ইসলাম বলে, ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বীরাও বেহেশতে যাবে !! (comment)

ইসলাম বলে, ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বীরাও বেহেশতে যাবে !!

২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২১

ইসলাম কেবলমাত্র একটি ধর্ম নয়। এটি একটি পরিপূর্ণ জীবন-ব্যবস্থা। 

সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন ই সৃষ্টি করেছেন । একারনে কারো প্রতিই তিনি উদাসীন নন। সংকীর্নমনারা ধর্মকে সংকীর্ন প্রমান করে ইসলামকে অন্য ধর্মের সাথে একাকার করার প্রচেষ্টা চালায়, অথচ দেখুন , কোরান হাদীস কি বলে...

১.

আহলি-কিতাবদের(যে জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে জীবন-যাপন পদ্ধতি জানিয়ে দেয়া হয়েছে ) মধ্যে বিশ্বাসী আছে-

وَلَوْ امَنَ اَهْلَ الْكِتبِ لَكَانَ خَيْرًا لَّهُمْ ط مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَ اَكْثَرُهُمْ فَسِقُوْنَ .

অর্থঃ আহলি-কিতাবগণ যদি ঈমান আনত তবে তা তাদের জন্যে কল্যাণকর হত। তাদের মধ্যে কিছু আছে মু'মিন। তবে অধিকাংশই ফাসিক। 
(আলে-ইমরানঃ ১১০)



২.অন্য ধর্মাবলম্বীদের মাঝে উপস্হিত থাকা বিশ্বাসীগনের বেহেশত পাওয়া না পাওয়া -

وَاِنَّ مِنْ اَهَلِ الْكِتبِ لَمَنْ يُؤْمِنُ بِاللهِ وَمَا اُنْزِلَ اِلَيْكُمْ وَمَا اُنِزِلَ اِلَيْهِمْ خشِعِيْنَ لِلّهِ لا لَا يَشْتَرُوْنَ بِايتِ اللهِ ثَمَنًا قَلِيْلاً ط اُُُولئكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ط اِنَّ اللهَ سَرِيْعُ الْحِسَابِ .

অর্থঃ আহলি-কিতাবদের মধ্যে কিছু লোক এমন আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, 
তোমাদের প্রতি নাযিল হওয়া কিতাবকে (কুরআনকে) বিশ্বাস করে,
তাদের প্রতি নাযিল হওয়া কিতাবকে বিশ্বাস করে,
আল্লাহকে ভয় করে চলে, 
ছোট-খাট ওজরের কারণে আল্লাহর নির্দেশ অমান্য করে না। 
 তাদের পাওনা প্রতিফল তাদের রবের নিকট উপস্হিত আছে। আল্লাহ দ্রুততার সাথে ন্যায্য বিচার সম্পাদনকারী। 

(আলে-ইমরানঃ ১৯৯)


এ আয়াতের মাধ্যমে নিম্নের গুনাগুন থাকা ভিন্ন ধর্মাবলম্বীগন পরকালে পুরস্কার (বেহেশত) পাবেন বলে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন-
 আল্লাহকে(স্রষ্টাকে) বিশ্বাস করা
 কুরআনকে বিশ্বাস করা
 তাদের প্রতি নাযিল হওয়া কিতাবকে বিশ্বাস করা
 আল্লাহকে ভয় করে চলা
 ছোট-খাট ওজরের কারণে আল্লাহর নির্দেশ অমান্য না করা



৩. হাদীস কি বলে :


وَعَنْ اَبِىْ هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (ص) ثَلَاثَةٌ لَّهُمْ اَجْرَانِ : رَجُلٌ مِّنْ اَهْلِ الْكِتَابِ امَنَ بِنَبِيِّه , وَامَنَ بِمُحَمَّدٍ (ص) ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... (بخارى و مسلم)


অর্থঃ আবু হু্রায়রা (রাঃ) বলেন, রাসূল (সঃ) বলেছেন, তিন প্রকার লোক দ্বিগুন পুরস্কার পাবে-
 সেই আহলে-কিতাব যে নিজের নবীর প্রতি ঈমান এনেছে আবার মুহাম্মাদ এর প্রতিও ঈমান এনেছে।
 ... ... ... ... ... ... ... ...
 ... ... ... ... ... ... ... ... (বুখারী, মুসলিম) 


অতএব, কারো প্রতি বিদ্বেষ নয়, সভ্য লোকেরা ভদ্রলোকই হয়ে থাকেন ...

