একটা উমর এই যামানায় চাই হে মেহেরবান
৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৬
আমার মা একটা লাল রঙের কাপড় দিয়ে প্যাকেটের মত বানিয়েছেন । নাম নাকি গেলাফ । মা কোরান পড়া শেষ করে গেলাফের ভেতরে সাঁজিয়ে রাখেন । তারপর আলতো একটা চুমু খেয়ে রেখে দেন যত্ন করে।
সেদিন হাত ফসকে গেলাফটা নিচে পড়ে গেলো । চমকে উঠে আমার প্রিয় আম্মাজান ওটা তুলে নিলেন । বুকে কপালে ছুঁইয়ে পরম সম্মানের সাথে রাখলেন যথাস্থানে...
আমি ভাবি...
হায়রে সূতোর বুননে বানানো গেলাফ , কোরানকে ধারন কর বলে তোমার কত সম্মান ! তোমার সামান্য অনাদরে অন্তর শিউরে ওঠে । গায়ে সামান্য ধূলো জমলে ব্যাথা লাগে বুকের গভীরে !
আর...
কোরানের জীবন্ত ধারক হিসেবে যে মুসলমান জাতিকে আল্লাহ নির্বাচিত করলেন ,মনোনীত করলেন, সম্মানিত করলেন... তারা আজ কেমন লাঞ্চনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে । প্রত্যেকটা ইবলিশেরহাত আজ প্রতিনিয়ত নিশপিশ করে এই জাতির গালে চপেটাঘাত করতে ! সারা দুনিয়া জুড়ে কি চরম অপমানিত জীবন যাপন...
ভাইদের মৃত্যুতে শকুনদের উল্লাস- নির্যাতিতা বোনেদের হাহাকারে শয়তানদের অট্টহাসি আর অথর্ব রাষ্ট্রনেতৃত্বের ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব ।
পৃথিবীর সবকয়টা মুসলিম জনপদ আজ একেকটা রক্তাক্ত কাশ্মীর, একেকটা বিক্ষত ফিলিস্তীন...
ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের চটকদার বিজ্ঞাপণে বিভ্রান্ত বিবেক ! পরের স্টেপ, বিবেকের ঘরে পুরোপুরি সীলমোহর এঁকে নাস্তিকতার দীক্ষা লাভ । হায়রে দরিদ্র মুসলমানের সন্তানেরা, মিশনারী এনজিওদের শিক্ষালয়ে তোমরা শিখছো প্রার্থণার খৃষ্টিও রীতি আর তোমাদের শাষকেরা ইসলাম শিক্ষার সিলেবাসে ১০০ মার্কের পরিবর্তে ৫০ মার্ক রাখার যুক্তি দেয় ! ধিক্কার , ধিক্কার এবং ধিক্কার...
কোরানের ধারকজাতি কোরানকে গেলাফে মুড়িয়ে তাকের ওপড় তুলে রাখে । তো সম্মান কে পাবে ?
কোরানের সাথে যে জড়িয়ে আছে, সে-ই তো সম্মানীত হবে, নাকি ?
-কোরান যে নবীর প্রতি নাজিল হল, তিনি সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ
-কোরানের সাথে জড়িত বলে রমজান মাস বছরের সবথেকে সম্মানীত মাস
-কোরানের সাথে জড়িয়ে থেকে লাইলাতুল কদর হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ সময়
-আর কোরানকে জড়িয়ে রাখে বলে কাপড়ে বানানো গেলাফের কী মর্যাদা আমার আম্মার কাছে !
হে আমার জাতির ভাইয়েরা, হে আমার জাতির বোনেরা ঘুমিয়ে থাকার সময় নেই ! পড়ো সূরা মুদ্দাচ্ছির, ক্বুম-ফায়ানযীর-ওয়া রব্বাকা ফাকব্বির ... কম্বলাবৃত ঘুমন্তকে জেগে উঠতে বলা হচ্ছে, স্রষ্টার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে নির্দেশ দেয়া হচ্ছে !!
-কোরান আবু জেহেল কে রাষ্ট্রনায়ক বানানোর জন্য আসেনি !
-কোরান মদীনা রাষ্টে আক্রমনকারী আবু-জেহেল বাহিনীকে বদর যুদ্ধে বিজয়ী করার জন্য আসেনি !
-কোরান রোম-পারস্যের অত্যাচারী শাষকদেরকে নির্বিঘ্নে প্রভূত্ব চালাতে দেয়ার জন্য আসেনি !
* কোরান এসেছে নবী হত্যার উদ্দেশ্যে খোলা তরবারি হাতে বেরুনো উমর ইবনে খাত্তাব কে খলীফা হযরত উমর বানাতে , অর্ধপৃথিবীর যে প্রতাপশালী শাষণকর্তা ফোরাতের তীরে অনাহারী একটা কুকুরের মৃত্যুর জন্যও নিজেকে দায়ী মনে করে !
