সৃষ্টি হিসেবে গরু,ছাগল-মুরগি সকলেই সমান (comment)

সৃষ্টি হিসেবে গরু,ছাগল-মুরগি সকলেই সমান B-)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৯

আহমদ মুসা ব্রেড-বাটার-জুস খেয়ে কফির কাপ টেনে নিলো। 

"স্যুপ যে থাকলো ছোট ভাই! অনেক রক্ত গেছে, আপনার জন্য ওটা খুবই দরকার!", সুষ্মিতা বালাজী বললো।

এক টুকরো সলজ্জ হাসি ফুঁটে উঠলো আহমদ মুসার ঠোঁটে।বলল, "স্যরি মুরগির স্যুপ বলে খেতে পারছিনা"।

মুরগি খান না ?

"খাই। কিন্তু আমাদের ধর্মীয় বিধান অনুসারে আল্লাহর নাম নিয়ে যদি জবাই করা না হয়, তাহলে মুরগি, খাসি, গরু ইত্যাদি কোন প্রাণীরই গোসত আমরা খেতে পারিনা ", বলল আহমদ মুসা

মন্তব্য ১২৭ টি রেটিং +২০/-১৬

মন্তব্য (১২৭) মন্তব্য লিখুন

১ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫০
আবূসামীহা বলেছেন: সাইমুম কত নম্বর, বিবেক সত্যি?
২ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫০
বিবেক সত্যি বলেছেন: "আল্লাহর নাম না নেয়ায় গোসতের গন্ধ-স্বাদ কিংবা ফিজিক্যাল কোন পার্থক্য হয়তো দৃশ্যমান নয় , কিন্তু সৃষ্টিগত দিক দিয়ে জীবনের সাথে এর সম্পর্ক অত্যন্ত গভীর।"-আহমদ মুসা বলল। "সেটা কেমন?", বলল ডেনিশ দেবানন্দ।
৩ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫১
আবূসামীহা বলেছেন: কি হল এমন করলেন কেন?
৪ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫১
বিবেক সত্যি বলেছেন: "এই বিশ্বজগতে যা আছে সকলেই আমরা আল্লাহর সৃষ্ট। 'সৃষ্টি' হিসেবে গরু, ভেড়া-মুরগি সকলেই সমান ।তাহলে আমরা গরু-ছাগল-মুরগি ইত্যাদি দেদারচে জবাই করে খাচ্ছি, কেন, কোন অধিকারে?
৫ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫২
বিবেক সত্যি বলেছেন: খাচ্ছি এই অধিকারে যে স্রষ্টা সয়ং এই অধিকার আমাদের দিয়েছেন। স্রষ্টা তার সৃষ্টিবলয়কে চলমান, অব্যাহত রাখতে এক সৃষ্টিকে আরেক সৃষ্টির ভোগ্য বানিয়েছেন। মানুষ খাবে মুরগি, মুরগি খাবে পোকামাকড়, পোকামাকড় বাঁচবে অন্য কিছু খেয়ে।এভাবে সৃষ্টির সবাই বাঁচবে, সৃষ্টি জগত থাকবে চলমান।
৬ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫২
বিবেক সত্যি বলেছেন: সুতরাং আমরা যে গরু খাচ্ছি, মুরগি খাচ্ছি তা আমাদের শক্তির জোরে খাচ্ছিনা, আল্লাহর দেয়া বিধান অনুসারে খাচ্ছি। এই বিধানকে স্বীকৃতি দেয়া , স্মরণ করার জন্যই ভোগ্য প্রাণীকে জবাই করতে আল্লাহর নাম নিতে হবে।"- থামলো আহমদ মুসা।
৭ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৩
বিবেক সত্যি বলেছেন: নীরবতা ভাঙলো সুষ্মিতা বালাজী। বললো, "ধন্যবাদ, ছোটভাই, আপনি অপরুপ এক সৃষ্টি-দর্শন সামনে নিয়ে এসেছেন। জীবন ধারনের জন্য একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা নির্ভরশীল সৃষ্টিবলয়ের কথা আমরাও জানি, কিন্তু এর সাথে স্রষ্টার ইচ্ছা বা বিধানকে যুক্ত করে একে যে অপরূপ করে তুলেছেন, সেটা শুধু বিষ্ময়কর নয়, তা জীবনের এক নতুন অর্থ সামনে নিয়ে আসে"।
৮ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৫
বিবেক সত্যি বলেছেন: সাইমুম ৪১ আন্দামান ষড়যন্ত্র @ আবূসামীহা একটু চমক, ডোন্ট মাইন্ড, প্লিজ
৯ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৭
নরাধম বলেছেন: আহমেদ মুসা বেগানা নারীর সাথে কথা কয় গুনাহ হবেনা?
১০ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৭
আবূসামীহা বলেছেন: নো-প্রব্লেম। প্রথমে পুরোটা দেখে কমেন্ট পোস্ট করতেই মেসেজ আসল get away। ভয়ই পেয়েছিলাম।
১১ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৮
বিবেক সত্যি বলেছেন: ডেনিশ দেবানন্দ সুষ্মিতা বালাজীর স্বামী। আহমদ মুসাকে তারা ছোট ভাই বলে ডাকছে, শুনছেন না? @ নরাধম
১২ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০২
বিবেক সত্যি বলেছেন: বড় পোষ্ট দেখে লোকজন ভয় পায় ! তাই ভেঙে ফেললাম@ আবূ সামীহা
১৩ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৩
নরাধম বলেছেন: আহমেদ মুসা কি তাদের মায়ের পেটের ভাই?
১৪ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৮
নরাধম বলেছেন: মায়ের পেটের ভাই না হলে দেখা দেওয়া যায়েজ নেই। অবশ্য জামাতীরা সুদকে হালাল করেছে, এটাও হালাল বাননো কোন ব্যাপার না।
১৫ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৯
বিবেক সত্যি বলেছেন: সুষ্মিতা বালাজী নামটা শুনে কি মনে হয় সে আহমদ মুসার মায়ের পেটের ভাই ?
১৬ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৯
সন্ধ্যাবাতি বলেছেন: বেগানা নারীর সাথে নিভৃতে, অপ্রয়োজনীয় কথা বলা গুনাহ। শুধু কথা বলাই গুনাহ হলে রাসুল (সা) যে বলেছেন? মুসা (আ) এর ঘটনা পড়ে দেখেন, কুয়ার পানি তোলার সময় যে নারীদের সাথে কথা বলেছেন? কেন, ঈসা (আ) এর মা, মরিয়ম (আ) বলেন নি বেগানা পুরুষদের সাথে কথা? রাসুল (সা) এর স্ত্রীরা যদি বেগানা পুরুষদের সাথে একেবারেই কথা না বলে থাকতেন, তাহলে আমরা কি করে রাসুলের (সা) মৃত্যুর পরে তার এত কথা জানলাম তার স্ত্রীদের থেকে? নরের অধমদের মাথায় উদ্ভট সব আইডিয়া।
১৭ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১১
আবূসামীহা বলেছেন: এখানে নিভৃতে কথা হচ্ছেনা। সুস্মিতা বালাজীর স্বামী ডেনিশ দেবানন্দের উপস্থিতিতে এ সংলাপ হচ্ছে। সুতরাং অবান্তর প্রশ্ন।
১৮ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১২
আবূসামীহা বলেছেন: @ নরাধম
১৯ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১২
নরাধম বলেছেন: এখানে সুস্মিতা ম্যাডামের মুসা সাহেবের সাথে কথা বলার কেন দরকার পড়ল তার হাসবেন্ড থাকতে?
