পুলিশের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি নাকি পেতে যাচ্ছি ?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১৬
ক্যাম্পাসের পাশেই পলাশী মোরে কয়েকজন পুলিশ সদস্য দাড়িয়ে আছেন । খুব ঠান্ডা পরিবেশ । আমার গায়ে পাতলা একটা শার্ট । শীতে কাপছি এমন অবস্থা ।
কি মনে করে ওনাদের কাছে গিয়েছি । দেখি মোটামোটা পাটের বস্তার মত কি সব গায়ে দিয়ে আছেন
আমি কেমনে যেন বুঝাতে পারলাম আমার শীতার্ত অবস্থা
এক ভাইজানের দয়া হলো
আমাকে একটা জ্যাকেটের মত দিলেন । দিলেন তো দিলেন-নিজের হাতে পড়িয়ে দিলেন
ভালোই গরম জিনিস ..
সমস্যা হলো জ্যাকেটটার শুধু একটা পাশ আছে
আমার এক হাত ওটার হাতার মধ্যে ঢুকেছে । অন্য পাশ খালি 
এরপরের কিস্যু মনে নাই ..
ঘুম ভাঙছে ৩ টার সময়
দুপুরে ক্লাশ শেষে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম । হিম হিম আবহাওয়ায় কম্বল জড়িয়ে আরামদায়ক সময় । বলা যায় গভীর ঘুম একেবারে ।
একটু চিন্তা লাগছে
পুলিশের উষ্ণ অভ্যর্থনা খুব ভালো কিছু নয়...
কি মনে করে ওনাদের কাছে গিয়েছি । দেখি মোটামোটা পাটের বস্তার মত কি সব গায়ে দিয়ে আছেন




সমস্যা হলো জ্যাকেটটার শুধু একটা পাশ আছে


এরপরের কিস্যু মনে নাই ..
ঘুম ভাঙছে ৩ টার সময়

দুপুরে ক্লাশ শেষে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম । হিম হিম আবহাওয়ায় কম্বল জড়িয়ে আরামদায়ক সময় । বলা যায় গভীর ঘুম একেবারে ।
একটু চিন্তা লাগছে

৩২ টি
+১৬/-৬
মন্তব্য (৩২) মন্তব্য লিখুন
।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫

বিবেক সত্যি বলেছেন: সুশীল, ফাজলামির মানে কি ?
১ ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৯

চতুরভূজ বলেছেন: পুলিশি স্বপ্ন!! ভাগ্য ভাল দেখেন নি পুলিশ কে ফুলিশ ডেকেছিলেন!! হা হা হা
।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৭

বিবেক সত্যি বলেছেন: তার মানে কি বেঁচে গেছি 

।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৯

বিবেক সত্যি বলেছেন: তার মানে কি বেঁচে গেছি 

২ ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১১

মিয়াবেপারী বলেছেন: হা হা হা ................
।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪

বিবেক সত্যি বলেছেন: হুম...বেপারীর খবর কি ?
৩ ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৫

ইছামতীর পাড়ে বলেছেন: হা হা হা...... পুলিশী স্বপ্ন, সাবধান!!
।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২

বিবেক সত্যি বলেছেন: ডরাইছি অনেক 

৪ ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৩

ইছামতীর পাড়ে বলেছেন: আবার এলাম। পলাশী টেনে এনেছে। কত যে স্মৃতি ওখানে লুকিয়ে! দেখতে ইচ্ছা করছে পলাশী এখন কেমন?
।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫

বিবেক সত্যি বলেছেন: ৩ বছর ধরে দেখছি, পলাশী তিন বছর আগের মতই আছে । এখনও ফটোকপির মেশিনগুলোর সামনে সমানে ভিড় জমে পোলাপানের । চা-চটপটি-বুট-ঝালমুড়ির চাকাওয়ালা কিছু দোকান ইদানীং বেশি জমছে ।
৫ ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৫

মাহমুদ রহমান বলেছেন: স্বপ্নে দেখলেই কি তা লোকদের বলে বেড়াতে হবে? এটা কোন স্বপ্ন হইল....... হাজার হাজার স্বপ্ন ভুলে গেলাম, কিছুই তো হলো না!
।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮

