বিজয়োল্লাস প্রকাশ করি পবিত্র কুরআনে শেখানো পদ্ধতিতে
১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৮
বিসমিল্লাহির রহমানির রহিম
১.যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়
২.তখন মানুষদেরকে আপনি দেখবেন , তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে
৩.তখন আপনি আপনার রবের সপ্রশংস মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী
১.যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়
২.তখন মানুষদেরকে আপনি দেখবেন , তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে
৩.তখন আপনি আপনার রবের সপ্রশংস মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী
৫৪ টি +১১/-৩
মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন
১ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫০
বিবেক সত্যি বলেছেন: মূল বক্তব্যঃ বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। যেকোন আন্দোলনের নেতার উচিত নয় বিজয়ের পরে গর্বোদ্ধত আচরন করা। বরং বিপ্লবে বিজয়ের পর প্রথম উদ্দেশ্য থাকবে পরিস্থিতি শান্তিময় করা। একাজটি করা সহজ নয় । আল্লাহর সাহায্য ব্যাতীত বিপ্লবের বিজয় দীর্ঘস্থায়ী হওয়ার কোন সম্ভাবনা নেই।
২ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫১
বিবেক সত্যি বলেছেন: -"যখন আল্লাহর সাহায্য এসে যায়" সূরাটির প্রথম শব্দটির অর্থ "যখন" । শব্দটি কিয়ামত পর্যন্ত যেকোন বিজয়ে বিশ্বাসীদেরকে এ সূরাটিকে গাইডলাইন হিসেবে গ্রহণ করার অনুপ্রেরণা জোগাবে...
৩ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫২
বিবেক সত্যি বলেছেন: -"আল্লাহর সাহায্য" সংখ্যায় কম, অস্ত্রের স্বল্পতা সহ শত দুর্বলতার মাঝেও সত্য ও ন্যায়পন্থী দলই বিজয় লাভ করে । এটা একান্তই আল্লাহর সাহায্য। দুনিয়ার কোন সূত্র সাধারনত একে ব্যাখ্যা করতে পারেনা ঠিকমত !
৪ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫২
বিবেক সত্যি বলেছেন: -"দলে দলে দ্বীনে প্রবেশ" বিজয়ের পর মানুষের সকল সন্দেহ দূর হয়ে যায়। আরবের বুকে ইসলামের বিজয়ের পরে অনেক বিখ্যাত সাহাবা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন । হযরত খালিদ বিন ওয়ালিদ রাঃ , হযরত ইকরামা ইবনে আবু জাহল রাঃ যারা একময় ছিলেন মুসলিম শক্তির প্রচন্ড বিরোধীতাকারী তারাই পরবর্তীতে হয়েছিলেন মুসলিম শক্তির শ্রেষ্ঠতম সেনানায়ক...
৫ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৩
বিবেক সত্যি বলেছেন: মক্কা বিজয়ের পরে অবস্থা এমন হয়েছিলো যে নিকট আরবের কোথাও একজন মুশরিক, যুদ্ধাপরাধী কিংবা ইসলামবিরোধী দেশদ্রোহী খুজে পাওয়া যায়নি। সবাই মিলেমিশে ইসলামী রাষ্ট্রের ঐক্যবদ্ধতা প্রতিষ্ঠা করেছেন। "লা তাছরিবু আলাইকুমুল ইয়াওমা"-আজ তোমাদের ওপর কোন ভর্তসনা নেই...রাসূলুল্লাহ সাঃ এর এই সাধারন ক্ষমা ঘোষণার পরে ওহুদ যুদ্ধের ফলাফল ওলটপালট করে দিয়ে ৭০ মুসলিমকে শহীদ করে দেওয়া সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাঃ ও হতে পারেন সাইফুল্লাহ-আল্লাহর তরবারি উপাধীপ্রাপ্ত
৬ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৬
বিবেক সত্যি বলেছেন: বিজয়ের পরে করনীয়ঃ মহানবী সাঃ কে দুটো কাজ করতে বলা হয়েছে ১.আল্লাহর প্রশংসা উচ্চারন ২.আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা
৭ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০০
নতুন বলেছেন: when people want something very desperate they get it...in history you can see lots of non muslim peoples are victorious with there small numbers aganist big army...