২০ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৩
বিবেক সত্যি বলেছেন: নরাধমের কথা শুনে মনে হচ্ছে সে বিড়াট ইসলামদরদী মানুষ, হাঃ হাঃ -আবারো বলছি, সুষ্মিতা বালাজীর স্বামী ডেনিশ দেবানন্দ দৃশ্যপটে উপস্থিত। তারা দুজনেই ডাক্তার(মিসিং আননেসেসারি ইনফরমেশন)। আহমদ মুসা গুরুতর আহত...
২১ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৫
বিবেক সত্যি বলেছেন:  @ সন্ধ্যাবাতি
২২ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৫
সন্ধ্যাবাতি বলেছেন: কেন, ইসলামে হালাল হারামের ভিত্তি কি, এর সংজ্ঞা কি, এর প্রয়োজনীয়তা কি, সেটা একজন নারীর জানার দরকার নাই? সেটা শিখতে হবে তার 'হাসবেন্ড' এর থেকে? নরাধমের প্রশ্নগুলা শুনেই বুঝা যায় তার উদ্দেশ্য, কিন্তু এই ধরণের মানুষ অন্যদের বিভ্রান্ত করে, সেজন্যই আমার কথা বলা।
২৩ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: তারপর?
২৪ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৭
আবূসামীহা বলেছেন: কথা বলার দরকার হয়েছে যখন আহমদ মূসা মুরগীর স্যূপ খেতে অস্বীকার করেছে তখন।
২৫ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: "নরাধমের প্রশ্নগুলা শুনেই বুঝা যায় তার উদ্দেশ্য" - সেজন্য আমি এগুলো কোনো গুরুত্ব দেই না।
২৬ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৯
নরাধম বলেছেন: একজন বেগানা নারীর শুধু তখনই একজন পুরুষকে দেখা দেওয়া কথা বলা যায়েজ যখন সেটা এবসলিউটলি নেসেসারী। এখানে সুস্মিতা'র হাসবেন্ড থাকতে কেন তার আহমেদ মুসা'র সাথে দেখা দেওয়া জায়েজ হল? তার জ্ঞানের পিপাসা থাকলে সে পর্দার আড়ালে শুনতে পারত।
২৭ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২১
বিবেক সত্যি বলেছেন: বুঝেছেন, নরাধম !! এভাবেই ইসলাম নারীকে স্বাধীন-মুক্ত-স্বনির্ভরশীল করেছে। আবার আপনার কমেন্ট থেকে বোঝা যাচ্ছে পর্দা-প্রথা সম্পর্কে আপনি সামান্য একটু শুনেছেন। সবমিলিয়ে- এটা ইসলামের ভারসাম্যপূর্ণ একটি বিধান, না কট্টর, না লাগামহীন...
২৮ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২২
আবূসামীহা বলেছেন: সুস্মিতা মুসলমান হলেও একটা কথা ছিল। হা হা হা। নরাধম, মাশা'আল্লাহ্‌, আপনার ইসলামী অনুশাসন মানার আগ্রহ দেখে খুব আনন্দিত হলাম।
২৯ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৩
নরাধম বলেছেন: সন্ধ্যাবাতি ম্যাডাম, আপনাকে তো কোন প্রশ্নই করিনি আমি। অথবা কোন খারাপ কিছুই বলিনি। আমাকে শুধু শুধু ব্যক্তিগত আক্রমণ করতেছেন কেন?
৩০ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: নরাধম, মাশা'আল্লাহ্‌, আপনার ইসলামী অনুশাসন মানার আগ্রহ দেখে খুব আনন্দিত হলাম।
৩১ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৫
বিবেক সত্যি বলেছেন: তারপর?.... তারপর আর নেই এই পোষ্টে। গরু-ছাগল-মুরগি সব তো সমান করেই দিলাম -প্রায় ২০০ পৃষ্ঠার বইটা এখন তুলে দিতে পারছিনা নেটেও সম্ভবত নেই। কিনে নিতে হবে। @উম্মু আব্দুল্লাহ
৩২ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৬
নরাধম বলেছেন: বিবেক সত্যি, পর্দা প্রথা সম্পর্কে আমার খুব ভাল নলেজ আছে। আপনার সাইমুম সিরিজও অনেকটা আমি পড়েছি। আমার প্রশ্নের জবাব দেন। এখানে সুস্মিতার কি দরকার পড়ল মুসা'র সাথে কথা বলার? পর্দাপ্রথা কেন ভংগ করলেন একজন ইসলামের বীর?
৩৩ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৭
বিবেক সত্যি বলেছেন: নরাধমের কমেন্টগুলো বড়ই আনন্দদায়ক! 
৩৪ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৮
আবূসামীহা বলেছেন: সপ্তাহ দুয়েক আগে ৪৩ (পাত্তানীর সবুজ অরণ্যে) ও ৪৪ (ব্ল্যাক ঈগলের সন্ত্রাস)। এক রাতেই পড়ে শেষ। অবশ্য এখন আর প্রথম ১০টার মত মজা পাইনা।
৩৫ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৯
নরাধম বলেছেন: তার মানে আপনার কাছে এর উত্তর জানা নেই? অথবা পর্দাপ্রথাকে আধুনিকায়ন করেছেন?
৩৬ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: ও আচ্ছা, এটা বইয়ের অনুলিপি।
৩৭ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৯
বিবেক সত্যি বলেছেন: @নরাধম, আনন্দিত মনে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি.. বিবেক সত্যি বলেছেন : ২০০৭-১২-০৪ ০৯:১৩:১৫ নরাধমের কথা শুনে মনে হচ্ছে সে বিড়াট ইসলামদরদী মানুষ, হাঃ হাঃ -আবারো বলছি, সুষ্মিতা বালাজীর স্বামী ডেনিশ দেবানন্দ দৃশ্যপটে উপস্থিত। তারা দুজনেই ডাক্তার(মিসিং আননেসেসারি ইনফরমেশন)। আহমদ মুসা গুরুতর আহত...
৩৮ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩৩
নরাধম বলেছেন: স্বামীর উপস্থিতিতে পরপুরুষের সাথে কথা বলা যায় কোথায় পেয়েছেন? আর স্বামীই তো চিকিতসা করতে পারে, তার দরকার কি?
৩৯ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩৫
এক পশলা বৃষ্টি বলেছেন: কমেন্টগুলো পড়ে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছি!  ৫ + 
৪০ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩৬
বিবেক সত্যি বলেছেন: @আবূসামীহা ক্লাশ এইটে পড়াকালীন সাইমুমের ২৫ তম সংখ্যা পর্যন্ত পড়েছিলাম। এরপর অনিয়মিত। প্রথম দুইটা বাদে সবগুলোই ভালো লেগেছে।পরে আহমদ মুসাকে আমেরিকাতে নিয়ে যাওয়ার পরে বিরক্তি লাগতে শুরু করেছিলো। এখন ভারতে চলে এসেছে। -সাইমুম ১৩ কি ১৪ বইটা আমার আম্মা ছিড়ে টুকরো করে ফেলেছিলেন রেগে। আমার নেশা দেখেওইটা আর পড়া হয়নি...
