ডাক্তার আইজউদ্দিন, আপনি কেমন আছেন ? (comment)

ডাক্তার আইজউদ্দিন, আপনি কেমন আছেন ?

১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৯

মহানবী মুহাম্মদ (সঃ) আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন মক্কার মানুষদের কাছে। আর এতেই এতদিনের প্রিয় 'আল-আমীন' মানুষটা তাদের চোখের কাটা হয়ে গেলো..

অনেক ছোট বেলায় পাঠ্য বইয়ে পড়েছি,

এক বুড়ি ছিলো, সে রাসূল (সাঃ) যে পথে হাঁটতেন তাতে কাটা বিছিয়ে রাখত।

হঠাৎ এক সকালে রাসূল (সাঃ) টের পেলেন পথে কোন কাটা নেই। আশংকা জাগলো মনে , বৃদ্ধা অসুস্থ নয়তো....

আরো দু'য়েকদিন এরকম ঘটার পর রাসূল (সাঃ) বুড়ির বাড়ি খুঁজে বের করে দেখলেন সত্যি ই সে অসুস্থ...

মন্তব্য ৪৩ টি রেটিং +১৩/-২

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
জোনাকি বলেছেন: ছবিটা দিয়ে কি আপনি ইসলামকে লজ্জা দিতেছেন? ছবিটা পালটালে খুসি হব!!
২ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
হাসিব বলেছেন: এই ছবির সাথে ইসলামের লজ্জা পাবার সম্পর্কটা একটু বুঝায়া বলেন @ জোনাকি
৩ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
নিন্দুক বলেছেন: @জোনাকি, আপনি কি পোস্টটি পড়েছেন? ওটা ডাক্তার আইজউদ্দিন এর ছবি, এর সাথে ইসলামকে ছোট করার কি হলো?
৪ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
ঠোটকাটা ব্লগার বলেছেন: আমি যতোদূর জানি তিনি অসুস্থ নন।উনি আগের মতোই সর্বদা বিরাজমান। তবে একটি আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ পড়ার দাওয়াত পেয়ে উড়াল দিয়েছেন। শুক্রবার নাগাদ তাকে পাওয়া যেতে পারে।
৫ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
বিবেক সত্যি বলেছেন: জোনাকি , আপনি কি খুব বেশি নতুন..
৬ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
জোনাকি বলেছেন: @হাসিব যেহেতু পোষ্টটা লিখা হয়েছে মহানবী মুহাম্মদ (সঃ) কে নিয়ে তাই আমার মনে হল লেখাটার সাথে ছবিটা মজা করা হয়ে যাচ্ছে। এই আম আমার দৃষ্টিকোন থেকে বলতেছি। যদি আপনাদের কাছে খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু আমার কাছে এই টা খারাপ লাগছে!
৭ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
নাজিম উদদীন বলেছেন: আইজ মরলে কাইল দুইদিন= আইজউদ্দীন আইজউদ্দীন দেখা যায় খুবই জনপ্রিয়। এটা ভাল লক্ষণ, তাহলে জনগণ তার অম্ল-মধুর সমালোচনা পছন্দ করছে ।
৮ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
জোনাকি বলেছেন: @বিবেক সত্য হ্যা,আমি নতুন।
৯ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
নুর3ডিইডি বলেছেন: বিবেক সত্যি আপনাকে ধন্যবাদ। আইজউদ্দীনের খোজ নেওয়ার জন্যে। ক্রয় এক দিন পযন্ত মনেহচ্ছে ব্লগ সান্ত, কিন্তু কেন সান্ত তা মনেপড়ছিলোনা । আপনি আইজউদ্দীনের কথা মনেকরিয়ে দিলেন। আইজউদ্দীন যদি অসুস্থ হয়, তার সুস্থতা কামনা করছি। আইজ উদ্দীনের কাছের কেউ যদি ব্লগে থেকে থাকেন তাহলে তার সম্পর্কে বলেন। "ঠোটকাটা ব্লগার " কি আইজউদ্দীনের কাছের কেউ? নাকি মজা করলেন।
১০ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