৮ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৪
বিবেক সত্যি বলেছেন: আল্লাহর রাসূল সাঃ ২৩ বছরের সংক্ষিপ্ত সময়ের মাঝে পুরো একটি জাতির ধ্যান-ধারনা-বিশ্বাস, আচার-আচরণ, নৈতিক চরিত্র, সভ্যতা- সংস্কৃতি, সমাজনীতি, অর্থব্যাবস্থা রাজনীতি ও সামরিক যোগ্যতা পুরোপুরি বদলে দিয়েছিলেন। মূর্খতা-অজ্ঞতা ও কুসংস্কারের মাঝে ডুবে থাকা জাতিকে উদ্ধার করে এমন যোগ্যতাসম্পন্ন করেছেন যার ফলে তারা সারা দুনিয়া জয় করে ফেলেছিলো । কিন্তু এতবড় কাজ করার পরেও তাকে উতসব পালন করতে না বলে বরং বিনয়ী হয়ে আল্লাহর প্রশংসা বর্ণনা করতে বলা হচ্ছে। কি চমতকার...
৯ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৬
জেনারেল বলেছেন: ইরাকে আল্লাহ সাহয্য করে না কেন? সেখানে তো সব মুছলমান? আর আফগানিস্থানেই বা কেন আল্লাহ সাহায্য করে না কেন?
১০ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৯
বিবেক সত্যি বলেছেন: আল্লাহর প্রশংসা মানে এখানে বিজয়ের কৃতিত্ব কোন অবস্থাতেই নিজের মনে না করা। মনে ও মুখে একথা স্বীকার করা যে এ সাফল্যের জন্য সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর। তিনি আমাকে দিয়ে কাজটা করিয়েছেন-আমার তৃপ্তির জন্য এতটুকু ভাবনাই যথেষ্ট...
১১ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১১
জেনারেল বলেছেন: জেনারেল বলেছেন : ২০০৭-১২-১৫ ২২:০৬:৩৬ ইরাকে আল্লাহ সাহয্য করে না কেন? সেখানে তো সব মুছলমান? আর আফগানিস্থানেই বা কেন আল্লাহ সাহায্য করে না কেন?
১২ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৪
বিবেক সত্যি বলেছেন: আপনাকে কে বলেছে ? @জেনারেল
১৩ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৫
জেনারেল বলেছেন: আপনি লিখেছেন "বিসমিল্লাহির রহমানির রহিম ১.যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়" ইরাক, আফগানিস্থান আর ফিলিস্থিনিতে আল্লাহর সাহায্য আসে না কেন?
১৪ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২০
জেনারেল বলেছেন: জেনারেল বলেছেন : ২০০৭-১২-১৫ ২২:১৫:৫৪ আপনি লিখেছেন "বিসমিল্লাহির রহমানির রহিম ১.যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়" ইরাক, আফগানিস্থান আর ফিলিস্থিনিতে আল্লাহর সাহায্য আসে না কেন?
১৫ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২১
বিবেক সত্যি বলেছেন: @নতুনঃ আল্লাহ শুধু মুসলিমদেরকে সাহায্য করেন এধারনা ঠিক নয় । সকল মানুষইতো তার সৃষ্টি , তাইনা ! দুটি দলের মধ্যে যারা একটা নিদৃষ্টমাত্রার যোগ্যতাসম্পন্ন তারাই বিজয়ী হয়, সাধারনত ! আল্লাহ তার সৃষ্টিজগতকে সুশৃঙ্খল রাখার ব্যাপারটায় সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ইসলামী আদর্শের ছিটেফোটাও নেই অন্তরের মাঝে অথচ জন্মসূত্রে কিংবা নামে মুসলমান-এমন আগডুম-বাগডুম মার্কা মুসলমানকে বিজয় দেয়ার কোন ঠেকা আল্লাহর পড়েনি...
১৬ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৩
জেনারেল বলেছেন: জেনারেল বলেছেন : ২০০৭-১২-১৫ ২২:১৫:৫৪ আপনি লিখেছেন "বিসমিল্লাহির রহমানির রহিম ১.যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়" ইরাক, আফগানিস্থান আর ফিলিস্থিনিতে আল্লাহর সাহায্য আসে না কেন?