Click This Link


মন্তব্য ৫৮ টি রেটিং +১৫/-৪

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৮
আসল ট্র্যাপ বলেছেন: যারা আহলে কিতাব না তাদের কি হবে?
২ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩১
চতুরভূজ বলেছেন: ৫ ইসলামই সকল ধর্মের চাইতে উদার, ইসলামেই উদারতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে, প্রমানিত সত্য।
৩ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩
তবুও একাকি... বলেছেন: ১০০%
৪ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৪
সোহানের রোজনামচা বলেছেন: আহলে কিতাব কারা? কে নিধা'রন করবে সেটা? আমি সেদিন ডা: জাকির নায়েক এর একটা অনুষ্ঠানে দেখলাম তিনি এক প্রশ্নের জবাবে বললেন যে হিন্দ ধমে' র যে ধম'গ্রন্হ তাতেও ভাল ভাল কথা লেখা আছে, ভাল কাজ করার কথা বলা আছে, সুতারং এটা হতে পারে যে হিন্দু ধমে'র যে ধম'গ্রন্হ তাঁও আল্লাহর নিকট থেকেই এসেছে, তবে সেগুলি সেই সময়ের জন্য, অথা'ৎ time bound।
৫ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৬
সোহানের রোজনামচা বলেছেন: ইসলাম আসলেই মহান ধম'। উদার ধম', মানবতার ধম'।
৬ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৭
জেসন বলেছেন: ইসলাম জিন্দাবাদ, আসুন এই পবিত্র রমজানে আমরা সবাই বলি- লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
৭ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৪
বাউণ্ডুলে বলেছেন:
৮ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৬
বাউণ্ডুলে বলেছেন:
৯ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪
চে বলেছেন: গাছের খাবেন, তলের ও কুড়াবেন-ইসলামে তা হবে না। আগে নিজের মুখ ঢাকুন, তারপর ইসলামের কথা বলুন। এই ব্লগে কয়জন মুখ দেখায়? আপনার কি আর কোন ছবি পছন্দ হয় নি? ব্যক্তিগত মনে হলে দু:খিত, কিন্তু double standard দেখে মন্তব্য করলাম।
১০ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০
বিবেক সত্যি বলেছেন: @সোহানের রোজনামচা "হিন্দ ধমে' র যে ধম'গ্রন্হ তাতেও ভাল ভাল কথা লেখা আছে, ভাল কাজ করার কথা বলা আছে, সুতারং এটা হতে পারে যে হিন্দু ধমে'র যে ধম'গ্রন্হ তাঁও আল্লাহর নিকট থেকেই এসেছে" এ সম্পর্কিত প্রামান্য কিছু তথ্য আছে আমার কাছে, শীঘ্রই সময় করে জানিয়ে দেবো আপনাদেরকে, দোয়া করবেন...
১১ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৮
বিবেক সত্যি বলেছেন: @আসল ট্র্যাপ "প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসুল পাঠিয়েছি, যিনি এই বলে তাদের আহবান জানিয়েছিলেন, আল্লাহর বন্দেগী করো এবং তাগুতের আনুগত্য পরিহার করো। " সুরা নাহল-৬৩
১২ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪২
বিবেক সত্যি বলেছেন: কারো কারো চেহারা মুখ নাকি মুখোশ ঠিক বুঝতে পারছিনা, আল্লাহ ভালো জানেন... আপনি কি নিয়ে বললেন ? @েচ
১৩ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫
