মৃত্যু আমার ঘাড়ের কাছে শ্বাস ফেলে যায় নিত্যদিন (comment)

মৃত্যু আমার ঘাড়ের কাছে শ্বাস ফেলে যায় নিত্যদিন

০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১২

কাল রাতে বেশ অর্থবহ এক স্বপ্ন দেখেছি ...

ঢাকা থেকে বাড়ি গিয়েছি কোন কারনে। 
গিয়ে মনে হচ্ছে আজই ফিরে যেতে হবে। কারন সামনে 
পরীক্ষা, তাড়াহুরা করে গুছিয়ে নিচ্ছি। মা বলছেন, এত 
তাড়াহুরার কিছু নাই, তোমার জন্য একটা হোন্ডা রেডীকরা আছে.. 

যাহোক, কয়েকদিন আগেই হোন্ডা চালানোর হাতেখড়ি 
হয়েছিল। সেটাই মনে হয় দেখতে লাগলাম.. 

আমার হোন্ডা বারবার বামদিকে হেলে যাচ্ছে। একসময় 
পড়েই গেলো.. আমি লাফ দিয়ে সরে যাই। 

আবার নতুন করে চালু করতে যাবো, এমন সময় কালো পোশাকের দুই ব্যক্তি কোথ্থেকে এসে আমার দিকে একটা রিভলবার তাক করে । তারাও মোটরসাইকেলে এসেছে.. 

আমি হাত উপরে তুলি। একজন বলে, পকেটে কি 
আছে? আমি পকেট হাতড়ে একটা ন্যাপথালিন খঁজে পাই 
ন্যাপথালিনটা কাচের বল হয়ে যায় যেন কিভাবে..

এসময় প্রচন্ড একটা ভয় আমাকে ঘিরে ধরে। কেবল-ই মনে , হয় ওরা বুঝি আমাকে গুলি করে দেবে...

এরমধ্যে আরেকজন জিজ্ঞেস করলো, বয়স কত, সত্যি বল ? 

আমি বয়স বলতেই ওরা একটু মুচকি হেসে মোটরসাইকেল 
নিয়ে চলে গেলো.. 

আমার কেন যেন মনে হল , আমার মৃত্যুর সময়টা এখন্ও আসেনি ,
এটা ওরা বুঝতে পেরেই আমাকে ছেড়ে দিলো... 

মন্তব্য ১৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
তারিক হাসান খান নিপু বলেছেন: সেজন্যেই এখন আর মৃত্যুর পরোয়া করিনা !
২ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
বিবেক সত্যি বলেছেন: আমি ওপাড়ের এক 'কিছুটা জানা' জগতে বিশ্বাসী.. একারনেই বড় ভয় লাগে মাঝে মাঝে নাজানি কেমন জেরার মুখে পড়তে হবে ..
৩ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভয় সবাই পায়। যারা অবিশ্বাসী তারাও। কারন কেউ তো জানে না কে কোথায় রবে।
৪ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
প্রচেত্য বলেছেন: মৃত্যুকে ভয় পান? পেয়েছেন কখনো? মৃত্যু কি সময় মানে না বোঝে !
৫ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
বিবেক সত্যি বলেছেন: অবিশ্বাসীরাও মৃত্যুকে ভয় পায়- ভালো একটা পয়েন্ট..@উম্মু আবদুল্লাহ মৃত্যুকে আসলে ভয় পাওয়ার কোন মানে নেই- তবে কিনা, মৃত্যুর মাধ্যমেই যেতে হবে অচেনা এক রহস্যময় জগতে যেমন জন্মের মাধ্যমে এসেছিলাম এই জগতটায়@প্রচেত্য
৬ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩
ব-দ্বীপ বলেছেন: যদিও একটু philosophical post তবে পকেটে ন্যাপথলিন পাওয়াতে হাসি পাচ্ছে আমার :)
৭ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
চতুরভূজ বলেছেন: কেমন আছেন বিবেক সত্যি ভাই? যাক, সেটা স্বপ্ন ছিল!! মাঝে মাঝে মৃত্যুর ভয় আমারও এত হতে থাকে আর হাত পা ঠান্ডা হয়ে আসে। এটা খুবই করুণ যে , মানুষের মৃত্যু নিশ্চিত জেনেও মানুষ মৃত্যুকে ভুলে থাকে এবং পরকালের জন্য জীবন সাজায়না! ৫
৮ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
বিবেক সত্যি বলেছেন: @ব-দ্বীপ সকালে কিছুক্ষণ গুম হয়ে ছিলাম, পড়ে ঐ জায়গাটায় আমারও হাসি এসেছে @চতুরভূজ পরীক্ষা চলছে, জরুরী অবস্থায় আছি.. আপনার খবর কি ?
৯ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
চতুরভূজ বলেছেন: আমি ভালো আছি। কি পরীক্ষা???
১০ ।০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
আবূসামীহা বলেছেন: যেতে হবে নির্দিষ্ট ক্ষণে, দিনে, ও স্থানে। কিন্তু কেউ জানেনা সে ক্ষণ, দিন ও স্থান, শুধু একজন ছাড়া। তিনি বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ্
১১ ।০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
বিবেক সত্যি বলেছেন: @চতুরভূজ টার্ম-ফাইনাল, ট্রান্সপোর্টেশন গেলো ৩ তারিখে.. আবূসামীহা ভাই, ধন্যবাদ
১২ ।০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৪৮
শাইরি বলেছেন: @ বিবেক সত্যি আপনার পোস্ট পড়েতো মাথায় মৃত্যু চিন্তা চলে আসছে। সত্যি কথা এটাই যে আমাদের যেতে হবে।
১৩ ।০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৯
বিবেক সত্যি বলেছেন: কথা ও কাজে মিল না থাকাটা অপরাধ... শাইরি দোয়া করবেন, এই পোষ্ট পড়ে যাদের মাথায় মৃত্যু-চিন্তা আসলো তাদের মত যেন হতে পারি...
১৪ ।২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩১
বিবেক সত্যি বলেছেন: ইসলাম গ্রুপে রাখলাম Click This Link http://www.somewhereinblog.net/group/islam

আপনার মন্তব্য লিখুনঃ

No comments:

Post a Comment