১৭ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৩
বিবেক সত্যি বলেছেন: সেটাই তো, ইরাকে আর আফগানিস্তানে আল্লাহর সাহায্য আসেনি কিংবা আসছে না -এটা আপনাকে কে বলেছে? @ জেনারেল আর একটু.... নতুনকে দেয়া কমেন্টটাও পড়েন !
১৮ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৬
নতুন বলেছেন: আমরা বত`মানে কি দেখছি??? ইরাক আর আফগানিস্থানে যুদ্ধে কে জয়ী হয়েছে??>> আমেরিকা.. সুতরাং আল্লাহ আমেরিকা কে বিজয়ী করেছেন... হাজার হাজার শিশু ইরাকে মারা যাচ্ছে..>>কারন আল্লাহ পরিক্ষা নিচ্ছেন.... আমেরিকা কেন দিন দিন আরো ধনী ও প্রভাবশালী হচ্ছে???>> আল্লাহ ওদের কে আরো সম্পদ দিয়া পরিক্ষা করছেন.... সুতরাং.... আমেরিকা আল্লাহের কাছে ভাল জাতি...বত`মানের ইরাক,আফগানিস্থানে...কাশ্মির..ফিলিস্তিনি..বাংলাদেশ(কারন সিডোর ও গজব)...আল্লাহ গজব ও পরিক্ষা নিচ্ছেন...
১৯ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৯
জেনারেল বলেছেন: ইরাকে আর আফগানিস্থানে আল্লাহ মুসলমানদের সাহায্য করলে আমরিকা যুদ্ধে জেতে কেমনে? তাহলে আমরিকার শক্তি কি আল্লাহর চেয়েও বেশি?
২০ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৪
বিবেক সত্যি বলেছেন: এত সহয হিসাব ! ২৫ শে মার্চের রাতে তো মনে হয়েছিলো বাঙালী হেরে গেলো..
২১ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৭
জেনারেল বলেছেন: ইরাকে ৭ বছর আর ফিলিস্থিনীতে ৩০ বছর, আর কতদিন অপেক্ষা করতে হবে ? নাকি মরনের পরে স্বপ্নে পাব বিজয়?
২২ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
নতুন বলেছেন: ভালো যুক্তি... যখন বিধমীরা জয়ী হবে বা থাকবে..ততদিন পরিক্ষা..আর যখন মুসলমানেরা জয়ী হবে তা আল্লাহের সাহাজ্য???
২৩ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
বিবেক সত্যি বলেছেন: কয়েক শত বছর ধরে উপমহাদেশে মুসলিম শাষনের পরে আবার পট পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া মুসলিম শাষকদের উদাসীনতার শাস্তি ভোগ করেছে উপমহাদেশের মানুষ দীর্ঘ ২০০ বছর ধরে...এটাই সিস্টেম
২৪ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪১
নতুন বলেছেন: can u imagine how desparate the banglai that time??? when u think a mother can tell his son to go to a war when she knows that her son can die there??? remember all our 7 national hero's story? how they gave up their life for the sack of the country?? its not the help from above its the help among ourself...
২৫ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৫
নীতিশ বৈরাগী বলেছেন: রামছাগল
২৬ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৭
বিবেক সত্যি বলেছেন: বীরবাঙালী এমন মরনপন লড়াইয়ের শপথবদ্ধ ছিলো বলেই আল্লাহর সাহায্য এসেছে। @নতুন @রামছাগল নীতিশ বৈরাগী, আমার পোষ্টে রামছাগলদের প্রবেশ নিষিদ্ধ । তোমার সিগনেচার অন্য কোথাও গিয়ে করো।
২৭ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৫
বিবেক সত্যি বলেছেন: আরেকটা কথা, আমি কিন্তু ভাই কোন নাস্তিককে আস্তিক বানানোর জন্য পোষ্ট দেইনি কোরআনে বিশ্বাসীরা আল্লাহর শেখানো পদ্ধতি ফলো করবে এ উদ্দেশ্যে তাদেরকে স্মরণ করিয়ে দেয়া মাত্র...
