Opera ব্রাউজারে এখন শুধু স্পাইরোগ্রাফ আঁকি ফায়ারফক্স দ্যা বেষ্ট...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯
বলা যায় নেট ব্যবহারের শুরু থেকেই অপেরার ভক্ত ছিলাম । মুল কারন হোমপেইজে স্পিড ডায়াল নামে ৯ টা ওয়েবসাইটের প্রিভিউ সহ সেইভ করে রাখার সুবিধা । আরেকটি কারন হলো যে কোন ওয়েবের লিঙ্ক আইকন এড্রেসবারে সেইভ করে রাখা যায় । মাউস দিয়ে ধরে টেনে নিয়ে বসিয়ে দেয়া..
ফায়ারফক্সের চেয়েও অপেরা অনেক ভালো, এটা নিয়ে তর্ক করেছি আইটি স্পেশালিষ্টদের সাথেও কেন যেন মনে হতো, ফায়াফক্সে একেবারেই স্পিড পাওয়া যায় না । অপেরায় দুর্দান্ত স্পিড । একে একে সবগুলো ভুল ই ভাংলো ।
যারা এখোনো জানেন না, তাদের জন্য দুটা এডঅনের সন্ধান দিচ্ছি...
১. ফাষ্র্ট ডায়াল
- এটা হলো অপেরার স্পিড ডায়ালের বাবা ইন্সটল করার পর ফায়ারফক্সের টুলস => এ্যাড অনস থেকে ফাষ্র্টডায়াল খুজে নিয়ে অপশনস থেকে থাম্বনাইল কোয়ান্টিটি বাড়িয়ে নেন প্রয়োজনমত । আমি এখন পর্যন্ত ৬ x ৪ চব্বিশ টা করেছি । বুঝতেই পারছেন, কেন অপেরাকে ভুয়া বলার পর্যায়ে চলে গেছি ... ওখানে লিমিট মাত্র ৯ টা ...
২. স্মার্ট বুকমার্কস বার
- অপেরা থেকে দ্বিতীয় যে সুবিধাটা পেতাম, সেটা ভ্যালুলেস করে দিলো এই এ্যাডঅন টা । টুলবার হিসেবে বুকমার্কস বার হয়তো ডিফল্ট হিসেবেই ফায়রফক্সে থাকে । সেখানে কোন ওয়েব লিংক এ্যাড করতে চাইলে ওটার ওপর রাইট ক্লিক করে New Bookmark দিলে ওয়েবের নেইম আর লোকেশন দিয়ে সেইভ করা যায় । কিন্তু সমস্যা হলো আইকনের সাথে নামটাও বারের মধ্যেই থেকে যায় । তাই খুব বেশি সাইটের এ্যাড্রেস একবারে দেখা যায় না । স্মার্ট বার এ্যাডঅনের অপশনস থেকে বুকমার্ক বারকে অটোহাইড করা যাবে । মাউস ধরলেই ওপেন - কার্সর সরিয়ে নিলে হিডেন.. একই সাথে শুধু আইকনগুলো ভিজিবল - ওয়েবের নাম, মাউস উপরে ধরলেই শো করবে... আনডু ক্লোজড ট্যাব...
টুলবার বাটন
৪. অপেরা স্পাইরোগ্রাফ
ছোটবেলায় মেলা থেকে কিনেছিলাম স্পাইরোগ্রাফ আঁকার টুল এটার নাম যে স্পাইরোগ্রাফ তা অবশ্য জানতাম না । অপেরা উইজেটে খুজে পেলাম জিনিসটা । বেশ মজার...
মেনুবার থেকে Widget => add widget এ ক্লিক করলে পেইজটা ওপেন হবে .. এখানে নিচের সারির দ্বিতীয়টা হলো স্পাইরোগ্রাফ .. Launch করেন.. এ্যাড হয়ে যাবে... এরপর ইউজেটস মেনু থেকে ওপেন করে স্পাইরোগ্রাফ আঁকতে পারবেন...
ফায়ারফক্সের গতি বাড়ানোর টিপ্স কম্পিউটার গ্রুপ থেকে দেখে নিন...