বিবেক সত্যি বলেছেন: আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা, আইজউদ্দিন সাহেবের সাথে পরিচিত জনেরা ছবির যথার্থতা বুঝবে @জোনাকি
১১ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০১
জোনাকি বলেছেন: @ বিবেক সত্যি বুঝিতে পারিলাম ধন্যবাদ!
১২ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২২
মাহমুদ রহমান বলেছেন: বিশ্বাস করুন, পোস্টটি পড়ে বেশ কিছুটা আবেগ এসে গেল। ভদ্রলোক যদিও অনেক বিরক্ত করেছেন আমাকে, তবুও তার মঙ্গল কামনা করছি। ভাই, ডাক্তার আপনার প্রতি আমার কোন ক্ষোভ নেই। আমার প্রতি আপনার কোন ক্ষোভ থাকলে দয়া করে ক্ষমা করে দিয়েন। বিবেক সত্যি, ধন্যবাদ আপনি মানুষ বটে......
১৩ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৩
বিবেক সত্যি বলেছেন: 'তাহলে জনগণ তার অম্ল-মধুর সমালোচনা পছন্দ করছে ' নাজিম উদদীন , এমনটা ভাবার কোন কারন নেই, ভাই...
১৪ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৬
হাসিব বলেছেন: মাহমুদ রহমানের কমেন্ট পড়ে আমারও আবেগ এসে গেলো
১৫ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৪
বিবেক সত্যি বলেছেন: ঠিকাছে, এখন আপনারা আবেগের বিনিময় করতে থাকেন, হাসিব ভাই, মাহমুদ ভাই, আমি আল-বিদা আপাতত
১৬ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৬
ক্ষ্যাপা বলেছেন: আইজু কি মরছে নাকি? বেবাকে দেখি কেমুন শোকগ্রস্ত ভাষায় কতা কয়?
১৭ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০০
অমিত বলেছেন: উফফফ..আমার তো চোখে পানি এসে গেল..
১৮ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
ঠোটকাটা ব্লগার বলেছেন: "ঠোটকাটা ব্লগার " কি আইজউদ্দীনের কাছের কেউ? নাকি মজা করলেন। ............ জনাব,আমি আঈজু ভাইয়ের আপন খালাতো ভাই। আমার মা আঈজু ভাইয়ের আম্মার চেয়ে তিন বছরের ছোট। আঈজু ভাইয়ের ছোট ভাই আর আমি বেশ দোস্ত ছোটবেলা থেকেই।
১৯ ।১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪০
নিন্দুক বলেছেন: আন্তর্জাতিক সেমিনারে একজন হনুমান প্রবন্ধ পড়ছে। আর অসংখ্য মানুষ তা শুনছে। দৃশ্যটা উপভোগ্য বটে।
২০ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫২
শেষমাত্রা বলেছেন: আইজুদ্দিন নৌকা বাইতে গিয়া হারাইয়া গেচে ভেরার পালের বিতরে
২১ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৩
মাথামোটা বলেছেন: বিবেক সত্যি@ আপনি কি নিজেকে রাসূল (সাঃ) সাথে তুলনা করছেন?
২২ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৬
অন্যরকম বলেছেন: বান্দুর লগে বহুদিন খুঁচাখুচি হয় না..। ব্লগটা কেমন ম্যাড়ম্যাড়ে হয়ে আছে.... হোসাইন দ্য ও আসে না..!!!
২৩ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৭
ঠোটকাটা ব্লগার বলেছেন: অন্যরকম,ঠিক বলেছেন।ব্লগ কেমন যেন জমে না আইজ কাইল। একটা বড়ো ইস্যু মিস্যু নিয়া আসেন না কেউ।
২৪ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৬
বইপাগল বলেছেন: ডাঃ আইজউদ্দিন এর জন্য শুভেচ্ছা। বেঁচে থাকলে আল্লাহ তায়ালা ওনাকে হেদায়াত নসীব করুন।
২৫ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২০
অচেনা বাঙালি বলেছেন: আমীন।