২৮ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২১
সারওয়ারচৌধুরী বলেছেন: ইরাক আফগানিস্তান ফিলিস্তিন এর যুদ্ধাবস্থার পরিণাম সম্পর্কে সিদ্ধান্ত টানার সময় আসে নি। দীর্ঘ ঐতিহাসিক পরিক্রমণ চলছে আর জয় পরাজয়ের ধারাবাহিকতা সভ্যতার উষাকাল থেকেই চলে আসছে। চলবেও অনন্তকাল। আমাদের মুক্তিযুদ্ধের বিজয় আল্লাহর সাহায্য এবং আমাদের আপ্রাণ প্রয়াসের ফল। আমাদের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে গিয়েছিল, ঘরে মায়েরা বোনেরা যার যার ধর্ম অনুসারে দোয়াও করেছিলেন।
২৯ ।১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪১
বিবেক সত্যি বলেছেন: একটা নতুন পয়েন্ট, সারোয়ার চৌধুরীর কমেন্ট থেকে... "...আর জয় পরাজয়ের ধারাবাহিকতা সভ্যতার উষাকাল থেকেই চলে আসছে। চলবেও অনন্তকাল। আমাদের মুক্তিযুদ্ধের বিজয় আল্লাহর সাহায্য এবং আমাদের আপ্রাণ প্রয়াসের ফল..." জয়পরাজয়ের ধারাবাহিকতায় আমরা এখন বিজয়ী। তাই সময়কে খুব ভালো করে পর্যবেক্ষন করতে হবে আমাদের। যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের কে অবশ্যই কুরআনে বর্ণিত আল্লাহর নির্দেশাবলী বাস্তবায়নের চেষ্টা করতে হবে । অন্যথায় সত্যিই আশঙ্কা আছে ! জয়পরাজয়ের ধারাবাহিকতায় জয়ের পরেই কিন্তু পরাজয় । অতএব , বিজয়ী স্বদেশে ঐক্য গড়তে হবে + বিনয়ী হয়ে আল্লাহর আনুগত্য করতে হবে নিদ্বিধায়, যদি বিজয়ের স্থায়ীত্ব দীর্ঘ করার সদিচ্ছা আসলেই থাকে
৩০ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৭
বুড়া শাহরীয়ার বলেছেন: জয় পরাজয় আপনি (@জেনারেল) কিসের ভিত্তিতে নির্ধারন করছেন? একজন মুসলিম এর মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয় তবে তিনি সবচেয়ে বেশি সার্থক এবং ভাগ্যবান যদিও আপাতদৃস্টি তে মনে হতে পারে বিপরীত টা। আফগানস্থান আর ইরাকে মুস্লিম রা জয়ী হচ্ছে না এর জন্য কি আপনি আল্লাহ কে দোষারোপ করছেন?
৩১ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:১৩
বিবর্তনবাদী বলেছেন: বিবেক সত্যি বলছেন, এত সহয হিসাব ! ২৫ শে মার্চের রাতে ো মনে হয়েছিলো বাঙালী হেরে গেলো.. সহমত... @জেনারেল- কোরানে আল্লাহ বলেছেন, তিনি ততক্ষণ সেই জাতীকে সাহায্য করেন না, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা উদ্দোগি না হয়। তারা নিজেরা উদ্যোগ নিলে আল্লাহ তাদের সাহায্যে এগিয়ে আসেন।
৩২ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১১
বিবেক সত্যি বলেছেন: @বুড়া শাহরীয়ার: জেনারেলের জন্য এ কমেন্ট প্রযোজ্য নয়। যদ্দুর মনে হয় সে ডারউইনবাদী কেউএকজন । শাহাদাতের রহস্য সে বুঝবে না । তবে তার জন্য সোজা বাংলার উত্তর রয়েছে ! ইরাকে আর আফগানিস্তানে সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত মার্কিন বাহিনী প্রায় প্রতিদিন ই গেরিলাদের হাতে মার খাচ্ছে । ঠিক যেমন ৭১ এ পাক-বাহিনী মুক্তিযোদ্ধাদের হাতে নিয়মিতই মার খেত কিন্তু বাঙালীর বিজয় সম্ভাবনা বছরের শেষ দিকেই প্রকাশিত হচ্ছিল । এর আগে মানুষ হয়তো জেনারেলেদের মত কোন পক্ষে কয়জন মারা গেলো সেই হিসেব করতো...
