আল্লাহ-হাফেজ সামহোয়্যারিন, ঈদ-মোবারক
১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১২
ঈদের দিনে ভুলবো মোরা সব ভেদাভেদ
মনটা মোদের হয়েই যাবে শুভ্র-সফেদ
মিটিয়ে দেবো সব মানুষের দ্বন্দ্ব-ফারাক
মন হতে সব অন্ধকার আর মন্দ হারাক
এই কামনায় খোদার কাছে তুলবো গো হাত
কবুল হবে মায়ায় মাখা এই মুনাজাত
মনটা মোদের হয়েই যাবে শুভ্র-সফেদ
মিটিয়ে দেবো সব মানুষের দ্বন্দ্ব-ফারাক
মন হতে সব অন্ধকার আর মন্দ হারাক
এই কামনায় খোদার কাছে তুলবো গো হাত
কবুল হবে মায়ায় মাখা এই মুনাজাত
১৪ টি
+১৫/-১
মন্তব্য (১৪) মন্তব্য লিখুন
১ ।
১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৬

মাথামোটা বলেছেন: ঈদের দিনে ভুলবো মোরা সব ভেদাভেদ মনটা মোদের হয়েই যাবে শুভ্র-সফেদ
২ ।
১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০১

অজানা অচেনা বলেছেন: আশা করি, আমীন।
৩ ।
১১ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৪

চতুরভূজ বলেছেন: বিবেক সত্যি ভাই, যাবেন কোথায়?
৪ ।
১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৯

তাহসিন সাঈদা মুন বলেছেন: বস!!!! ৫
ঈদ মোবারক!

৫ ।
১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:২০

তাহসিন সাঈদা মুন বলেছেন: মোনাজাতে শরীক হলাম আজ এখনি হেলায় রোজা শেষ হয়ে যায় কেমনে জানি।
কদরের রাত, সাওমের মাস শেষ হয় হয়,
ঈদের রাতই আছে বাকি আর কিছু নয়। ঈদ - সে খুশির, কারন এ দিন পুরস্কারের। নাজাত চাইছি বারে বারে আজ সকলের। আল্লাহুমা ইন্নাকা আফুঊন তুহিব্বুল আফওয়া ফাঅ ফু আন্নি


৬ ।
১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:০৩

রকি ভাই বলেছেন: ঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈদ মোবারক
৭ ।
১৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০৭

ফজলে এলাহি বলেছেন: বাহঃ চমৎকার লিখেছেন তো! "আল্লাহ্ হাফেয" কেন?????
৮ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৭

বিবেক সত্যি বলেছেন: ঈদে মায়ের কাছে না গেলে কি হয় 

@চতুরভূজ আর সামহোয়্যারকে একটু বলে গেলাম জাষ্ট 
ফজলে এলাহি





৯ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২৭

বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কিউ
সাঈদা মুন লাগলো বড়ই ভালো এমনি করেই দিন ছড়িয়ে জোসনা মাখা আলো..

১০ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৪৬

বিবেক সত্যি বলেছেন: রকি ভাই, অবশেষে আপনার ঈদের "দ" খুঁজে পেলাম এক্কেবারে ওই..... ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদ অজানা অচেনা, মাথামোটা, সাইফুর, ভালো ছিলেন আপনারা, আশা করি...
১১ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ২:১০

আবূসামীহা বলেছেন: আপনি ব্লগে আসতেই পোস্টটা দেখলাম। সুন্দর হয়েছে।
১২ ।
২২ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২২

বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কস, আবূসামীহা ভাই
১৩ ।
২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

বিবেক সত্যি বলেছেন: Click This Link
No comments:
Post a Comment