ঘুম আসিতেছে না / ঘুম ইজ নট কামিং
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৯
দার্জিলিঙের চূড়ায় আছে এই রেলষ্টেশনটি ..নাম ঘুম। ২০০৬ এর নভেম্বরে আমরা গিয়েছিলাম । বাংলাদেশ তখন গরম ।শেখ হাসিনা মুক্ত তার সঘন আল্টিমেটাম-মানে ঘনঘন হুমকি-ধামকি চলছে ফুলস্পিডে..
এরই মাঝে ৫ দিনের প্লান নিয়ে আমাদের যাত্রা শুরু । ৫ দিন থাকতে পারিনি । ৩ দিন পরেই খবর এলো, দেশব্যাপী অবরোধ না কি যেন । বাংলাদেশ অচল করে দিবেন নেতৃ-বঙ্গবন্ধুর কন্যা ..
অতএব বাক্সপ্যাটরা গুছিয়ে আমরা ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন ।
যা হোক... ঘুমের নাম শুনেছিলাম আগেই । বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন নাকি । শিলিগুড়ি থেকে দুপুর ২.০০ টার দিকে আমাদের জীপ চলতে শুরু করেছে । বেশ উত্তেজিত সবাই । কারন অল্প একটু পরেই দেখা গেলো রাস্তা উপরে উঠতে শুরু করেছে । হুমরি খেয়ে সবাই জানালার দিকে নাক ঠেকিয়ে রেখেছে । বিষ্ময়কর সৌন্দর্য চারিদিকে । আমাদের গাড়ি উঠছে তো উঠছেই । একসময় শুরু হল প্যাচানো রাস্তা.. যাষ্ট 'সাপের মত প্যাচানো' যাকে বলে !
পকেটভর্তি জলপাই ছিল। কাজ হলোনা । একসময় অসুস্থ হয়ে পড়লাম আমি । কষ্টের চেয়ে বিব্রত বেশি । ভাবছি অন্যদের কথা- ইশ কি ভাবছে ওরা !
কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম । সৌন্দর্য দেখা বাতিল তখন কেবল একটাই চাওয়া... ঘুম, তুমি চলে এসো..
কারন ঘুম চলে আসা মানে আমাদের যাত্রা শেষ প্রায় । গাড়িটা থামলে বাচি ।
এরই মাঝে ৫ দিনের প্লান নিয়ে আমাদের যাত্রা শুরু । ৫ দিন থাকতে পারিনি । ৩ দিন পরেই খবর এলো, দেশব্যাপী অবরোধ না কি যেন । বাংলাদেশ অচল করে দিবেন নেতৃ-বঙ্গবন্ধুর কন্যা ..
অতএব বাক্সপ্যাটরা গুছিয়ে আমরা ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন ।
যা হোক... ঘুমের নাম শুনেছিলাম আগেই । বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন নাকি । শিলিগুড়ি থেকে দুপুর ২.০০ টার দিকে আমাদের জীপ চলতে শুরু করেছে । বেশ উত্তেজিত সবাই । কারন অল্প একটু পরেই দেখা গেলো রাস্তা উপরে উঠতে শুরু করেছে । হুমরি খেয়ে সবাই জানালার দিকে নাক ঠেকিয়ে রেখেছে । বিষ্ময়কর সৌন্দর্য চারিদিকে । আমাদের গাড়ি উঠছে তো উঠছেই । একসময় শুরু হল প্যাচানো রাস্তা.. যাষ্ট 'সাপের মত প্যাচানো' যাকে বলে !
পকেটভর্তি জলপাই ছিল। কাজ হলোনা । একসময় অসুস্থ হয়ে পড়লাম আমি । কষ্টের চেয়ে বিব্রত বেশি । ভাবছি অন্যদের কথা- ইশ কি ভাবছে ওরা !
কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম । সৌন্দর্য দেখা বাতিল তখন কেবল একটাই চাওয়া... ঘুম, তুমি চলে এসো..
কারন ঘুম চলে আসা মানে আমাদের যাত্রা শেষ প্রায় । গাড়িটা থামলে বাচি ।
৩৩ টি +১৩/-২
মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন
।২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৭
বিবেক সত্যি বলেছেন: হ... তেবরো নিন্দা...
১ ।২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৬
বিবেক সত্যি বলেছেন: এই মুহুর্তে ঘুম আসার কোন কারন ছিলোনা কারন আজকে সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়েছিলাম । কিন্তু এখন দেখছি চোখের পাতা আবার ভারী হচ্ছে । আল-বিদা ...
২ ।২২ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৪
সোনার বাংলা বলেছেন: হে হে হে ঘুম ইজ ইজ নট কামিং .....
।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৩
বিবেক সত্যি বলেছেন: ইজ ইজ ... না ওয়াজ কামিং আফটার দিস পোষ্ট..
৩ ।২২ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:০৬
আবূসামীহা বলেছেন: ঘুম আসা প্রশান্তিরই লক্ষণ।
।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৭
বিবেক সত্যি বলেছেন: ঘুম নিয়ে কোন টেনশন নেই আমার । একমাত্র পরীক্ষার সময় ছাড়া । ওই সময়টায় জোর করে বিকালে ঘুমাই । কি যে যন্ত্রনার ব্যাপার । চা খাইনা কখন ও... আর পরীক্ষার সময় ওটাও খেতে হয় বাধ্য হয়ে ...
৪ ।২২ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৪
বিবর্ণ বলেছেন: ডাইল খাইয়া দেখতে পারেন কাম হয় কি না!
।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৭
বিবেক সত্যি বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ আমার অবশ্য এমনিতেই ঘুম চলে এসেছিলো...