৩৩ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:২৪
বিবেক সত্যি বলেছেন: @বিবর্তনবাদী: ধন্যবাদ । আসলে আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষের জন্য চাপিয়ে দেয়া কোন ফলাফল আরোপ করেন না। মানুষ প্রকৃতিতে যে সিস্টেম অনুসরন করে অভ্যস্ত সেটাই আল্লাহ মানুষের জন্য নির্ধারন করেন । একারনেই "একজন মানুষকে নবী করে পাঠানো হয়, ফেরেস্তা নয় কেন ?" আরববাসীর বিস্ময়ে আল্লাহ পাল্টা বিষ্ময় প্রকাশ করেন !! বলে দেন মানুষের জন্য নবী হিসেবে একজন মানুষকে পাঠানোই স্বাভাবিক...ফেরেস্তা পাঠানোই বরং অস্বাভাবিক ... তাই ধুম করে কাউকে বিজয়ী করে দেওয়াটাও ঠিক মানানসই নয়। চেষ্টা-সাধনা-সর্বোচ্চ আত্মত্যাগ-ইস্পাত কঠিন দৃঢ়তা-ঐক্যবদ্ধতা সবকিছু যখন একবিন্দুতে এসে মিলে যায় তখন আল্লাহ ঐ দলটিকে বিজয় দান নিজের দায়িত্ব হিসেবে নিয়ে নেন ...
৩৪ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৩০
নরাধম বলেছেন: আমাদের উচিত জামাত রাজাকার আলবদর গোআ, নিজামী, মুজাহিদ এদেরকে কুরআন মতে বিচার করা। আপনি কি বলবেন কুরআন মতে এদের কি শাস্তি হওয়া উচিত? দেশদ্রোহিতা, মুসলমান হয়ে মুসলমান মা-বোনকে ধর্ষণ, অপর মুসলমান ভাইকে হত্যার জন্য গোলাম আজম, নিজামীদের কি শাস্তি হওয়া উচিত? নাকি কমেন্ট মুছে দিবেন?
৩৫ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৯
বিবেক সত্যি বলেছেন: আল্লাহর রাসুল সাঃ মদীনা রাষ্ট্র প্রতিষ্ঠার পরও অপরাধী ইয়াহুদীদের বিচার তাদের ধর্মীয় নেতাদের মত নিয়ে তাদের ধর্মগ্রন্থ তাওরাত অনুযায়ী করেছিলেন এবং সেখানে অপরাধীদের মৃত্যুদন্ড হয়েছিলো। বাধ্য হয়ে ইহুদীরা বিচারের রায় মেনে নিয়েছিলো । অতএব গনতান্ত্রিক বাংলাদেশে যে কোন অপরাধীর বিচার এদেশের সংবিধান-আইনব্যবস্থা অনুযায়ী হবে, এমনটা আশা করাই স্বাভাবিক। সন্তুষ্ট করতে পেরেছি ভাই আপনাকে ? -আর বিবেক সত্যি ইট-পাত্থর-রড-সিমেন্ট শেখে, আইনের মারপযাচ নয় । তাই তাকে আদালতের জজসাহেব ভাবাটা ঠিক উচিত নয় ও ...আপনি সবসময় এত সংশয়ের মাঝে থাকেন কেন ? অসভ্যতা করলে আমি এস্কিমোর মত পাবলিককেও ব্যান করি, আপনি ওধরনের কিছু আমার পোষ্টে কখনও করবেন না, এটা আশা করছি...
৩৬ ।১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১২
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভাল লেগেছে।
৩৭ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৪৭
বিবেক সত্যি বলেছেন: সকল প্রশংসা আল্লাহর জন্য, থ্যাঙ্কস
৩৮ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:৫৪
জেনারেল বলেছেন: আবাল গুলো কথার উততর না দিয়ে শুধু চারপাশে ঘুরপাক খাবে। আল্লাহ কেন ইরাকে আর আফগানিস্থানে মুসলমানদের সাহায্য করছে না? করলে এত মুসলমান মরছে কিভাবে? তাহলে আমেরিকার শক্তি কি আল্লাহর থেকে বেশি?