অলসমানুষ বলেছেন: আমাদের কি উচিত আমাদের প্রধান কাজ গুলো (কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত) বাদ দিয়ে এই সব নিয়ে মাতামতি করা।
১৪ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৭
বিবেক সত্যি বলেছেন: বইপাগল চতুরভূজ তবুও একাকি... জেসন ধন্যবাদ, আপনাদেরকে..
১৫ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৪
বিবেক সত্যি বলেছেন: -"বাদ দিয়ে" মানে কি ? কে কি বাদ দিলো ? -এইগুলো প্রধান কাজ আপনাকে কে বললো, প্রথম কাজ বলতে পারেন.. @অলসমানুষ
১৬ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৫
ছোট্ট রাজপুত্র বলেছেন:  আল্লাহকে(স্রষ্টাকে) বিশ্বাস করা  কুরআনকে বিশ্বাস করা  তাদের প্রতি নাযিল হওয়া কিতাবকে বিশ্বাস করা  আল্লাহকে ভয় করে চলা  ছোট-খাট ওজরের কারণে আল্লাহর নির্দেশ অমান্য না করা। - এগুলা কোরলে আর মুসলমান হইতে বাকি থাকে নাকি? আর যারা নিজেদের মুসলমান দাবী করে তাডের অধিকাংশ এ কাজ গুলা করে না।
১৭ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
ছোট্ট রাজপুত্র বলেছেন: কোরলে= করলে তাডের= তাদের
১৮ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩
ঠোটকাটা ব্লগার বলেছেন: সবাইকে বেহেশতে নিয়া গেলে মজাই হইতো। ঐশ্বরিয়া রাই বেহেশতে যাইবে না,শাকিরা যাইবে না এই সব ভাবলেই মনডা খারাপ হয়।
১৯ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৭
নিশাত শাহরিয়ার বলেছেন: ৫ ও+ লাগাইলাম
২০ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯
বিবেক সত্যি বলেছেন: @ছোট্ট রাজপুত্র -সদ্য সমাজতান্ত্রিক হওয়া আমার এক ক্লাশমেট প্রশ্ন তুলেছিলো আমার কাছে, হিন্দুঘরে জন্ম নেয়া একজন মানুষ কি দোষ করেছে ? -মহানবী মুহাম্মদ (সাঃ) এর আবির্ভাবের ঠিক পুর্বে এমন কিছু মানুষ ছিলেন যারা প্রচলিত শিরকস্বরূপ পুজার্চণা এড়িয়ে চলতেন। সত্যকে খুঁজে বেরিয়েছেন তারা দিশেহারা হয়ে, কিন্তু কাউকে কিছু বলতেও পারেন নি... -এমনও কিছু মানুষ আছেন যারা পারিপার্শিক প্রতিকূলতার কারনে নিজের বিশ্বাসকে প্রকাশ করতে পারেন না...
২১ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৩
বিবেক সত্যি বলেছেন: "আহলি-কিতাবদের মধ্যে *কিছু* লোক এমন আছে... ... ... ..." @ ঠোটকাটা ব্লগার সবাইকে আশ্বস্ত করতে না পারায় দুঃখ প্রকাশ করলাম (আম্মাআআ)
২২ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
নাজিরুল হক বলেছেন: ৫ দিলাম।
২৩ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
বিবেক সত্যি বলেছেন: ভালো লাগলো !! @ নাজিরুল হক @নিশাত শাহরিয়ার
২৪ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৫
মাহমুদ হাসান আরিফ বলেছেন: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ কথা যে বিশ্বাস করে না সে যে ধর্মেরই হোক কখনো বেহেশতে যাবে না। আর এ কথায় যে বিশ্বাস করে সে যে ধর্মেরই হোক একদিন বেহেশতে যাবেই। ইসলাম এমনই বলে।