৪১ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪০
বিবেক সত্যি বলেছেন: এক পশলা বৃষ্টি, ব্যাথা কি বেশি পেয়েছেন, চেয়ার থেকে পড়ে? ডেনিশ দেবানন্দ বা সুষ্মিতা বালাজী যে কারো কাছ থেকে চিকিতসা নিয়ে নিবেন। নরাধমের ফতোয়ায় বিভ্রান্ত না হওয়াই ভালো..
৪২ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪১
নরাধম বলেছেন: বুঝা গেছে ফাঁইসা গেছেন। ইসলামের বিধানগুলো পরিবর্তনীয় জামাত করলে। আমি অবশ্য কলেজে দেখেছি শিবিরের পোলাপাইনরা মেয়েদের সাথে কি ঢলাঢলি করে!!!
৪৩ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৯
বিবেক সত্যি বলেছেন: জ্বী ফাঁইসা গেছি,আপনেরে বুঝানো আইনস্টাইনেরও কর্ম না। আপনেরে আমার বাসায় দাওয়াত দিমু একদিন। মুরগির স্যুপ খাবার দাওয়াত, হোকে  -ভালো কথা জামাত-শিবির শব্দগুলো এই পোষ্টে দেখতে চাইনা আর।
৪৪ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৩
৪৫ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০০
নরাধম বলেছেন: হ, পোস্ট দিছি একখান দেখেন একটু।
৪৬ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৭
নীল জোছোনা বলেছেন: ৫
৪৭ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৯
নরাধম বলেছেন: সাইমুম, বিবেক সত্যি সাহেব, হাসাইলেন। আবুল আসাদ না কে জানি সাইমুম সিরিজ লিখছে, হে ত সংগ্রামের সম্পাদক। তো জামাতি বই পড়বেন, ব্লগে পোস্টাবেন অথচ জামাতি বললে খারাপ লাগবে? আহমেদ মুসা শুনলে মাইন্ড খাইব।
৪৮ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৩
িপপাস বলেছেন: ভন্ডামীতে পৃথিবী ভরে গেছে!!
৪৯ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৫
বিবেক সত্যি বলেছেন: আমাদের রতন দাশগুপ্তাও সাইমুম পড়তো  -মাসুদ রানার অশ্লীলতা থেকে আমার ক্লাশমেটগুলো বেঁচেছে সাইমুম সিরিজ পড়ে।
৫০ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৯
নরাধম বলেছেন: হ্যাঁ, উদ্ভট, কাল্পনিক কাহিনী পড়তে আর ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে খুব মজা। তয় আহমেদ মুসার সাথে আবার আম্রিকার ভাল খাতির। ২০২০ সালের মুসা সাহেব প্রমাণ করেছেন যে ৯/১১ এটাক ইসরাইল করেছিল আর মুসলমানদের দোষ দিয়েছিল। চেনা চেনা লাগে। ৭১-এ জামাতিরা আম্রিকার পক্ষে ছিল!!!!
৫১ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৫
এক পশলা বৃষ্টি বলেছেন: বাহ আপনি তো অনেক কিছু জানেন দেখছি 
৫২ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩০
নরাধম বলেছেন: এক পশলা, হ্যাঁ, না জেনে তর্ক করতে আসিনি।
৫৩ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩৫
এক পশলা বৃষ্টি বলেছেন: হুমম, না জেনে তর্ক করা ঠিক নয় ।
৫৪ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪০
নরাধম বলেছেন: এক পশলা, বুইঝতে ফাইরলেন। তাই অফ যান।
৫৫ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪২
এক পশলা বৃষ্টি বলেছেন: আচ্ছা 
৫৬ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫০
বিবেক সত্যি বলেছেন: hmmmmmm
৫৭ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫১
কানা বাবা বলেছেন: @বিবেক সত্যি, ১.না জাইনা না বুইঝা আগডুম বাগডুম কওন এক দুষ আর উবতাসিধা কইয়া ফালানের পর ভুল স্বীকার করনের বদলে গায়ের জোরে বেহুদা ঠ্যালাঠেলি করন আরেক দুষ। ২. যাগোর নিজেরার কাছেই কুনু 'জিনিশ' কিলিয়ার না হ্যারা যদি হেই টপিকে পুস্তকী বিদ্যা ঝাড়বার আহে তাইলে 'ক্যারফা' জ্যামিতিক হারে বাড়িতেই থাকে। ... ...কথাগুলান কি সইত্য মনে করেন, জনাব?
৫৮ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫২
এখনও গল্প লিখি বলেছেন: @বিবেক সত্যি বিবেক মিথ্যা। ওয়াশ করাইয়া নেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে না বানালে পৃথিবী তৈরী হতনা তারই ৩বার ওয়াশ লাগছে(বিশেষ ভাবে সুবিধাপ্রাপ্ত) আর আমরা তো খুব সাধারণ
৫৯ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫৩
নরাধম বলেছেন: কানাবাবা, এখনও গল্প লিখি, আপনারাই বলেন। আমি বললে বলবে নরাধম!!!
৬০ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৪
এখনও গল্প লিখি বলেছেন: বিবেক সত্যি গেলা কই? @নরাধম এদের বুঝাইয়া লাভ নাই। এরা যুক্তিতে হেরে গেলে আল্লার দোহাই দেয়। আর ছোট বেলা থেকে আমরা এমন ভাবে ধর্মের কথা শুনেছি যে, ওই বিষয়ে কেউ চেপে ধরলেই মন স্পর্শকাতর হয়ে যায়
৬১ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৯
বিবেক সত্যি বলেছেন: সমস্যাটা খুবই সোজা। আসলে আল্লাহ মুসলমান জাতিকে মধ্যপন্থী জাতি বলে ঘোষণা করেছেন কোরআনে। অথচ ইসলামের ২ ধরনের দুশমন... ১.সরাসরি ইসলাম বিরোধী গোষ্ঠী-এরা ইসলামকে ছেলেখেলা হিসেবে তুলে ধরে। এদের বর্ণনায় ইসলাম ব্যাকডেটেড ধর্ম। আধুনিক যুগে অচল.. ২.ইসলাম সম্পর্কে অজ্ঞ কাঠমোল্লার দল-এরা ইসলামকে কঠিন এক ধর্ম হিসেবে তুলে ধরে । -এরমাঝে বিবেকবান মডারেট-আধুনিক মনষ্ক বিবেক সত্যি যখন প্রমান করে দেয় যে এ দুধরনের গোষ্ঠীই ইসলামের শত্রু-ইসলাম আসলে সর্বযুগের জন্য গ্রহণীয় একটি পরিপূর্ণ জীবন-ব্যাবস্থা। এখানে কট্টরতা যেমন নেই-লাগামহীনতাও নেই.. তখন ওরা চমকে ওঠে ! খাইছে মানুষ তো ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পড়বে! একে ঠেকাতে হবে!! শুরু হয় ওদের গায়ে জাহান্নামের আগুনের যণ্ত্রণা। পাগলের মত ঝাপিয়ে পড়ে বিবেকের রায়কে স্তব্ধ করার জন্য...
৬২ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২১
নরাধম বলেছেন: হাহাহা........তার মানে ইসলামকে মডারেট প্রমাণ করার জন্য আপনি ইসলামের বিধানকেই চেন্জ করবেন?