৩৯ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০২
ক্ষ্যাপা বলেছেন: ওরা প্রকৃত মুসলমান নয়
৪০ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: উমর (রা) স্পীচটা খানিকটা মনে করার চেষ্টা করছি: "মুসলমানদের এই বিজয় আল্লাহর পথে থাকার জন্যই হয়েছে।" যে কোনো বিজয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনকে সবার আগে শোকরিয়া জানানো প্রয়োজন।
৪১ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৭
বিবেক সত্যি বলেছেন: @জেনারেল: আল্লাহ যদি মানুষের জন্য তাড়াহুরা করে সিদ্ধান্ত নিয়ে তাতক্ষণিক বিচার সম্পন্ন করে ফেলতেন তাহলে আল্লাহদ্রোহী বিবর্তনবাদী এবং ব্লগের সেরাগালিবাজদের(পোষ্টটা টপেও উঠেছিলো) কি পরিনতি হতো বলেন তো । আল্লাহ মানুষকে অনেক বেশি ভালোবাসেন বলেই তার লাগাম বারবার ঢিল করে দেন । বারবার আশা করেন সে ফিরে আসুক, সে বুঝতে পারুক, সে সংযত হোক !!
৪২ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৯
বিবেক সত্যি বলেছেন: জেনারেল , এই প্রশ্নটাও করেন !! আল্লাহ কেন ৭১ এ ২৫ শে মার্চ থেকেই বাঙালীকে সাহায্য করলেন না। এত বাঙালী ওই রাতে মারা পড়লো কেন ।
৪৩ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪১
ধোনোরাজ পিল্লাই বলেছেন: রামছাগল
৪৪ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৫
নরাধম বলেছেন: বিবেক সত্যি, আপনার ধমকে ভয় পেলাম। তাহলে ৭১-এ আমাদেরকে আল্লাহ সাহায্য করেছেন আর জামাতিদের করেননি। তার মানে কি আল্লাহ জামাতিদের পছন্দ করেননা? না করলে কেন করেননা? তাহলে তারা আল্লাহ্র শত্রু। উত্তরের অপেক্ষায় আছি জনাব।
৪৫ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৬
জেনারেল বলেছেন: আগে নরাধমের কথার উততর পরে আমার কথা কইতাছি
৪৬ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১০
বিবেক সত্যি বলেছেন: নরাধম আপনি সবসময় খুব ফালতু প্রশ্ন করেন । এর আগের পোষ্টে আপনার কান্ড দেখে লোকজন কি আনন্দটাই না পেয়েছিলো। তারপরও আপনার শিক্ষা হলোনা ! জামাতিদের সাহায্য করা কি আল্লাহর জন্য ফরজ কাজ মনে করেন আপনি ?৭১ এ তারা পরাজিত হয়েছে আবার ২০০৬ এর ২৮ শে অক্টোবরে তারা বিজয়ীও হয়েছে ! একটা কথা আছে । মানুষ দেখে কে কতটুকু দিলো, আর আল্লাহ দেখেন কে কতটুকু রাখলো ... আল্লাহ তো কারো গায়ে লাগানো মার্কা দেখে বিচার করেন না !
৪৭ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:১৭
নরাধম বলেছেন: বিবেক সত্যি, আমি মুখ্যু-সুখ্যু মানুষ আপনার কাছ থিকা শিখবার চাই। এর আগের পোস্টেও লোকজনকে আনন্দ দিতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি। যদিও সেই প্রশ্নের জবাব না দিয়ে খালি পিছলাইতে ছিলেন। তয় ২৮ অক্টোবর বেদম মাইর খাইছিল জানি। মাইর খাইয়ায় কি বিজয়ী হওয়ার লক্ষণ?
