আল্লাহ-হাফেজ সামহোয়্যারিন, ঈদ-মোবারক
১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১২
ঈদের দিনে ভুলবো মোরা সব ভেদাভেদ
মনটা মোদের হয়েই যাবে শুভ্র-সফেদ
মিটিয়ে দেবো সব মানুষের দ্বন্দ্ব-ফারাক
মন হতে সব অন্ধকার আর মন্দ হারাক
এই কামনায় খোদার কাছে তুলবো গো হাত
কবুল হবে মায়ায় মাখা এই মুনাজাত
মনটা মোদের হয়েই যাবে শুভ্র-সফেদ
মিটিয়ে দেবো সব মানুষের দ্বন্দ্ব-ফারাক
মন হতে সব অন্ধকার আর মন্দ হারাক
এই কামনায় খোদার কাছে তুলবো গো হাত
কবুল হবে মায়ায় মাখা এই মুনাজাত
 ১৪ টি 
 +১৫/-১
মন্তব্য (১৪) মন্তব্য লিখুন
১ ।
১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৬
মাথামোটা বলেছেন: ঈদের দিনে ভুলবো মোরা সব ভেদাভেদ মনটা মোদের হয়েই যাবে শুভ্র-সফেদ
২ ।
১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০১
অজানা অচেনা বলেছেন: আশা করি, আমীন।
৩ ।
১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
চতুরভূজ বলেছেন: বিবেক সত্যি ভাই, যাবেন কোথায়?
৪ ।
১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৯
তাহসিন সাঈদা মুন বলেছেন: বস!!!! ৫ 
 ঈদ মোবারক!
 ঈদ মোবারক!
৫ ।
১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:২০
তাহসিন সাঈদা মুন বলেছেন: মোনাজাতে শরীক হলাম আজ এখনি হেলায় রোজা শেষ হয়ে যায় কেমনে জানি। 
 কদরের রাত, সাওমের মাস শেষ হয় হয়, 
 ঈদের রাতই আছে বাকি আর কিছু নয়। ঈদ - সে খুশির, কারন এ দিন পুরস্কারের। নাজাত চাইছি বারে বারে আজ সকলের। আল্লাহুমা ইন্নাকা আফুঊন তুহিব্বুল আফওয়া ফাঅ ফু আন্নি
 কদরের রাত, সাওমের মাস শেষ হয় হয়, 
 ঈদের রাতই আছে বাকি আর কিছু নয়। ঈদ - সে খুশির, কারন এ দিন পুরস্কারের। নাজাত চাইছি বারে বারে আজ সকলের। আল্লাহুমা ইন্নাকা আফুঊন তুহিব্বুল আফওয়া ফাঅ ফু আন্নি
৬ ।
১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:০৩
রকি ভাই বলেছেন: ঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈদ মোবারক
৭ ।
১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০৭
ফজলে এলাহি বলেছেন: বাহঃ চমৎকার লিখেছেন তো! "আল্লাহ্ হাফেয" কেন?????
৮ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৭
বিবেক সত্যি বলেছেন: ঈদে মায়ের কাছে না গেলে কি হয় 

 @চতুরভূজ আর সামহোয়্যারকে একটু বলে গেলাম জাষ্ট 
ফজলে এলাহি


 @চতুরভূজ আর সামহোয়্যারকে একটু বলে গেলাম জাষ্ট 
ফজলে এলাহি
৯ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২৭
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কিউ 
 সাঈদা মুন লাগলো বড়ই ভালো এমনি করেই দিন ছড়িয়ে জোসনা মাখা আলো..
 সাঈদা মুন লাগলো বড়ই ভালো এমনি করেই দিন ছড়িয়ে জোসনা মাখা আলো..
১০ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৪৬
বিবেক সত্যি বলেছেন: রকি ভাই, অবশেষে আপনার ঈদের "দ" খুঁজে পেলাম এক্কেবারে ওই..... ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদ অজানা অচেনা, মাথামোটা, সাইফুর, ভালো ছিলেন আপনারা, আশা করি...
১১ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ২:১০
আবূসামীহা বলেছেন: আপনি ব্লগে আসতেই পোস্টটা দেখলাম। সুন্দর হয়েছে।
১২ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২২
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কস, আবূসামীহা ভাই
১৩ ।
২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
বিবেক সত্যি বলেছেন: Click This Link
No comments:
Post a Comment