৬৩ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২২
বিবেক সত্যি বলেছেন: পশু জবাইয়ের সিস্টেম নিয়ে করা পোষ্টে পর্দার বিধান নিয়ে জটিল আলোচনা চলছে। কি বুঝলেন....
৬৪ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২৩
নরাধম বলেছেন: হুম্‌ম্‌...বুঝলাম যে ইসলামের বিধান আহমেদ মুসাদের জন্য পালনীয় নয়।
৬৫ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২৪
বিবেক সত্যি বলেছেন: ইসলামের এখনও সেই আকাল আসেনি যে ইসলামের দুশমনদের থেকেঁ ইসলামের বিধান শিখতে হবে..
৬৬ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২৭
নরাধম বলেছেন: আহমেদ মুসারা যদি ইসলামকে আধুনিকায়ন করে তাহলে শীঘ্রই সেই আকাল চলে আসবে। ইন ফ্যাক্ট চলেই আসছে। আমার প্রশ্নের জবাব না দিয়ে খালি পিছলান ক্যান?
৬৭ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৭
এখনও গল্প লিখি বলেছেন: @@@@@@@@@@ তখন ওরা চমকে ওঠে ! খাইছে মানুষ তো ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পড়বে! একে ঠেকাতে হবে!! শুরু হয় ওদের গায়ে জাহান্নামের আগুনের যণ্ত্রণা। পাগলের মত ঝাপিয়ে পড়ে বিবেকের রায়কে স্তব্ধ করার বিবেক সত্যি বলেছেন : ২০০৭-১২-০৪ ১১:২৪:৪৭ ইসলামের এখনও সেই আকাল আসেনি যে ইসলামের দুশমনদের থেকেঁ ইসলামের বিধান শিখতে হবে.. পুরা কাঠমোল্লা বয়ান। আর শব্দ চয়ন কি? দুশমন না বলে শত্রু ও তো বলা যায় বাঙালী হ ব্যাটা আগে তারপর ধর্মের কথা কইস?
৬৮ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪২
বিবেক সত্যি বলেছেন: আপনার প্রশ্নের জবাব তো আমি সহ অনেকেই দিয়েছেন, উম্মু আব্দুল্লাহও দিয়েছেন... উম্মু আবদুল্লাহ বলেছেন : ২০০৭-১২-০৪ ০৯:১৮:১৮ "নরাধমের প্রশ্নগুলা শুনেই বুঝা যায় তার উদ্দেশ্য" - সেজন্য আমি এগুলো কোনো গুরুত্ব দেই না।
৬৯ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৬
বিবেক সত্যি বলেছেন: শত্রু শব্দের চেয়ে দুশমন শব্দটি ইসলামের দুশমনদের গায়ে বেশি জ্বালা ধরায়। ৪ অক্ষরের শব্দ তো-তাছাড়া একটা রিদম আছে -বাইদ্যওয়ে, বেয়াদবী করার জন্য তোমাকে নিষিদ্ধ করা হলো, আমার পোষ্টে আপাতত...
৭০ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭
কানা বাবা বলেছেন: @বিবেক সত্যি, "হে নবীস্ত্রীগন, তোমরা অন্যান্য স্ত্রীলোকদের মতো নও। যদি আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কথা বোলোনা কোমল ও আকর্ষণীয় ভংগীতে যাতে কুবাসনা জাগে সেই ব্যক্তির যার অন্তরে ব্যাধি রয়েছে (লম্পট ব্যক্তি)। তোমরা সংগত কথাবার্তা বলবে। তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে এবং তোমাদের আভরণ প্রদর্শন কোরোনা আড়ম্বরের সাথে যা মেয়েরা করতো মূর্খতার যুগে... ..." (সূরা আল-আহযাব:৩২) বিস্তারিত ইকটুস কষ্ট কইরা দেইখা নিয়েন (অধমের কসুর নিবেন না ... গোস্তাকী মাফ করবেন) আহমদ মুসা কুনু পীর-পয়গম্বর না যে তার 'কাম' হালাল করনের লাইগা ধর্মীয় বিধানের ক্যারিকেচার করন লাগবো। হ্যায় কুন দুঃখে মুরগী খায় নাই কিংবা তার জুসে প্রিজার্ভেটিভ হিসেবে অনৈসলামিক কিছু ছিলো কিনা এইডা আবুল (আসাদ) সা'ব ভালা কইতে পারবো--এইডা কইলেই তো ল্যাডা খতম অইয়া যায়। কুথাকার কুন আবুলরে ইস্টাবলিশ করনের লাইগা আপনের অ্যাতো কষ্ট কইরা যুক্তি খুঁজনের মাজেজাডা মালুম করতে পারলাম না, ভাইজান। আমারে ব্যান করবেন কিনা জানিনা তাই আগেরথন কইয়া থুই; আমার বিশ্বাস তহনই বিশ্বাস যহন আমি হেইডা যুক্তি দিয়া বুঝি। নাইলে হেইডা কুসংস্কারমাত্র। আর কুসংস্কারের চাইতে অবিশ্বাস বহুত বহুত ভালা... ... @সন্ধ্যাবাতি, আপনি ঠিকই বলেছেন। কথা বলা তো কথা বলা, প্রয়োজনে যুদ্ধের ময়দানেও নারীরা যেতে পারে তবে সেটা "প্রয়োজনে"; আজাইরা খোশগল্প করার জন্য পাশের রুমে যাওনও নিষেধ (মোল্লাদের নিয়মানুযায়ী আরকি!)। ...নরাধমকে আমি জানিনা তবে কেবল আবেগ পুঁজি করে অসুস্থ পোস্ট করলে; বিশেষতঃ প্রাসংগিক প্রশ্নের যুক্তিগ্রাহ্য জবাব না দিয়ে ভড়ং করলে রাগ হতে পারে বৈকি! নরাধমকে একচোট নিলেন কিন্তু বিবেকের কাছে স্বচ্ছ জবাবের আপীল করলেননা... ...ব্যাপারটা একতরফা হয়ে গেলো না? যাহোক, আপনার মন্তব্য যথেষ্ট যৌক্তিক। ধন্যবাদ।
৭১ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭
আওরঙ্গজেব বলেছেন: সালাম, নরাধম, আপনার প্রশ্নের গুরুত্ব দেয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা। আপনি ইসলামকে বুঝার চেষ্টা না করে, অন্য দল বা মানুষের ভুল ধরায় ব্যস্ত। তারপরও বলছি, আপনাকে পর্দা সম্পর্কে আরো বিস্তারিত পড়তে হবে। আপনার বিপক্ষের ব্লগাররা বলেছেন, ইসলাম একটি সর্বজনীন ধর্ম। পর্দার বিধান মতে, একজন পূরুষ ও একজন মহিলা (নির্দিষ্ট সম্পর্কের ছাড়া) নিভৃতে দেখা-সাক্ষাত করতে পারবে না। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে মহিলা তার নির্দিষ্ট পূরুষের (যেমন, স্বামী, বাপ, ভাই ইত্যাদির) উপস্হিতিতে দেখা করতে পারবেন। আলোচ্য গল্পে মহিলাটি (সম্ভবত, আমি গল্পটি পড়িনি) অমুসলিম, এজন্য আপনার কথামত তিনি পর্দার অন্তরালে থেকে পর্দা নাও করতে পারেন। দ্বিতীয়ত, মহিলাটি মুসলিম হলেও তাঁর স্বামীর সামনে/বর্তমান থাকা অবস্হায় অন্যের সাথে কথা বলতে পারবেন। তবে একথা সত্য যে, এ আইন শুধু 'প্রয়োজনীয় ক্ষেত্রে' এবং আমার জানামতে, সে জন্য এই আইন নারী-পূরুষের ফ্রি মিক্সিং জায়েজ করে না।
৭২ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৩
আওরঙ্গজেব বলেছেন: তারপরও কথা হচ্ছে, মহিলাটি মুসলিম হলে, হিজাব/পর্দা পরেই স্বামী/বাপ/ভাইয়ের উপস্হিতিতে কথা বলতে পারবেন। Not without wearing Hijab/Pordah.
