আজকের দিনে ক্যামনে আনন্দ করি ? (comment)

আজকের দিনে ক্যামনে আনন্দ করি ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৬

কেলাশে গিয়া হতচকিত হইয়ে গেসি B-)
উনারা সব ঝলমল করতেসেন হলুদ কাপড়ের উজ্জলতায় । চোখ তুলে তাকাতে পারিনা কোনদিকে..B-) 

কি ব্যাপারস ? ১৪- ফেব্রুয়ারী তো আজ না ..:-*
অনুসন্ধানে জানা গেলো আজকে ১-লা ফাল্গুন । তাই চারিদিকে এহেন বসন্তবরনের উচ্ছ্বাস...

আজকা ১-লা ফাল্গুন হইলেও দিনটা একলা মানুষদের জন্য না । বুঝতে পারছি একটু একটু..জোড়া শালিকদের ভীড় দেখেছি ফুটপাথ আর রিক্সায়... :D

বন্ধু মুহিব আর কামালের সাথে আলাপ করে সিদ্ধান্তে পৌছালাম, বসন্ত আসলে আমাদের জন্য সেরম(!) কিছু না । এই দিন আমাদের মনে করিয়ে দেয়, আহা..জীবনের আরেকটা বসন্ত একলা একলা পার হয়ে যাচচে..;)


:|:|B-)