৪৪ টি +২৫/-৪
মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৭
বিবেক সত্যি বলেছেন: বলতে পারেন বিমোহিত হয়ে গেছি.. ফেইসবুকের স্ট্যাটাসে কাল লিখছিলাম, ... ইজ বিকামিং আ ফ্যান অভ ফায়ারফক্স আই.এম এর স্ট্যাটাসে লিখছি, ইষ্ট এন্ড ওয়েষ্ট - ফায়ারফক্স ইজ দ্যা বেষ্ট ... ফেইসবুক তো অপেরায় ওপেন করতেই খবর হয়ে যায় । তারপর যদি কারো প্রোফাইলে ঢুকি- সোজা হ্যাং । কিছুদিন থেকে ইউটিউব আসতেছিলো না.. মোটামুটি বিরক্ত হয়ে পড়ছিলাম... ফাষ্ট ডায়ালটা খুবই উপকারী জিনস.. এইটাই মেইন কারন... ২৪ টা পার্থক্যর কথা বলি নাই বলছি হোমপেইজে এখনতক ২৪ টা সাইট সেইভ করার মত স্পিড ডায়ালিং সিষ্টেম করতে পারছি...
১ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫৪
অ্যামাটার বলেছেন: ধুররর...মাইনাস
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৯
বিবেক সত্যি বলেছেন: ঠিকাসে .. সৈয়দ অ্যামাটারু..মান বলেছেন মাইনাস... ..
২ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫৫
বিডি আইডল বলেছেন: বালা+
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২০
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কু.. ব্যবহার কইরা কইয়েন আসলেই ভালা কিনা..
৩ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪০
অরণ্যচারী বলেছেন: এখনই ফায়ারফক্স ডাউনলোড করতে দিচ্ছি।
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৯
বিবেক সত্যি বলেছেন: আমি তাইলে ফায়ারফক্সের একজন ইউজার বাড়াইলাম... আমার কি লাভ হইলো...
৪ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৭
তপন চৌধুরি বলেছেন: গুগল (CHROME) কে সাপোর্ট করার কোন কারন নাই৷ তাদের একমাত্র লক্ষ্য পয়সা বানানো৷ কিন্তু মাইক্রসফট (IE) হইল আরেক শয়্তান৷ তাই এক শয়্তান দিয়া আরেক শয়্তানের যুদ্ধটা ভালই হইব৷ দুই শয়্তানই যদি মাজখান থিকা ধরাশায়ি হয় তো আরো ভাল৷
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫
বিবেক সত্যি বলেছেন: মারামারি কইরা শয়তানি ছাইড়া দিলে আরো ভালো .. যদিও তার সম্ভাবনা কতটুকু , বোঝা যাচ্ছে না...
৫ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮
আবু সালেহ বলেছেন: সময় করে আরেকবার বিস্তারিত সব দেখমু.....
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
বিবেক সত্যি বলেছেন: আচ্ছা.. ! অবশ্য বিস্তারিত বলতে তেমন কিছু নেই.. এডঅন দুটো এড করলে বুকমার্কম্যেনুটা অনেক সমৃদ্ধ হবে.. এই যা... থ্যাঙ্কু...
৬ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি ও ফায়ারফক্স ব্যবহার করি..........অনেক দিন থেকে। আমার ভালো লাগে। শুভেচ্ছা থাকলো।
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯
বিবেক সত্যি বলেছেন: আমি মাত্র শুরু করলাম... আগে ভালো লাগতো না... ধন্যবাদ ও শুভেচ্ছা...
৭ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৬
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন: +
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্ক ইউ....
৮ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬
অবকাশ বলেছেন: মজার তো
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯
বিবেক সত্যি বলেছেন: হু.. পুরোটাই মজার....
৯ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৭
কণা বলেছেন: হুমমম...
।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৮
বিবেক সত্যি বলেছেন: হু ম ম ম . . .
১০ ।০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০২
ফারহান দাউদ বলেছেন: কিন্তু ব্রাউজিংয়ে যে ফায়ারফক্স অপেরার চেয়ে স্লো লাগে,সেইটার কি হইব? অবশ্য এই পোস্ট টারে নজরে রাখা লাগবো,অপশন গুলা ট্রাই মারমু।
।০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০০
বিবেক সত্যি বলেছেন: পোষ্টের শেষের দিকে দুইটা লিঙ্ক আছে । স্পিড বাড়ানোর টিপ্স নিয়া । ট্রাই মাইরা দেখতে পারেন ... তবে স্পিডের ব্যাপারে আমি এখনো ঠিক সন্তুষ্ট হতে পারতেছি না...
১১ ।০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১
বিডি আইডল বলেছেন: আমি ফাস্ট ডায়াল ইউজ করি বহুদিন থেকে
।০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
বিবেক সত্যি বলেছেন: ঠিকাসে.. অভিজ্ঞ আপনার সার্টিফিকেটের জন্য ধন্যবাদ আসলেই ভালো...
