বশেষ কবি কে ধন্যবাদ না দিলে নাই।
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:২১
বিবেক সত্যি বলেছেন: খুন কৈরা ফালাইবোরে ভাই..
১২১ ।১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:৫২
রংধনুর সাত রঙ বলেছেন: অজগর বলেছেন: একেবারে মৌলিক প্যারোডি......
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:২২
বিবেক সত্যি বলেছেন: মিউজিক ভিডিও বানামু, হেল্পান..
১২২ ।১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:৪৭
কমুনা বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান শিবির নিয়া একটা গান শুনবার চাই!
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:৩৮
বিবেক সত্যি বলেছেন: কোথায় শিবির থাকতে পারে করেছি একটা লিস্টি, তার আগে বের কর কোথায় এত শিবিরের সৃষ্টি। ছাত্রলীগের ভেতর শিবির রয়েছে লুকিয়ে ঘাপটি মেরে, সুধাসদনেও বসেছে তারা খাম্বা খুঁটি গেড়ে। ধানমন্ডি বত্রিশ নম্বর তো শিবিরের আড্ডাখানা! শিবির খুঁজতে প্রধানমন্ত্রীর কার্যালয়েও দিতে পার হানা। বঙ্গভবনের আশে পাশে শিবির করছে গিজগিজ, সচিবালয়টা মনে হয় জামাত-শিবির নিয়েছে লীজ। আজিমপুর গোরস্থান হয় নাই এখনো শিবির মুক্ত, নগর ভবনের নামও করতে পার এর সাথে যুক্ত। চাঁদের বুড়ি চরকা না কেটে কাটে শুধু রগ, সেখানেও নাকি শিবির একেঁছে ষড়যন্ত্রের ছক। বঙ্গপোসাগরে ডুবুরি বেশে যদি দেও ডুব, দেখা পাবে জামাত-শিবিরের- নেই সেখানেও চুপ। সাগর তলা দখল করতে করছে গভীর ষড়যন্ত্র, তারা নষ্ট করতে পারে মাছ জাতীর গণতন্ত্র। কয়লা খনির ভেতরেও আছে জামাত-শিবিরের চেলা, গ্যাস ক্ষেত্রের ভিতরেও শিবির- বুঝ এবার ঠেলা। সুন্দরবনে রয়েল বেঙ্গলের নাই কোন ঠাঁই, চোখ বন্ধ করলেই সেখানেও শিবিরের দেখা পাই। এত শিবির থাকতে কেন জামাত পায় দুই আসন? এই নিয়ে তারা স্বপ্ন দেখে করবে নাকি দেশ শাষন। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা, শুনেছি তিনি নাকি এক শিবির নেতার মামা! আগের প্রেসিডেন্ট ছিলেন বুশ জুনিয়ার, তিনি ছিলেন শিবিরের বোমা carrier ক্লিনটন আর মনিকাকে নিয়ে হয়েছিল কেলেঙ্কারি, ঘটনার আগে তিনি গিয়েছিলেন শিবির নেতার বাড়ী। সিনিয়ার বুশ ছিলেন শিবিরের খুব ভক্ত, জামাতকে হাতে রেখে করেছিলেন ক্ষমতা পাকাপোক্ত। ব্রিটেনেও শিবির আছ এটা খুবই ক্লীয়ার, এর বড় প্রমাণ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। শুনেছি তিনিও নাকি ছিলেন শিবিরের সাথী, তাইতো তিনি করেছিলেন ইরাকের ক্ষতি। মাদ্রাসার ছাত্রী ছিলেন হোয়াইট হাউজের মনিকা, এই কারনেই তিনি হয়েছিলেন ক্লিনটনের গণিকা। হিরোশিমায় বোমা ফাটিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রুম্যান, শুনেছি তিনি ছিলেন শিবিরের সাবেক গানম্যান। ইংলেন্ডের বর্তমান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, তার মাথায় ছিল একসময় শিবিরের কেন্দ্রীয় নেতার Crown টনি ব্লেয়ারের আগে ক্ষমতায় ছিলেন ব্রিটিশ জন মেজর, খোঁজ নিয়ে জানতে পারলাম তিনি জামাতী হুজুর। তিনি করেছিলেন অনেক খারাপ কাজ আর পাপাচার, তার আগে ছিল আরেক জামাতী মার্গারেট থেচার। ঘাপটি মেরে আছে শিবির পাহাড় আর জঙ্গলে, তাদের দেখা পাওয়া যাবে বৃহস্পতি ও মঙ্গলে। ইউরেনাস ও নেপচুনে রয়েছে শিবিরের বড় ঘাঁটি, নীল আম্রষ্ট্রং এর আগে তারা ছুঁয়েছিল চাঁদের মাটি। 'রঙধনুর সাত রঙ' এর মাঝেও পাবা শিবিরের গন্ধ, বৃহষ্পতি ও প্লুটো গ্রহেও তাদের অবস্থান নয় মন্দ। বুধ গ্রহে জামাত-শিবির প্রায়ই করে প্রলয়, শিবিরই সৃষ্টি করেছিল শনি গ্রহের বলয়। উত্তর মেরুর বরফের পাহাড় যখন যাবে গলে, দেখবে শিবির লুকিয়ে আছে সেই বরফের তলে। দক্ষিন মেরুতেও শিবির আছে শক্ত ঘাঁটি গেড়ে, এন্টার্কটিকার শিবিরগুলিও গেছে অনেক বেড়ে। টাইটানিক ডুবে গিয়েছিল 'শিবিরের' ধাক্কা খেয়ে, কলম্বাসও 'শিবির' দেখেছিল আমেরিকা যেয়ে।লালসালুর টা আগে হজম করেন।