মন্তব্য ৬১ টি রেটিং +১৮/-১

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৪
বিবেক সত্যি বলেছেন: ;) সেটাই, ক্যামনে মানুষরে(;)) বুঝাই যে বয়স কিন্তু হইসে :P
১ ।১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৪
নূর-ই-হাফসা বলেছেন: এতদিকে না তাকিয়ে চোখ বন্ধ করে হাটলেই তো হয়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২০
বিবেক সত্যি বলেছেন: তাইলে তো উষ্টা খাইতে হইবো../:) চোখ বন্ধ কইরা কেমনে হাঁটি ?? আর বালুতে মুখ গুজে পড়ে থাকা কাকপক্ষী কি শিকাড়ির নিশানা থেকে রেহাই পায় ? ;)
২ ।১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৫
চির সবুজ বলেছেন: উনারা কারা?
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২১
বিবেক সত্যি বলেছেন: উনারা পাণ্জাবী পড়েন না B-)
৩ ।১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৩
টংকেশ্বরী বলেছেন: বেচারা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৮
বিবেক সত্যি বলেছেন: আহারে, আমার জন্য শোক প্রকাশ করায় টংকেশ্বরীর প্রতি কৃতজ্ঞতা :P আমার চক্ষে পানি আসতেছে..
৪ ।১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৪
মাহবুবা আখতার বলেছেন: আহা রে....
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪২
বিবেক সত্যি বলেছেন: এইবার .. B-)
৫ ।১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৩
তিনিই সত্য বলেছেন: চুক চুক চুক। বেচারা...
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৬
বিবেক সত্যি বলেছেন: B-):DB-)
৬ ।১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৫
ফারজানা মাহবুবা বলেছেন: বাবা মা’কে উদাস স্বরে বলুন ডাবল বেডটা আর ভালো লাগেনা, একলা মানুষ সিংগেল হলেই চলে! তাহলেই হবে! :) :) তেনারাই আপনাকে দোকলা করে দেবেন!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১১
বিবেক সত্যি বলেছেন: ফারজানা আপু, আমি ডাবল বেডে ঘুম যাইনা :-0 এই টেকনিকে কাজ হইবো না । পারলে অন্য কিসু বলেন...B-)
৭ ।১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: বসন্ত পার হওয়া অবশ্যই দুঃখের।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩০
বিবেক সত্যি বলেছেন: সিরিয়াসলি...? থ্যাঙ্ক ইউ ...
৮ ।১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৪
কণা বলেছেন: আরেক বেচারার গল্প পড়ে এসে দেখি আপনিও বেচারা... আহারে... দুস্ক... B-)
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৯
বিবেক সত্যি বলেছেন: উফ চক্ষে কি পানি আসতেছে না কনাপু ? :P আমার কিন্তু আসি আসি করতেছিলো :P বড়ই দুস্ক B-)
৯ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫২
ফারহান দাউদ বলেছেন: আরে কি কয়! ক্যাফেতে বইসা ধুমায়া আড্ডা,বসন্ত একলাদের জন্য না মানে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৬
বিবেক সত্যি বলেছেন: খাইসে, ফারহান দাউদ ভাই তো আমারে ধরা দিয়া দিলো ;) পাবলিক সিমপ্যাথি পাইতেছিলাম কেমন সুন্দর :P
১০ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৮
এম.এ.হামিদ বলেছেন: বেকুব তোমগো ইসলাম গ্রুপ তো ইনতেকাল ফরমাইতেসে মনে হয়
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫
বিবেক সত্যি বলেছেন: হঃ ইসলাম গ্রুপ থিকা কয়েকজনরে ব্যান করা হইসে :) জন্জালমুক্ত ইসলাম গ্রুপ এখন হামিদের কথার রিভার্স সাইডে চলবে .. কারন হলো তার ...খ্যাতো রিভার্স সাইখোলজি...:P
১১ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৯
এম.এ.হামিদ বলেছেন: রিভার্ষ সাইকোলজি কেমনে কি। ওখানে দশটা নিক আচে আমার সময় সুযোগ মতো ক্যাচাল করমু। সাবধানে থাকিও
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪২
বিবেক সত্যি বলেছেন: ইসলাম ও ইসলাম গ্রুপের ক্ষতি(??) সাধন করতে পারার আনন্দে হামিদের বানরীয় নর্তন দেখে বড়ই আনন্দ অনুভব করিতেছি । ইতোমধ্যে হামিদ তাহার দুইটা নিক ত্যাগ করে ঘোষণা করিয়াছে তাহার বাকি নিকগুলাও অতিশীঘ্র ইসলামগ্রুপ থেকে সরাইয়া নিবে B-) .. ইহাও একটি স্বস্তিকর এবং আনন্দপ্রদ সংবাদ.. পরিশেষে হামিদকেও বলা হইতেছে, বানরেরা কোনদিন মনুষ্যপ্রজাতি ও মনুষ্যপ্রজাতির স্বভাবধর্ম ইসলামের ক্ষতি সাধন করিতে পারে নাই.. ১ জন সদস্যও যতদিন ইসলাম গ্রুপে থাকবে ততদিন পর্যন্ত এ গ্রুপ ইসলামের উজ্জলতা প্রকাশ করতে থাকবে নেট-দুনিয়ার আনাচে কানাচে, ইনশাআল্লাহ..
