ওর-ই পাশের রুমে - রশীদের ৫০০৬ এর আদিল ফয়সাল বলতেছিলো ফয়সালের শেষ কথা , "আমাকে নদীতে ফালাই রাখছো ক্যান ? " যন্ত্রণার অসীম সমুদ্রে ডুবে থাকা ফয়সালের মনে হচ্ছিলো তাকে নদীতে ফেলে দেয়া হয়েছে !! আদিল স্বান্তনা দিছে , "তোমাকে যেখানেই রাখুক, আমরা আছি, ঠিক ই নিয়ে আসবো "
জানাযার কাতারে দাড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকাই পিছনে । বিরাট লম্বা লাইন ধরে ওরা দাঁড়িয়েছে পাঁচ বছরের সহচরকে বিদায় সম্বর্ধনা দেবার জন্য । বুক ঠেলে উঠে আসা কান্নার দমককে ঠেকিয়ে রেখে খেয়াল করি, ক্লান্ত-শ্রান্ত মুখগুলো কেমন বিস্মিত হয়ে কেবলি ফিসফিস করছে । প্রচেষ্টার সর্বোচ্চ টুকুই তো ছিলো ফয়সালের জন্য , মাথার ওপরে আকাশের দিকে তাকিয়ে বলি, আল্লাহ, তুমি নিয়েই গেলে ওকে ...
নতুন জামা পড়েও মন খারাপ করে আছি কেন ? এ ছিলো ওর অভিযোগ ! ওর সাথে প্রথম কথা !
ওরা ধরাধরি করে গাড়ি থেকে নামিয়েছে ফয়সালকে , চিড়চেনা হাসিমুখের ফয়সাল শাদা কাফনে জড়ানো জড়পিন্ড হয়ে গেছে । অবিশ্বাসী চোখে দেখি সে অদ্ভূত দৃশ্য ! ওকে নামাতে নামাতে মাটির সাথেই রেখে দিলো একেবারে । ইমামসাহেব জানাযার ৪ তাকবীরের কথা মনে করিয়ে দিচ্ছেন , আমি ঘোর নিয়ে তাকিয়ে আছি শুয়ে থাকা ফয়সালের দিকে ...
কত অসহায় যে নিজেকে লাগছিলো .. ছন্নছাড়া ভাবনা হানা দেয় মনে , কিছুদিন আগে জিমনেশিয়ামে ওয়েট মাপছিলাম, খোলা মাঠে আকাশের নীচে দাড়িয়ে মনে হলো এই অনন্ত মহাবিশ্বে একষট্টি কেজি ওজনের এই মাটির বস্তুটুকু আমি ... আমার কি মূল্য - আমাকে যেকোন মুহুর্তে নাই করে দিলে কার কি আসে যায় !! অথবা আমি থাকলেই বা কি আসে যায় ...
স্রষ্টা এই আমি-মানুষকেই এতটা গুরুত্ব দেন , এত আলাদা সব ব্যবস্থা করে রাখেন, এত খেয়াল রাখেন , আমি যেন তার পছন্দের পথের একটু বাইরেও না সরে যাই, সেটুকু নিশ্চিত করতেও তার কত আয়োজন... অদ্ভূত লাগে ... ছন্নছাড়া লাইন মনে খেলা করে, আমার জন্য যে এক ফোঁটা চোখের জল ফেললো, তার জন্য জনম জনম কাঁদিবো ...
আমার স্রষ্টা তুচ্ছ এই আমিকে নিয়ে এত ভেবেছেন , মনে হতেই অন্যরকম অনুভূতি আসে ...
ফয়সালের প্যারালাইজড বাবা, ওর মা.... তখনো হয়তো জানেন না ও আর নেই !! মাকে জানানোই হয়নি যে ওর অবস্থা এতটা খারাপ । সামান্য আহত ফয়সাল খুব শিঘ্রী সুস্থ্য হয়ে যাবে , সেরকমই আশা নিয়ে পথ চেয়ে ছিলেন তিনি ... আবার ভাবি, ওর বোনটির কথা ! মেডিকেল পড়ে ডাক্তার হবে ... পৃথিবীর শেষদিনটি পর্যন্ত কি সে ভুলতে পারবে প্রিয় ভাইয়ার হারিয়ে যাওয়ার এই শোক .. যে ভাইয়াটা ওরই জন্য - কঠিন ভর্তিপরীক্ষার দিনটিতে সাহস জোগানোর-ভরসা দেয়ার জন্য এসে এভাবে একেবারে চলে গেলো ...
