এক ভন্ডের ইসলাম এ্যালার্জি- অতি পরিচিত ধর্মনিরপেক্ষতাবাদী নমুনা (comment)

এক ভন্ডের ইসলাম এ্যালার্জি- অতি পরিচিত ধর্মনিরপেক্ষতাবাদী নমুনা

২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:১৩

ইসলাম নিয়ে যেকোন জিজ্ঞাসা, খবরাখবর, আলোচনা ও চিন্তা.....
করার জন্য একটি প্লাটফর্ম তৈরী করা হয়েছে সামহোয়্যার ইন ব্লগে গ্রুপিং ফিচারের মাধ্যমে । 

নতুন ভার্সনের পর বেশ কিছুদিন পার হয়ে গেলেও ইসলামিক মাইন্ডেড ব্লগারদের কোন গ্রুপ তৈরী হচ্ছিলো না । ইতোমধ্যে অনেকগুলি গ্রুপ তৈরী হয়ে গেছে । গ্রুপের পেইজ থেকে সার্চ করার অপশন যোগ করা হয়েছে ইতোমধ্যে । সেই ভন্ড এতগুলো গ্রুপ তৈরী হওয়ার মধ্যে কোন বিভক্তির লক্ষণ খুজে পায়নি । এখন " ইসলাম" নামের গ্রুপ তৈরী হওয়ার পর তার বোধোদয় হয়েছে,আহারে বাংগালী জাতি বিভক্ত হয়ে যাচ্ছে ... 

এই পাবলিকের পরিচয় কি ? দেশপ্রেমিকের মুখোশ ধারী এই পাব্লিক প্রচন্ড গালিগালাজ করার কারনে ২৪ ঘন্টা ব্যান থেকেছিলো একবার । সামহোয়্যারিনে মহানবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ কে কটাক্ষ করে ছবি প্রকাশকারী ব্লগারদের ডিফেন্ড করে সে নির্দ্বিধায় ! যে কোন অশ্লীল পোষ্টে তার উৎসাহমূলক কমেন্ট খুজে পাওয়া যায় ... 


ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কি বই পড়ে জানার দরকার আছে বাঙালী জাতির ? ধর্মনিরপেক্ষতার মুখ ভরা বুলি আর ভার্চূয়াল রাজাকার নিধনের সুষ্পষ্ট ও পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম কে সহ্য করতে না পারা । 

আমি নিরপেক্ষ...কারন আমি মনে করি প্রত্যেকের অধিকার রয়েছে প্রত্যেকটি সুযোগ লাভ করা ....বাট একটা সমস্যা...ইসলাম বা ইসলামি ব্যাক্তিত্ব কিন্তু রাজাকার ..কাজেই যদি রাজাকার না হতে চাও তবে ইসলামের নাম মুখে এনোনা..
এই হচ্ছে ধর্মনিরপেক্ষ ভন্ডামির নমুনা ...

এদের ইসলাম ঠেকানোর সস্তা পদ্ধতি সে এখানেও আ্যপ্লাই করেছে । ইতোমধ্যে ঘোষণা করেছে http://www.somewhereinblog.net/group/islam এ নাকি রাজাকার আছে !!!

ছি..কি কুৎসিত শয়তানী ... 

মন্তব্য ৮৮ টি রেটিং +৩৩/-১৮

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:১৭
আওরঙ্গজেব বলেছেন: ভন্ডদের মূখোশ আবারও উম্মোচিত হল।
২ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২২
এস্কিমো বলেছেন: ভন্ডদের মূখোশ আবারও উম্মোচিত হল।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৭
বিবেক সত্যি বলেছেন: হ্যা, ভন্ডদের লজ্জা থাকেনা...
৩ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৪
কণা বলেছেন: হি হি হি... আরো কত কি শুনবেন.... সবে তো শুরু ;)
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৬
বিবেক সত্যি বলেছেন: খারাপ লাগে আবার ভালোও লাগে । যে ইসলামকে নষ্টরা সহ্য করতে পারেনা সেটাই আসলে ইসলামের প্রকৃত রূপ !
৪ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৪
নিলয় চাকলাদার বলেছেন: ছিদ্রন্বেষী সবসময় সব জায়গায় ছিলো, আছে, থাকবে। আসুন পুডিং লাগিয়ে ছিদ্রান্বেষীদের ছিদ্রগুলো বন্ধ করে দেই।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪২
বিবেক সত্যি বলেছেন: হুমম সেটাই...