৭৩ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৬
বিবেক সত্যি বলেছেন: হায়রে মানুষ... এরাই আবার প্রগতির ধ্বজাধারী। একজন বয়স্ক মহিলা ডাক্তার ছোটভাইয়ের মত একটা ছেলের চিকিতসা করাতে পারবেনা...তার সাথে কথা বলতে পারবে না.. কি অদ্ভূত চিন্তাভাবনা !!!! -কোরানের একটা আয়াত কপি পেষ্ট করতে পারলেই ইসলাম সম্পর্কে সব জানা হয়ে গেলো ?ইসলাম তো কোন পুস্তকে লিখিত ধরা যাবেনা ছোয়া যাবেনা ধরনের ধর্ম নয়। ইসলাম একটি প্রাকটিক্যাল জীবন ব্যবস্থা -যা বাস্তবতার ফিল্ডে প্রাকটিস করতে হয়। কোরানের আয়াতের ব্যাখ্যা তো রাসুলুল্লাহ সাঃ এর পুরোটা জীবন। "মুমিনদের মা"য়েরা রাসুল সাঃ এর নির্দেশনা পুরোটুকু বাস্তবায়ন করেছেন। যুদ্ধের ময়দানে উপস্থিত থেকেছেন-আহতদেরকে চিকিতসা করেছেন-অসংখ্য হাদীস বর্ণনা করেছেন-..... -আমি এক আবুলকে স্টাবলিশ করার চেষ্টা করছি ?!?!?!?!? আপনি কাকে ষ্টাবলিশ করার চেষ্টা করছেন, যার প্রিয় পোষ্টের তালিকায় থাকে, ধর্মগ্রন্থে বর্ণিত পৃথিবীর সৃষ্টিপদ্ধতি মিথ্যা @কানাবাবা
৭৪ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০২
বিবেক সত্যি বলেছেন: অাওরঙ্গজেব ভাই, তারপর আরো কথা হচ্ছে... -আহমদ মুসা অসুস্থ -সুস্মিতা বালাজী একজন ডাক্তার -তাদের কথোপকথনে (যদি কোন ক্ষতির সম্ভাবনা থেকেও থাকে-সম্ভাবনা মাইনাস ইনফিনিটি পার্সেন্ট) ক্ষতির চেয়ে উপকার অনেক বেশি হয়েছে। একজন অমুসলিম মহিলা আল্লাহ তায়ালার মহান সৃষ্টি রহস্য সম্পর্কে পরিষ্কার ধারনা পেয়ে উচ্ছ্বসিত হয়েছে।
৭৫ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২০
বিবেক সত্যি বলেছেন: এই পোষ্টের কাউন্টারে ইতোমধ্যে ৩ টা পোষ্ট এসেছে। একজন আবার কান্নাকাটি করে পোষ্ট দিলেন, তাকে বেয়াদবী করার জন্য ব্যান করলাম কেন ? আমি গিয়ে বল্লাম , অভদ্র কথা বলার জন্য আমি পোষ্ট খুলিনি আপনি জেনারেল-অরপিদের ব্লগে গিয়ে ওসব কথা বলুন। -তা সেই পাব্লিক আমার কমেন্ট মুইছা দিছে। হে হে হে ...ছাগলিয় কর্মকান্ড দেখে মানুষেরা হাসতে হাসতে চেয়ার থেকে উল্টে পড়ে যায় 
৭৬ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২৮
শাওন বলেছেন: "ছাগলিয় কর্মকান্ড দেখে মানুষেরা হাসতে হাসতে চেয়ার থেকে উল্টে পড়ে যায়" লোলজ @ সত্যি বিবেক ;)
৭৭ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৭
বিবেক সত্যি বলেছেন: :-) (-: :-)
৭৮ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৬
`হাসান বলেছেন: ব্লগের জামাতী গুলাকে চিনতে এই পোস্ট সহায়ক । কীট গুলারে চিনিলাম।
৭৯ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৮
`হাসান বলেছেন: সাইমুম যাদের প্রিয় সিরিজ তাদের পরিচয় কি সেটা আর বলা লাগেনা। এখানে আগে একটা কমেন্ট করেছিলাম মনে হয় ওইডা ডিলিট করসে। প্রার্থনা করি বছরের প্রতিটি দিনই যেন ২৮ অক্টোবার হয়
৮০ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৮
কানা বাবা বলেছেন: @বিবেক সত্যি, ভাই আমি যা বলতে চেয়েছি মনে হয় বুঝাতে পারিনি। ডাক্তার সুস্মিতা মুসা'র চিকিত্সা করতে পারবে না এইটা আমি বলি নাই। আমি বলতে চেয়েছি আপনি যেভাবে নরাধমের প্রশ্নের জবাব দিতে গিয়ে ডিরেইলড হয়ে যাচ্ছিলেন তাতে করে কেউ ভাবতে পারেন আপনি বুঝি মুসা'র এই আচরণকে (ইসলামের দৃষ্টিতে) সিদ্ধ করার পণ করেছেন। সত্যি কথা বলতে কি, আমার নিজেরও তাই মনে হয়েছে। আদতে নরাধমের মূল প্রশ্নটার (দেখা দেয়া সিদ্ধ কি-না) সঠিক জবাব আপনি কখনোই দেননি। সন্ধ্যাবাতি'র মন্তব্য বরং আপনার চেয়ে বেশী মূলানুগ। আর "বয়স্কা" কিংবা "ছোট ভাইয়ের মতো একটা ছেলে" হওয়ার কারনেই কুরআ'নের সার্বজনীন (আপনারাই দাবী করেন) বিধান র'দ হয়ে যেতে পারে কি? নবীজি তো তাঁর পালকপুত্র যায়েদের তালাক্কপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করেছিলেন; "ছেলের মতো" যায়েদের স্ত্রীকে তো "পুত্রবধূ" গণ্য করেননি। কেন করেননি? হয়তো আল্লাহর নীতি চূড়ান্ত বলে তিঁনি মানতেন। অথবা মানবিকতা কিংবা চক্ষুলজ্জার দোহাই দিয়ে এই নিয়মের সুবিধাজনক নয়া ব্যাখ্যা দেবার মত "মডার্ন" তিঁনি ছিলেন না (যেটা আপনি সম্ভবতঃ হতে পেরেছেন)। নবীজি কাঁচা পেঁয়াজ পছন্দ করতেন না বিধায় যখন কিছু সাহাবী কাঁচা পেঁয়াজ খাওয়া ছেড়ে দিলেন তখন কেন আল্লাহ এই মর্মে আয়াত অবতীর্ণ করলেন যে 