কি বলে আজ নাকি সবার মনখারাপ
২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২১
লশকর মাষ্টার
আছে বড় পাশ তার
গম্ভীর মুড নিয়ে হাঁটে সে
মস্তকে টাক তার
চুলে শত বাঁক তার
নিজ হাতে কাঁচি নিয়ে কাটে সে
নাপিতের গোষ্ঠী
পায় ফোঁস-ফোঁস টি
পারে নারে টাকা কভূ খসাতে
ব্যায়ামের ওস্তাদ
টোস্ খেয়ে ভাঙে দাঁত
ঘাম ঝরে ওঠা আর বসাতে
কঞ্জুসী ভাব তার
কারো কোন আবদার
কানে ঢোকে, নাহি ঢোকে পকেটে
আটকিয়ে ঝাপ-দোর
কষে দেয় থাপ্পর
সাজা এই বেহিসাবী শখেতে
ইশকুলে ক্লাসে
খাঁটে সারা বেলা-সে
বিশরাম নাই এক রত্তি...
শাষনের পদ্ধতি
নয় তার বদ-অতি
ঘুষি হাঁকে বলেনা যে সত্যি
হাসে যদি ছাত্রে
বের করে দাঁত-রে
কাঁদা এনে দ্যান দাঁতে লেপ্টে
যদি পড়া না পারে--
মারে ফের চাপা-রে
দেরী কভূ হয়না-তো খেপতে
মহা খেপে মাষ্টার
ছুড়ে মারে ডাষ্টার
গালাগালি শুরু করে বেঁহোসে
ধুমাধুম ছয়-সাত
ঘুষ্-কিলে হয় কাত
মেরে দেয় আধখানা দেহ-সে
কাঁদে যদি ছাত্রে
মারে নারে গাত্রে
বেঞ্চির পায়া খুলে রাখে সে
ইশকুল পালালে
গুনগুন লা-লা-লে
গান গেয়ে ওঁৎ পেতে থাকে সে
আছে বড় পাশ তার
গম্ভীর মুড নিয়ে হাঁটে সে
মস্তকে টাক তার
চুলে শত বাঁক তার
নিজ হাতে কাঁচি নিয়ে কাটে সে
নাপিতের গোষ্ঠী
পায় ফোঁস-ফোঁস টি
পারে নারে টাকা কভূ খসাতে
ব্যায়ামের ওস্তাদ
টোস্ খেয়ে ভাঙে দাঁত
ঘাম ঝরে ওঠা আর বসাতে
কঞ্জুসী ভাব তার
কারো কোন আবদার
কানে ঢোকে, নাহি ঢোকে পকেটে
আটকিয়ে ঝাপ-দোর
কষে দেয় থাপ্পর
সাজা এই বেহিসাবী শখেতে
ইশকুলে ক্লাসে
খাঁটে সারা বেলা-সে
বিশরাম নাই এক রত্তি...
শাষনের পদ্ধতি
নয় তার বদ-অতি
ঘুষি হাঁকে বলেনা যে সত্যি
হাসে যদি ছাত্রে
বের করে দাঁত-রে
কাঁদা এনে দ্যান দাঁতে লেপ্টে
যদি পড়া না পারে--
মারে ফের চাপা-রে
দেরী কভূ হয়না-তো খেপতে
মহা খেপে মাষ্টার
ছুড়ে মারে ডাষ্টার
গালাগালি শুরু করে বেঁহোসে
ধুমাধুম ছয়-সাত
ঘুষ্-কিলে হয় কাত
মেরে দেয় আধখানা দেহ-সে
কাঁদে যদি ছাত্রে
মারে নারে গাত্রে
বেঞ্চির পায়া খুলে রাখে সে
ইশকুল পালালে
গুনগুন লা-লা-লে
গান গেয়ে ওঁৎ পেতে থাকে সে
৪৫ টি +১৮/-১
মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৭
বিবেক সত্যি বলেছেন: কি জানি ? কাল রাতে শাওন শুরু করছে একেবারে মৃত্যু কামনা দিয়ে... তারপর থেকে অবস্থা এমন দাঁড়িয়েছে যে সবুজভাই আজকের দিনকে বিশ্বমনখারাপ দিবস বলে ঘোষণা করেছে ।
১ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪০
উম্মু আবদুল্লাহ বলেছেন: কাল রাতে শাওন শুরু করছে একেবারে মৃত্যু কামনা দিয়......... মুসলিমদের কি তা করা উচিত?
