মনে বড় জ্বালা রে , পাঞ্জাবীওয়ালা 
১২ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
আমার খালাত ভাইয়ের নাম লালন.. কুষ্টিয়ার লালন ফকিরের পরে আর কয়জনের নাম লালন রাখা হয়েছে জানিনা.. তবে আমি আমার জীবনে ওকে ছাড়া আর কাউকে দেখিনি ।
আমার থেকে বয়সে মিনিমাম দুই বছরের বড় । তবুও তুই-তোকারি সম্পর্ক ।
আমাদের মামাত-চাচাত-ফুপাত-খালাত সম্পর্কের অগনিত
ভাই বোনদের মধ্যে একমাত্র লালনের ই সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হয়েছে মাদ্রাসায় পড়ার । আমার খালু চরমোনাই পীর ছাহেবের মুরিদান
তার শখ অন্তঃত তার একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবেন । সেই ইচ্ছাপূরনের বলি হলো খালুর মেঝো ছেলে লালন ।
হাইস্কুলের পাশেই মাদ্রাসা । মাদ্রাসার পিছনে আমাদের বাসা । লালন ক্লাশ শেষে অথবা ক্লাশের ফাকে তার প্রিয় খালাম্মার সাথে দেখা করতে আসে ।
বেশিক্ষণ থাকেনা লালন ।
আম্মা বলেন, লালু, এত তাড়াহুরা করিস না তো..
লালন একদিন বলেই ফেলে, নাহ, পোলাপান সব চইলা যাইবো, তহন যাইতে অইবো একলা..
আমি বলি , একলা যাইতে পারবিনা, এইডা কেমন কতা ?
লালন জবাব দেয়, সবাইর লগে যাইতে অইবো, এই পাঞ্জাবী গায় দিয়া একলা একলা যাইতে শরম করে...যাই..
আমার থেকে বয়সে মিনিমাম দুই বছরের বড় । তবুও তুই-তোকারি সম্পর্ক ।
আমাদের মামাত-চাচাত-ফুপাত-খালাত সম্পর্কের অগনিত


হাইস্কুলের পাশেই মাদ্রাসা । মাদ্রাসার পিছনে আমাদের বাসা । লালন ক্লাশ শেষে অথবা ক্লাশের ফাকে তার প্রিয় খালাম্মার সাথে দেখা করতে আসে ।
বেশিক্ষণ থাকেনা লালন ।
আম্মা বলেন, লালু, এত তাড়াহুরা করিস না তো..
লালন একদিন বলেই ফেলে, নাহ, পোলাপান সব চইলা যাইবো, তহন যাইতে অইবো একলা..
আমি বলি , একলা যাইতে পারবিনা, এইডা কেমন কতা ?
লালন জবাব দেয়, সবাইর লগে যাইতে অইবো, এই পাঞ্জাবী গায় দিয়া একলা একলা যাইতে শরম করে...যাই..
১৭ টি
+১২/-১
মন্তব্য (১৭) মন্তব্য লিখুন
।
১২ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

বিবেক সত্যি বলেছেন: মাদ্রাসা শিক্ষা ওকে ওর আইডেন্টিটি বুঝিয়ে দিতে পারে নি এটা কার দোষ ? আমি ঠিক জানি না, আমাদের মাদ্রাসাগুলোয় পাঠদানপদ্ধতি কেমন ? তবে মাদ্রাসাপড়ুয়াদের হীনমণ্যতা যে দূর করতে পারে না এটা, তা ভালোই বুঝতে পারি ।
১ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০২

বজলু মহাজন বলেছেন: হা হা হা মনে বড় জ্বালারে পাঞ্জাবীওয়ালা.......... আইডেন্টিটি ক্রাইসিস থেইকা ওরে বাঁচাও....
২ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

বিবেক সত্যি বলেছেন: আমি ? কেন দায়িত্বটা কি আমার ছিলো ? আমাদের রাষ্ট্রব্যবস্থা যেহেতু এমন একটি আলাদা ধারা ধরেই রেখেছে , রাষ্ট্রের দায়িত্ব ছিলো, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরন প্রতিহত করা.. প্রায়ই শুনি ওমুক বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা থেকে পাশ করে আসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেনা ভর্তি পরীক্ষার সিষ্টেম অনুযায়ী.. যাহোক, আমি চাই মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় আধুনিকায়ন করা হোক যেন যেকোন ক্ষেত্র তারা সবার সাথে সমান প্রতিদ্বন্দিতা করতে পারে ।
৩ ।
১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪২

