ইসলাম মানে ১৪-শ বছর আগের আদর্শ, ১৪-শ বছর আগের টেকনোলজির ব্যবহার নয় (comment)

ইসলাম মানে ১৪-শ বছর আগের আদর্শ, ১৪-শ বছর আগের টেকনোলজির ব্যবহার নয়

১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২২

 
আমার ক্লাশমেট নাহিদ, হঠাত করেই সেদিন আমাকে জিজ্ঞেস করে বসলো, দোস্ত তুমি মেসওয়াক করো ?

আমি বললাম, হ্যাঁ করি মানে , প্রতিদিন , তবে নিম ডাল দিয়ে নয়, ব্রাশ ব্যাবহার করি...

সাথে টুথপেষ্ট থাকে....

মন্তব্য ৬৮ টি রেটিং +৪৭/-১

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৫
হমপগ্র বলেছেন: সত্য কইছেন ভাই। ৫ দিলুম।
২ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৬
সাইমুম বলেছেন: ৫।
৩ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭
অভিযাত্রী বলেছেন: দারুন একটা দৃষ্টিকোন তুলে ধরেছেন। ইসলাম তো আসলে টেকনলোজীর অপর নাম নয় ইসলামের কিতাবও টেকনলোজীর কিতাব নয় তাই জানতে হবে ইসলাম কি আর টেকনলোজী কি।
৪ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭
বিবেক সত্যি বলেছেন: আমার পার্সোনাল অপিনিয়ন, আল্লাহর রাসূলের (সাঃ) সামনে একটি টুথব্রাশ এবং একটি নিমের ডাল রাখলে তিনি টুথব্রাশ টিই নিতেন...
৫ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৮
অন্যআনন বলেছেন: ইসলামের আদর্শ কি টেকনোলজি বিরুদ্ধ? ইসলামের অনেক আদর্শতো সায়েন্টিফিকালি ট্রু তাইনা?
৬ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: দাগাও ৫।
৭ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
মুকুল বলেছেন: [ইসলাম মানে ১৪-শ বছর আগের আদর্শ, ১৪-শ বছর আগের টেকনোলজির ব্যবহার নয়] --- ভালো বলেছেন *****
৮ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
অন্যআনন বলেছেন: মুসলিমদের এখন দরকার হাইটেক ইসলাম চর্চা, এখানে প্রতিনিয়ত নিজেকে বদলাতে হবে, অভ্যস্ততার ফাঁদে পড়লেই বিপদ।
৯ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৩
বিবেক সত্যি বলেছেন: সবসময়ের জন্য, সবচেয়ে ভালোকাজের, সবচেয়ে উত্তম জিনিসটি ব্যবহারের উতসাহ দেয় ইসলাম
১০ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৫
অন্যআনন বলেছেন: টার্কির আহমেদ গুল, মাহ্ থির মোহাম্মদের নেতৃত্বে মালয়শিয়া, টার্কি কিন্তু ১৪০০ বছর আগের ইসলামী আদর্শ চর্চায় নেই! সেখানে কিন্তু কর্মই ধর্ম!
১১ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৮
চতুরভূজ বলেছেন: অন্যআনন তার্কিকে যদি আপনি ইসলামিক দেশ ভাবেন তবে সেটা ভুল। টার্কি কেবল নামেই ইসলামী কিন্তু ওর চারপাশ ঘিরে রয়েছে ইউরোপের অমুসলিম এবং উলংগ মতবাদে বিশ্বাসী দেশগুলো। তার প্রভাব তার্কির উপর যথেষ্টই পড়েছে।
১২ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪০
শাহীন বলেছেন: দিলাম ৫.....
১৩ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪২
অদ্ভুত ভালবাসা বলেছেন: হ্যা আপনার পোস্টের সাথে একমত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রোজা রাখা অবস্থায় ব্রাশ করা যায় না তখন মেসওয়াক করতে হয় এবং এটি সুন্নত সুতরাং এটার অবশ্যই গুরুত্ব আছে। তবে পরিবর্তমান সমাজের জন্য আমাদেরকেও নতুন পন্থা অবলম্বন করতে হয় আর সেই জন্য আছে। যাইহোক আপনার দৃষ্টিভঙির জন্য ৫
১৪ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৪
অদ্ভুত ভালবাসা বলেছেন: *কিয়াস
১৫ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৫
অন্যআনন বলেছেন: চতুরভূজ, তারপরও কিন্তু টার্কিতে এবারের নির্বাচনে বিজয়ী হয়েছে আহমেদ গুলের মডারেট ইসলামীপন্থী দল।
