প্রিয়- ঈদ শুভেচ্ছা নি-ও...
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬
ঈদ মুবারাক-ঈ-দ
মলিন-মুখী খুকীর মনে
জমাট বাঁধা জিদ ।।
চোকখু ফোলা ফোলা..
বাবার দেয়া জরীর জামা
দেয়না মনে দোলা !
'একটু হাসো খুকু '
নওল মামা দেয় উপদেশ
ঈদের সময়টুকু-
আনন্দে রও মেতে তুমি ,
পারবে যত খেতে তুমি ,
খেও ঈদের মিষ্টি...
সালাম দিও
আজকে ঘরে, আসবে অনেক ইষ্টি ।।
আম্মু আসেন এবার -
কিন্তু খুকী, ঠোঁট বাকিয়ে
বলছে , "নেভার.. নেভার.. " !!
সেমাই-পায়েশ-মিষ্টি __
রইলো পড়ে ; খুকুর মনে
দুখের মুষল-বিষ্টি !
ছোট্ট চাচু এসে ,
নাকের ডগায় আঙুল ঠুকে
নিজেই দিল হেসে !
খুকির মুখে তালা ;
কয়না কথা - ব্যর্থ হলো
মান ভাঙানোর পালা ।
কী জানি কি ভুল হয়েছে ..
অনেক না; এক-চুল হয়েছে..
তাতেই এমন গোমড়া_
গুমোট মনে আনন্দ নেই
ব্যথার কাজল-ভোমরা !
এমন সময় ভাইয়া ,
কোত্থেকে যে আসলো ছুটে
এহেন খবর পাইয়া !
খুকুর হাতের মুঠোয় _
হাত বুলিয়ে, বকুল তলে
চললো হেঁটে দু'টোয় ।
"কী হয়েছে আপুনি ?"
কোমল স্বরে শুধায় তারে,
খুকুর কন্ঠে কাঁপুনি ;
অনেক ভেবে চিন্তে -
বলল শেষে, কিনতে হবে
জরীর জামা তিনটে !!
ভাইয়া ভ্রু কুঁচকে,
চোখে হাসির ঝিলিক দিয়ে
বললো , ও-রে পুঁচকে ,
জানিসনে তুই বুঝি ;
চাচ্চু-মামা-দাদুর ঘরে
চল-তো গিয়ে খুঁজি !!
দু’জনে যায় আবার ঘরে..
শোবার ঘরে- খাবার ঘরে..
করছে খোঁজার ভান..
ফিচলে হাসি ভাইয়া হাসে
টইটম্বুর প্রান !!
তিনটে রঙীন জা-মা ,
গোপন ছিলো চমক দিতে
প্লান করেছে মামা !
খুকী ছুটে বাইরে...
আসমানীরা গরীব বড়
ঈদের জামা নাই-রে !
আম্মু-চাচু-ভাইয়া ,
আব্বু এবং মামার সাথে
দাদু-ও দেখে চাইয়া ,
তাদের যে এক খুকী ছিলো ,
মুখটা চন্দ্র-মুখী ছিলো ;
সেই খুকীটা অবলীলায়,
ঈদের জামা দিচ্ছে বিলায়’
কেমন খুশি মনে___
হেসে হেসে কইছে কথা
গরীব সখীর সনে !!
হেসেই সবে শেষ
ঈদের খুশি পূর্ণ হলো
মধুর পরিবেশ ।।
৯৮ টি +৩২/-৪
মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন
।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯
বিবেক সত্যি বলেছেন: জলদি কই ! ঈদ দরোয়াজায়য় কড়া নাড়ছে... :-) তাছাড়া নেটের বাইরে চলে যাব তো...
১ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩
সিটিজি৪বিডি বলেছেন: বাহ কি চমতকার!!!!.................... শুভেচ্ছাসহ....................