কুল্লু নাফসিন যায়িক্বাতুল মাউতি, ওয়া নাবলুওয়াকুম বিশশাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজায়ূন !! প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে , আর আমরা ভালো ও মন্দ অবস্থায় ফেলে তোমাদের সকলকে পরীক্ষা করছি । শেষ পর্যন্ত তোমাদের সকলকেই আমাদের দিকেই আসতে হবে ....
আল্লাহ , কেমন তোমার দেয়া সেই মৃত্যুর স্বাদ ... খুব ভয় লাগে ...
প্রিয় ফয়সাল - নামাজী ফয়সাল অনেক কষ্ট করে আমাদের থেকে চলে গেলো , আল্লাহ, তুমি এবার তাকে পুরোপুরি শান্তির একটা আবাস দিও ....
৫৪ টি +২৪/-১
মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন
।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪
বিবেক সত্যি বলেছেন: আল্লাহ হুম্মা আমীন ....
১ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০১
ইউনুস খান বলেছেন: এসিড বহনে খামখেয়ালীদের বিচার হওয়া উচিত............। ফয়সালের আত্নার মাগফেরাত কামনা করছি।
।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬
বিবেক সত্যি বলেছেন: সমস্যা হলো, কিছু ঘটে গেলে আমরা কিছুদিন তোলপাড় তুলি, তারপর ভুলে যাই, আবার একটা কিছু না ঘটা পর্যন্ত মনেও পড়েনা আর কিছু ....
২ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৮
ঘাসফুল বলেছেন: আল্লাহ, তুমি এবার তাকে পুরোপুরি শান্তির একটা আবাস দিও ....
।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬
বিবেক সত্যি বলেছেন: সব কিছুর উপরে এটাই এখন প্রার্থণা... ওর জন্য তো আর কিছু করার নেই ...
৩ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১২
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমি কিছু বলতে পারব না শুধু রশীদ হলের বারান্দার ও মাথা থেকে ফয়সালকে হেঁটে আসতে দেখি , খুবই জীবন্ত । দুর্ঘটনার পর ওকে দেখিনি , তাই সেই হাসিখুশি ছবিটাই আমার মাঝে গেঁথে থাকবে সবসময় আল্লাহ তাকে সর্বোত্তম পুরস্কার দান করুক
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
বিবেক সত্যি বলেছেন: পথে দেখা হলে ভ্রু নাচিয়ে হাসিমুখে জিজ্ঞেস করতো, কি খবর ? ওর হাসিমুখটাই মনে হয় ওর সবচেয়ে পরিচিত স্মৃতি...
৪ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১২
চিটি (হামিদা রহমান) বলেছেন: আজ টিভি তে সে নিউজটি দেখে খুব খারপ লাগছিলো। এসিড বাহী বহরের অসাবধানতায় অকালে ঝড়ে গেলো একটা প্রাণ..............আর কারো এভাবে অকালে ঝরে পড়তে না হয়, তার সঠিক ব্যবস্থা নেওয়া উচিত। পরিবহণের ব্যাপারে সরকারের কঠোর নীতিমালা থাকা দরকার। দেশের জন্য.........দশের জন্য। পোষ্টাটা ষ্টিকি করার জন্য সাইন এর কতৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি।
।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪
বিবেক সত্যি বলেছেন: কঠোর নীতিমালা-দেশ-দশ.... এসব আসলে এই বাংলাদেশে আশা করিনা... আক্রান্ত হবার পর, কিছু হারানোর পর.. যদি সত্যি কিছু স্বান্তনা কেউ পেতে চায়, তাহলে তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগেই পাল্টা কিছু করে নিতে হবে ... ধন্যবাদ , তারপরও হয়তো অপেক্ষা করে থাকবো, শৃংখলা-নীতিমালা মেনে চলার দিন কবে আসবে , তার জন্য ...