১৬ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৭
অক্ষর বলেছেন: কিন্তু ভাই নিমের ডাল দিয়ে মেসওয়াক করা সুন্নত। দাঁতের জন্য উপকরীও। কেউ কেউ গোরামি করে কিছু বিষয় নিয়ে । নবী করছেন তাই আমিও করি । যেমন কাকরাইল মসজিদ দেখেন সেখানে এখনও মাইকে আযান বা নামাজ পড়ায় না। কারণ হিসাবে বলে নামাযের মধ্যে ইলেকট্রিসিটি চলে গেলে নামাযে ব্যাঘাত ঘটে। কিন্তু এইটা কোন উত্তর না। আমাদের মসজিদে আলাদাভাবে ব্যাটারীও আছে। যার কারনে ঐ সমস্যা হয়না। এইসব এক ধরনের গোড়ামি ছাড়া কিছুই না।
১৭ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৮
বায়েজীদ বলেছেন: গুড পয়েন্ট।
১৮ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫০
মাহমুদ হাসান আরিফ বলেছেন: ইসলাম সব সময়ই আধুনিক।
১৯ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৮
সুইফট বলেছেন: এতো খারাপ প্রভাবের পরও টার্কিতে অনেক ভাল মুসলিম রয়েছেন। তারা এর চেয়ে বেশি ইসলামিস্ট হতে গেলে ধর্মনিরপেক্ষদের যাঁতাকলে পড়ে স্বাভাবিক ধর্ম পালনের সুযোগও হাতছাড়া করতে হবে। সেখানে রাজনীতিবদ এমন নারীও আছেন, যারা রাজনীতির মঞ্চে পশ্চিমি পোষাক পরেন, আবার নিজ পরিসরে ইসলামি বিধি-বিধানের প্রতি অতি যত্নশীল।
২০ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৯
বিবেক সত্যি বলেছেন: আমার ধারনা, রোজা রেখে পেষ্ট ছাড়া ব্রাশ ব্যবহার করা যায়.. যাহোক, মূল পোষ্ট একটা উদাহরনমাত্র... @অদ্ভুত ভালবাসা
২১ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৪
উদাসী স্বপ্ন বলেছেন: এই পোস্ট টাকে টপ রেট করা উচিত! আমি ৫ দিলাম আপনেরাও দেন। দারুন লেখছেন ভাই!
২২ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৪
বিবেক সত্যি বলেছেন: তুরস্কের উদাহরন বাদ দেন আপনারা.. ইরান কেন আমেরিকার মাথাব্যথা, একটু ভাবুন.. বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত ইরান অত্যাধুনিক সকল প্রযুক্তি নিয়ে গবেষণা করছে এবং সফল ও হচ্ছে..
২৩ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৬
সুইফট বলেছেন: ইরান প্রমাণ করেছে- আধুনিক পৃথিবীতেও ইসলামী বিপ্লব সম্ভব, যা গণতন্ত্রের এডভোকেট আমেরিকার প্রধান মাথাব্যথা।
২৪ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৩
আবূসামীহা বলেছেন: নিমের ডাল বা অন্য এরকম কিছু দিয়ে দাঁত মাজাতে কোন ক্ষতি নেই। বরং লাভ আছে কারন রাসায়নিকভাবে প্রক্রিয়াজাতকৃত পেস্টের চেয়ে কাঁচা নিম ডাল অনেক ভাল। তবে যারা মনে করে নিম ডাল বা ঐ জাতীয় কিছু দিয়ে দাঁত না মাজলে মিসওয়াক করা হয়না তারা নিঃসন্দেহে ভুল করে। মিসওয়াক মানেই হলো দাঁত মাজা। কারখানায় নির্মিত টুথব্রাশ বা গাছের ডালের টুথব্রাশ যে কোনটা ব্যবহার করে দাঁত মাজলেই মিসওয়াক করার সুন্নত আদায় হয়ে যায়। আসল কথা হচ্ছে দাঁত মাজতে হবে নিয়মিতভাবে। রসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেন, "আমার উম্মতের কষ্ট হবে না জানলে আমি অবশ্যই প্রত্যেক নামাজের সময় তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম।" তাই যারা রসূলকে ভালবাসেন তারা তাদের ফ্যাক্টরীজাত টুথব্রাশের সাথে সাথে গাছের ডালের ব্রাশও রাখতে পারেন। যখনই নামাজের সময় হবে তখনই কয়েকটা ঘষা দিয়ে সুন্নতটা আদায় করে নেন। আপনার আলোচনার থিমটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমাদের আদর্শ অবশ্যই ইসলাম হতে হবে। যেখানে ইসলামের সুস্পষ্ট বিধান আছে সেখানে আমরা আর কোন নতুন বিধান তালাশ করতে যাবোনা। আর দুনিয়াবী ব্যাপারে যেখানে ইসলাম কোন সুস্পষ্ট বিধান দেয়নি সেখানে আল্লাহ্‌র নাফরমানি হয়ে না যায় মতো এরকম সব সমসাময়িক জ্ঞান ও প্রযুক্তি গ্রহন করে তার যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। সুন্দর পোস্টের জন্য ৫...