।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০০
বিবেক সত্যি বলেছেন: ঈদ মুবারাক :-)
২ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮
জেরী বলেছেন: ভালো লাগছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০১
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ জেরী.. ঈদ শুভেচ্ছা... ভালো থাকবেন... :-)
৩ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩১
কণা বলেছেন: দারুন... ঈদ মোবারক.. +
।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
বিবেক সত্যি বলেছেন: ঈদ মুবারাক-আস-সালাম... এবং একই সাথে পাই শুভেচ্ছা... :-))
৪ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৩
জাহান৮২ বলেছেন: খুব...খুব ভাল লেগেছে। অদূর ভবিষ্যতে অনেক বড় ছড়াকার হবার দোয়া রইল।
।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
বিবেক সত্যি বলেছেন: খুব...খুব ভালো লাগলো আপু আপনার দোয়ার কথা শুনে.. অনেক ধন্যবাদ... :-)
৫ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৬
ত্রিভুজ বলেছেন: বেশী জোস....! ঈদ মোবারক...
।২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৭
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কু... :-D
৬ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১২
অংকন বলেছেন: ঈদ মোবারক । ট্যাগ মারছেন একেবারে যায়গায় , না দেইখা উপায় নেই লেখা । জটিল হইছে ।
।২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৩
বিবেক সত্যি বলেছেন: হু... ট্যাগ মারা শিখলাম আরকি (-: ঈদ মুবারক...
৭ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩১
নিহন বলেছেন: ওর .............রে ।
।২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২০
বিবেক সত্যি বলেছেন: কি হৈসে ? ;-) ঈদ মুবারক...
৮ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
কিংশুক০০৭ বলেছেন: প্লাস এবং ঈদ মোবারক ।
।২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ.... ভালো থাকবেন...
৯ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৭
নুর3ডিইডি বলেছেন: ঈদ মুবারাক
।৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ.. ঈদ মুবারাক...
১০ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
তালপাতার সেপাই বলেছেন: আসাধারন লেখ তুমি, সেপাই তোমার লেখা খেয়ে ঈদের আনন্দের প্রথম ওভার টা খেললো। ধন্যবাদ শব্দের বুননে একটি ভাল জমিন তৈরীর জন্য।
।৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৫
বিবেক সত্যি বলেছেন: চমৎকার কথাগুলো শুনানোর জন্য ধন্যবাদ... ঈদ মুবারক আস-সালাম....
১১ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪০
পুষ্প বলেছেন: আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা।
।০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৫
বিবেক সত্যি বলেছেন: আপনাকেও অনেক অনেক ঈদ মুবারক... :-)
১২ ।০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১:১৩
বিবর্তনবাদী বলেছেন:
।০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৪
বিবেক সত্যি বলেছেন: চমৎকার ঈদকার্ডের জন্য অনেক ধন্যবাদ...
১৩ ।০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:২৬
নিহন বলেছেন: ঈদ এলোরে ...... আমার আপনার ... পথের মাঝে ঘুমিয়ে আছে যে , পথ শিশু তার । তুলে নিন সেই শিশুদের বুকের মাঝে ,নতুন সাঝে । .............ঈদ মোবারক ..........
।০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮
বিবেক সত্যি বলেছেন: সুন্দর কথা.. :-)... ঈদ মুবারক ...
১৪ ।০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১
অবকাশ বলেছেন: ঈদের শুভেচ্ছা নিন বিবেক সত্যি।
।০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২০
বিবেক সত্যি বলেছেন: নিলাম... এবং আপনার জন্য-ও ঈদ মুবারক... :-) ভালো কাটুক আগামী দিনগুলি.. :-)
১৫ ।০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৬
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: অতীব চমৎকার! ঈদের শুভেচ্ছা রইল।
।০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২২
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ নিরাবা :-)) বিরক্তি কাটুক ;-))
১৬ ।০১ লা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
ত্রিভুজ বলেছেন: ঈদ মোবারক বি.স.. (আবারো...)
।০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৫
বিবেক সত্যি বলেছেন: আমারো মনে ছিলো.. :-)) তবে কিনা, নেটে আসার সুযোগ ছিলোনা...
