হিন্দু ও মুসলিম জাতির কিছু যৌথ মুল্যবোধ.. (comment)

হিন্দু ও মুসলিম জাতির কিছু যৌথ মুল্যবোধ..

১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৪

বর্তমানে পরিচিত বড় কয়েকটি সম্প্রদায়ের মধ্যে বলা হয় হিন্দুরা সবচেয়ে প্রাচীন (সনাতন) এবং মুসলমানরা সবচেয়ে নতুন। উপমহাদেশের প্রেক্ষিতে আসুন দেখি হিন্দু ও মুসলিম জাতির কিছু যৌথ মুল্যবোধ..

১. মসজিদ ও মন্দির উভয় ই কেবলামূখী অর্থাত পূর্ব পশ্চিম মুখী.. (বড়বড় মন্দিরগুলির প্রবেশদ্বার সবখানেই পূর্বদিকে-দুবইজ)

২.চিতায় মৃতদেহের মাথা উত্তরে থাকে, আর কবরেও একই সিস্টেম

৩.হজ্জে-ওমরায় মুসলমানরা ৭ তাওয়াফ করে, হিন্দুরা বিবাহমঞ্চে অগ্নিহাতে ৭ বার প্রদক্ষিণ করে

৪.হজ্জে ২ টি সেলাইবিহীন চাদর পরা হয় আর তীর্থযাত্রায় হিন্দুদের পোষাক একই রকম। এমন ও হতে পারে উপমহাদেশের নারীদের প্রিয় পোষাক শাড়ীর ঐতিহ্য ও এখান থেকেই

৫.হজ্জ-ওমরায় চুল ছাটা বাধ্যতামূলক, তীর্থযাত্রায় ও মাথা মুন্ডনের রীতি চালু আছে

৬.হজ্জে এহরামকালীন জুতা এমন হতে হয় যেন পায়ের উপড়িভাগ ঢাকা না পরে আর স্মরণাতীত কাল থেকে তীর্থযাত্রাকালে যে কাঠের খড়ম পড়া হয় তার উপরটা সম্পূর্ণ খোলা 

৭.আকীকায় বাচ্চাদের নাম রাখার সময় মাথা ন্যাড়া করা হয়, হিন্দুরাও বাচ্চাদের নাম রাখার সময় ধর্মীয় রীতি হিসেবে মাথা মুন্ডন করায়