২৫ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫০
মদন বলেছেন: সুন্দর পোষ্ট ইসলাম মানে ১৪০০ বছর পিছনের ধর্ম নয়। আধুনিকতার সাথে ইসলামের নুন্যতম বিরোধও নেই। নেই বিজ্ঞানের সাথে। বিরোধ শুধু গোড়ামীর সাথে। ৫
২৬ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৩
ঠোটকাটা ব্লগার বলেছেন: আবু সামীহা ,রাসুল (সা:) যেখানে স্বয়ং বলেছেন ,"রসূলুল্লাহ্
২৭ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৮
বইপাগল বলেছেন: পোস্ট এবং মতামত - ভালো লাগলো পড়ে। সব মিলিয়ে ৫
২৮ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০২
শিউলী মালা বলেছেন: ৫
২৯ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৫
আবূসামীহা বলেছেন: কয়েকটা ঘষা মানে দাঁত মাজা বুঝিয়েছি ভাই @ ঠোটকাটা। গাছের ডালের ব্রাশ সাথে থাকলে পেস্টের ঝামেলা থাকেনা। আমি বাসায় যখন থাকি তখন ফ্যাক্টরীজাত ব্রাশ ও পেস্ট ব্যবহার করি। আর আমার ঝোলাটার মধ্যে গাছের ডালের ব্রাশ [যাকে ভুল করে কিছু মুসলিম একমাত্র সিওয়াক মনে করেন] রাখি একটা। নামাজের সময় বা খাবার দাবার শেষে ওটার ব্যবহার করার চেষ্টা করি।
৩০ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৯
বিবেক সত্যি বলেছেন: আবূসামীহা ধন্যবাদ ভাই, আসল কথা হচ্ছে দাঁত মাজতে হবে নিয়মিতভাবে। ...এটা আদর্শ দাঁত কি দিয়ে মাজবেন.....সেটা টেকনোলজী
৩১ ।১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২০
বিবেক সত্যি বলেছেন: উদাসী স্বপ্ন , মদন , আপনাদের দুজনকে স্পেশালভাবে চিনি বলে আপনাদের জন্য স্পেশাল ধন্যবাদ 
৩২ ।১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪২
বিবেক সত্যি বলেছেন: শিউলী মালা,বইপাগল ,ঠোটকাটা ব্লগার,সুইফট ,মাহমুদ হাসান আরিফ,বায়েজীদ ,মোঃ নাজমুল হাসান,অন্যআনন, শাহীন ,চতুরভূজ ,মুকুল ,কিংকর্তব্যবিমূঢ়, অভিযাত্রী,হমপগ্র ও সাইমুম ভাই... সবাইকে অসংখ্য ধন্যবাদ পোষ্টে অংশ নেয়ার জন্য....
৩৩ ।১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৬
সুমি বলেছেন: ইসলাম কেমন সত্য তা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন--- যেমন ১৪০০ বছর আগের এ আকাশ আর ১৪০০ বছর আগের এ জমিন যেমন সত্য--- কেউ কি কখনো বলেছে এই আকাশ ভেঙ্গে নতুন করে বানাবো--- তাহলে ইসলাম কেন পুরোন হবে----?
৩৪ ।১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫২
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ সুমি, ১৪০০ বছর আগের আকাশকে নিয়ে নিত্য-নতুন গবেষণা হচ্ছে... যার সুফল মানুষ পাচ্ছে... আসুন আমরা "মেঘের মাঝে আছে বিদ্যুত"...ধরনের কোরানের আয়াতগুলি নিয়ে চিন্তা-ভাবনা করি..
৩৫ ।১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৭
কণা বলেছেন: সুন্দর পোস্ট... সহমত... ৫
৩৬ ।১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০১
বিবেক সত্যি বলেছেন: থ্যংকস... কণা
৩৭ ।১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৯
বাউণ্ডুলে বলেছেন: "১৪০০ বছর আগের আকাশকে নিয়ে নিত্য-নতুন গবেষণা হচ্ছে... যার সুফল মানুষ পাচ্ছে... আসুন আমরা "মেঘের মাঝে আছে বিদ্যুত"...ধরনের কোরানের আয়াতগুলি নিয়ে চিন্তা-ভাবনা করি." ১৪০০ বছর আগে কি আকাশে বিদ্যুৎ চমকাতো না?!