৬ ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: আমি তো ভেবেছিলাম বাস্তব।
।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩

৭ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৫

ফারজানা মাহবুবা বলেছেন: এইবার নিউ ইয়ার রাতে ঠিক বারোটা একমিনিটে আপা আর আমি পুলিশকে ‘হ্যাপি নিউ ইয়ার বলেছি! হিহিহিহিহি!
শুধু শুধু গাড়ি নিয়ে চক্কড় দিচ্ছিলাম আমরা। ইচ্ছা করে পুলিশদের আশে পাশে ঘুর ঘুর করছিলাম। যথারীতি কড়া চেকিং’র জন্যে গাড়ি থামালো। কিন্তু চেকিং শেষ, তাও আমরা নড়িনা! কারন তখনো দুই মিনিট বাকী!! গাড়ির ভিতর আম্মা তখন পারলে আমাদের দু’জনকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলেন!
তারপর ঠিক বারোটা একমিনিটে যখন আমি আর আপা উইশ করলাম, পুলিশ চাচাদের সেকি হাসি! গাড়ি স্টার্ট নিয়ে ঠিক চলে যাওয়ার মুহূর্তে বললাম- ‘আপনাদেরকে উইশ করার জন্যেই এখানে ঘুর ঘুর করছিলাম!’ চাচাদের চেহারা দেখার মত হয়েছিল! বেশ মজা পেয়েছিলেন ওনারা।
তবে আম্মার অনেক ঝাড়ি খেয়েছি এমন দুঃসাহসের (!) জন্যে!! 




।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫০

বিবেক সত্যি বলেছেন: পুলিশ চাচাদের সেকি হাসি.. lol
৮ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৩

এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন: হা হা !! পি এল চলতেছে নাকি?@বিবেক
।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৩

বিবেক সত্যি বলেছেন: নাহ...নতুন টার্ম মাত্র শুরু হইলো.. আর বুয়েটে এখন আর পিএল সিষ্টেম নাই
পরীক্ষার মাঝে গ্যাপ বাড়ানো হইছে ..

৯ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৪

এম.এ.হামিদ বলেছেন: বেকুব
১০ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০

বিবেক সত্যি বলেছেন: আইজুদ্দিন, আপনারে থাপ্পড় মারা সেই পোষ্ট আমি ডিলিট করসি
এখনও নিজেকে বেকুব মনে হয় ক্যান আপনার 


১১ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৮

এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন: কোন হলে থাকো?@বিবেক
।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৮

বিবেক সত্যি বলেছেন: আপনার মেইল অ্যাড্রেস দেন শামীম ভাই 

১২ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩০

কণা বলেছেন: আমিও বাস্তব ভেবেছিলাম... হি হি হি...
।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৩

১৩ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৬

কণা বলেছেন: না, আমি ভাবছিলাম... জ্যাকেটের একটা পাশ আছে, আরেকটা নেই কেন? পুলিশরা তাইলে কেমন করে ওইটা পরে শীত নিবারণ করে... আবার ভাবলাম, আপনারে ইচ্ছাকৃত ওরকম জ্যাকেট দিল নাকি? আরও কি কি যেন ভাবলাম.... ভাবতে ভাবতে পরের লাইনে আসতেই ধরা খাইলাম... 

।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৪

১৪ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৫

শাওন বলেছেন:
কি দিয়ে কি হইছিলো ? খুইলনা কন

১৫ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪২

উম্মু আবদুল্লাহ বলেছেন: শাওন বলেছেন: কি দিয়ে কি হইছিলো ? খুইলনা কন আমারও একই প্রশ্ন
১৬ ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৩

১৭ ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৬

মুনিয়া বলেছেন: আপনি যে বুয়েটে পড়েন জানতাম না। বুয়েটের স্টুডেন্টদের সাথে অবশ্য এমনিতে পুলিশ খারাপ ব্যবহার করে না। তবে আর্মির টাইম বলে ব্যতিক্রমও হতে পারে।
।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৬

বিবেক সত্যি বলেছেন: এই ভরসাতেই আইডিটা সবসময় পকেটে রাখি 

No comments:
Post a Comment