মন্তব্য ৬২ টি রেটিং +২০/-৪

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭
সাইমুম বলেছেন: ৫
২ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৯
আবূসামীহা বলেছেন: ৫
৩ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩০
পুতুল বলেছেন: আল্লাহ হরি রাম রহিমে কোন প্রবেধ নাইরে।
৪ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩২
মুকুল বলেছেন: সবাই তো আসলে আদম সন্তান। ভাই-ভাই। *****
৫ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩২
আরশাদ রহমান বলেছেন: মুসলমানের পুল সিরাত আর হিন্দুর বৈতরনী। প্রায় সব ধর্মের বিশ্বাস বেহস্ত দোযখ আছে এবং তা উপরে মহাকাশের কোন স্থানে। হিন্দু মুসলমানের হাতাহাতিকে নজরুলের মত হ্যান্ডসেক করানোর চেষ্টা। ভালো। অপেক্ষা করেন ধর্মান্ধ গোড়ারা এলো বলে :)
৬ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৩
শিউলি বলেছেন: ভাল লেখা।
৭ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৪
শিউলি বলেছেন: তবে এই ছবি ব্যবহারের জন্য অনেকেই ক্ষেপতে পারে।
৮ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৪
বঙ্গাব্দ বলেছেন: করলেন কী ভাই ! খারান , বাংলা ভাই নাই তো কী হইছে পাকি ভাই তো আছে। প্রস্তুত থাইকেন। ৫
৯ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৬
বঙ্গাব্দ বলেছেন: হ্যাঁ,ভাই ছবিটা চেন্জ করেন।
১০ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৭
বিবেক সত্যি বলেছেন: প্রশ্ন জাগে না, সনাতন হিন্দুজাতি আর নতুন মুসলমান জাতির এই মিলগুলির উতস একই হতে পারে?
১১ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪০
বিবেক সত্যি বলেছেন: ছবি পাল্টাবো মানে ? একটা মন্দির একটা মসজিদ... সমস্যা কি ?
১২ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৩
মহা পাজি বলেছেন: মসজিদ ও মন্দির এর ছবি এতে ক্ষেপার কি আছে?
১৩ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৩
বিবেক সত্যি বলেছেন: অমিলগুলিতো চোখের সামনে সবসময় ঘোরাফেরা করে, মিলগুলি আমাদের চোখ এড়িয়ে যায় @ রাজনীতিক
১৪ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৭
বঙ্গাব্দ বলেছেন: আপনি মনে হয় চটে যাচ্ছেন ভাই,ধর্ম নিয়ে অনেক কথা হয় ব্লগে কিন্তু উপাসনালয় বা ধর্ম গ্রন্থের ছবি ব্যবহার করাটা স্পর্শকাতর বিষয়।আমার অন্তত তাই মনে হয়।বাকিটা আপনার ইচ্ছা,স্বীদ্ধান্ত চাপিয়ে দিচ্ছিনা অনুরোধ করছি মাত্র। ক্ষমা করবেন।
১৫ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৮
বিবেক সত্যি বলেছেন: ধর্মান্ধ গোড়ারা এলে কি হবে @আরশাদ রহমান
১৬ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৩
বিবেক সত্যি বলেছেন: আপনি ভুল বুঝবেন না, আমি এত সহযে চটে যাইনা... উপাসনালয় বা ধর্ম গ্রন্থের ছবি যদি তাকে হেয় করতে ব্যবহার করে কেউ তবে সেটা অবশ্যই বড় ধরনের অপরাধ... আমার বিশ্বাস আমি সেটা করিনি@বঙ্গাব্দ
১৭ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৫
বঙ্গাব্দ বলেছেন: ধন্যবাদ
১৮ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৭
চতুরভূজ বলেছেন: ৫ তবুও কত ভেদাভেদ! তবুও কত দাঙ্গা হাঙ্গামা!
১৯ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০১
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: আমার ব্লগ প্রথম পাতায় দেয় না। Click This Link
২০ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০১
পুতুল বলেছেন: বৈজ্ঞানিক ভাবে মানুষের উৎস এক। ধর্মীয় ভাবেও।
২১ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৩
বিবেক সত্যি বলেছেন: না জেনে নিজের ভাইয়ের সাথে আমাদের শত্রুতা, আহা...
২২ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৪
নাজিম উদদীন বলেছেন: সব ধর্মেই কৃচ্ছতাসাধনের গুরুত্ব আছে।
২৩ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৫
আরশাদ রহমান বলেছেন: নজরুলের কবিতা পড়েননি? জাতের নামে বজ্জাতি সব কিংবা আমার কৈফিয়ত। যে নজরুল হিন্দু মুসলমান কে এক জয়গায় দাড় করিয়ে হ্যান্ড সেক করানোর চেষ্টা করেছে, যে ইসলামি এবং শ্যাম সংগিত লিখেছে সেই আবার উভয়ে ধর্মের ধর্মান্ধের কাছ থেকে কাফের এবং যবন খ্যাতাব পেয়েছে।
২৪ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৬
বিবেক সত্যি বলেছেন: মাসুদ ভাই, একটু ধৈর্য ধরেন, লাভলু দার সাথে যোগাযোগ করতে পারেন, নিক একটা নিয়েছেন জোশশশস
২৫ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৬