৫ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৩
পারভীন রহমান বলেছেন: প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে , আর আমরা ভালো ও মন্দ অবস্থায় ফেলে তোমাদের সকলকে পরীক্ষা করছি । শেষ পর্যন্ত তোমাদের সকলকেই আমাদের দিকেই আসতে হবে .... সত্যি এ কথাটা মনে হলে ভী ষণ ভয় করে, মনে হয় এ দুনিয়া তো আসলেই খণিকের স্থান। আল্লাহ ফয়সালকে বেহেস্ত নসীব করুন প্রাথ্রনা করছি
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭
বিবেক সত্যি বলেছেন: মৃত্যুই সবচেয়ে বড় সত্য-যাকে অস্বীকার করার সাহস কারো নেই .. তবুও এভাবে কারো চলে যাওয়া অনেক বেশি কষ্টের ...
৬ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: কোন ব্যবস্থা গ্রহনের কথা কি ভাবা হচ্ছে ? কিছু জানো ??
।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬
বিবেক সত্যি বলেছেন: ভিসি স্যার মোটামুটি স্বান্তনামূলক "আমরা দেখবো" টাইপের কিছু কথা বলছেন ! ইনভেষ্টিগেশন শুরু হইছিলো, কন্টিনিউ হয়নাই, পত্রিকাটত্রিকায় কাভারেজ আসেনাই ... এইসব হাবিজাবি.. আজ রাতে রশীদে মিটিং হবার কথা রয়েছে ...
৭ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৬
আকাশনীল বলেছেন: হে আল্লাহ, ফয়সাল ভাই কে বেহেস্ত নসীব কর
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪১
বিবেক সত্যি বলেছেন: আমিন... ফয়সালের প্রতি আল্লাহর রহমত হোক ....
৮ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪
পারভেজ বলেছেন: এটার কোন বিচার হবেনা? আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন।
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪১
বিবেক সত্যি বলেছেন: বিচারের দাবীতে মাটি কামড়ে পড়ে থাকতে পারলে হবে ...
৯ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪০
এম্নিতেই বলেছেন:
।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
বিবেক সত্যি বলেছেন: Asik : is praying for faisal"khoda,ami jodi jibone ekta ontoto valo kaj kori tar punno ta faisal k dio.".... ফয়সালের জন্য ভালোবাসাটা বোঝা যায় , একেবারে সহজসরল ছিলো ও... ওর সাথে রাগার সুযোগ কেউ কোনদিন পেয়েছে বলে মনে হয়না.... দোয়া করবেন ওর জন্য ...
১০ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: ভাল থেকো ভাই
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩
বিবেক সত্যি বলেছেন: আমিন, আল্লাহ ওকে ভালো রাখুক, ওর পরিবারের মানুষগুলিকে সান্তনার পথ দেখিয়ে দিক...
১১ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬
মাহমুদ রহমান বলেছেন: শেষ পর্যন্ত আমাদের সকলকেই তাঁরদিকে ফিরে যেতে হবে। এই জীবনে সর্বশেষ অভিজ্ঞতাই হবে মৃত্যুর অভিজ্ঞতা, যেটা কাউকে বলা যাবে না। আল্লাহ ফয়সালকে ক্ষমা করে দিন, বেহেশ্তে নসীব করুন। আমীন।।
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
বিবেক সত্যি বলেছেন: মৃত্যুর কথা মনে করিয়ে দেই মানুষকে... নিজেই ভুলে যাই... আল্লাহ ক্ষমা করুন-আমিন.... !!!!
১২ ।১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
ব্রাইট বলেছেন: কষ্ট শুধূ কষ্ট..... প্রতিদিন কত না মেলা হিসাব মিলে যায় মুহুর্তে যখন খাচা ছেড়ে প্রানপাখী উড়ে যায় অজানার পথে আমরা শুধু ব্যস্ত থাকি অনর্থক ব্যর্থ হিসাব মিলাতে
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬
বিবেক সত্যি বলেছেন: আসলেই, যে চলে গেলো তার জন্য এসব ব্যস্ততা পুরোই অর্থহীন .. শুধু দোয়াটুকুন ওর জন্য...