৫ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৫
ত্রিভুজ বলেছেন: চমৎকার বলেছো বি.স (বিবেক সত্যি)। +
৬ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩১
এস্কিমো বলেছেন: সত্যই ইসলামের নামে রাজাকারদের সমাবেশকারী ভন্ডদের লজ্জা থাকেনা... - আপনাকে ধন্যবাদ, ভন্ডদের সমাবেশ আয়োজনের জন্যে। আপনার জন্য রইল উত্তম জাঝা। আমিন।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪০
বিবেক সত্যি বলেছেন: আসলেই তো...রাজাকার ছাড়া ইসলাম কোথায় পাই...যেখানে ইসলাম সেখানেই রাজাকার...কিন্তু রাজাকার তো মারতে হবে...এই কাজে ঢিল দিলে চলবেনা...রাজাকার মারা ইমানী(???) দায়িত্ব...কাজেই আসুন আমরা ইসলামকে নিশ্চিহ্ন করে দি....ইসলামকে উৎখাত করে দি...তাহলেই অটোমেটিকাল্লী রাজাকার নিপাত হইয়ে যাবে...
৭ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৬
gonder বলেছেন: গু-রুপে গু-রুপে বলগ ছয়লাপ হয়া যাইতেছে। যেকোন গ্রুপিংকে আমার পক্ষ থেকে ওলওয়েজ না। এইসব গুরুপিং বনধো হোক।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৩
বিবেক সত্যি বলেছেন: আজ ২৪ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৫ এর আগে আপনার এই দাবীর মধ্যে সত্যিকারের আন্তরিকতা থাকতো... কিন্তু এখন যেটা করেছেন জাষ্ট ইসলাম বিদ্বেষের কারনে...তাইনা ?
৮ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৬
সোনার বাংলা বলেছেন: শুরুর আগেই খ্যাতি............! কর্মের আগেই ফল.............!
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৬
বিবেক সত্যি বলেছেন: :) সত্যিকারের ইসলামী মেজাজ যেটা তার একটা দারুন বৈশিষ্ট্য আছে .. তার আগমনে মিথ্যার ভিত কেঁপে উঠবেই...এবং সেই মিথ্যা- যা ধর্মনিরপেক্ষ-ধর্মহীন-বা আবু জেহেলীয় পৌত্তলিকতাই হোক না কেন একত্রিত হয়ে একজায়গায় দাড়াবে এবং ৩১৩ র বিরুদ্ধে বদর যুদ্ধের ডংকা বাজাবে..:)
৯ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪২
উম্মু আবদুল্লাহ বলেছেন: ইসলাম মানে কারো কারো গায়ে ফোস্কা.............।
১০ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৬
জেনারেল বলেছেন: উম্মু আবদুল্লাহ বলেছেন: ইসলাম মানে কাশ্মিরের নীল আকাশে আল্লাহ নাম আরবীতে লেখা। উর্দুতে হইলে আরও জুচ হইত
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৪
বিবেক সত্যি বলেছেন: আরবীর প্রতি বিদ্বেষ, জেনারেল নিকের জন্য স্বাভাবিক..
১১ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৬
এস্কিমো বলেছেন: আসলেই তো...রাজাকার ছাড়া ইসলাম কোথায় পাই...যেখানে ইসলাম সেখানেই রাজাকার - সেই কথাইতো বললাম। রাজাকারদের সমাবেশ। রাজাকারদের সমাবেশে রাজাকার ছাড়া আর কি কিছু দেখা যাবে? বৃথাই চেষ্টা করেন।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫০
বিবেক সত্যি বলেছেন: আপনাকে সুস্বাগতম ভাইয়া ! প্লিজ , ত্রিভুজ ভাই তো বলেছেই, যেকোন ধরনের আলোচনা চলবে ইসলাম গ্রুপে। আপনিও চলে আসুন..তাহলে এই গ্রুপে রাজাকারদের দাপট থাকবে না..
১২ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৯
এস্কিমো বলেছেন: উম্মু আবদুল্লাহ বলেছেন: ইসলাম মানে কারো কারো গায়ে ফোস্কা.............। - চর্ম রোগ বলে মনে হচ্ছে। জরুরী ভিত্তিতে ডাক্তার দেখান ...............।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১১
বিবেক সত্যি বলেছেন: এই আত্মোপলদ্ধিটা উপকারী ... আপনি যখন মনে করবেন বা বুঝতে পারবেন যে ইসলামের নাম শুনলেও আপনার গা জ্বলে যায় , সেই সাথে এটাও বুঝতে পারছেন যে ডাক্তার দেখালে এই রোগ থেকে মুক্তির সম্ভাবনা আছে..তখন আর দেরি কেন ? আপনি যেখানে আছেন, সেখানে আর যাই হোক কেউ আপনাকে রাজাকার বানাতে পারবেনা এটা নিশ্চিত ! প্লিজ, আমার মনে হয় আপনি পারবেন ...ইসলাম নিয়ে একটু পড়াশোনার চেষ্টা করুন... এই রোগ থেকে মুক্ত হওয়ার পর আর যাকে তাকে রাজাকার বলতে পারবেন না..সত্যিকারের দেশদ্রোহী-দেশের স্বার্থবিরোধী কাজ যারা করেছে বা করছে তাদেরকেই আপনি তখন রাজাকার বলবেন ...বিড়াট একটা ব্যাপার তাইনা..