আরশাদ রহমান বলেছেন: একটা ছবি উঠিয়ে দিলেন তো আরেকটা থাকলো কেন? আমার কোন অসুবিধা নেই ছবি থাকলো কি থাকলোনা তবে উভয়ের ক্ষেত্রে সমান আচরণ কাম্য।
২৬ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১০
বিবেক সত্যি বলেছেন: পড়েছি , নজরুলকে শ্রদ্ধা করি, ধর্মান্ধদের বা ধর্মহীনদের কাউকেই ভয় করিনা, আপনাকে ধন্যবাদ অনেক@আরশাদ রহমান
২৭ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৩
বিবেক সত্যি বলেছেন: কি বললেন আরশাদ ভাই..... ছবি সরানোর নিয়ম ই তো জানিনা
২৮ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩১
অক্ষর বলেছেন: যে মিলগুলো দেখিয়েছেন সেগুলো প্রায় কাছাকাছিই। কিনতু তাই বলে মিল দেখানোর জন্য হজ্জ্ব এর সাথে বিবাহেরটা দেওয়া কি খুব জরুরী ছিল?
২৯ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৭
বিবেক সত্যি বলেছেন: ৭ বার প্রদক্ষিণের "৭" সংখ্যাটাই এখানে বেশী গুরুত্বপূর্ণ, '৭' আবার 'তাওয়াফ' , দুইটা পয়েন্টের মিল কি এতই সহজ ব্যাপার@মোঃ নাজমুল হাসান
৩০ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৫
সোনার বাংলা বলেছেন: কিছু কিছু মিল থাকা স্বাভাবিক। মিল যদি ৫টা থাকে অমিল ৫ লক্ষ। একটা চোখের সামনে আরেকটা ভিতরে! আসল অন্ধ মানুষের ভেতরে কাজ করে আর শুধু অন্ধ মানুষের বাহিরে করে ভেতরে করে না। চেষ্টা করেছেন ভালো কিছু জানানোর জন্য সবাই কে। এই জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩১ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৫
অক্ষর বলেছেন: হাসাইলেন ভাই ... কাজ বাদ দিয়ে মিল দেখানোর জন্য সংখ্যাটা মূখ্য হয়ে গেল? এইরকম ভাবে তো অনেকমিল দেখানো যায়
৩২ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৯
অক্ষর বলেছেন: আমি তাকে বলি নাই যে উনি খারাপ কিছু লিখেছেন। হজ্জ্বের সাথে পূজার কোন মিল দেখাইলে ভালো হতো...
৩৩ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৩
বিবেক সত্যি বলেছেন: একটা জাতি এখানে চিহ্নিত হয় সনাতন হিসেবে, ৫ লক্ষ অমিলের ভেতর ৫ টা মিল টিকে থাকা একেবারে কম না @সোনার বাংলা কিছু মিল দেখান , তারপর এডিট করা যায় কিনা ভাববো @মোঃ নাজমুল হাসান
৩৪ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৯
অক্ষর বলেছেন: মহানবী "৭ম" আকাশে আল্লাহর সাথে স্বাক্ষাত করেন আর হিন্দুরা বিবাহমঞ্চে অগ্নিহাতে "৭" বার প্রদক্ষিণ করে ...
৩৫ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২০
বিবেক সত্যি বলেছেন: নাজমুল ভাই, আপনে আমি দুইজনেই চুপ যাই, অন্যেরা ঠিক করুক, কার কথায় / উদাহরনে হাসা উচিত... ধন্যবাদ আপনাকে..
৩৬ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২২
মাথামোটা বলেছেন: নাজমুল হাসান তোমার সমস্যা কি?
৩৭ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪২
নেই মানুষ বলেছেন: মন্দির কিবলামূখী হয় জানতাম না!! আমার জানায় ভূল ছিল নাকি আপনার বলায় ভূল বলিয়েন। আর কিবলা বাংলাদেশ থেকে পশ্চিমে তাই এখানে মসজিদ পশি্চমমূখী হয়।
৩৮ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
নেই মানুষ বলেছেন: অন্যান্য দেশে মসজিড যেকোন দিকে মুখ করে থাকতে পারে যেমন পূর্ব অথবা দক্ষিণ ( যদি মক্কা পূর্ব অথবা দক্ষিণ এ হয় )
৩৯ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০০
মাথামোটা বলেছেন: সত্য কিন্তু এতো অমিলের মাঝে কিছু মিল থাকলে কি সমস্যা?
৪০ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৯
বিবেক সত্যি বলেছেন: পোষ্টের ২-য় লাইনের ৬ ও ৭ নাম্বার শব্দ দেখুন @নেই মানুষ "উপমহাদেশের প্রেক্ষিতে"
৪১ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১১
বিবেক সত্যি বলেছেন: আর ভারতীয় উপমহাদেশেই হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি সংখ্যক বাস করে....
৪২ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৯
নেই মানুষ বলেছেন: "উপমহাদেশের প্রেক্ষিতে" কথাটা খেয়াল করিনি। যাহোক, প্রথমত, এখানে মূল্যবোধ কি স্হানের "প্রেক্ষিতে" হ্য়? আর এইখানে তো মূল্যবোধ এর কিছু খুজে পেলাম না!! কোনটাতেই পেলাম না!! এগুলোতো কিছু রিচুয়ালে'র মিল, তাই নয় কি?
৪৩ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১৮
আমি মাহমুদ বলেছেন: মিল আছে এমন অনেক - থাকার-ই কথা। অমিলগুলোকে "পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত" হিসেবে স্বীকার করে নিলে ধর্মগুলোর উৎসের ঐক্য স্পষ্ট হয়ে ওঠে ! @ বিবেক সত্যি ৫ দাগিয়েই মন্তব্য লিখছি !
