বাসের কোন চাকা পাংচার হয়েছিলো....(comment)

:PB-):Dবাসের কোন চাকা পাংচার হয়েছিলো....:D:D:D

১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

মতিন স্যারের কাশটেষ্ট। স্যার অতি ভালো। আমাদের সাথে চমতকার সম্পর্ক।

পরীক্ষা শুরু হলো এবং শেষ ও হয়ে গেলো।

স্যার বেড়িয়ে যাচ্ছেন এমন সময় হাঁপাতে হাঁপাতে ক্লাশে ঢুকলো শফি আর পায়েল।

-স্যার স্যরি, দেরি হয়ে গেলো, অনেক দুর থেকে এসেছি..

-দেরি কি শুধু পরীক্ষার দিন হয় নাকি প্রতিদিন-ই 

-না স্যার, উত্তরা থেকে এসেছি, মাঝে বাসের টায়ার ফেটে গেলো তো তাই..

-আচ্ছা ঠিক আছে, বৃহস্পতিবার এসো তোমরা, পরীক্ষা নিয়ে নেব তোমাদের..


কিছুটা ইর্ষা তো হলোই আমার। আসলে এই দুই পাবলিক পড়ে আসেনি তাই স্যারকে ম্যানেজ করলো..জানাই ছিলো, স্যারকে বললে না বলবেন না..

বৃহস্পতিবার...

শফিকে স্যার বসালেন ৩০৩ নাম্বার রুমে আর পায়েলকে ৩০৪-এ..ওদের মোবাইল দুটি স্যারের হাতে..

পরীক্ষা শুরু হলো এবং প্রশ্ন দেখে আমার দুই অতি প্রিয় বন্ধু টাসকি খেলো একটা বড়সড়..

স্যারের প্রশ্ন ছিলো ২ টা

১......... -৫

২.বাসের কোন চাকা পাংচার হয়েছিলো? সঠিক উত্তরে টিক চিহ্ন দাও -১৫

ক.সামনের বাম চাকা
খ.সামনের ডান চাকা
গ.পেছনের বাম চাকা
ঘ.পেছনের ডান চাকা


প্রথম প্রশ্নে মার্ক ৫
দ্বিতীয় প্রশ্নে মার্ক ১৫....:P:P:P







মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
নাভদ বলেছেন: গুরু গুরু....
২ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৪
অদ্ভুত ভালবাসা বলেছেন: ১ নং প্রশ্নটা কি এরকমই ছিল
৩ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৬
এক পশলা বৃষ্টি বলেছেন: এটা কি সত্যি ঘটনা? আমি এটা শুনেছি... যাই হোক, মজা পাওয়া গেল  ৫
৪ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৯
বন্ধনহীন বলেছেন: সেয়ানার সাথে সেয়ানামী!! ৫
৫ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৩
বিবেক সত্যি বলেছেন: ১ নং প্রশ্নটা অবশ্যই এরকম ছিল না। বইয়ের সিলেবাস থেকেই ছিল। দেয়ার দরকার মনে করিনি@অদ্ভুত ভালবাসা
৬ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৪
বিবেক সত্যি বলেছেন: সত্যি ঘটনা @এক পশলা বৃষ্টি
৭ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৬
বিবেক সত্যি বলেছেন: সুযোগ হলে স্যারকে জানিয়ে দেব@মদন
৮ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৭
বিবেক সত্যি বলেছেন: বন্ধনহীন , নাভদ..... থ্যাংকস পড়ার জন্য
৯ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৮
পাহাড়ের চূড়া বলেছেন: খেলুম না।  এইডা তো অবিচার। চাকা পাংচার হইছিল তো। সত্যি!!! 
১০ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩২
মাহমুদ রহমান বলেছেন: প্প্ব্রপ্প্ম প্প্বক্কপ্প্বজ্জ প্প্ব্মপ্প্বক্কপ্প্বজ্জ.......
১১ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৩
মাহমুদ রহমান বলেছেন: উপরের লেখাটার বঙ্গানুবাদ করলে দাঁড়াবেঃ পুরা ধরা.....
১২ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২০
বিবেক সত্যি বলেছেন: আরেন্নাহ্.... অরা কোন উত্তর দিবার পারে নাই@ পাহাড়ের চূড়া
১৩ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৪
বিবেক সত্যি বলেছেন: ভাষাটা কি মঙ্গল গ্রহের না সামহোয়্যার স্পেশাল @ মাহমুদ রহমান থ্যাঙ্কু
১৪ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৪
বিবেক সত্যি বলেছেন: 

আপনার মন্তব্য লিখুনঃ

No comments:

Post a Comment