১৩ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: যার দরকার সে ডাক্তার দেখাবে। কিন্তু আপনি না এ ব্লগে ব্লক ছিলেন। কবে আনব্লক হলেন?
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০০
বিবেক সত্যি বলেছেন: :P - অনেকদিন তো হয়ে গেলো...তাই...:)
১৪ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৭
এস্কিমো বলেছেন: কার ব্লগ, আর কে জিগায়। ঘটনা কি?
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০২
বিবেক সত্যি বলেছেন: ঘটনা গুরুতর.... আচ্ছা , আমি কিন্তু এই পোষ্টে কোথাও সেই ভন্ডটার নাম উল্ল্যেখ করিনি..তারপরও লোকজন চিনে ফেলল কিভাবে ?
১৫ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৬
এস্কিমো বলেছেন: তাইতো। এক ভন্ডের ডাকে দলে দলে ধর্মের কম্বল গায়ে ভন্ডরাজাকারের দল এলো কিভাবে। আপনাকে তো চিনার কথাই, কি বলেন?
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৩
বিবেক সত্যি বলেছেন: ভন্ডরাজাকারের মানে কি ? ভন্ড রাজাকার..মানে রাজাকার নয় কিন্তু লোকজন রাজাকার বলে :):):) যেমন অনেককে অনেকে ভন্ড মুক্তিযোদ্ধা বলে যা মিন করে সে আসলে মুক্তিযোদ্ধা নয় কিন্তু তার একটা মুখোশ আছে :P
১৬ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১১
আওরঙ্গজেব বলেছেন: সেই ভন্ড নিজের পোস্টে ইসলামিক গ্রুপের সমালোচনা করে লিখেছেন, "একটা ছোট দেশের মানুষ যে কতভাবে নিজেদের ভিতক্ত করতে পারে তার একটা জীবন্ত উদাহরন হবে এই ব্লগ সাইট। কে যে বুদ্ধি দিয়েছে এদের।" আর তিনি নিজেই ব্লগের মোট ২০ (প্রায়) টি গ্রুপের কমপক্ষে একটি গ্রুপের (জন্মযুদ্ধ) সদস্য। এটা কি তার বক্তব্যের সাথে কাজের স্ববিরোধীতা নয়?
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৯
বিবেক সত্যি বলেছেন: উনি আসলে গ্রুপিং বিরোধী মানুষ..ভুল করে মাউসের ক্লিক পড়ে গেছে...:P ও নাহ..উনিতো ল্যাপটপ ব্যবহার করেন..সেটার নাকি আবার কি সমস্যা হয়েছে.. কি জানি..যাহোক কোন কারনে উনার ভল হয়ে গিয়েচ্চে..:P অবশ্য ইসলাম গ্রুপ দেখে উনি ভুল বুঝতে পেরেচ্চেন..;);)
১৭ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৬
আবূসামীহা বলেছেন: ইসলাম দেখলেই শয়তানের চেলাদের ঘুম হারাম হয়ে যায়। কী করবেন। ওদের ছেড়ে দেন। আর "শয়তানের চক্রান্ত দূর্বল"।
১৮ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২০
এস্কিমো বলেছেন: অাওরঙ্গজেব বলেছেন: সেই ভন্ড নিজের পোস্টে ইসলামিক গ্রুপের সমালোচনা করে লিখেছেন, "একটা ছোট দেশের মানুষ যে কতভাবে নিজেদের ভিতক্ত করতে পারে তার একটা জীবন্ত উদাহরন হবে এই ব্লগ সাইট। কে যে বুদ্ধি দিয়েছে এদের।" আর তিনি নিজেই ব্লগের মোট ২০ (প্রায়) টি গ্রুপের কমপক্ষে একটি গ্রুপের (জন্মযুদ্ধ) সদস্য। এটা কি তার বক্তব্যের সাথে কাজের স্ববিরোধীতা নয়? - মোটেও না জনাব বাচ্চা রাজাকার। আমি কোন গ্রুপ হোস্ট করি না। গ্রুপের জন্যে আবেদনও করিনি। গ্রুপিং এ পক্ষেও না। ব্লগে একটাই গ্রুপ থাকার কথা ছিলো। কিন্তু রাজাকারদের কারনে ব্লক বিভক্ত। সরাসরি মুক্তিযুদ্ধের কথা বলার কারনেই জন্মযুদ্ধের সদস্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা - রাজাকারদের আখড়া ব্লগে জন্মযুদ্ধ তৈরীর জন্যে অমি রহমান পিয়াল কে ..।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫
বিবেক সত্যি বলেছেন: হা হা হা...দম ফাটানো হাসি...=p~ =p~
১৯ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: বিবেক, প্লীজ তোমার ব্লগের পরিবেশ ভাল রাখ। দরকার হলে ব্লক কর। বিশেষত তুমি যদি কারো ব্লগে ব্লকড থাকো। স্যরি যদি কথাগুলো ইন্টারফেয়ারিং মনে হয়। আসলে ফাক পেলেই তোমার ব্লগ ঘুরে যাই। যদি পরিবেশের কারনে আর এখানে আসতে না পারি তবে আমার জন্য তা দুঃখজনক।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৮
বিবেক সত্যি বলেছেন: সাবধান থাকবো.. ধন্যবাদ... আমি কারো ব্লগে ব্লকড কিনা জানিনা ।