১২ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩১
এম.এ.হামিদ বলেছেন: আচ্ছা কোন লেকা নাই কেন তুমগো গুরুপে
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৫
বিবেক সত্যি বলেছেন: হামিদ, ইসলাম গ্রুপের হিট বাড়াইয়া তুমার লাভ কি ? আমার তো এই পয়েন্টে ভয় লাগতাসে ;) ইসলামগ্রুপে কুনু পোষ্ট নাই, তয় আঙ্গুল গুনলে ১৫০ তক ঠেকবে আশা করি...
১৩ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: নাহ বসন্ত দিনে আমি ক্যাফেতে যাই না , গেলে দুঃখ বাড়া ছাড়া আর কোন কিছু হয় না :) , ফারহান ক্যাফেতে কেন যে যায় ;) ..........
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫০
বিবেক সত্যি বলেছেন: এইতো ঠিক্কথা... ফারহান ভাই, আপনে বসন্ত দিন ক্যাফেতে যান ক্যানো :P ? আমার মনে হয় , ফারহান ভাই অপরের আনন্দ দেখে আনন্দিত হওয়া টাইপের নীতিতে বিশ্বাসী..B-)
১৪ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪১
মুনিয়া বলেছেন: হুমম... কেউ থাকুক আর না থাকুক। এত রং, উৎসবের আবহ- ভালই তো লাগে দেখতে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৬
বিবেক সত্যি বলেছেন: আমার ভালো লাগেনা, আমার দুস্ক লাগে... মুনিয়া, আপনিও কি... ... ?B-) আচ্ছা থাক ... সিরিয়াসলি বললে, একাকীর স্বাধীনতা আসলে খারাপ লাগেনা... রঙের খেলা আমিও উপভোগ করি...
১৫ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: ইসলাম গ্রুপে আমি পোস্ট দিলাম। বসন্তের কথা আপাতত মুলতবি করে সেটা দেখো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৪
১৬ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৮
মুনিয়া বলেছেন: বিবেক, করেই ফেলেন প্রশ্নটা। সমস্যা নেই, আমি সহজে মাইন্ড করি না ;)
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৮
বিবেক সত্যি বলেছেন: ফেললেন তো বিপদে ;) এইটাইপের প্রশ্ন যদি করতেই পারতাম তাইলে কি আর এই পোষ্ট পাইতো সামহোয়্যারিন বিবেকের কাছ থেকে B-) ;);););)
১৭ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০২
উম্মু আবদুল্লাহ বলেছেন: মুনিয়া, আমিও অপেক্ষা করছি আপনার মত। দেখা যাক কথাটা বিবেক বলতে পারে কিনা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৩
বিবেক সত্যি বলেছেন: ;):-/
১৮ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৩
প্রচেত্য বলেছেন: হা হা হা যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে নাকি একলা চলতে হয় ........................................
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১০
বিবেক সত্যি বলেছেন: প্রচেত্য, আমার কিছু টিপস চাই, দিতেই হবে B-)
১৯ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১১
মুনিয়া বলেছেন: যান যান... এফ দিলাম না, ডি। ডি পাওয়ার চেয়ে এফ পাওয়া ভাল বুঝলেন!
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২২
বিবেক সত্যি বলেছেন: বলছে আপনারে ? এই বন্দী কারাগার থেকে কোনমতে মুক্তি পাইলে বাঁচি..:| এফ পাইলে সেইটা হইবো...?
২০ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: কিছু কথা সামনের দিনের জন্য তুলে রাখাই ভাল। সেটা ভেবে এখনকার দিন গুলো কেটে যাক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৬
বিবেক সত্যি বলেছেন: উপদেশ শিরোধার্য করার চেষ্টা থাকবে..:)
২১ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৯
প্রচেত্য বলেছেন: পারব কি ? তবুও যখন ডাক পেয়েছি ডাক শুনেই যাই .............
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৭
বিবেক সত্যি বলেছেন: আমার ডাক উপেক্ষা কইরেন না, ভাইজান..
২২ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: লেখক বলেছেন: উপদেশ শিরোধার্য করার চেষ্টা থাকবে.. মুসলিম হওয়া অনেক বিড়ম্বনা। তবে ঠকা যে হবে না সেটা ধরে রাখবে।
২৩ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩০
এম.এ.হামিদ বলেছেন: বেকুব সত্য। আমার নিক একনো পদত্যাগ করাই না। সময় আচে, আমার ক্যাচাল অন্যরকম। ইসলাম গ্রুপের দশটা নিক এটা শুধু জানো
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৬