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৪
বিবেক সত্যি বলেছেন: একেবারেই ঠিকনা শাওন আমার চেয়ে ভালো জানে দেখেন কি লিখেছে হে আল্লাহ , তুমি আজ রাতেই আমাকে মৃত্যু দাও । তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব সারাজীবন-
২ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪২
জেনারেল বলেছেন: কাঠাল পাতা খাও দুইজনে মিলে
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৭
বিবেক সত্যি বলেছেন: চিন্তা কইরোনা সোনা যাই খাইনা কেন, খাওয়া হলে তুমারে খবর দিবো জাবর কাটার দায়িত্ব তুমার
৩ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৬
কণা বলেছেন: হি হি হি হি হি............. হাসতে হাসতে উল্টে পড়ে গেলাম!
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৩
বিবেক সত্যি বলেছেন: স্যরি , আহারে কষ্ট পেলাম বেশি ব্যাথা পন নি তো ..
৪ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২২
কণা বলেছেন: তা আর বলতে...
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৭
বিবেক সত্যি বলেছেন: পোষ্ট তাইলে ডিলিট করে দেই, গুন্ডা পোষ্ট
৫ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৬
কণা বলেছেন: হি হি হি হি.... হাসতে হাসতে পড়ে যেতে গিয়েও গেলাম না এই ভয়ে যে আপনি পোস্টটা তখন ডিলিট করে দিবেন... ডিলিট করবেন না কিন্তু... হোকে?
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫১
বিবেক সত্যি বলেছেন: আল্লাহ... বাঁচলাম .. আমি তো ভয়ে ছিলাম রাগের মাথায় আপনি হয়তো হ্যাঁ বলে ফেলবেন যেমনে খায়ালামু বললেন..
৬ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩
প্রচেত্য বলেছেন: গ্রেট
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৩
বিবেক সত্যি বলেছেন: ইয়েস, মনখারাপকে ডাইরেক্ট থ্রেট
৭ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২২
""শ্রাবণী"" বলেছেন: রোদ আমাকে ছুঁয়ে যায় নি...
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫০
বিবেক সত্যি বলেছেন: কি ? রোদের এত সাহস !! আমি বলার পরেও.... আমার এই পোষ্টও ব্যার্থ হলো ধুররর... তারপরও দোয়া কন্টিনিউয়িং... আপডেট জানাবেন, রোদের দেখা পেলে ... এছাড়া আর কি করতে পারি
৮ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫
বিবেক সত্যি বলেছেন:
৯ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২২
ভাঙা চাঁদ বলেছেন: খুব মজা পাইলাম
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৬
বিবেক সত্যি বলেছেন: আমিও... আপনার মন কি আগে থেকেই ভালো ছিলো
১০ ।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
লাজুকবোকা বলেছেন: চমৎকার
।২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮
বিবেক সত্যি বলেছেন:
১১ ।০১ লা মার্চ, ২০০৮ সকাল ৯:২৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনি আমার প্রথম লেখা গুরে আসার জন্য ধন্যবাদ। ব্লগ-জীবন আমার কাছে অনেক মধুর। প্রবাসে আমার একাকিত্ব ঘুচায়।
।০১ লা মার্চ, ২০০৮ দুপুর ১:২০
বিবেক সত্যি বলেছেন: বাহ... দারুন.. তবে ৪ মাসে আপনি মাত্র ১৬ টা পোষ্ট করেছেন । আরো বেশি বেশি লিখুন না..
১২ ।০১ লা মার্চ, ২০০৮ সকাল ৯:৩৭
নিলা বলেছেন: হুমম অনেকেরই কি আজ খুব মন খারাপ?! আমার আজ সকাল থেকে মন খারাপ.......সারাদিনে অনেক বার কাঁদা হয়েছে। আপনার কবিতাটা সুন্দর হয়েছে তবে এই মুহুর্তে সব কিছুই বিষাদ লাগছে।
।০১ লা মার্চ, ২০০৮ দুপুর ১:৪৬
বিবেক সত্যি বলেছেন: আজ কি অবস্থা জানিনা । গতকাল অবস্থা খুবই খারাপ ছিলো মন খারাপ কেন? আপনার কি হয়েছে ? বললে ভাবতে পারতাম কি করলে মন ভালো হবে... আপাতত দোয়া করছি আল্লাহর কাছে...