৩৮ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৬
মাহমুদউল্লাহ বলেছেন: সুন্দর পোস্ট। আমরা অনেকেই ইসলাম আর টেকনোলোজিকে আলাদা করে দেখি। ৫ দিলাম।
৩৯ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
বিবেক সত্যি বলেছেন: @ বাউণ্ডুলে ১৪০০ বছর আগে ও আকাশে বিদ্যুৎ চমকাতো .... এবং ১৪০০ বছর আগের আকাশকে নিয়ে নিত্য-নতুন গবেষণা ও হচ্ছে.. কিন্তু দুঃখ হচ্ছে, গবেষণাগুলি মুসলমানরা করছে না... অন্যেরা কিছু একটা আবিষ্কার করে ফেলে এবং তা দেখে মুসলমানরা চেচাঁতে(!) থাকে , আরে এর কথা তো আগেই কোরআনে বলা ছিলো... "বিবি তালাকের ফতোয়া"-র রকমফের নিয়ে ব্যস্ত কোরানের ধারক মুসলমান জাতি...
৪০ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৬
৪১ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৬
বিবেক সত্যি বলেছেন:  @মাবরুকা তোয়াহা
৪২ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৮
নাম্বারহীন বলেছেন: বেকুব সত্য তো একন কি ডি এন এ এভিডেন্স ব্যবহার করন যাইবো ৪ জন চাক্ষুষ সাক্ষীর বদলে
৪৩ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২১
বিবেক সত্যি বলেছেন: পোষ্ট পইড়া কি বুঝলা... আইজু অনেক চালাক, ব্যান খাইতে খাইতে সে বুঝবার পারছে, তার যে চরিত্র তাতে কয়েকটা নিক ছাড়া টিকন যাইবো না...
৪৪ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
বাউণ্ডুলে বলেছেন: "কিন্তু দুঃখ হচ্ছে, গবেষণাগুলি মুসলমানরা করছে না... অন্যেরা কিছু একটা আবিষ্কার করে ফেলে এবং তা দেখে মুসলমানরা চেচাঁতে(!) থাকে , আরে এর কথা তো আগেই কোরআনে বলা ছিলো..." মুসলমানকেই কেন আবিষ্কার করতে হবে?! বেশিরভাগ আবিষ্কারইতো অন্য ধর্মাবলম্বীদের। আপনি মুসলমান বলে কি তার কম সুবিধা পান?
৪৫ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪১
ইকারুস বলেছেন: নম্বরহীন, এ সম্পর্কে উত্তর হল, যাবে। তবে dna test এর চারটি রিপোর্ট দিতে হবে।আলাদা ভাবে।এটাও কিন্তু logical আপনার মানসিকতা নিন্দনীয়।প্রশ্নটা ভালভাবে করা যেতো..... আমার মনে হয়না ,জানার জন্য প্রশ্নটা করেছেন। be changed please
৪৬ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০১
বিবেক সত্যি বলেছেন: বাউন্ডুলে, আমরা দাবী করি, ইসলাম একটি সর্বাধুনিক জীবনব্যবস্থা। আমরা আরো দাবী করি , আল-কুরআন সর্বশেষ আসমানী গ্রন্থ , যে গ্রন্থে আমাদের স্রষ্টা সকল যুগের সকল সমস্যার সমাধান দিয়েছেন। এই দাবীগুলো খুবই সত্য এবং প্রমানিত সত্য... কিন্তু কুরআনের জ্ঞানচর্চা না করার কারনে মুসলমানদের এই বিশ্বাসগুলো শক্তিশালী ভিত্তি পায়না... সর্বাধুনিক জীবনব্যবস্থা ইসলামকে আধুনিক যুগে অচল বলে প্রপাগান্ডা চালাবার চেষ্টা করা হয়...
৪৭ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৫
৪৮ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৬
সারওয়ারচৌধুরী বলেছেন: সুমির মন্তব্যটি চমৎকার!
৪৯ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৩
বিবেক সত্যি বলেছেন: নম্বরহীন না, নাম্বারহীন হবে , অনেক ধন্যবাদ ইকারুস... """"সুমি বলেছেন : ২০০৭-০৯-১৬ ০১:০৬:০৬ ইসলাম কেমন সত্য তা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন--- যেমন ১৪০০ বছর আগের এ আকাশ আর ১৪০০ বছর আগের এ জমিন যেমন সত্য--- কেউ কি কখনো বলেছে এই আকাশ ভেঙ্গে নতুন করে বানাবো--- তাহলে ইসলাম কেন পুরোন হবে----?"""" সারওয়ারচৌধুরী , ধন্যবাদ...
৫০ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৭