১৩ ।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০২
আতিক একটেল বলেছেন: আর কত স্বপ্নের জানাজা পরবো আমরা?
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭
বিবেক সত্যি বলেছেন: আল্লাহর কাছে প্রার্থণা, সবাইকে নিরাপদে রাখুন.... আমিন ...
১৪ ।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আর কয়টা দিন পরেই ছাত্রত্ব শেষ করে ফয়সাল ভাই ইঞ্জিনিয়ার হয়ে যেত...পরিবারের এ ভরসা হারিয়ে যাবার পর এখন কি অবস্থা ভাবতেও কষ্ট হয়। ফয়সাল ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি, শান্তি আসুক তার পরিবার ও প্রিয় মানুষদের মনে।
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
বিবেক সত্যি বলেছেন: ওর পরিবারের অবস্থা ভালোনা অনেকদিন থেকে । বাবা বহুদিন থেকে শয্যাশায়ী-অসুস্থ্য... ফয়সাল ভালো থাকুক, ফয়সালের পরিবার ভালো থাকুক...
১৫ ।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭
বর্ণ. বলেছেন: আল্লাহ তার যাবতীয় ভাল কাজগুলোকে কবুল করুন। একজনের মৃত্যু যদি রাস্তায় এসিড চলাচলের সুষ্ঠু নীতিমালা চালুতে ভূমিকা রাখে, তবে আমাদের জন্য কিছুটা সান্তনা।
।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭
বিবেক সত্যি বলেছেন: সেদিনের এক্সিডেন্টে এসিডে পুড়েই মৃত্যু হলো এপর্যন্ত ১৫ জনের । আরো আটজনের অবস্থা আশঙ্কাজনক... সরকারের টনক এখনো না নড়লে আর কি করা !!!!
১৬ ।১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭
ফারহান দাউদ বলেছেন: এমন সময়গুলোতে দুনিয়াটা খুব অর্থহীন লাগে। ফয়সালের পরিবারের জন্য কি কিছু করার কথা ভাবা হচ্ছে?
।১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
বিবেক সত্যি বলেছেন: ফয়সালের পরিবারের কন্ডিশন ভালো না । আগামীকাল ডিএসডাব্লিউ স্যারের সাথে এটা নিয়ে কথা হবে -ফান্ড থেকে হেল্প করার জন্য। টাকা যা ওঠানো হয়েছিলো , কিছু ব্যাঙ্কে রাখা আছে , বাকি অংশ যা হাতে আছে, ফয়সালের পরিবারকে দেয়া যাবে ।
১৭ ।১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০
কণা বলেছেন: ফয়সালের জন্য খারাপ লাগছে... আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন.. আমীন
।১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
বিবেক সত্যি বলেছেন: আল্লাহ ফয়সালের পরিবারকে হেফাজত করুন - আমিন ...
১৮ ।১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৭
ঝুমী বলেছেন: পোস্টা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আমি তার আত্মার শান্তি কামনা করছি!
।১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪
বিবেক সত্যি বলেছেন: হুম, ওর জন্য দোয়া করুন ...
১৯ ।১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৯
অ্যামাটার বলেছেন: আমাদের নদীমাতৃক বাংলাদেশে এত বিস্তৃত, নিরাপদ নদীপথ থাকতে মহাসড়কে এসিড পরিবহণের মত খামখেয়ালী ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত যারা নেয়, তাদের বিচারের দাবিতে আমি ফয়সালের সহপাঠিদের কঠোর আন্দোলনে নামার আহ্ববান জানাচ্ছি।
।১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০১
বিবেক সত্যি বলেছেন: বুঝতে পারতেছিনা, কতটা কি আন্দোলন হবে ... বিচারের দাবীতে কঠোর অবস্থানে অবশ্যই যাওয়া উচিত । আপাতত নিজেদের মধ্য থেকে ফয়সালের ফ্যামিলির কথা ভাবা হচ্ছে... সামনে যেহেতু পরীক্ষার মৌসুম , আন্দোলন হলে স্বত:স্ফুর্তভাবে আর জোড়ালো ভাবেই হবে ....