২৫ ।২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৪
আসল ট্র্যাপ বলেছেন: আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এইটা আহমদিয়ারা বিশ্বাস করে, তারা কি বেহেশতে যাবে?@ মাহমুদ হাসান
২৬ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০১
বিবেক সত্যি বলেছেন: ""আহলি-কিতাবদের মধ্যে কিছু লোক এমন আছে যারা.... .... ... .... ... .... .... ... .... ....তোমাদের প্রতি নাযিল হওয়া কিতাবকে (কুরআনকে) বিশ্বাস করে"" কুরআন বলে মুহাম্মদ (সঃ) শেষ নবী, কুরআন বিশ্বাস করা মানে এটাও বিশ্বাস করা ... @আসল ট্র্যাপ
২৭ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০২
রাশেদ বলেছেন: রাম রাম! কি কলি কাল আইলো!! বিধর্মীরা কেন আমাদের সাথে যাবে!! রাম রাম রাম রাম!
২৮ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৭
বিবেক সত্যি বলেছেন: @মাহমুদ হাসান আরিফ রেফারেন্স দিলে ভালো হত... ১৯৯ নাম্বার আয়াতের শেষ দু'টি পয়েন্টের ব্যাপারে আপনার কি মত ? "" -আল্লাহকে ভয় করে চলা - ছোট-খাট ওজরের কারণে আল্লাহর নির্দেশ অমান্য না করা""
২৯ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৯
মাহমুদ রহমান বলেছেন: আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। ইন্নাদ্বিনা ইন্দাল্লাহিল ইসলাম। কুরআনের আয়াত। এখন ঠিক করুন ইসলামের ডেফিনেশন কি? অন্য কেউ বেহেশতে যাবে কিনা জানিনা তবে বেহেশ্তবাসীরা ইসলামের অনুসারী বলেই চিহ্নিত হবে বলে বিশ্বাস করি।
৩০ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১১
মাহমুদ রহমান বলেছেন: @ ঠোটকাটা ব্লগার, আপনি তাদের নিয়ে যদি দোযখে থেকে মজা পান তো সেটাতেই বা মন্দ কি..... ;)
৩১ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১২
বিবেক সত্যি বলেছেন: অনু পরিমান ভালো কাজেরও যথাযথ প্রতিদান দেবেন আল্লাহ... অতএব আপনার ভাগে কম পরবে না, তবে মান বাঁচাতে খেয়াল রাখবেন, বিধর্মীরা(!!) যেন আপনার চেয়ে ভালো কাজ বেশি না করে ফেলে !!  @রাশেদ
৩২ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:২১
বিবেক সত্যি বলেছেন: @মাহমুদ রহমান ভালো বলেছেন অনেক পুরোনো একটি প্রচলিত উদাহরনঃ ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হওয়া যায়না.. অতএব ইসলামের ডেফিনেশন বোঝাটা আসলেই জরুরী ...
৩৩ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩০
মাহমুদ রহমান বলেছেন: ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হওয়া যায় না, তবে ডাক্তারের ছেলে সহজে ডাক্তার হওয়ার পথটা পেতে পারে যদি তার ইচ্ছা থাকে। অনেকে বলেন, মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না। সে যদি সত্যিই মুসলমান হয় তবে সন্তান মুসলমান হওয়ার পথটা সহজে পেতে পারে যদি সেই পথ পাওয়ার ইচ্ছা সন্তানের থাকে। বরং বলা উচিত, নাম মুসলিম হলেই মুসলমান হয় না।