১২৩ ।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:৫২
রাজসোহান বলেছেন: +
।২২ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫৯
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কিউ.. শুভেচ্ছা..
১২৪ ।২১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
গরম ভাত বলেছেন: জুস দাদা জুস। দাদা পিলাচে পিলাচে ভরপুর পোস্ট।
।২২ শে জুলাই, ২০১০ দুপুর ১:০০
বিবেক সত্যি বলেছেন: হু.. সবাই দিয়েছে.. :-) ধন্যবাদ..
১২৫ ।২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৮
মনুমনু বলেছেন: নিউ-ভিসনের ডিজিট মোরা দলের-ভবিষ্যত, মোদের তান্ডবে আজ দেশের মানুষ দিচ্ছে নাকে খত ,
।০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৪
বিবেক সত্যি বলেছেন: হ্যাঁ..
১২৬ ।০৬ ই আগস্ট, ২০১০ রাত ১:২২
কাউসার রুশো বলেছেন: দুর্দান্ত।
।১৩ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০৪
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কু..
১২৭ ।১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৩৭
উরা-ধুর০০৭ বলেছেন: জটিলসসসসস.....এই নিয়া যে কয়বার আপনের এই পোস্ট পরসি ,জানি না..... তবে আপনার এই কবিতা টা দিয়াই আমি সামু রে চিনসি......
।১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:০৭
বিবেক সত্যি বলেছেন: বেশ তো!
১২৮ ।১৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:০০
মুহাম্মদ শফিউল্লাহ বলেছেন: মাশা'আল্লাহ....... ++++++
।১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:০৭
বিবেক সত্যি বলেছেন: :-)
১২৯ ।১৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:১২
সাবিনা বলেছেন: মোদের চক্ষে ভাসে অস্ত্র-বারুদ বক্ষ ভরা রাগ কণ্ঠে মোদের কুন্ঠাবিহিন “ধর-ধর-ধর” ডাক ! নজরুলের মতই হইছে...
।১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:০৮
বিবেক সত্যি বলেছেন:
১৩০ ।২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫১
আলিম আল রাজি বলেছেন: হা হা। চরম হৈছে।
।১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:০৮
বিবেক সত্যি বলেছেন: থ্যঙ্কু..
১৩১ ।২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:২৬
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: ১৫৮তম + দিলাম।
।১৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
বিবেক সত্যি বলেছেন: থ্যঙ্কু..
১৩২ ।১৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
পেইড ব্লগার বলেছেন: জুস
১৩৩ ।১১ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪১
যোবায়ের মোমিন বলেছেন: মজা পাইলাম।
১৩৪ ।২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২০
কামাল_কক্সবাজার বলেছেন: খেকজ
১৩৫ ।০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৪:২০
শোয়েব হাসান বলেছেন: দারুন হয়েছে
১৩৬ ।০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৩
ইকবাল পারভেজ বলেছেন: সইত্য ভাষণ
No comments:
Post a Comment