৪৮ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৫
জেনারেল বলেছেন: একটা জানা গল্প আবারও বলছি। দুই টা ছেলে মারামারি করছে। ১ম ছেলেঃ তুই আর একবার আমাকে মেরেই দ্যাখ ২য় ছেলেঃ আর একটা কষে চড় মারল ১ম ছেলেকে ১ম ছেলেঃ আর একটা চড় মেরেই দ্যাখ, তোর আী কি করি? ২য় ছেলেঃ আবারও কষে চড় মারল ১ম ছেলেঃ আর একবার চড় মেরে দ্যাখ আমি কি করতে পারি? ২য় ছেলেঃ আর একটা কষে চড় মেরে, বল তুই কি করতে পারিস? ১ম ছেলেঃ আমি তোর কিছুই করতে পারব না। আমাদের বাড়ির কাছ দিয়ে আবার যাবি না তুই, তখন দেখিস কি করি। আল্লাহ করবে ইরাক আর আফগানে, বাড়ির কাছ দিয়ে যাবার সময়। তার আগে নয়।
৪৯ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৩৪
বিবেক সত্যি বলেছেন: @নরাধম: ৭১ এও আমরা বাঙালী বেদম মাইর খেয়েছিলাম । কিন্তু হানাদারেরা /আক্রমনকারীরা এই বাংলার এক ইঞ্চী জায়গায়ও আধিপত্য বজায় রাখতে পারেনি..১৬ ই ডিসেম্বরে আমরাই উল্লসিত হই..পাকিরা নয়
৫০ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪২
বিবেক সত্যি বলেছেন: @ব্যর্থ যুদ্ধের জেনারেল (উদাসী স্বপ্নের ....) তুমি অফ যাও ! তোমাকে একবার বলেছি না এই পোষ্ট নাস্তিকদের জন্য না ! ব্লগে তোমার ইতিহাস খুব খারাপ...সভ্যতা বিবর্জিত কথাবার্তা বলো তুমি ...আমার পোষ্টে ইতোমধ্যেই কিছুটা নোংরা লেগে গেছে...
৫১ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৩
নরাধম বলেছেন: বিবেক, শেষে কিন্তু আমরা জিতেছিলাম। এখানে জামাত কি শেষে জিতেছে? লাশের রাজনীতি করাকেই আপনি জয় মনে করেন? সেটা অবশ্য জামাত চেষ্টা করেছে অনেক যদিও মানুষ শিবির মারাকে মানুষ মারা মনে করেনা। "জামাতিদের সাহায্য করা কি আল্লাহর জন্য ফরজ কাজ মনে করেন আপনি ?" আপনি কি মনে করেন?
৫২ ।১৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩৪
বিবেক সত্যি বলেছেন: খুবই আপসোসের কথা হলেও জামাত ২৮ অক্টোবরের পর থেকে বিজয়ী অবস্থায় আছে এখন পর্যন্ত। বিশ্বাস না হলে এব্যাপারে আমার চিন্তাভাবনা এই পোষ্টে দেখে আসেন -না ফরজ মনে করিনা । জামাতিরা যদি সত্যপন্থী হয় তবে তারা আল্লাহর সাহায্য পাবে অন্যথায় নয়। জামাত সংগঠনটা এখানে ফ্যাক্টর নয়। হযরত আলী রাঃ এবং হযরত আয়েশা রাঃ দুই প্রতিদ্ন্দী পক্ষে দাড়িয়ে যুদ্ধ করেছেন একে অপরের বিরুদ্ধে। আল্লাহ ঠিকই একপক্ষকে পরাজিত করেছেন ...
৫৩ ।০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৯
ফজলে এলাহি বলেছেন: বিবেক সত্যি- আপনার এই সুপ্রচেষ্টা আল্লাহ্ কবূল করুন। বিজয়-তা ছোট হোক কি বড়-প্রকাশে আমাদেরকে আল্লাহর আদেশকৃত পন্থা অবলম্বন করাই শ্রেয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা বিজয়ের দিন তাঁর উষ্ট্রীর পিঠে আল্লাহর প্রতি অবনত হতে হতে এতটাই হয়ে ছিলেন যে, তাঁর দাড়ী মোবারক উষ্ট্রীর পিঠ ছুঁয়ে যাচ্ছিল। অথচ আমরা কি করছি, ধন্যবাদ দৃষ্টি আকর্ষণমূলক পোষ্টের জন্য।
৫৪ ।০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৮
বিবেক সত্যি বলেছেন: চমৎকার একটি উদাহরন দেয়ার জন্য ধন্যবাদ , ফজলে এলাহি ভাই..
No comments:
Post a Comment