৩৪ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫৭
বিবেক সত্যি বলেছেন: ".. .. ডাক্তারের ছেলে সহজে ডাক্তার হওয়ার পথটা পেতে পারে.. .." জ্বী, পোষ্টে বলতে চাচ্ছি, একজন ইন্জিনিয়ারের ছেলের পক্ষেও সমভব চিকিতসা করা, এমন কি ইন্জিনিয়ারের পক্ষেও, তবে সব ইন্জিনিয়ার পারে না... হয়তো খুব কঠিন কোন রোগ সারাতে পারবে না, কিন্তু সম্ভাবনা শূণ্যও বলতে পারবেন না.. তবে ১৯৯ আয়াতে আল্লাহ যেমন কিছু বৈশিষ্ট্য বলে দিয়েছেন, তেমনি যদি ঐ ইন্জিনিয়ারের ও কিছু বৈশিষ্ট্য নির্ধারন করে দিতে পারি তবে কিন্তু চিকিতসা সফল হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে.
৩৫ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
আসল ট্র্যাপ বলেছেন: বিবেক সত্যি বলেছেন : ২০০৭-০৯-২৮ ০৬:০১:২৭ .....কুরআন বলে মুহাম্মদ (সঃ) শেষ নবী, কুরআন বিশ্বাস করা মানে এটাও বিশ্বাস করা ... @আসল ট্র্যাপ ------------ আহমদিয়ারা বিশ্বাস করে মুহম্মদ(সা) শেষ নবী। এখন কি তারা বেহেশতে যাওয়ার জন্য উপযুক্ত?@বিবেক সত্যি
৩৬ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৩
বিবেক সত্যি বলেছেন: "".. .. ..আহমদিয়ারা বিশ্বাস করে মুহম্মদ(সা) শেষ নবী। .. .. .."" আপনার কথা যদি সত্য(??) হয় তাহলে এই পোষ্ট তাদের জন্য নয়... @ আসল ট্র্যাপ
৩৭ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৫
প্রশ্নোত্তর বলেছেন: এই পোষ্ট কাদের জন্য? শুধু পাক্কা মুস্লিমদের জন্য?
৩৮ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
বীর বলেছেন: ভালো পোষ্ট। ৫
৩৯ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৮
বিবেক সত্যি বলেছেন: কিছুদিন আগে কোন এক আন্তঃধর্মীয় বৈঠক শেষে -(খুব সম্ভব জঙ্গীবাদ-বিরোধী) -(হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান সবার প্রতিনিধিত্ব ছিলো) বিদেশি সাংবাদিকের প্রশ্ন ছিলো, আপনাদের বৈঠকে আহমদীয়াদের পক্ষ থেকে কেউ ছিলো কি ? -জবাবে বোল্ড হয়েছিলেন সাংবাদিক, জবাবটা এক্জাক্ট বলতে পারছি না, তবে অর্থটা এরকম, বৈঠকে মুসলমানদের এক ইমাম ছিলো, এটা জানার পর এ প্রশ্নটা কি অবান্তর নয় ? @ প্রশ্নোত্তর এই পোষ্টটা ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে, তাইনা... -আসল ট্র্যাপের কনফিডেন্স নেই আহমদীয়াদের বিশ্বাসের ব্যপারে, তাইতো, শিরোনামের সাথে সঙ্গতিহীন প্রশ্ন করেছেন তিনি..   
৪০ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৫
বিবেক সত্যি বলেছেন: বীর ধন্যবাদ..
৪১ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৫
ব্লগে নতুন বলেছেন: বিধর্মীদের বেহেস্তে যাওয়া লাগবে না, তারা স্বর্গে বা হেভেনে যাবে, তাই তাদের নিয়ে চিন্তা করতে হবে না।
৪২ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫১
প্রশ্নোত্তর বলেছেন: @বিবেক সত্যি আচ্ছা আপনি কি আশা করছেন অন্য ধর্মাবলম্বীরা এটা শুনে বেহেশ্তের আশায় ইস্লামের প্রতি আক্রিষ্ট হবে? আপনি নিশ্চয়ই জানেন আরো অনেক ধর্মেই বেহেশ্তের (হেভেন বা অন্য নামে) ব্যপার আছে!