১৭ ।০১ লা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
~টক্স~ বলেছেন: জোস হইছে বিবেক, ঈদের শুভেচ্ছা তোমার ও তোমার পরিবারের জন্য।
।০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৬
বিবেক সত্যি বলেছেন: তোমাকেও ধন্যবাদ... আশা করি ভালো কেটেছে দিনগুলি... :-)
১৮ ।০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫২
কণা বলেছেন: ঈদ মুবারাক-ঈ-দ মলিন-মুখী খোকার মনে জমাট বাঁধা জিদ.. ঈদ মোবারক...
।০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
বিবেক সত্যি বলেছেন: "মলিন মুখো" হবে... "মুখী" না... :-) সালাম, কণা আপু... ;-)
১৯ ।০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: ঈদ মোবারক।
।০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৪
বিবেক সত্যি বলেছেন: ঈদ মুবারক.. :-), আশা করি ভালো ছিলেন... :-)
২০ ।০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৭
নাহিদ মাহমুদ বলেছেন: অনেকদিন আপনারে দেখিনা। নাকি টাইমিং লিতাসে না, কোনটা? আমার বলগে বলগানোর লাইগা আমন্ত্রন থাকলো।
।০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭
বিবেক সত্যি বলেছেন: হুমম.. ৪ তারিখের কমেন্ট :-) .. ৩০ থেকেই ছিলাম্না... তার আগে, আপনার ব্লগে অনেকবার ঘুরে এসেছি... আমন্ত্রনের জন্য ধন্যবাদ...
২১ ।০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০
ঝুমী বলেছেন: ঈদ মোবারক! বিবেক ভাই, কেমন আছেন?+
।০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩০
বিবেক সত্যি বলেছেন: ভালোছি.. :-) আপনি ভালো তো.. কিছু লেখেন্নাকেনো ? :-( ঈদ মুবারক...
২২ ।০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৫
আবু সালেহ বলেছেন: বিবেক ভাই দারুন হইছে.... আপনারে দেরীতে হইলেও ঈদ মোবারক..
।০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩১
বিবেক সত্যি বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আবু সালেহ ভাই... ভালো থাকবেন... :-)
২৩ ।০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩২
তারার হাসি বলেছেন: খুব সুন্দর ভাবনা !
।০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৫
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ, তারার হাসি .. (-:
২৪ ।০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৫
ফেরারী পাখি বলেছেন: বিবেক ভাই কি জাপানে থাকেন? উপরের ছবি গুলান দেইখা মনে হইল।
।০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫২
বিবেক সত্যি বলেছেন: পোষ্টের সাথে যে অনেক সুন্দর আর মায়াবী সব এনিম এর ছবি দেয়া যায়, আর সেটা দিলে যে দেখতে ভালো লাগে, এটা শিখেছি ব্লগার ময়না কাঁটার কাছে... (-:
২৫ ।০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: সেদিন ঈদ মোবারক বলে গেলাম অথচ সময়ের অভাবে কবিতা পড়া হয়ে উঠেনি............। আজ এসে পড়লাম.........চমৎকার!! আপনি এত ছন্দ মিলিয়ে লিখতে পারেন আরো লিখুন। খুব ভালো লাগলো। শুভেচ্ছা ।
।০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০১
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্যের জন্য.. :-) ভালো থাকবেন...
২৬ ।০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫১
ভাস্কর চৌধুরী বলেছেন: + অসাধারণ। ছন্দের সাথে ছন্দের প্রেম! দারুন সংমিশ্রন। ভালো লাগল কবিতাটি। আপনার জন্য অনাহত শুভেচ্ছা রেখে গেলাম।
।০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৪
বিবেক সত্যি বলেছেন: কী আর বলা যায়.. !! এত সুন্দর করে বলে গেলেন.. অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা আপনার জন্য-ও... (-:
২৭ ।০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৬
মুনিয়া বলেছেন: সুইট
।০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৫
বিবেক সত্যি বলেছেন: ভালো... (-: ... ধন্যবাদ...