১২ ।০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪১
আবূসামীহা বলেছেন: ইন্টারনেটের 3W যখন থেকে চালু হয় তখন থেকেই 3W ব্রাউজ করা শুরু করি। ব্রাউজারটা ছিল air mosaic. ঐ মোজাইকটা আবার কিছুদিন পরে হয়ে গেল Netscape Navigator. ভালই লাগছিল। কিন্তু মাঝখানে মাইক্রোসফট দিল বাগড়া। উইন্ডোজ এর সাথে দলা পাকিয়ে ছেড়ে দিল ইন্টারনেট এক্সপ্লোরার। আর যায় কোথায়? দিল নেটস্কেপকে 3W বিশ্ব থেকে ধীরে ধীরে তাড়িয়ে। মাইক্রোসফটকে এজন্য প্রচণ্ড ঘৃণা। কিন্তু ব্যবহার না করেও উপায় নেই। সান্তনার বিষয় হলো মজিলার ফায়ারফক্স [এবং আরো অনেক ব্রাউজার] এর মাধ্যমে হলেও নেটস্কেপ জীবিত থাকল।
।০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
বিবেক সত্যি বলেছেন: নেটস্কেপ- এয়ার মোজাইক এগুলো সম্পর্কে কিছু জানিনা...
১৩ ।০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৯
নিহন বলেছেন: +
।০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৪
বিবেক সত্যি বলেছেন: জাক্কাচ....
১৪ ।০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৯
~টক্স~ বলেছেন: আরে খাইসে ! বিশাল ফাটাফাটি একখান পোস্ট দিয়া ফালাইসো তুমি। ভাল লাগল। অনেক কাজে আসবে। লেখায় অবশ্যই প্লাস।
।১১ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪
বিবেক সত্যি বলেছেন: ধইন্যবাদ টক্সাইড টক্সামিয়া....
১৫ ।১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬
তপন চৌধুরি বলেছেন: Firefox (Mozilla) এ অনেক ভাল ভাল ফিচার আছে৷ এখন যেটা ভাল লাগছে সেটা হোল Toolbar এ নিজস্ব বাটন বানিয়ে তার সাথে লিন্ক যোগ করে দেয়া৷
।১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩
বিবেক সত্যি বলেছেন: দেখেছি ... ধৈর্য্য হয় নাই ট্রাই করার.. আপনার কথায় আগ্রহ হলো.. দেখি এবার কি জিনিস...
১৬ ।১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২০
নির্বাক সুশীল বলেছেন:
।১১ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১
বিবেক সত্যি বলেছেন: আপনের কি সমস্যা ? মডারেশনে রাখি নাই...
১৭ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৮
উন্মাদ ছেলে বলেছেন: দেখে গেলাম
।১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
বিবেক সত্যি বলেছেন: ওকে...
১৮ ।১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৪
নিহন বলেছেন: মনে , মনে অনেক খুসি হয়েছিলাম । সত্যি ভাইয়ার পোষ্টে প্রথম মন্তব্য করতে পেরে । আর এখন কষ্ট পাইলাম ।
।১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২২
বিবেক সত্যি বলেছেন: আহারে... আরেকদিন...
১৯ ।১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩০
রন্টি চৌধুরী বলেছেন: আপনার ফেইসবুকের কি অবস্থা? আপনার প্রোফাইল থেকেব তো হাবিজাবি সাইটের বিগ্গাপনওয়ালা ওয়াল লেখা হচ্ছে....
।১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০০
বিবেক সত্যি বলেছেন: i don't know anything abt the wall writting from my nick..wht the hell going on :- / friends , sorry... please, delete that comment from my nick in your wall... আপাতত এটা স্ট্যাটাসে ঝুলিয়ে রাখছি.. কি হলো, বুঝতেছি না । ফেইসবুকরে মেইল দিতেছি...
২০ ।২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা লিখেন তো। কবি ব্লগারদের কবিতা নিয়ে ই-সংকলন : Click This Link
।২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৫
বিবেক সত্যি বলেছেন: ভাইরে.. যেইটা খুশি নিয়া নিয়েন.. পারলে শুধু একটু বইলেন কোনটা নিলেন.. থ্যাঙ্খু....
২১ ।২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৩
সাইফুর বলেছেন: ভালোই
।০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ২:১৬
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ ...
No comments:
Post a Comment