'তোমরা নিজেদের জন্য নিষিদ্ধ কোরোনা সেইসব যা আল্লাহ তোমাদের জন্য সিদ্ধ করেছেন'? যারা ধর্ম মানেন তাদের জন্য কিছু মৌলিক বিধান অবশ্যপালনীয়; বিশেষ ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতিরেকে। তো সেই বিশেষ নিয়মকে মডার্নিজমের নামে আপনি জেনার‌্যালাইজ করে ফেলবেন, আপনি এতোটাই "মডার্ন"? মা'শাআল্লাহ! জরুরী কারনে জোহর ও আসর এবং মাগরিব ও এশা একত্রে অগ্রীম আদায় করা যায় (ক্কাজা নয়, বুখারী দেখুন); কি হবে যদি "মডার্ন" কোনো ধর্মপ্রান মুসল্লি নাইট শো সিনেমা দেখার জন্য এই বিশেষ বিধানের অপব্যবহার শুরু করে? আমি তাই বলতে চেয়েছি আপনি মুসা-সুস্মিতার "ভাই-বোন"সুলভ কথাবার্তাকে জায়েজ করতে চান ভালো কথা; করেন; কিন্তু সেইটাকে ধর্মের মোড়কে আবৃত করে আমাদের গেলাবেন না, মানবিক অ্যাংগেলে তুলে ধরেন। শেষমেষ আপনি অবশ্য সেটাই করেছেন দেখে ভালো লাগলো। ...আর আপনি বোধহয় ভুলে গেছেন প্রোব্যাবিলিটির মিনিমাম ভ্যালু শূন্য; "সম্ভাবনা থাকলেও তা মাইনাস ইনফিনিটি" এধরনের কথা ঠিক যৌক্তিক শোনাচ্ছে না (অবশ্য মডার্ন কোনো গবেষণায় প্রমানিত হলে কথা আলাদা। আমি আগিলা জামানার লোক; হয়তো আমার যুগের শিক্ষা এখন অচল!)। ... এ্যান্ড প্লীজ ডু নোট; আমি আপনি কিংবা নরাধম কাউকেই 'ইস্টাবলিশ' করার খত দিয়ে ব্লগে আসিনি, স্যার। আমি আমার স্বাধীন মতামত দেই এবং কেউ আমার মতের বিরোধীতা করলে তাঁর যুক্তিগুলোও মনোযোগের সাথে বিবেচনা করি। কারো যুক্তি সঠিক মনে হলে 'ত্যানা প্যাঁচানো' ছাড়াই নির্দ্বিধায় গ্রহণ করি; দূর্বলতা কিংবা খুঁত যে ধরিয়ে দেয় তাঁকে বন্ধু মনে করি কিংবা করার চেষ্টা করি। ... ...এবং অবশ্যই তাঁকে ব্যান করি না! আপনার এই পোস্টে এইটাই আমার শেষ কমেন্ট হবে,এ-ই আশা। ভালো থাকুন, আলোকিত থাকুন। আপনার ওপর শান্তি বর্ষিত হোক!
৮১ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৭
প্রশ্নোত্তর বলেছেন: আহমদ মুসার সাইমুম একটা ইস্লামী টেরোরিস্ট সিরিজ। এই সিরিজের গুনে পিচ্চি পুলাপাইনগুলার মগজ কেরোসিন-ওয়াশ করা হয়! ১
৮২ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
বিবেক সত্যি বলেছেন: @ `হাসান তোমাদের পর্ণগ্রাফীক সোসাইটির লিডার বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি অসংখ্য নিকের অধিকারী প্রতিদিন একবার করে ব্যান খাদক জনাবে ডাক্তার আইজু আজ পর্যন্ত পারে নাই আমারে জামাতী প্রমান করতে, আর তুমি হাসান আইছো পুরানা ফাউল কাসুন্দী ঘাটতে  @প্রশ্নোত্তর পরিষ্কার মগজের অধিকারী মানুষ হিসেবে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। ভাগ্যিস আপনাদের মত নোংরা মগজ দেননি তিনি আমাকে...
৮৩ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
নরাধম বলেছেন: আওরংগজেব সাহেব, আপনার কমেন্টের উত্তর আমার পোস্টে দিছি। একটূ দেখবেন। আপনিও দেখি আমার প্রশ্নের জবাব না দিয়ে খালি পিছলান। আমার প্রশ্নটা আবার করতেছি। "সুস্মিতা মুসার জন্য বেগানা নারী। তার স্বামী আছে বলেই সে কোন প্রয়োজন ছাড়া বেগানা পুরুষের সাথে দেখা করতে পারেনা। এই গল্পে সে তাই করেছে আর মুসা সাহেব নিষেধ করেননি। এটা কি ইসলামের লংগন নয়? " সোজা সাপ্টা জবাব দেন।
৮৪ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
বিবেক সত্যি বলেছেন: কুরআ'নের সার্বজনীন (আপনারাই দাবী করেন) বিধান র'দ হয়ে যেতে পারে কি?.... -না পারে না। অসম্ভব। -তবে মনে রাখবেন , আল্লাহ তায়ালা মানুষকে দায়িত্ব দিয়েছেন কুরআনের বিধানকে প্রতিস্ঠিত করতে। কুরআন নাজিল হয়েছিলো ১৪০০ বছর পূর্বে ততকালীন আরবে। আরব বাসীর বোঝার সুবিধার্থে মহান রাব্বুল আলামীন তাদের ভাষায় কুরআন নাজিল করেছেন। এমন অসাধারন সব শব্দ ব্যবহার করেছেন অনেক ক্ষেত্রে যা শুধু আরবের জন্যই প্রযোজ্য। তবে বিশ্বজনীন বিধান কুরআনকে ব্যাখ্যা করার অধিকার মুসলিম স্কলারদের। খুব ভালো কোন উদাহরন আপাতত দিতে পারছিনা.. ...সূরা হাদীদের হাদীদ শব্দটির ব্যাখ্যা একসময় ছিলো লোহার তরবারী- সেই শব্দটির বর্তমান ব্যাখ্যা দেয়া হয় লোহার অনুতে -পরমানুতে ছড়িয়ে থাকা পারমানবিক শক্তি... ব্যান প্রসঙ্গঃ -যাকে ব্যান করেছি সে যথেষ্ট পরিমান অপরাধ করেছে ! ব্রেন-ওয়াশ শব্দটি সে খারাপ একটা ইঙ্গিত দিয়ে ব্যবহার করেছে + সে তুই তোকারি করে কথা বলেছে যা যথেষ্ট পরিমান অভদ্রতা...