৫ ।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০৫
ইছামতীর পাড়ে বলেছেন: শুভ হোক এ যাত্রা!
।২৩ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৭
বিবেক সত্যি বলেছেন: হু...
৬ ।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০৮
প্রিয়তি বলেছেন: এখন "শেষের কবিতার" মত লাব্যনের গাড়ীর সাথে ধাক্কা না খেলেই হয়
।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪০
বিবেক সত্যি বলেছেন: দোয়া করেন প্লিজ.. কোন এক লাবন্যের গাড়ির সাথে ধাক্কা খাওয়ার অপেক্ষায় আছি
৭ ।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:১৭
পান্জেরী বলেছেন: +
।২৩ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৮
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কু...
৮ ।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৬
কণা বলেছেন: হি হি হি... ইন্টারেস্টিং তো! আচ্ছা... জলপাই ছিল কেন? জলপাই খেলে কি হয়?
।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩০
বিবেক সত্যি বলেছেন: আমার ধারনা ছিলো, জলপাই জিনিসটা টক .. আর জানতাম, টক জিনিস যাত্রাপথে অসুস্থতা প্রতিরোধক .... মানে মাথাটা ঘুরবে না- সোজা রাখবে... এখন অবশ্য এ্যভোমিন সাথে রাখি ..
৯ ।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫
ফারজানা মাহবুবা বলেছেন: আসলেই জলপাই খেলে কি হয়? আমি তো শুনেছি খারাপ লাগলে লেবু খায়। জলপাই খাওয়ার এই বুদ্ধি কোথা থেকে বিবেক ভাই?
।২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৩
বিবেক সত্যি বলেছেন: ফারজানা আপুজান, জলপাই আমি নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ থেকে । লেবু নেয়ার চেয়ে জলপাই নেয়াটা সুবিধাজনক বলে মনে হয়েছিলো...বুদ্ধি বিবেকের মাথা থেকেই আসছে
১০ ।২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভ্রমন নিশ্চয়ই আনন্দময় হয়েছে।
।২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪১
বিবেক সত্যি বলেছেন: ছোটগল্পের সংজ্ঞার মত হয়েছে । শেষ হয়নি...২ টা দিন মিস..
১১ ।২৩ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪০
চতুরভূজ বলেছেন: জলপাই কই?
।২৩ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৬
বিবেক সত্যি বলেছেন: জল টিউব ওয়েলে পাবেন... জলপাই বাজারে পাবেন... আমি কিনেছিলাম আমাদের পলাশী বাজার থেকে ...
১২ ।২৩ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৩
কণা বলেছেন: টক খেলে শরীর আরো খারাপ হয়.... এসিড না? মরিচ খাবেন...না, না, খাবেন না... মরিচ কামড়াবেন কিন্তু খাবেন না... শরীর ভাল না হয়ে যাবে কোথায়...
।২৩ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৩
বিবেক সত্যি বলেছেন: হু, বলছে আপনারে ... কত নাটক সিনেমায় দেখলাম, টক খাওয়ার কথা বলছে মরিচ কামড়ানোর বুদ্ধিটা অবশ্য মনে ধরছে অন্তঃত একবার টেষ্ট করে দেখি
১৩ ।২৩ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৬
কণা বলেছেন: হু করে দেইখেন.... এহেম.... আগেই বলে দিচ্ছি উল্টাপাল্টা কিছু হলে আমার কিন্তু কোন দোষ নাই...
।২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০১
বিবেক সত্যি বলেছেন: আমারে ভয় দেখান ! আমি একটা ডিমভাজায় ৭ টা কাঁচামরিচ কুচি কুচি কইরা দিছি সেদিন । আহ কি স্বাদ
১৪ ।২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
কণা বলেছেন: ওম্মা!! রিয়েলি!! সাত সাতটা মরিচ!!.... ওগুলোতে নিশ্চয় ঝাল ছিল না... ঠিক না? btw, সাতটা মাছি মারার গল্পটা জানেন তো? ওরকম কিছু নয়তো আবার?
।২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
বিবেক সত্যি বলেছেন: অবশ্যই ঝাল ছিল আমার রুমমেটরা পর্যন্ত টের পেয়েছে রুমমেটের দাবি নিয়ে আসছিলো টেষ্ট করতে ... বুঝছে মজা ৭ টা মাছি মারার গল্প জানিনা ... বলেন না প্লিইজ..
১৫ ।২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
রোকন বলেছেন: সো ইউ স্টার্ট কামিং অন দা ব্লগ
।২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০০
বিবেক সত্যি বলেছেন: ধুর মিয়া, সময়টা দেখেন পোষ্টের... ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৯ ঘুমে ঘুমে মিলাইয়া দিছি আর কিছু না...
১৬ ।২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
টংকেশ্বরী বলেছেন: heading is more attractive than the whole story.
।২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
বিবেক সত্যি বলেছেন: বিবেক সত্যির কাজই এমন দেখেন , তার একটা পোষ্টের নাম কত বড় আর পোষ্টের সাইজ কেমন .. Click This Link (থ্যাঙ্কস...)
১৭ ।২৩ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
কণা বলেছেন: ওহ গল্পটা জানেন না... বলতে হবে নাকি? আজকে না...পরে একদিন বলব না হয়...
।২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২০
বিবেক সত্যি বলেছেন: অবশ্যই বলতে হবে ... আজকে বলবেন না...আচ্ছা ঠিকাছে..আরেকদিন...
।২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২০
বিবেক সত্যি বলেছেন: অবশ্যই বলতে হবে ... আজকে বলবেন না...আচ্ছা ঠিকাছে..আরেকদিন...
No comments:
Post a Comment