২০ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫
এস্কিমো বলেছেন: আবূসামীহা বলেছেন: ইসলাম দেখলেই শয়তানের চেলাদের ঘুম হারাম হয়ে যায়। কী করবেন। ওদের ছেড়ে দেন। আর "শয়তানের চক্রান্ত দূর্বল"। - আবু সামীহা কি মুফতি হয়ে যাচ্ছেন নাকি? ফতোয়া দেওয়া শুরু করলেন। জান জেনে কাউকে শয়তানের সাথে তুলনা করা কি ঠিক। ইসলাম কি বলে? (জামায়াতে ইসলাম না)
২১ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৭
আবূসামীহা বলেছেন: ভাই, এটাতো কোন ফতোয়া নয়। আর আপনি শয়তানের চেলা না হলে আমার কমেন্টে আপনার কিছুই যায় আসবেনা। @এস্কিমো
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩১
বিবেক সত্যি বলেছেন: হা হা হা....কেবল হাসি পাচ্ছে... মানষ সব কিছু নিজের গায়ে কেন যে টেনে নেয় :)
২২ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৮
এস্কিমো বলেছেন: আরে আমাকে ব্লক করেন। আর হ্যা ভন্ডরাজাকার = ভন্ড + রাজাকার (বাচ্চাও হতে পারে)
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৩
বিবেক সত্যি বলেছেন: আচ্ছা :) এবার আপনি চলে যান.. ব্লক না করে ভদ্রভাবে বলছি... আপনি ধীরে ধীরে নিয়ন্ত্রন হারিয়ে ফেলছেন বলে মনে হচ্ছে ;)
২৩ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩১
এস্কিমো বলেছেন: যেভাবে " ..." ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে ফতোয়ার মতো। নিজেকে বেশ বড় ইসলামী চিন্তাবিদ মনে করেন মনে হয়। একটা ফতোয়া খালিমাঠে ছেড়ে দিলেন - যার লাগে লাগুক। ভন্ডামী তো এটাই। সাহস করে বলুন - দেখি কতটা ইসলাম জানেন। জামাতের ইসলাম আর ইসলাম কিন্তু এক না সেইটা কি জানেন?
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫
বিবেক সত্যি বলেছেন: হ্যা .. কোন খারাপ শব্দ ব্যবহার না করে আমার পোষ্টে যে কারো সাথে আলোচনা চালাতে পারেন, আমি কিছু মনে করবোনা...
২৪ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৪
জেনারেল বলেছেন: আরবী হল আরাবিয়ানদের ভাষা যে ভাষায় কুরান নাযিল হইছে, সেই ভাষার একটা আলাদা জুচ আছে না? তাই হেরে হেলা ফেলা করা ঠিক না। তয় কাশ্মিরের আকাশে উর্দুতে লেকা হলে ভাল হইত। কারন পাকিস্থান হল ইসলামিক কান্ট্রি, হাজার হাজার ইসলামিক যুদ্ধারা দৈনিক প্রাণ দিচ্ছে ইসলামের জন্য, সেইখানে তাদের সুবিধার জন্য উর্দু ভাষা হলে আরও জুচ আসত পাকিস্থানী যুদ্ধাদের।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪০
বিবেক সত্যি বলেছেন: আমার কি ধারনা জানেন, পাকিস্তান পৃথিবীর একটা অভিশপ্ত রাষ্ট্র... এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতারা জাতির সাথে বেইমানী করেছে...জনগন তার প্রতিরোধ করতে পারেনি...ব্যাস...সব মিলিয়ে প্রজন্মের পর প্রজন্ম সেই অভিশাপ বয়ে বেড়াচ্ছে.. ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয় আমার বাংলাদেশের সাথেও "বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন নেতা" রা বেইমানি করেছে । আপাতত ৩৬ বছর ধরে আমরা সেই অভিশাপ বয়ে বেড়াচ্ছি...জানিনা আর কত ????
২৫ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪০
বুড়া শাহরীয়ার বলেছেন: এলিট ব্লগার এর আতলামি ভালই জমছে
২৬ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪০
এস্কিমো বলেছেন: আরেকটা প্রশ্ন। আপনার নিক কয়টা? (মুসলমান হিসাবে আশা করি মিথ্যা কথা বলবেন না। কারন আমার মনে হয় আপনি আমার এজন প্রিয় ব্লগার। এইটা আপনার প্রাইমারী নিক না)
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৬
বিবেক সত্যি বলেছেন: কারন আমার মনে হয় আপনি আমার এজন প্রিয় ব্লগার... ওরে আমারে ধর...মরে গেলুম ;)
২৭ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৩
বিবেক সত্যি বলেছেন: এস্কিমোর একটা কমেন্ট মুছে তাকে হুশিয়ারী দেয়া হলো..