৪৪ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৫
বিবেক সত্যি বলেছেন: নেই মানুষের হাইথটের কথাবার্তা না বুঝতে পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি... (আম্মাআআ) (আম্মাআআ)
৪৫ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৭
অক্ষর বলেছেন: ভাই আমি আপনাকে কোন লাইন পরিবর্তন করতে বলি নাই আর ৩নম্বরটা সমন্ধেও খারাপ কিছু বলি নাই। শুধু বলেছিলাম হজ্জ্বের সাথে পূজার মিল দেখাইলে ভালো হইতো। কিন্তু আপনি বললেন মিল দেখাইতে পারলে এডিট করবেন, মিলতো দেখাইলাম ... মিল দেখানোর জন্য কোনদিনও সংখ্যা মূখ্য বিষয় হতে পারেনা যা আপনি বলছেন
৪৬ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
বিবেক সত্যি বলেছেন: আমি আপনার কাছ থেকে " হজ্জ্বের সাথে পূজার মিল " বিষয়ক তথ্য জানতে চাচ্ছিলাম, আমার কাছে নেই বলেই.... পূঁজার সময় ধূপ জ্বালিয়ে কি ৭ বার ঘোরা হয়, জানলে জানাবেন... নেভার মাইন্ড... থ্যাঙ্কু ফর পার্টিসিপেটিং উইথ মি
৪৭ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১৭
বাউণ্ডুলে বলেছেন: সব ধর্মেরই মূল কথা শান্তি। এটাই সবচেয়ে বড় মিল। মিল খুজতে গিয়ে ধিরে ধিরে সবাই অশান্ত হয়ে উঠছেন। :(
৪৮ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৩
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ, বাউন্ডুলে আরো সাবধান হতে হবে আমাদেরকে.....
৪৯ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৭
অক্ষর বলেছেন: হজ্জ্বের কোন কাজের সাথে পূজার কোন কাজের মিল হয়, এইরকম কিছু দিতে বলছিলাম... কেননা হজ্জ্বের সাথেতো বিয়ের মিল হয়না... দুইটা দুই রকম জিনিস... হজ্জ্বের সাথে পূজার মিল বিষয়ক তথ্য জানতে আমার কাছেও নাই সংখ্যার মিল তো দিলাম, কিন্তু...
৫০ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
বিবেক সত্যি বলেছেন: ধুর মিয়া, আপনে ফাও প‌্যাচান... পোষ্টের থিম বোঝার চেষ্টা করেন...
৫১ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৯
মাহমুদউল্লাহ বলেছেন: ইন্টারেস্টিং পোস্ট। যদিও নাম টা মিসলিডিং। বেশির ভাগ পয়েন্টগুলাই কোইনসিডেন্স। এর সাথে ধর্মীয় মূল্যবোধের কোনো ব্যাপার দেখলাম না।
৫২ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১১
বিবেক সত্যি বলেছেন: "ধর্মীয় মূল্যবোধের " কথা বলেছি নাকি কোথাও.. যাহোক, ৩ নাম্বার পয়েন্ট নিয়ে কিছু সমস্যা হয়েছে..কিন্তু বাকি সবগুলিই তো ধর্মীয় অনুষ্ঠান নিয়েই বলা হয়েছে
৫৩ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩১
মাহমুদউল্লাহ বলেছেন: হ্যা, কিছু অনুষ্ঠানের মিল আছে। নামে যৌথ মূল্যবোধ আছে তো, তাই বললাম। অনুষ্ঠানে মিল থাকা মূল্যবোধের মিল বোঝায় না।
৫৪ ।১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৮
মাহমুদ রহমান বলেছেন: চমৎকার! বিবেক সত্যি টিকে থাকবে এবং ভালভাবেই টিকে থাকবে...... তবে সময় নষ্টের মোক্ষম হাতিয়ার যেন এই ব্লগ না হয়। সেই স্লোগান যা সবাই বলে, কিপ ইট আপ।
৫৫ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪৫
বিবেক সত্যি বলেছেন: ৭ টা তো উদাহরনমাত্র। এরকম আরো অনেক আছে, মন্তব্যে আরো দু'য়েকটি এসেছে... যাহোক আমি খুব সহযভাবে চিন্তা করি এবং সহজ ভাষায় লিখতে চেষ্টা করি, মূল্যবোধের সংগা উদাহরন সহ জানতে চাই, সিরিয়াসলি...@মাহমুদউল্লাহ ভাই
৫৬ ।১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪৮
বিবেক সত্যি বলেছেন: ত্রিভুজ ভাইয়ের লাষ্ট পোষ্টের মন্তব্যটা দেখেছেন, তাইনা @মাহমুদ রহমান ভাই 
৫৭ ।২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫৫
আওরঙ্গজেব বলেছেন: সালাম, ভাল লেখা। চালিয়ে যান।
৫৮ ।২৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১০
বিবেক সত্যি বলেছেন: ইসলাম গ্রুপে... Click This Link
৫৯ ।২২ শে মার্চ, ২০০৮ রাত ২:১২
প্রবাস কন্ঠ বলেছেন: বিশ্বে ৩ হাজারের উপর ধর্ম আছে, সব ধর্মের সাথেই সব ধর্মের কিছু না কিছু মিল পাওয়া যায় ।
২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:২৪
বিবেক সত্যি বলেছেন: মানে হচ্ছে , অধিকাংশ ধর্মই একই উৎস থেকে আগত । একারনে কালের বিবর্তনে বয়সী ধর্মগুলো বিবর্তিত হয়ে গেলেও কিছু না কিছু মিল ধরে রেখেছে পরস্পরের সাথে ।
৬০ ।২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫১
প্রবাস কন্ঠ বলেছেন: ঠিক তাই

আপনার মন্তব্য লিখুনঃ

No comments:

Post a Comment