বিবেক সত্যি বলেছেন: পিক্সেল আর বেরুনী যে হামিদের নিক ছিলো, এইটা হামিদের কথা থেকেই ফকফকা :) হামিদ আমার কমেন্টের শেষ অংশটা আবার তুলে দিচ্ছি.. "পরিশেষে হামিদকেও বলা হইতেছে, বানরেরা কোনদিন মনুষ্যপ্রজাতি ও মনুষ্যপ্রজাতির স্বভাবধর্ম ইসলামের ক্ষতি সাধন করিতে পারে নাই.. ১ জন সদস্যও যতদিন ইসলাম গ্রুপে থাকবে ততদিন পর্যন্ত এ গ্রুপ ইসলামের উজ্জলতা প্রকাশ করতে থাকবে নেট-দুনিয়ার আনাচে কানাচে, ইনশাআল্লাহ.."
২৪ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩
বিবেক সত্যি বলেছেন: আলহামদুলিল্লাহ..থ্যাঙ্কস আপনাকে...@উম্মু আব্দুল্লাহ থাকুক আপাতত, আবদার ফিরিয়ে নিলাম @প্রচেত্য :):):):):):)
২৫ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৯
এম.এ.হামিদ বলেছেন: হ পিক্সেল আমার নিক আল বেরুনি বেকুব হারাদিন কোরান কপি পেষট করে সেটা আমার নিক। বাট দশটা নিক আচে আমার ইসলাম গুরুপে
২৬ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪০
বিবেক সত্যি বলেছেন: হামিদের কমেন্টের প্রিন্টস্ক্রীন রাখা হচ্ছে .. এরপর যখনই কেউ ইসলামগ্রুপের কোন পোষ্টের ব্যাপারে অহেতুক আপত্তি তুলবে ,তাকে বলা হবে এতে আমাদের দোষ নেই.. একাজ হামিদের ১০ নিকের কোন একটার...
২৭ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪২
এম.এ.হামিদ বলেছেন: সো আমি কি এত বেকুব যে গ্যান্জাম করুম ব্লগে। আমি ক্যাচাল করুম তোমগো গুরুপে
২৮ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫১
বিবেক সত্যি বলেছেন: আত্মস্বীকৃত বেকুবের মুখ বন্ধ করা হলো । গ্রুপের কোন নীতিমালা বহির্ভুত পোষ্টের কারনে হামিদকে দায়ী করে প্রথমেই ব্যাপারটা যাচাই করা হবে । মুল ব্লগে এ নিয়ে কথা উঠলে হামিদের এখানের কমেন্টের প্রিন্টস্ক্রীণ দেখানো হবে.. আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি... এম.এ.হামিদ. এর ষড়যন্ত্র যে এভাবে প্রকাশ হয়ে পড়বে এত তাড়াতারি, কখনও ভাবিনি ...বাহ একেই বলে আল্লাহর সাহায্য..
২৯ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০০
সালিশদার বলেছেন: বেকুবের আনন্দে আমি খুসী। কিন্তু একন ইসলাম গ্রুপের কি হবে? কোনটা আমার নিক মাইনাস দেওনের জন্য কোনটা রিভার্ষ সাইকোলজির জন্য। কোনটা তুমি যে কাফির বলার জন্য ? কি হবে বেকুব সত্য
৩০ ।১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৫
সালিশদার বলেছেন: বেকুব আরো তিন চারটা নিক ঢুকামু ভাবতাসি। আগের দশটা নিকের পরিচয় বার করতে পারছো। খুব সাবধান ক্যাচাল লাগলো বলে
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
বিবেক সত্যি বলেছেন: তুমি কি নিজেরে আবু জাহেল-আবু লাহাবের চাইতে বড় শয়তান মনে করো ... পৃথিবীর কোন যড়যন্ত্র ইসলাম গ্রুপের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবেনা, ইনশাআল্লাহ... তোমার হুমকি আমরা পায়ের নিচে ফেলে দিলাম, পিষে ফেলার জন্য...
৩১ ।১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৭
ফারহান দাউদ বলেছেন: হুম,মেহরাব ব্যস্ত থাকে বইলা ক্যাফেতে যায়না,আমার আবার ব্যস্ততা নাই,ঐখানে বইসা বন্ধুবান্ধব মিলা হলুদিয়া পাখি দেখা বেশ ভালো,আড্ডা আর ক্যাফের ৩ নম্বুরি চা হইলো বোনাস।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০২
বিবেক সত্যি বলেছেন: লেখক পোষ্টে বলেছেন, চোখ তুলে তাকাতে পারিনা কোনদিকে... হলুদিয়া পাখি দেখায় সমস্যা আছে ফারহান ভাই, পর্দার একটা ব্যাপার আছে, ইচ্ছাকৃতভাবে একবারের বেশি কারো প্রতি দৃষ্টি গেলে সেটা অনুচিত কাজ হয় ...
৩২ ।১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০১
আবূসামীহা বলেছেন: ভাই একলা থাকার ঝামেলা যত তাড়াতাড়ি ঘুচাবেন তত মঙ্গল। আপনার জন্য শুভকামনা! :)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২২
বিবেক সত্যি বলেছেন: আহেম..! দোয়া করলেন...B-) ভালো..ভালো... একলা থাকার ঝামেলা ...?;) আচ্ছা..ঠিকাছে...
৩৩ ।২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: হলুদিয়া পাখি দেখায় সমস্যা আছে ফারহান ভাই, পর্দার একটা ব্যাপার আছে, ইচ্ছাকৃতভাবে একবারের বেশি কারো প্রতি দৃষ্টি গেলে সেটা অনুচিত কাজ হয় ... হুম, বড় সমস্যা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৩
বিবেক সত্যি বলেছেন: ;) ঝামেলা... ;)

No comments:

Post a Comment