উম্মু আবদুল্লাহ বলেছেন: মনটা খারাপ হল।
।
১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২১

বিবেক সত্যি বলেছেন: শিরোনাম লেখার সময় ভাবছিলাম রম্য হবে... শেষ পর্যন্ত ট্রাজেডী হয়ে গেলো...
৪ ।
১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩

আওরঙ্গজেব বলেছেন: আইডেন্টিটি ক্রাইসিস!
।
১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৩

বিবেক সত্যি বলেছেন: খুবই হতাশাজনক একটা ব্যাপার । ইসলামী ধারার একটা শিক্ষাব্যবস্থা.... সেখানের স্টুডেন্টরা যদি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে..

৫ ।
১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৬

কণা বলেছেন: দুঃখজনক...
।
১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৯

বিবেক সত্যি বলেছেন: শিরোনামের ইমোটিকনটা পাল্টালাম...
৬ ।
১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৯

আবূসামীহা বলেছেন: পাঞ্জাবীতো বাঙ্গালীদের (মূলতঃ উপমহাদেশীয়) পোষাক। এটা পরাতে হীনমন্যতাবোধ সৃষ্টি হয় কেন?
।
১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৭

বিবেক সত্যি বলেছেন: বলেছি না
মাদ্রাসাটার পাশেই ছিল হাইস্কুল.. স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যাটা ছিলো স্বাভাবিকভাবেই বেশি.. ব্যাপারটা হীনমন্যতা নিয়ে আসতেই পারে একটা বালকের মনে.. ব্যর্থতার কিছুটা দায়ভার আমি দেব মাদ্রাসার শিক্ষকদেরকে ...

৭ ।
১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪২

উম্মু আবদুল্লাহ বলেছেন: আবু সামীহা, আপনি বুঝতে পারেন নি। ছেলেটা মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। সেজন্য এভাবেই সে প্রতিবাদ জানাচ্ছে। আমি ছেলেটিকে তেমন দোষ দিতে পারছি না। বিবেক সত্যির কমেন্ট টি দেখুন।
৮ ।
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: প্রায়ই শুনি ওমুক বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা থেকে পাশ করে আসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেনা ভর্তি পরীক্ষার সিষ্টেম অনুযায়ী.. এই বৈষম্যের প্রতিবাদ করছি।
।
১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০১

বিবেক সত্যি বলেছেন: বৈষম্য তো শুধু প্রতিবাদ করে দূর করা যাবেনা । একটা কলাগাছকে মেহগনি গাছের সাথে জোড়া লাগালে দুটোই অক্ষম হয়ে পড়বে । তারচেযে মাদ্রাসা শিক্ষার সিলেবাসটাকে যথাযথভাবে যুগোপযোগী করা হোক , এইটা আমার দাবী... অবশ্য যতক্ষনতক তা না হচ্ছে, ততক্ষন কোন বৈষম্য কাম্য নয়... মেধার ভিত্তিতে সকলে সমান সুযোগ পাওয়ার দাবীদার অবশ্যই...
৯ ।
১৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: তারচেযে মাদ্রাসা শিক্ষার সিলেবাসটাকে যথাযথভাবে যুগোপযোগী করা হোক , এইটা আমার দাবী.. বুঝলাম।
১০ ।
১৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩১

আবূসামীহা বলেছেন: আমি আসলে ছেলেটিকে বুঝাইনি। দুঃখিত। আমি বুঝাতে চেয়েছিলাম আমাদের জাতিগত হীনমন্যতাবোধকে।
।
১৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৮

বিবেক সত্যি বলেছেন: হুমম এটা এক-দুদিনে তৈরী হয়নি । যুগের পর যুগ পরাধীন থাকতে থাকতে মেরুদন্ডই গেছে ভেঙে ।
১১ ।
১৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৯

ইছামতীর পাড়ে বলেছেন: হুম্!!
No comments:
Post a Comment