২৮ ।০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২২
মাথাগরম বলেছেন: বুঝলাম না।
।০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৬
বিবেক সত্যি বলেছেন: সমস্যা নেই.. :-)
২৯ ।০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৮
আইরিন সুলতানা বলেছেন: এই খুকী তো জাপানী ! তবে মজার আহ্লাদী ছন্দে কিন্তু একটা শিক্ষামূলক ছড়া হয়েছে....ঈদ আসলে খুশীগুলোকে ভাগাভাগি করে নেয়ার জন্যই ।
।০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৩
বিবেক সত্যি বলেছেন: জাপানী পুতুল বাঙালির ঘরেও আসে :-)) ... আর জাপানী হলেও ক্ষতি কি.. ঈদ তো সারা পৃথিবীতেই এক.. :-)
৩০ ।০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫১
প্রতিফলন বলেছেন: জানি- ঈদের খুশী শেষ তবু, সারা বছর থাকুক নাহয় এমন পরিবেশ- আপনার বিশাল ব্লগ পরিবারে আমিও এক কোনা দিয়ে এসে পরলাম। দেরী হলেও ঈদের শুভেচ্ছা।
।০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১
বিবেক সত্যি বলেছেন: সেই কবে থেকে দরোজা খুলে রেখে বসে আছি আপনার অপেক্ষায়.. :-))
৩১ ।১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৫
অ্যামাটার বলেছেন: "কোবতে"-র মত এক্টা বিরক্তিকর জিনিসের পর আর নতুন কুনো পুষ্ট নাই কেন!!?? বড়ই নারাজ হৈলাম... 'চেস'-এর পোষ্ট ড্রাফট করা আসে...আইজকা শুক্কুর্বার পুষ্টাইতাম...কিন্তুক ব্লগের আবাস্তা বেজাই গরম...অফ গেলাম তাই...এক হপ্তার জন্য স্টেয় অর্ডার জারি কর্লাম নিজে নিজে...
।১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২২
বিবেক সত্যি বলেছেন: আমি আরো আগে থেকেই অনিদৃষ্টকালের জন্য স্টেয় অর্ডার্জারি কর্সি... যদিও নিজের ই বিরক্তি লাগ্তেছে.. কিন্তু কিস্যু করার্নাই... একটা মন্খারাপের ঘটনা হৈছে... ভাল্লাগেনা... ব্লগে গরম কিস্যু তো মনে হলোনা । হা.মা.-হো. চক্রের আড্ডা সংক্রান্ত কিস্যু অসহায় কান্নাকাটি দেখছি.. এসব্রে পাত্তা দেয়ার্মত কিস্যু মনে হয় নায় ...
৩২ ।১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩২
অ্যামাটার বলেছেন: "একটা মন্খারাপের ঘটনা হৈছে.."---কি হইল? পার্লে ফেবু-তে আওয়াজ দিও। হা.মা. & হো-দের তো ভালই হ্যান্ডল কর্তেছিলাম, মাঝকজান থেকে ঝামেলা পাকাইছে "ভিন্ন" নামের একটা নিক, হো-কে + পুরা ইয়াতীম বাহিনীকে গালি দিছে, এখন অনেকেই ভাবতেছে ঐটা নাকি আমার নিক!!... বিশ্রি একটা বেপার...তা না হলে প্রায় সব-ই সামলাই নিছিলাম...