২৮ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৩
আবূসামীহা বলেছেন: "শয়তানের চক্রান্ত দূর্বল" - কথাটা কুর'আনের একটা আয়াতের অংশের অনুবাদ (৪/৭৬)। إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا সেজন্য "......" ব্যবহার করেছি। এবার বুঝেছেন, নিশ্চয়ই? আর আপনাকে বুদ্ধিমান মানুষ বলেই জানি। আমি মুফতি নই। আর ফতোয়ার ভাষায়ও আমি কথা বলিনি। ধন্যবাদ। @এস্কিমো।
২৯ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৮
বিবেক সত্যি বলেছেন: স্যরি @ উম্মু আব্দুল্লাহ :)
৩০ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫০
অনামিকা বলেছেন: রাজাকাররা সবসময়ই ইসলামকে ব্যাবহার করেছে, এখানেও ব্যাতিক্রম হয়নি। রাজাকারদের বলছি, 'পালানোর জায়গা নেই শয়তান'।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৭
বিবেক সত্যি বলেছেন: ইসলামকে আর কেউ ব্যবহার করেনি :) আমি তো প্রতিদিন ইসলামকে ব্যবহার করি...চেষ্টা করি প্রতিটি কাজ ইসলাম নির্দেশিতভাবে করার । রাজাকারদের প্রতি হুশিয়ারী, 'পালানোর জায়গা নেই শয়তান'।- একমত
৩১ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৪
বুড়া শাহরীয়ার বলেছেন: দেশদ্রোহী রা সবসময়ই মুক্তিযুদ্ধ কে ব্যাবহার করেছে এখানেও ব্যতিক্রম হয়নি।
৩২ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: ও কে। নো প্রবলেম। জানিয়ে গেলাম। চাইলে এটিও মুছতে পার।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৯
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কস..
৩৩ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৭
অনামিকা বলেছেন: দেশদ্রোহী রা সবসময়ই মুক্তিযুদ্ধ কে ব্যাবহার করেছে এখানেও ব্যতিক্রম হয়নি @ বুড়া শাহরীয়ার আমি কিন্তু রাজাকারদের বলেছি, আপনার জ্বলছে কেন? আপনি কি রাজাকার? রাজাকারদের বলছি, 'পালানোর জায়গা নেই শয়তান'।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৩
বিবেক সত্যি বলেছেন: দেশদ্রোহী রা সবসময়ই মুক্তিযুদ্ধ কে ব্যাবহার করেছে এখানেও ব্যতিক্রম হয়নি।-----বুড়া শাহরিয়ার বলেছেন..:) উনি কিন্তু দেশদ্রোহীদের বলেছেন-আপনাকে নয় ;) রাজাকারদের বলছি, 'পালানোর জায়গা নেই শয়তান'।--আবারো একমত :)
৩৪ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০২
ত্রিভুজ বলেছেন: এস্কিমো বলেছেন: আরে আমাকে ব্লক করেন। এই কথাটা বলার আগে নিজের ব্লগের দিকে তাকিয়ে দেখুন। আপনি আপনার ব্লগে আমাকে ব্যান করে রেখেছেন কিন্তু আমার ব্লগে এসে দিব্যি মন্তব্য মেরে যান। আবার আমাকে নিয়ে করা পোষ্টে মন্তব্য দিচ্ছেন.... এটা কি অসততা নয়? বাই দ্য ওয়ে, গ্রুপ তৈরি করার পর যখন মাত্র ২/৩ জন সদস্য হয়েছে তখনই আপনি ইসলামী গ্রুপের বিরু্দ্ধে পোষ্ট দিলেন। সমস্যাটা কি ইসলাম নিয়ে? কিছুদিন আগে আশরাফ রহমানের গীতা বিষয়ক পোষ্টের জন্য ব্লগে আন্দোলন করলেন। ঐ পোষ্ট নাকি সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করছে। অথচ ইসলাম বিরোধী যেকোন পোষ্টে গিয়ে সাধুবাদ জানিয়ে আসেন। তখন সেই তথাকথিত অ-সম্প্রদায়িক চেতনা কোথায় যায়? ইসলামের নাম শুনলেই এত আঁতকে ওঠেন কেন? নাস্তিকদের এত ভাল মানুষ আর সকল মুসলমানকেই খারাপ মানুষ মনে হয় কেন? রাসেল(........ ) একবার বলেছিলো- আরবী ভাষাটা নাকি তার কাছে অশ্লীল লাগে। এখন কিছু কিছু ব্লগারের ইসলামী গ্রুপটাই কেমন কেমন লাগে.... পুরো পৃথীবিতেই নাকি মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ব্লগীয় মুক্তিযোদ্ধাদের সামনে অনেক কাজ। পৃথীবি ভরে যাচ্ছে রাজাকারের দলে... রাজাকার মুক্ত বাংলাদেশের পরে রাজাকার মুক্ত পৃথীবির আন্দোলন শুরু হবে কিছুদিন পর।
৩৫ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৩
এস্কিমো বলেছেন: কোন কমেন্ট টা মুছলেন? জানতে চাইলাম রাজাকারের বাচ্চা গালি কি না, সেইটা? মুছেন কেন? আলোচনা করি। কারন আমি না জেনে আপনাকে গালি দিলে গুনাহ হবে। আপনি যদি রাজাকার না হন তবে সেটা গালি হবে না। ( ওয়াজে আবুসামীহা) এবার আপনি কি নিয়ন্ত্রন হারাচ্ছেন?