আশরাফ রহমান বলেছেন: ৫
৫১ ।১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৩৮
বিবেক সত্যি বলেছেন: আশরাফ রহমান ভাই, ভালো থাকবেন...
৫২ ।১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৮
মো: খায়রুল বাসার বলেছেন: ভালো পোষ্ট । সহমত @মদন । বিজ্ঞানের বা টেকনোলজির সাথে ইসলামের কোন বিরোধ নাই । রাসুল (সাঃ) জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে অমুসলিম চীনেও যেতে বলেছেন ।
৫৩ ।১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪০
বিবেক সত্যি বলেছেন: মদন বলেছেন : ২০০৭-০৯-১৫ ২১:৫০:২৮ ইসলাম মানে ১৪০০ বছর পিছনের ধর্ম নয়। আধুনিকতার সাথে ইসলামের নুন্যতম বিরোধও নেই। নেই বিজ্ঞানের সাথে। বিরোধ শুধু গোড়ামীর সাথে।
৫৪ ।২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৪
শাহেদুর রহমান বলেছেন: ভালো পোষ্ট। ৫
৫৫ ।২০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫১
বিবেক সত্যি বলেছেন: @শাহেদ
৫৬ ।২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৮
শ্রীমতি বলেছেন: মোঃ নাজমুল হাসান কে বলছি কাকরাইল মসজিদ মাইকের ব্যবহার না করে ভালই করে... অন্তত বাঙলাদেশে একটা যায়গায় সাউন্ড পলিউশান হয় না। ধর্মকর্ম মনে মনেই করা উচিত, অসুস্থ বা অন্যধর্মাবলম্বীদের ৬৫ ডেসিবেল-এর উপরের শব্দদূষণ তো বিড়ম্বনা করবেই। ভালো। মসজিদে মাইকে আজান দেয়া এবং শুক্রবার জুমমা নামাজের সময় ফালতু মনগড়া হুজুরদের বকবকানি থামানো উচিত।
৫৭ ।২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৯
সুইফট বলেছেন: শ্রীমতি: হুজুরদের বকবকানি না হয় ঠিক, কিন্তু দৈনিক পাচবার আজান দিলে যদি সাউন্ড পলিউশন হয়, তাহলে তো ঢাকা শহরের কল-কারখানাসহ সাউন্ড সৃষ্টিকারী সবকিছুই শাট ডাউন করা উচিত, নাকি?
৫৮ ।২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৮
আরেফিন রাফি বলেছেন: আপনাকে পচানো......থুক্কু পাচানো হল।
৫৯ ।২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩৭
বিবেক সত্যি বলেছেন: শ্রীমতিদি, ধর্মকর্ম করে লাভ কি ? ধর্মের চর্চার মাধ্যমে যদি সমাজকে সাজানো না যায় সুন্দর করে তবে সেই ধর্মচর্চার কোন মানে হয়না... মনে মনে ধর্মচর্চা মানুষের সামাজিক বৈশিষ্টের সাথে মিলে না কারন মানুষ সামাজিক জীব.. আর আপনি শব্দ দুষণের কথা বললেন না, শুনে শুধুলাম...
৬০ ।২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৪
বিবেক সত্যি বলেছেন: finish !!!! :-) 
৬১ ।২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৯
আিসফড় বলেছেন: "রাসুল (সাঃ) জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে অমুসলিম চীনেও যেতে বলেছেন " কথাটি ঠিক রাসুল (সাঃ)এর নয় বরং এটা ততকালিন আরব দের প্রচলিত কথা ছিল।@মো: খায়রুল বাসার
৬২ ।০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৩
বিবেক সত্যি বলেছেন: @আিসফড় ...তবে কথাটা সুন্দর, ধন্যবাদ
৬৩ ।২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৮
২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৩
৬৪ ।২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৯
বিবর্তনবাদী বলেছেন: গুড পোস্ট।
৬৫ ।২০ শে জুন, ২০০৯ রাত ১১:১৮
সুনাগরিক বলেছেন: তারকারাজি।
৬৬ ।০৮ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৩
হুপফূলফরইভার বলেছেন: ক্রিয়েটিভ পোস্ট!!

আপনার মন্তব্য লিখুনঃ

1 comment:

  1. Technology আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার পথ।

    ReplyDelete