।১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
বিবেক সত্যি বলেছেন: দেখছি ব্যাপারটা ... তবে আমি তার মন্তব্যগুলোয় মজা পাইছি... যাহোক, লোকজন জোর করে ওইটা তোমার নিক মনে করতে চাইলে তো আর কিছু করার নাই... তারা মনে করতে থাকুক... "মন খারাপের" ব্যাপারটা আমার নিজের -ই থাক শুধু :-)
৩৩ ।১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬
বরুণা বলেছেন: তাদের যে এক খুকী ছিলো , মুখটা চন্দ্র-মুখী ছিলো ; সেই খুকীটা অবলীলায়, ঈদের জামা দিচ্ছে বিলায়’ বিবু তুমি এইকবিতা কবে লিখেছো?? আমি পড়িনি কেনো?? যাইহোক কবিতা অনেক অনেক ভালো হয়েছে কিন্তু সবথেকে ভালো হয়েছে উপরের লাইন কটা কারণ মুনকন্যার আভাস পাওয়া যাচ্ছে।আমি এখন থেকে তিন দুগুনে ছয়টা জামা নাহোক একটা হলেও বিলায় দেবো।হিহিহি
।১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪২
বিবেক সত্যি বলেছেন: বাহ ..বাহ :-) খুকি এবং খুকির ভাইয়ার পক্ষ থেকে শুভেচ্ছা.. ;-)
৩৪ ।১১ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
বরুণা বলেছেন: আরে আর লিখোনা কেনো ? নতুন লেখা না দিলে কি পড়বো?
।১১ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
বিবেক সত্যি বলেছেন: আমি লিখ্তে পারিনা ... ভাল্লাগ্তেছেনা...
৩৫ ।১১ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২০
ঝুমী বলেছেন: আমারো তো এক কথা, বিবেক ভাইয়ার নতুন লেখা কোথায়? আমি +দেয়ার জন্য বসে আছি!
।১১ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৪
বিবেক সত্যি বলেছেন: ...আর লিখবোনা বলে ডিসিশন নিসি.. আহা কী শান্তি
৩৬ ।১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৬
পুষ্প বলেছেন: অনেকদিন নতুন পোষ্ট দিচ্ছেন না কেন?
।১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৮
বিবেক সত্যি বলেছেন: ভালো লাগছে না এবং ইচ্ছে করছে না... :-(কমেন্ট : ৩২)-:
৩৭ ।১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১১
অ্যামাটার বলেছেন: এদের চিনে রাখা জরুরী এরা চাগুচীফ-এর সাথে কোলাকুলি করে সংবিধান মোতাবেক 'সুশীল' থেকে খারিজ হয়ে গেছে...আসতাগফিরুল্লাহ!!
।১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪০
বিবেক সত্যি বলেছেন: খিকখিক... আমি একটা ছবি দিছি... এতীমদের গোলমাটি বৈঠক.. পায়ে পা মিলিয়ে আহাজারি করতেছে.. দেইখা কও, কেমন হৈছে..
৩৮ ।১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৬
তুমি রবে নীরবে... বলেছেন: হে হে...এতিম ভাইয়াগুলার ছবিও দেক্লাম...তবে ঐটা হো.-ভাইয়ার আরেক্টা নিক...কাউকে বোলো না ...তাহলে হো. ভাইয়া মাইন্ড খাবে...
।১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২২
বিবেক সত্যি বলেছেন: আচ্ছাহ্ ... বলবোনানে...
৩৯ ।১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৫
অ্যামাটার বলেছেন: একবার আমার একটা পোষ্টে কৈছিলা, এর সম্বন্ধে, যে, উনি কবি মানুষ, খারাপ ব্লগার না; আমার প্রশ্ন হল, ইয়াতিম-দের তো তাও একটা নীতি আছে, কিন্তু যারা এ'রকম ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, তারা?
।১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
বিবেক সত্যি বলেছেন: দিশাহারা এতীমবাহিনী নানারকম ফিকশন বানিয়ে আর কল্পিত রাজা উজির মেরে কাউকে কাউকে প্রভাবিত করার চেষ্টা করছে... তাদের একটা ফালতু অস্ত্র আছে, "আমাদের বন্ধু না হলে আমাদের শত্র"- বুশের এই নীতির মত তাদের গালাগালি-নোংরামীর সমর্থন দাও, না হলে তুমিও রাজাকার... নাইম, রাতমজুর... এদের উদাহরন দিয়ে গন্ডার না যেন হাসিব, বলতে চেয়েছে, দেখলেতো, এদের মত ব্লগার রাও কিন্তু আমাদের হোয়াইট লিষ্টে নেই... এপরিস্থিতিতে কেউ যদি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে, সেটা দু:খজনক হবে.. শিরোনামহীনের পোষ্টটা দেখে (Click This Link) আজ অনেক ভালো লেগেছে.. হোসাইনকে সরাসরি গালিবাজ বলতে পেরেছেন উনি... ওনার পোষ্টটা অনেকের জন্য শিক্ষনীয় হওয়া উচিত... এই প্রসংগে জড়ানোর আর কোন ইচ্ছা বা কারন ই নাই... এতীমদের হাহাকার পাশে বসে চুপচাপ দেখি... দেখি ওদের আহাজারির আওয়াজ কতদুর পর্যন্ত পৌছায়...