১৩ ।০১ লা মার্চ, ২০০৮ দুপুর ১:২৯
নবজন্ম বলেছেন: হে...............হে...............হে.................হে..................হে............... আপনিও একটু হাসুন ,তাহলে মন ভালো হয়ে যাবে।
।০১ লা মার্চ, ২০০৮ দুপুর ১:৪৯
বিবেক সত্যি বলেছেন: ঠিক বলেছেন, হাসতে পারলে তো মন ভালো হবেই । দরকার হাসির জন্য কিছু কারন । এমনি এমনি কি হাসা যায় ? তবে হাসি নাকি সংক্রামক । আপনার হাসি দেখে দেখুন, আমিও হাসছি.. আশা করি নিলা আপুও হাসবেন...
১৪ ।০১ লা মার্চ, ২০০৮ রাত ৯:২৯
নিলা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এই রকম মজার একটা ছড়া লেখার জন্য। এখন পরে খুবই মজা পেলাম থ্যাংকস এলট। মন খারাপ ছিলো কেনো বলতে ইচ্ছে করছে না। কারন আমি চাই না যার কিছু নিষ্ঠুর মজার জন্য আমার চোখে জল তার পরিচয়টা আমি এখানে সবার সামনে তুলে ধরে তাকে বিব্রত করি। এই রকম মজার মজার ছড়া লিখবেন মাঝে মাঝে। দারুন ভালো লাগল পড়ে
।০২ রা মার্চ, ২০০৮ সকাল ৭:২৬
বিবেক সত্যি বলেছেন: বাহ, মন ভালো হয়েছে মনে হচ্ছে । থ্যাঙ্কস গড হ্যাঁ, সবকিছু সবাইকে না বলাই উচিত... ভালো থাকবেন...
১৫ ।০২ রা মার্চ, ২০০৮ সকাল ৭:২৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: নেটে দেখে ভাল লাগছে।
।০২ রা মার্চ, ২০০৮ সকাল ৭:৩১
বিবেক সত্যি বলেছেন: আর ১৫ মিনিট..
১৬ ।০২ রা মার্চ, ২০০৮ সকাল ৭:৩২
উম্মু আবদুল্লাহ বলেছেন: এরপর কি ক্লাশ?
।০২ রা মার্চ, ২০০৮ সকাল ৭:৩৭
বিবেক সত্যি বলেছেন: হু.. ৮.০০ টায়..
১৭ ।০২ রা মার্চ, ২০০৮ সকাল ১০:১৪
মাহমুদ রহমান বলেছেন: ইমোটিকন সহযোগে লেখা কবিতা...! এটা কি ইতিহাসে প্রথম? কঠিন হইয়াছে, মানুষ কেমনে এইসব হাবিজাবি লেখে!
১৮ ।০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৫
বিবেক সত্যি বলেছেন: হাবিজাবি মানুষরা এইসব লিখতে পারে সিরিয়াসরা লিখবে সিরিয়াস জিনিস বায়বীয় করার চেষ্টা ছিলো, কিন্তু কঠিন হয়ে গেলো, আহারে... সেজন্যই বলি... কিছু মানুষকে এরপরও রোদ ছুঁয়ে যায় না কেন
১৯ ।০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন: মজার ছড়া ,নানান রকম হাসি দিয়ে........... ভালো লাগলো হাসি ও ছড়া। শুভেচ্ছা নির্ভেজাল হাসির ছড়ার জন্য।
২০ ।০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১:১১
বিবেক সত্যি বলেছেন: আপু, আপনাকে আমার ব্লগবাড়িতে সু-স্বাগতম ছড়াটা জাতে উঠে গেলো প্রতিষ্ঠিত কবির সার্টিফিকেট পেয়ে
২১ ।০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৭:২৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: আমার তো ভাল লেগেছে কবিতাটি । @মাহমুদ
২২ ।০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৮:০০
শেষ বিকেলের মেয়ে বলেছেন: ভালো লাগলো। মন ভালো হয়েছে?
।০৯ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১০
বিবেক সত্যি বলেছেন: আশা করি !
২৩ ।০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:১২
শাওন বলেছেন: আজ কার মন খারাপ ?
২৪ ।০৮ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫০
উম্মু আবদুল্লাহ বলেছেন: মন ভাল হয়েছে দেখে ভাল লাগল @শাওন।
২৫ ।০৯ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১৩
বিবেক সত্যি বলেছেন: বাড়ি থেকে ফিরে এসে সব প্রিয়ব্লগারদেরকে স্বাভাবিক হাসিখুশি অবস্থায় দেখতে চাই । আল্লাহ হাফেজ কেউ নেই, এমনটা দেখলে কষ্ট পাব ...
২৬ ।০৯ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১৭
উম্মু আবদুল্লাহ বলেছেন: এই ব্লগে কি তা সম্ভব? শুভ হোক তোমার বাড়ী যাওয়া।
No comments:
Post a Comment