৩৬ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৩
জেনারেল বলেছেন: অনামিকাকে উত্তম জাঝা :)
৩৭ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৪
ত্রিভুজ বলেছেন: * পৃথীবি = পৃথিবী
৩৮ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১০
এস্কিমো বলেছেন: এতোক্ষনে আইছেন জনাব। আমি ইসলামী গ্রুপের বিরোধীতা করলাম কোথায়? এর আগেও মিরাজের সাথে এটা ঘটনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপের বিষয়েও আমার অবস।তান ছিলো একই। গ্রুপিং বাজে বিষয় - সেটা ইসলামীই হোক আর বিদ্যালয়ই হোক। আর আপনার পরিচয় দেখে ইসলামী আলোচনার জন্যে সেখানে কোন মানুষ যাবে বলে মনে হয় না। আপনি তো ইসলাম বলতে বুঝেন জামাতের ইসলাম। কিন্তু অন্য মুসলমানরা জামাতিদের মুসলমান বলতে দ্বিধান্বিত। (এই বিষয়ে ব্লগে প্রচুর পোস্ট আছে)। সরাসরি জামাতি ইসলাম না বলে ইসলামের নামে গ্রুপ করে আনারই কি ভন্ডামী কররেন না? আর আপনার সহকারী নিক থেকে ভন্ডামী বিষয়খ পোস্ট দিয়ে সেখানে এসেছেন ডিফেন্ড করতে। (আমার ব্লগ রাজাকার মুক্ত রাখতে চাই - তাই আপনাকে ব্লক করে রাখতে হয়েছে। স্যরি)
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২১
বিবেক সত্যি বলেছেন: মানুষের বোকামীর মাত্রা পরিমাপক যন্ত্র কি কানাডায় পাওয়া যায় ?
৩৯ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১১
উম্মু আবদুল্লাহ বলেছেন: "আপনি আপনার ব্লগে আমাকে ব্যান করে রেখেছেন কিন্তু আমার ব্লগে এসে দিব্যি মন্তব্য মেরে যান।" ত্রিভুজ, আমি কোন ভাল মানুষী করিনি। আমাকে ব্লক করলে আমি সাথে সাথে ব্লক করে দেই। আর বিবেক, তুমি আমার কমেন্ট মুছে মনে হয় ঠিক কর নি। আমার কমেন্ট টা বোধ করি অশালীন মনে হয়েছে। অশালীন তো অবশ্যই কিন্তু চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম। সেই একই প্রসংগ এখনও তো আবার আসছে।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫
বিবেক সত্যি বলেছেন: থাক .../:)/:)/:)
৪০ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১১
এস্কিমো বলেছেন: অবস।তান = অবস্থান
৪১ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১২
উম্মু আবদুল্লাহ বলেছেন: "আমার ব্লগ রাজাকার মুক্ত রাখতে চাই - তাই আপনাকে ব্লক করে রাখতে হয়েছে। স্যরি" রাজাকারের ব্লগে যেতে রুচি হয় কি করে?
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৯
বিবেক সত্যি বলেছেন: এস্কিমো বলেছেন: ভন্ডদের মূখোশ আবারও উম্মোচিত হল। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৭ লেখক বলেছেন: হ্যা, ভন্ডদের লজ্জা থাকেনা... এটা একটা কারন..:)
৪২ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৯
অনামিকা বলেছেন: @ বিবেক সত্যি বুড়া শাহরিয়ার হয়ে আপনি উত্তর দিচ্ছেন কেন? দুইটা নিকই কি আপনার? নাকি দুজনে মনোভাব এমন ভাবে একই যে, একজন আরেকজনের উত্তর দিতে পারেন? বলবেন কি? ভালো থাকুন।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৪
বিবেক সত্যি বলেছেন: গুড লাক টু ইউ ঠু, আপু :) ভালো থাকবেন ...