৪৩ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২৬
নেই মানুষ বলেছেন: @ বিবেক সত্যি- ভাই আপনার প্রবলেম টা কি?? কয়েকদিন পর পর উল্টাপাল্টা পোস্ট দেন। কয়েকদিন আগে ''মূল্যবোধ'' নিয়ে একটা উল্টাপাল্টা পোস্ট দিলেন (তবে পোস্ট টির উদ্দ্যেশ্য ভাল ছিল)। আপনার কাছ থেকে সতর্ক থাকা উচিত। এই লেখায় আপনার দেয়া আয়াত নিয়ে প্রশ্ন করছি না, বরং প্রশ্ন করছি এই আয়াত ব্যাবহার করে আপনি যে কনক্লুশনে পৌছালেন সেই কনক্লুশনকে। যারা পোস্টে বর্ণিত ক্রাইটেরিয়া মানে তারা কি মুসলিম ভিন্ন অন্যকিছু???
৪৪ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৮
আসল ট্র্যাপ বলেছেন: আসল ট্র্যাপ বলেছেন : ২০০৭-০৯-২৭ ২০:৪৪:৩০ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এইটা আহমদিয়ারা বিশ্বাস করে, তারা কি বেহেশতে যাবে?@ মাহমুদ হাসান বিবেক সত্যি বলেছেন : ২০০৭-০৯-২৮ ০৬:০১:২৭ কুরআন বলে মুহাম্মদ (সঃ) শেষ নবী, কুরআন বিশ্বাস করা মানে এটাও বিশ্বাস করা ... @আসল ট্র্যাপ -------------------------- আমার প্রশ্নের উত্তর এইটা হয় কিভাবে? একটু বুঝায়া বলেন। প্রশ্নটা অবশ্য আপনারে করি নাই, কিন্তু আপনি যেহেতু উত্তর দিছেন কাজেই আপনার কাছে ব্যাখ্যা চাইলাম।
৪৫ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫০
মনিটর বলেছেন:  মজাই
৪৬ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৭
বিবেক সত্যি বলেছেন: @ ব্লগে নতুন "বিধর্মী" শব্দ আপনি ইউজ করলেন, আমি কিন্তু করিনি.. @প্রশ্নোত্তর ইসলাম একটি উদার ধর্ম, মানবতার ধর্ম, একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা..
৪৭ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৫
বিবেক সত্যি বলেছেন: @নেই মানুষ -'উল্টাপাল্টা ' শব্দটি কেন ব্যবহার করলেন বোধগম্য হলোনা.. -"অতএব, কারো প্রতি বিদ্বেষ নয়, সভ্য লোকেরা ভদ্রলোকই হয়ে থাকেন " মানুষের পক্ষে যেকোন পরিবেশে থেকেই সত্যকে উপলদ্ধি করা সম্ভব, তাই , যেহেতু আমরা কারো মনের অবস্থা জানিনা , তাই কারো নাম নীল-আর্মস্ট্রং  দেখলেই ইসলাম কাউকে এই ফতোয়া দেয়ার অধিকার দেয়নি যে লোকটা জাহান্নামী... -মাঝেমাঝেই মনে হয়, আমরা যাদেরকে হিন্দু বা বৌদ্ধ বলছি, এমনও হতে পারে, আল্লাহ কাজের ভিত্তিতে তাদের মধ্য থেকে কাউকে কাউকে মুসলমান বলে চিহ্নিত করে ফেলতে পারেন, আবার উল্টোটাও কিন্তু সম্ভব, মুসলমান পরিচয়ধারী বা নামধারী.. .. .. ..
৪৮ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৩
বিবেক সত্যি বলেছেন: @আসল ট্র্যাপ বীর নামের একজনের মন্তব্যের নিচের মন্তব্যে আপনাকে পূর্ণ ব্যাখ্যা দেয়া হয়েছে, ওখানে @প্রশ্নোত্তর লেখা থাকলেও জবাবটা আপনার জন্যও প্রযোজ্য ছিলো ,বোঝা উচিত ছিলো আপনার..
৪৯ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৭
বিবেক সত্যি বলেছেন:  @ মনিটর