৮৫ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
প্রশ্নোত্তর বলেছেন: @বিবেক আল-হামদুলিল্লাহ! সকল প্রশংসা আল্লাহর! "পরিস্কার মগজ দেননি তিনি আমাকে", দিয়েছেন আপনাকে। এই কি আল্লহর চোখে সবাই সমানের নমুনা? আমার মগজ তৈরী হওয়ার আগেই এমন কি করেছিলাম যে আমার মগজখানাকে 'অ-পরিষ্কার', 'নোংরা' করে বানালেন মহান রাব্বুল-আলামীন? দয়া করে পিছলে না গিয়ে উত্তর দিন।
৮৬ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১০
বিবেক সত্যি বলেছেন: খাইছেরে, আমার পাগরা ঘোড়া, কই থেইকা কই লইয়া যাস... নিজেই তো বুঝাইতে চাইলেন , আপনেগো মগজে অপরিচ্ছন্নতা আছে...আমি কি আগ বাড়াইয়া কইছিলাম নাকি ? যাউগ্গা...অভিযোগের তীর এইবার বিবেক সত্যিরে রাইখা সরাসরি আল্লাহর দিকে!! কাবা ধ্বংস করতে এসে নিজেই ধ্বংস হয়ে যাওয়া আবরাহার আক্রোশের সামনে কুরাইশ লিডার আব্দুর মুত্তালিবের মতই বলি...আল্লাহগো তোমার কাবা তুমি রক্ষা করো, তুমি তো আমারে তালাচাবি বিশেষজ্ঞ বানাও নাই যে কারো সিলমোহর লাগানো অন্তরের দরজা আমি খুইলা দিমু...
৮৭ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৬
প্রশ্নোত্তর বলেছেন: ধানাই পানাই করলেন, আমার প্রশ্নের উত্তর তো দিলেন না! "আপনেগো মগজে অপরিচ্ছন্নতা আছে" -- আপনেগো কারা? আমি কখন বললাম যে এই 'আপনেগো' মগজে অপরিচ্ছন্নতা আছে? "আমি কি আগ বাড়াইয়া কইছিলাম নাকি ?" -- আপনিই তো বললেন! এসব কি মিথ্যা নয়? এনিওয়ে, প্রশ্নের উত্তর দিলেই চলবে।
৮৮ ।০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৩
এক পশলা বৃষ্টি বলেছেন: আর মাত্র ১২ টা কমেন্ট, আমারটা সহ 
৮৯ ।০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: এক পশলা বৃষ্টি , ১২টি কমেন্ট মানে কি?
৯০ ।০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩৯
বিবেক সত্যি বলেছেন: প্রশ্নোত্তর, ভাইরে... আপনে যদি চুম্বকের দক্ষিণ মেরু হন তাইলে আমি হইতেছি চুম্বকের উত্তর মেরু(বামরে দক্ষিন কয় না উত্তর কয় মনে নাই!!)। এখন আপনে যদি কন বিবেকের মগজ পুরা সাফ তাইলে আমি কি এর ইনভার্স টা কইতে পারি না শুরুটা তাইলে আমি কেমনে করলাম ? -আপনার প্রশ্নের আরো দুইটা উত্তর আছে ১. আমার ল্যাপটপের ব্যাটারীর চার্য শেষ(ওহ নাতো...আমার তো ল্যাপটপই নাই) ২.মুরগা জবাই করার সময় আল্লাহর নাম নিতে হইবেক @এক পশলা বৃষ্টি সেঞ্চুরীর শখ একবার মিটছে। এই পোষ্ট লোড হইতে কতক্ষণ লাগে আপনি বুঝবেন না। আপনার আন্তরিকতার জন্য অসংখ্য-অসংখ্য ধন্যবাদ 
৯১ ।০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৪
নরাধম বলেছেন: সারা পোস্টটায় সব জামাতিরা খালি পিছলায় গেলা। উত্তর দেওয়ার মুরোদ কারও নাই। ধর্ম নিয়েও জালিয়াতি, দেশ নিয়েও জালিয়াতি। আমি জানি এই কমেন্টটা মুইছা যাইব।
৯২ ।০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৪
বিবেক সত্যি বলেছেন: এইজন্যই মনে হয় জামাতে পিছলামী নামটা আসছে, আপনে একটা পোষ্ট দিতে পারেন, এই বিষয় নিয়ে...  -আর বেকুবদেরকে(যাদের প্রশ্নের জবাব অসংখ্য বার দেয়ার পরও অহেতুক অপ্রাসঙ্গিক বিষয়ে তর্ক তোলে) তালগাছ দিয়ে দিতে বলা হয় আমার ধর্মে। "তাদেরকে" সালাম বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার উপদেশ রয়েছে সম্ভবত সূরা হুজরাতে...
৯৩ ।০৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৩০
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভাল লেগেছে শেষ উত্তরটি।
৯৪ ।০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬
আবূসামীহা বলেছেন: @বিবেক সত্যি উপদেশটা সূরা ফুরকানে। "রহমানের বান্দা হছে তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। আর যখন অজ্ঞ-মূর্খরা তাদের সাথে তর্ক করতে আসে তখন তারা বলে শান্তি (সালাম)।" ২৫/৬৩
৯৫ ।০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫৩
চতুরভূজ বলেছেন: পুরো পোষ্ট এবং কমেন্ট গুলো পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। হা হা হা । বিবেক সত্যি এসব আইডিয়া পান কোথ্থেকে?? হা হা হা । নরের অধমেরা ধমাধম কিছু বাড়ি খেল!! হা হা হা ..... ৫
৯৬ ।০৭ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫ সত্যিই পোস্টের আইডিয়াটা দারুন!
৯৭ ।০৮ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৩৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: আবু সামীহা, আপনাকে ধন্যবাদ। হ্যা, আয়াতের কথা পড়ে আমিও একটু অবাক হই। কারন হুজুরাতে মনে হয় নি এই আয়াতটি আছে। যাক, আশা করি এরপর আর আমাদের ভুল হবে না। অবশ্যই যে কোনো ভুল আপনি ধরিয়ে দেবেন। কারন আপনার নলেজ অনেক বেশী। চতুরভূজ, আপনি তো এই আড্ডাটা মিস করেছেন। এই পোস্ট আমরা খুব এনজয় করেছি। বেশ অনেকজন ব্লগার। সবাই একটার পর একটা কমেন্ট দিয়ে যাচ্ছিল।
৯৮ ।০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৭
বিবেক সত্যি বলেছেন: কঠিন দৌঁড়ের ওপর আছি ..সকাল ৭.০০ থেকে রাত ১১.০০ !!! -১ টানা ১০ দিন চলবে... @আবূসামীহা : পরীক্ষার আগের রাতে পড়ার চিড়কালীণ অভ্যাস । 'সম্ভবত' শব্দটা প্রায়ই বসাতে হয় এজন্য । আপনার প্রতি কৃতজ্ঞতা... @চতুরভূজ : নরাধমকে আবার নরের অধম বললে মাইন্ড খায় আপনার মত লিখতে তো পারিনা, তাই চমক আনতে চেষ্টা করি আরকি ! দোয়া কাম্য... @সারওয়ারচৌধুরী : থ্যাঙ্কস আ লট  @উম্মু আবদুল্লাহ : ...তবে কেউ কেউ (বিবেক সত্যি সহ )চেয়ার থেকে পড়ে ব্যাথাও পেয়েছেন..
৯৯ ।১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৩৬
ভাইটামিন বদি বলেছেন: পুরা ব্যাপারটাতেই মজা খাইলা......বসছি কাল সক্কালের প্রেজেন্টেশান তৈরী.......আর বইসা বইসা ব্লগাইলাম।।।।। নাহঃ ভাল ব্রেক হয়েছে....