৪৩ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২১
স্রোত বলেছেন: ট্রায়াল কবি নামেও একটা গ্রুপ খুলটে হব। তাদের প্রথম পেজে ব্যান করটে হব।
৪৪ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২২
অনামিকা বলেছেন: @ বিবেক সত্যি আরেকটি ব্যাপার লক্ষ্য করুন, পোষ্ট করেছি আপনার লেখায়, রাজাকারদের লক্ষ্য করে এবং জবাব দিয়েছেন - বুড়া শাহরিয়ার । কি অদ্ভুদ মিল!
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৭
বিবেক সত্যি বলেছেন: তাইতো... বুয়েট দেখে যান না একদিন আপু :)
৪৫ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৫
আওরঙ্গজেব বলেছেন: " রাজাকার মুক্ত বাংলাদেশের পরে রাজাকার মুক্ত পৃথীবির আন্দোলন শুরু হবে কিছুদিন পর।" - ত্রিভুজ। -অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখুন, গুজরাট, কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন, বসনিয়া, চেচনিয়া, আফ্রিকা,...।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৩
বিবেক সত্যি বলেছেন: অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখুন, গুজরাট, কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন, বসনিয়া, চেচনিয়া, আফ্রিকা এবং বাংলাদেশে ২৮ অক্টোবর ২০০৬। একসাথে হবে ...একই মাত্রার আক্রমন...
৪৬ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৫
আওরঙ্গজেব বলেছেন: এবং বাংলাদেশে ২৮ অক্টোবর ২০০৬।
৪৭ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: লেখক বলেছেন: থাক .. আমি মানতে পারলাম না। তার নিতান্ত রুচিহীন কথাগুলো থাকবে আর আমার প্রতিবাদটুকু থাকবে না - এ কেমন ব্যপার। কষ্ট পেলাম। যাক, নিজের অধিকারের সীমা অতিক্রম করে থাকলে দুঃখিত।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩১
বিবেক সত্যি বলেছেন: আপনাকে আমি আমার অবিভাবকের মত মনে করি এই ব্লগে । আপনি কষ্ট পেলে আমি... প্লিজ ওই শব্দগুলো আর কোন পোস্টে দেখতে চাইনা। এখানে আছে.. Click This Link
২৫ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৬
বিবেক সত্যি বলেছেন: "থাক ও প্রসঙ্গ" বলতে চেয়েছিলাম.../:)
৪৮ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৬
বুড়া শাহরীয়ার বলেছেন: উত্তর টা পেয়ে দিলে কি খুব ব্যাথা লাগছে? :P
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩
বিবেক সত্যি বলেছেন: :PB-);):PB-);)
৪৯ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩০
gonder বলেছেন: অাওরঙ্গজেব বলেছেন: " রাজাকার মুক্ত বাংলাদেশের পরে রাজাকার মুক্ত পৃথীবির আন্দোলন শুরু হবে কিছুদিন পর।" - ত্রিভুজ। -অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখুন, গুজরাট, কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন, বসনিয়া, চেচনিয়া, আফ্রিকা,...। ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৫ অাওরঙ্গজেব বলেছেন: এবং বাংলাদেশে ২৮ অক্টোবর ২০০৬। ও ২৮ অকটোবর তাইলে ইহুদি নাসারগো এদেশি এজেন্টরা ইসলামের বিরদ্ধে যুদ্দে নামসিল।্ইসলামি জিহাদে তাইলে ওদিন কিচু মুজাহিদ নুহত হইসিল , তোফা তোফা
৫০ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৮
আওরঙ্গজেব বলেছেন: "২৮ অকটোবর তাইলে ইহুদি নাসারগো এদেশি এজেন্টরা ইসলামের বিরদ্ধে যুদ্দে নামসিল।" -গন্ডার। - একমত, ১০০% খাঁটি কথা। ফিলিস্তিনীদের উপর ইসরাঈলের বর্বরতা যেমন মানবতার কোন সংজ্ঞায় পড়ে না, তেমনি এদেশের ইসলামপ্রিয় মানুষের উপর আওয়ামী-নাস্তিকদের বর্বরাতাও মানবতার কোন সংজ্ঞায় পড়ে না।
৫১ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২
ত্রিভুজ বলেছেন: অনামিকা বলেছেন: @ বিবেক সত্যি বুড়া শাহরিয়ার হয়ে আপনি উত্তর দিচ্ছেন কেন? দুইটা নিকই কি আপনার? নাকি দুজনে মনোভাব এমন ভাবে একই যে, একজন আরেকজনের উত্তর দিতে পারেন? বলবেন কি? ভালো থাকুন। যতদুর জানি, অনামিকা এই ব্লগে নতুন নয়। তার জানার কথা এখানে ডিসকাশন কিভাবে হয়। একই মনোভাবের হলে একজনের কথার জবাব আরেকজন দিতেই পারে। এর ভূরি ভূরি উদাহরণ এই ব্লগে আছে.. সেখানে কতজনকে তিনি একজনকে আরেকজনের নিক দাবী করেছিলেন? --- অফটপিক: মেয়ে নিক নিয়ে অনেক সুন্দর ভাবে গেইম খেলা যায়। এটা কারো উদ্দেশ্যে বলিনি... তবে যতদুর জানি, মেয়েরা সচারাচর কারো পায়ে পারা দিয়ে ঝগড়া করতে আসে না এই ব্লগে (রাগ ইমন ব্যতিত)।
৫২ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৪
অনামিকা বলেছেন: @ ত্রিভুজ ভুলের বহু উদাহরন থাকতে পারে, তাতে ভুল প্রতিষ্ঠা পায় না। আমাকে মেয়ে বলার আগে, আপনার উচিৎ ছিল আমার প্রোপাইল পড়া। ত্রিভুজ আপনাকে আমি আরও উচু মনের ভেবেছিলাম। ভালো থাকুন।
২৪ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
বিবেক সত্যি বলেছেন: ওই ব্যাটা...তোরে তো এখন আরেক ভন্ড বলতে ইচ্ছা করছে, ফাউল যেন কোথাকার..ছেলে হয়ে মেয়ে নিকে লিখছিস ক্যান...কার দায় পড়েছে তোর প্রফাইল পড়ে তোর পরিচয় ঠিক করে আসার ? ত্রিভুজ বলেছেন: মেয়ে নিক নিয়ে অনেক সুন্দর ভাবে গেইম খেলা যায়। কিছুদিন আগে ত্রিলোরা নামের এক ছেলে সাইমুমকে ফাদে ফেলেছিলো...