৫০ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
আসল ট্র্যাপ বলেছেন: আমার কোন প্রশ্নটার উত্তরের পূর্ণ ব্যাখ্যা বীর নামের একজনের মন্তব্যের নিচের অংশে দেয়া আছে সেইটা আমার বোধগম্য হইতেছে না।
৫১ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৩
বিবেক সত্যি বলেছেন: তাইলে ভাই , মাপ করেন, আপনেরে আমি বুঝাইতে পারুম না..
৫২ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৭
আসল ট্র্যাপ বলেছেন: তাইলে ভাই একটা ছোট প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তর হ্যা/না দিয়া দেয়া যায়, সেগুলা নিয়া আপনি এতো কথা প‌্যাচান ক্যান? কোন হাদিসে কি পাইছেন বেশী কথা বলতে বলসে? আমার হাদিস নিয়া অভিজ্ঞতা কম, তাই জিগাইতাছি।
৫৩ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮
বিবেক সত্যি বলেছেন: আহমদীয়ারা কি ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বী ? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তাদের জন্য আলাদা জবাব দিতে হবে কেন? পোষ্ট ও মন্তব্য মিলে এ নিয়ে যথেষ্ট বলা হয়েছে.. আর আহমদীয়াদের যদি আপনি ইসলামভূক্ত ই মনে করেন তাহলে তো এখানে তাদের নিয়ে লেখা হয়নি, এখানে অমুসলিমদের নিয়ে ইসলাম কি ভাবে তাই নিয়ে কথা হচ্ছে..
৫৪ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৭
আসল ট্র্যাপ বলেছেন: আবার প‌্যাচাইলেন। এইখানে আমি কি মনে করি না করি সেইটা তো আপনারে জিগাই নাই। আমার মন্তব্য পোস্টের প্রেক্ষিতে ছিল না, ছিল জনাব মাহমুদ হাসানের সোজা মন্তব্যের পরিপ্রেক্ষিতে । আপনে যদি মনে করেন মাহমুদ হাসান ভূল বলছে তাইলে সেইটা বলেন। ওই পাবলিক মন্তব্য কইরা কই উঘাও হয়া গেলো আর আপনে তার হয়া কথা প‌্যাচান শুরু করলেন।
৫৫ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৪
বিবেক সত্যি বলেছেন: ওহ, দুঃখ প্রকাশ করলাম ! মাহমুদ সাহেবের উদ্দেশ্যে তো আমি একটা কমেন্ট করেছিলাম.. পড়সসবহঃ নু: বিবেক সত্যি বলেছেন : ২০০৭-০৯-২৮ ০৬:০৭:১৭ @মাহমুদ হাসান আরিফ রেফারেন্স দিলে ভালো হত... ১৯৯ নাম্বার আয়াতের শেষ দু'টি পয়েন্টের ব্যাপারে আপনার কি মত ? "" -আল্লাহকে ভয় করে চলা - ছোট-খাট ওজরের কারণে আল্লাহর নির্দেশ অমান্য না করা""
৫৬ ।১৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৩
আইকোনাস ক্লাস্টাস বলেছেন: অমুসলিম বলতে আপনি যদি শুধুমাত্র ইহুদী এবং খৃষ্টান বুঝান শুধু সেই ক্ষেত্ত্রেই আপনার কথাটা হয়ত সত্য, তানাহলে নয়... ইসলাম আর যেই ব্যপারেই যতই liberal হোক না কেন, মুর্তিপুজকদের ব্যপারে সে মোটেই তা না!
৫৭ ।২২ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৪
বিবেক সত্যি বলেছেন: খৃষ্টানদের ও তো মুর্তি আছে, তাইনা ? ধন্যবাদ আপনাকে, তবে 'মুর্তিপূজা' কোন ধর্মের নাম নয় বলে মনে হচ্ছে আমার কাছে ... @আইকোনাস ক্লাস্টাস

আপনার মন্তব্য লিখুনঃ

No comments:

Post a Comment