৪০ ।১২ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৬
নিহন বলেছেন: ঐ ঠিকানাটা পেয়েছেন ভাইয়া??
।১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
বিবেক সত্যি বলেছেন: নাহ ... :-(
৪১ ।১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: Where is your post .......................
।১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০
বিবেক সত্যি বলেছেন: new ? নাই... :-(
৪২ ।১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
ঝুমী বলেছেন: শান্তি!!! হুমম্...না লিখলে মানুষ শান্তিতে থাকে, ঝানতাম না!!!
।১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮
বিবেক সত্যি বলেছেন: ব্যাপার্টা ঝুম্ঝুমী নামের একজনার্কাছ থেকে শিখলামার্কি ;-)
৪৩ ।১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৮
তারিক-আল-হাসান বলেছেন: বিবেক সত্যি বরুণার - ভাবনা পোষ্টে তুমি আমার কথার কোন রিসপন্স করনি? কি ব্যাপার ? মামার সাথে অভিমান?
।১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪০
বিবেক সত্যি বলেছেন: আ-চ্-ছা-হ ...
৪৪ ।১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৩
তারিক-আল-হাসান বলেছেন: এ-ই তোমার অভিমান ? আচ্ছা তোমার কবিতা পড়লাম। বরুণার মত তুমিও দেখি কবিতা টবিতা লিখছ বেশ। সুযোগ পেলে তোমার ব্লগ থেকে ঘুরে যাবো।
।১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১২
বিবেক সত্যি বলেছেন: হুহ ! টবিতা আছে :~P থ্যাঙ্খূষ... ;-)
৪৫ ।১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৪
ঝুমী বলেছেন: হুমম্...জটিল!!! এইসব শিখা ভালা না। লেখালেখির মতো ভালা কাজ দুনিয়াতে নাই! অতএব দেখি তো বিবেক ভাই একটা ভালো কাজ করতে পারে কিনা!
।১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৭
বিবেক সত্যি বলেছেন: ব্যাপক উৎসাহ পাইলাম :-) ধন্যবাদ আপনাকে...
৪৬ ।১৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৬
বিবর্তনবাদী বলেছেন: ঈদতো কবেই গেল, নতুন লেখা দিবেন কবে?
।১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৫
বিবেক সত্যি বলেছেন: লিখতে পারিনারে ভাই.. আফসোস.. :-( অনেক ধন্যবাদ, খোজ নেবার জন্য...
৪৭ ।০৪ ঠা জুন, ২০১০ রাত ৮:২১
সাবিনা বলেছেন: সুন্দর♥
।১১ ই জুন, ২০১০ সকাল ৭:৫০
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ.. :-)
৪৮ ।১১ ই জুন, ২০১০ সকাল ৭:৫৬
গরীবের কথা বলেছেন: আপ্নি কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে ঠেলা দিলেন, তাই এই মাস্টার পিসটা পড়া হলো। আপনি তো মিয়া পুরাই কবি... (এইটা কিন্তু কোন গাইল না )
।১৯ শে জুলাই, ২০১০ রাত ১:৪২
বিবেক সত্যি বলেছেন: অনেক খুশি ভালো থাকুন.. শুভেচ্ছা...
ঈদ মোবারক | ঈদ মোবারক ছবি | ঈদের পিকচার | ঈদের এসএমএসঈদ মোবারক, ঈদ মোবারক ছবি, ঈদের পিকচার
ReplyDelete