২৬ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০
বিবেক সত্যি বলেছেন: মাথামোটা,বস আপনার নামটা/ নিকটা পুরাপুরি স্বার্থক... তুলনা নয়, অনুসরন বলতে পারেন...
২৭ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১
বিবেক সত্যি বলেছেন: আপনার আঈজু ভাইয়ের আসল ছবি আর নামটা আমাদের জানানো যাবে ? @ ঠোটকাটা ব্লগার
২৮ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২
এস্কিমো বলেছেন: মাহমুদ রহমানের কমেন্ট পড়ে আমারও আবেগ এসে গেলো
২৯ ।১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৯
বিবেক সত্যি বলেছেন: সবার আবেগ দেখি মাহমুদ রহমানের কমেন্টে.... আইজুদ্দীনের জন্য কিছু আবেগ কি কারো নাই.. আহা..
৩০ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০২
ঠোটকাটা ব্লগার বলেছেন: আঈজু ভাই ফিরেছেন,এবং উনি ব্যস্ততা শেষ হলেই আগামী সপ্তাহ থেকে নিয়মিত হবেন বলে জানিয়েছেন আমাকে। উনার নাম বা ছবিটা কি উনার অনুমতি ছাড়া দেয়া ঠিক হবে@বিবেক সত্যি? তবে উনি কিন্তু আসলেই বেশ নামকরা ডাক্তার ।
৩১ ।১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৪
বিবেক সত্যি বলেছেন: মনে হয় না, ঠিকাছে..... ভালু......
৩২ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৫
বিবেক সত্যি বলেছেন: বাংলাদেশে আজ শুক্রবার গেলো @ঠোটকাটা ব্লগার
৩৩ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৩
হেকিম বোগদাদি বলেছেন: বেওকুফ সত্য আমি আসলাম ঘটনা কি? আমারে নিয়া পোস্ট দিসো কেন?
৩৪ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৪৫
ঠোটকাটা ব্লগার বলেছেন: তিনি আশে পাশেই আছেন।কে জানে হয়তো "বিবেক সত্যি" উনার নাম হইতেও পারে।
৩৫ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১১
বিবেক সত্যি বলেছেন: ডাক্তার আইজউদ্দিন, আপনি কেমন ছিলেন ? অসুখ করেনি তো.. আমার ওপর রাগ করবেন না, দেখেন না, সবাই ই আপনাকে নিয়ে চিন্তিত, আপনার কুশলাদি জানতে চায়...
৩৬ ।১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৬
বিবেক সত্যি বলেছেন: ...আর আপনি ঘনঘন নাম চেন্জ করেন কেন ?
৩৭ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৩
নাজিরুল হক বলেছেন: আইজুরে প্রতিদিন ব্যান করা হয়। 
৩৮ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৯
খাটাস-ডাক্তার বলেছেন: নাজির শাইলের মাথা খুলতাসে
৩৯ ।২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩০
নাজিরুল হক বলেছেন: আমার ব্লগের লাস্ট লেখাটার দিকে লাস্ট কমেন্টের দিকে একটু চোখ বুলাও।
৪০ ।২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
বিবেক সত্যি বলেছেন: আহা ! বেচারা ...
৪১ ।১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২০
রেডিও বাংলাদেশ বেতার বলেছেন: ডাক্তার আইজউদ্দিনের একখানা ইন্টাভ্যু নিতে হইবে দেকসি। উনি কি পাশ করা ডাক্তার?
৪২ ।১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩১
বিডি আইডল বলেছেন: রেডিও বাংলাদেশ বেতার বলেছেন: ডাক্তার আইজউদ্দিনের একখানা ইন্টাভ্যু নিতে হইবে দেকসি।

আপনার মন্তব্য লিখুনঃ

No comments:

Post a Comment