৫৩ ।২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০০
ত্রিভুজ বলেছেন: @অনামিকা আপনাকে মেয়ে বললাম কোথায়? আমি শুধু একটা ফ্যাক্টের কথা বলেছি। আপনি মেয়ে না হলে সেটা আপনার উপরে এসে পড়ে না। আর আপনি আমাকে কেমন মনে করতেন তাতে কিছু যায় আসে না। আপনি নিজেই তো নিজের কাছে সৎ নন... আমার ব্লগে যেভাবে মেনিপুলেশন করেছিলেন। আর এখানে এসে যেভাবে অন্ধ সেজেছেন... যাই হোক, আপনিও ভাল থাকুন।
৫৪ ।২৬ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৫
ভাইটামিন বদি বলেছেন: এরা ছিল...আছে এবং যুগ যুগ ধরেই থাকবে..... আমাদের শইল্যের ভিতরে যেমন আমরা কিছু জিনিস বহন করে চলি....পছন্দ না হইলেও।।।
৫৫ ।২৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:২০
উম্মু আবদুল্লাহ বলেছেন: ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কি বই পড়ে জানার দরকার আছে বাঙালী জাতির ? ধর্মনিরপেক্ষতার মুখ ভরা বুলি আর ভার্চূয়াল রাজাকার নিধনের সুষ্পষ্ট ও পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম কে সহ্য করতে না পারা । সুপার কমেন্ট।
৫৬ ।১৪ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
উম্মু আবদুল্লাহ বলেছেন: এই পোস্ট টা কত কথা মনে করিয়ে দিল।
৫৭ ।১৬ ই জুলাই, ২০০৮ সকাল ৮:১৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: কি ব্যপার? ব্যস্ত? খুব একটা ব্লগে দেখছি না।
৫৮ ।২০ শে জুলাই, ২০০৮ রাত ৮:২৮
বিবেক সত্যি বলেছেন: :) হি হি...
৫৯ ।০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: হি হি মানে কি?
৬০ ।১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩২
বিবেক সত্যি বলেছেন: হিহি মানে হাসি :)
৬১ ।১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: বুঝলাম। ও কে।
৬২ ।১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৭
আরিফ থেকে আনা বলেছেন: :-*
৬৩ ।১৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৩৮
সেতু জোহরা বলেছেন: আমি নিরপেক্ষ...কারন আমি মনে করি প্রত্যেকের অধিকার রয়েছে প্রত্যেকটি সুযোগ লাভ করা ....বাট একটা সমস্যা...ইসলাম বা ইসলামি ব্যাক্তিত্ব কিন্তু রাজাকার ..কাজেই যদি রাজাকার না হতে চাও তবে ইসলামের নাম মুখে এনোনা.. এই হচ্ছে ধর্মনিরপেক্ষ ভন্ডামির নমুনা .. দারুন বলেছেন বিবেক ভাই।প্লাস & সরাসরি প্রিয়তে।
২৮ শে মে, ২০০৯ বিকাল ৫:২২
বিবেক সত্যি বলেছেন: থ্যাংকস.... ইসলাম গ্রুপ এখনো সামইনের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ...
৬৪ ।০৬ ই জুন, ২০০৯ রাত ১০:২৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: সেতুর কমেন্টে প্লাস।
৬৫ ।৩০ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৪
রঙধনু বলেছেন: এস্কিমোরে দেখি ভালই খেদানো হল ................ হি হি হি হি হি

আপনার মন্তব্য লিখুনঃ

No comments:

Post a Comment