১০০ ।১৪ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০০
উম্মু আবদুল্লাহ বলেছেন: অনেক দিন খবর নাই। বিষয় কি??
১০১ ।১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৭
বিবেক সত্যি বলেছেন: হ্যালো !ভাইটামিন বদি !! হ্যালো ! হ্যালো... (আপনে সেঞ্চুরী হাঁকাইছেন) @উম্মু আবদুল্লাহ : হলে নেট থাকেনা অধিকাংশ সময়। টার্ম শেষের ছুটি চলছে তো..তাছাড়া গত ১০ দিনই মহাব্যাস্ত ছিলাম  জীবনেও মনে হয় এত পরিশ্রম যায়নি 
১০২ ।১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৬
আশরাফ রহমান বলেছেন: ভালই জমছে দেখি!
১০৩ ।১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২০
মাথামোটা বলেছেন: আশরাফ ভাই কেমন আছেন?
১০৪ ।১৪ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
উম্মু আবদুল্লাহ বলেছেন: এই পোস্টে কোন গালি নেই। এইজন্য আরেকবার ধন্যবাদ।
১০৫ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: "জীবনেও মনে হয় এত পরিশ্রম যায়নি" প্রতিটি পরীক্ষার সময়ই তো মনে হয় এরকম।
১০৬ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১৬
বিবেক সত্যি বলেছেন: প্রাক্টিকাল সার্ভেয়িং ছিলো । সকালে ফজরের নামাজ পড়েই রেডি হয়ে দৌড়..একটানা ২ টা পর্যন্ত ঠাঠা রৌদ্রের মধ্যে কাজ..সাথে স্যারদের ঝাড়ি শোনা..বিকাল থেকে রাত ১০ টা-১১টা পর্যন্ত সারাদিনের কাজের রিপোর্ট-ড্রয়িং.. যাক, ব্যাপারনা..মজাও হয়েছে অনেক
১০৭ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: কি সার্ভে? স্টেডিয়া? এটা তো এনজয় করার কথা।
১০৮ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২১
মদনবাবু বলেছেন: ব্লগের জামাতী গুলাকে চিনতে এই পোস্ট সহায়ক ।
১০৯ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: চিনে রাখুন। কারন এরা ইসলামকে ভালবাসে।
১১০ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৫
বিবেক সত্যি বলেছেন: চেইন, প্লেইনটেবল, ট্রাভার্সিং, লেভেলিং, কন্টরিং, কার্ভসেটিং, হাউজ সেটিং, স্টেডিয়া... এনজয় করিনি এমন নয় ! তবে সত্যিই অনেক পরিশ্রম গেছে..
১১১ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৩১
উম্মু আবদুল্লাহ বলেছেন: এখনও কি আউটডোর সার্ভে? নাকি হলের ভেতর?
১১২ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৪
বিবেক সত্যি বলেছেন: নাহ , শেষ হয়েছে ..১০ দিনের কোর্স ছিলো..হলে আছি..
১১৩ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪২
উম্মু আবদুল্লাহ বলেছেন: তাহলে তো প্রচুর লেখা পাওয়া যাবে। এই ব্লগে ভদ্র ভাষায় কথা হয় - সেটাই মূল আকর্ষন।
১১৪ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: কন্টরিং, কার্ভসেটিং, হাউজ সেটিং - এগুলো মনে হয় অন্য ডিপার্টমেন্টে পড়ায় না। তাই নামগুলো অপরিচিত।
১১৫ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১৭
বিবেক সত্যি বলেছেন: উহু ... প্রচুর লেখার সম্ভাবনা কম ! হলে আর দুয়েকদিন মাত্র। এরপর বাড়িতে-নেট থেকে বিচ্ছিন্ন থাকব  -সার্ভেয়িং শিখবেন  কন্টরিং: একটা নিদৃষ্ট এরিয়ায় অনেকগুলো গ্রিড করে সবগুলো পয়েন্টের এলিভেশন নেয়া হয় । স্যার আশেপাশে না থাকলে দুচারটা নিয়ে বাকিগুলো খাতায় লিখে নিলেই হয় !!! এরপর একটা বড়সর গ্রাফ পেপারে একই এলিভেশনের পয়েন্টগুলে দাগ টেনে যোগ করে দেয়া হয় , ওগুলোই কন্টর লাইন কার্ভসেটিং: মাঠে বাশের লাঠি (বেম্বো পেগ বলতে হয় নাহলে নেগেটিভ নাম্বার) গেঁথে তাতে দড়ি বেঁধে রাস্তা বানানো । এদিন দুঃখ পেয়েছি, অন্য গ্রুপের স্যার ওদেরকে আইচক্রীম খাওয়ালেন আর আমাদের স্যার র্যাঙ্গস ভবনে... হাউজ সেটিং: বাড়ির প্লানটাকে দড়ি দিয়ে মাঠে বসানো। পরে চুন দিয়ে দাগ কেটে চিহ্নত করা...
১১৬ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪২
উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ। এই বয়সে আর সার্ভে শেখার ইচ্ছে নেই। তবে সার্ভে নিয়ে আমার কিছু বিভীষিকাময় স্মৃতি আছে। সেজন্যই অনেক ডিটেইলস এখনও মনে করতে পারি।
১১৭ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৪৮
বিবেক সত্যি বলেছেন: আচ্ছা ঠিকাছে 
১১৮ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০২
উম্মু আবদুল্লাহ বলেছেন: নূতন পোস্ট সময় থাকলে।
১১৯ ।১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫১
মাহমুদ রহমান বলেছেন: ব্যপকস হইছে........ বেশ মজা পাইলাম। বাচ্চা পোলাপান যেমন প্রশ্ন কইরা বিরক্ত করে সেইরম সব প্রশ্ন।
১২০ ।০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৩৬
বিবেক সত্যি বলেছেন: হুম.. : ) পুরানা ইতিহাস .. লোকটা অবশ্য আজকাল কিছুটা ম্যাচিউরড হইসে শুনছি ..
১২১ ।০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৪৩
অ্যামাটার বলেছেন: হই!! এইরকম টুকরা পিস বানাইতেছো ক্যান??
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ২:০৬
১২২ ।০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১:৫০
নাজিম উদদীন বলেছেন: আহমদ মুসার মত কাল্পনিক চরিত্র নিয়ে এত কান্ড। :)
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ২:০৮
বিবেক সত্যি বলেছেন: আহমদ মুসা আলোরন সৃষ্টিকারী কাল্পনিক চরিত্র ... এইজন্যই ...
১২৩ ।০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ২:১৯
নাজিম উদদীন বলেছেন: একসময় পড়ছিলাম, জামাতী মাসুদ রানা। সংগ্রামের আবুল সাহেবের লেখা। এধরণের কাল্পনিক চরিত্রের সৃষ্টির ব্যাপারে ধর্ম কি বলে?
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ৩:০৫
বিবেক সত্যি বলেছেন: আহমদ মুসা কি জামাতের রুকন না সাথী ? বলে দেন , আমি অতটা খুটিয়ে পড়িনাই .. তিনগোয়েন্দা যেই মন নিয়া পড়ছি সাইমুম ও সেই মন নিয়া পড়ছি । আহমদ মুসা একবারো জামাত করতে বলছে বলে মনে পড়েনা...

আপনার মন্তব্য লিখুনঃ

No comments:

Post a Comment