২০ ।১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৮
দ্বীপবালক বলেছেন: ফয়সালকে তুমি অনন্ত শান্তির আবাস দান কর, হে দয়াবান! আর আমাদের জাতির কর্ণধারদেরকে একটু বোধ শক্তি দান কর!
।১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৬
বিবেক সত্যি বলেছেন: আর কতদিনে জাতির-কর্ণধার(???) দের বোধশক্তি হবে ... মানুষেরা মনে হয় আজকাল সবাই হতাশায় "যা হবার হোক" মানসিকতার হয়ে গেছে...
২১ ।১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬
নিবিড় বলেছেন: এভাবে লিখেন না ভাইয়া ।সহ্য করতে পারি না ।
।১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪
বিবেক সত্যি বলেছেন: ভালো থাকুন সবাইকে নিয়ে .. শুভকামনা ...
২২ ।১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৫
হিমালয়৭৭৭ বলেছেন: ফয়সাল ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করছি। তবে, সংবাদপত্রের দায়সারা মনোভাব আমাকে মারাত্মক মর্মাহত এবং ব্যথিত করেছে।।।ফয়সাল ভাঈযের জানাযা থেকে ফেরার সময়ও মনে হচ্ছিল এই ইস্যুতে সংবাদপত্র আরও শক্ত অবস্থান নিতে পারতো,. নয়তো প্রতিদিনই কিন্তু এমন এসিডবাহী ট্রাক চলছে।।। পরবর্তী শিকার যে আমি হবনা তার নিশ্চয়তা কি??
।১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৩
বিবেক সত্যি বলেছেন: ১৫ জন মানুষের এসিডে আক্রান্ত হয়ে মৃত্য ... মিডিয়া তোলপাড় হয়ে যাওয়া দুর্ঘটনা ছিলো ... মিডিয়ার ব্যাপারটা আসলেই আশ্চর্যজনক ...
২৩ ।১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
উম্মু আবদুল্লাহ বলেছেন: আল্লাহ , কেমন তোমার দেয়া সেই মৃত্যুর স্বাদ ... খুব ভয় লাগে ...
।২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৫
বিবেক সত্যি বলেছেন: "বলুন হে নবী ! তোমাদের জন্য একটি সু-নিদৃষ্ট দিন নির্ধারিত করা হয়েছে যা এক মুহূর্ত আগে ও পরে করতে তোমরা সক্ষম নও " - আস-সা'বা-৩০
২৪ ।১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
মাহমুদ রহমান বলেছেন: ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটের কি খবর? আরও কেউ আছে নাকি?
।১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
বিবেক সত্যি বলেছেন: আছে ... কিন্তু কেউ খবর রাখেনি আর .....
২৫ ।২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভীষন কষ্ট........। চলে তো সবাই যাবো...। কিন্তু এভাবে? ফয়সাল কোন সে নদীতে পড়ে ছিলো? অনেক দোয়া। একটা দূর্ঘটনায় এতগুলো প্রান চলে গেলো! কত অমূল্য প্রান। এর পর ও আমাদের বেঁচে থাকা...... চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকেই। ভালো থাকবেন। অসম্ভব মন ছুঁয়ে যাওয়া লেখা।চোখ ভেসে গেলো ।
।২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৯
বিবেক সত্যি বলেছেন: হুম, একেকটা দিন বেঁচে থাকি চলে যাবার ক্ষণটির দিকে চোখ রেখে অথবা সবকিছু ভুলে গিয়ে ....ভালো থাকুন , নিরাপদে থাকুন সবাইকে নিয়ে...
২৬ ।২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:০৪
আবূসামীহা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন!। ফয়সলের আত্মার শান্তি কামনা করছি। আর দেশের নীতি নির্ধারকরা যেন শুধু রাজনীতি না করে জনকল্যাণ নিয়েও চিন্তা করেন সে আশা করছি।
।২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১১
বিবেক সত্যি বলেছেন: জনকল্যাণের সার্বক্ষণিক চিন্তাই হোক রাজনীতিবিদদের রাজনীতি ... এই আকাশকুসুম আশা নিয়ে আমি-ও বসে আছি ...
No comments:
Post a Comment