* কোরান এসেছে উমর ইবনে আব্দুল আজীজের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিতে
- চাটুকারদের শুভেচ্ছা শুনে জবাবে যিনি বলতে পারেন, তোমরা কাকে মুবারকবাদ দিতে এসেছো, সেই ব্যক্তিকে- যে ধ্বংসের মুখে নিক্ষিপ্ত হয়েছে ? সবচাইতে বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে ?
- রাজ-কোষাগার থেকে প্রাপ্ত বিশেষ সুগন্ধি না নিয়ে যিনি বলেন, “খুশবু গ্রহণ করার মত আনন্দের দিন আমার শেষ হয়ে গেছে, ইসলামী শাষনের অন্তর্ভূক্ত সমগ্র এলাকায় যদি একটি প্রাণীও অনাহারে থাকে , কোন একজনের ওপরও যদি যুলুম হয় তাহলে সবার আগে আল্লাহ উমরকে পাকড়াও করবেন।”
হে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ, কোরানের পাঠকদের মাঝ থেকে অন্তঃত একটা উমর আমাদের জন্য দাও !
সেদিন হাত ফসকে গেলাফটা নিচে পড়ে গেলো । চমকে উঠে আমার প্রিয় আম্মাজান ওটা তুলে নিলেন । বুকে কপালে ছুঁইয়ে পরম সম্মানের সাথে রাখলেন যথাস্থানে...
আমি ভাবি...
হায়রে সূতোর বুননে বানানো গেলাফ , কোরানকে ধারন কর বলে তোমার কত সম্মান ! তোমার সামান্য অনাদরে অন্তর শিউরে ওঠে । গায়ে সামান্য ধূলো জমলে ব্যাথা লাগে বুকের গভীরে !
আর...
কোরানের জীবন্ত ধারক হিসেবে যে মুসলমান জাতিকে আল্লাহ নির্বাচিত করলেন ,মনোনীত করলেন, সম্মানিত করলেন... তারা আজ কেমন লাঞ্চনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে । প্রত্যেকটা ইবলিশেরহাত আজ প্রতিনিয়ত নিশপিশ করে এই জাতির গালে চপেটাঘাত করতে ! সারা দুনিয়া জুড়ে কি চরম অপমানিত জীবন যাপন...
ভাইদের মৃত্যুতে শকুনদের উল্লাস- নির্যাতিতা বোনেদের হাহাকারে শয়তানদের অট্টহাসি আর অথর্ব রাষ্ট্রনেতৃত্বের ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব ।
পৃথিবীর সবকয়টা মুসলিম জনপদ আজ একেকটা রক্তাক্ত কাশ্মীর, একেকটা বিক্ষত ফিলিস্তীন...
ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের চটকদার বিজ্ঞাপণে বিভ্রান্ত বিবেক ! পরের স্টেপ, বিবেকের ঘরে পুরোপুরি সীলমোহর এঁকে নাস্তিকতার দীক্ষা লাভ । হায়রে দরিদ্র মুসলমানের সন্তানেরা, মিশনারী এনজিওদের শিক্ষালয়ে তোমরা শিখছো প্রার্থণার খৃষ্টিও রীতি আর তোমাদের শাষকেরা ইসলাম শিক্ষার সিলেবাসে ১০০ মার্কের পরিবর্তে ৫০ মার্ক রাখার যুক্তি দেয় ! ধিক্কার , ধিক্কার এবং ধিক্কার...
কোরানের ধারকজাতি কোরানকে গেলাফে মুড়িয়ে তাকের ওপড় তুলে রাখে । তো সম্মান কে পাবে ?
কোরানের সাথে যে জড়িয়ে আছে, সে-ই তো সম্মানীত হবে, নাকি ?
-কোরান যে নবীর প্রতি নাজিল হল, তিনি সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ
-কোরানের সাথে জড়িত বলে রমজান মাস বছরের সবথেকে সম্মানীত মাস
-কোরানের সাথে জড়িয়ে থেকে লাইলাতুল কদর হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ সময়
-আর কোরানকে জড়িয়ে রাখে বলে কাপড়ে বানানো গেলাফের কী মর্যাদা আমার আম্মার কাছে !
হে আমার জাতির ভাইয়েরা, হে আমার জাতির বোনেরা ঘুমিয়ে থাকার সময় নেই ! পড়ো সূরা মুদ্দাচ্ছির, ক্বুম-ফায়ানযীর-ওয়া রব্বাকা ফাকব্বির ... কম্বলাবৃত ঘুমন্তকে জেগে উঠতে বলা হচ্ছে, স্রষ্টার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে নির্দেশ দেয়া হচ্ছে !!
-কোরান আবু জেহেল কে রাষ্ট্রনায়ক বানানোর জন্য আসেনি !
-কোরান মদীনা রাষ্টে আক্রমনকারী আবু-জেহেল বাহিনীকে বদর যুদ্ধে বিজয়ী করার জন্য আসেনি !
-কোরান রোম-পারস্যের অত্যাচারী শাষকদেরকে নির্বিঘ্নে প্রভূত্ব চালাতে দেয়ার জন্য আসেনি !
* কোরান এসেছে নবী হত্যার উদ্দেশ্যে খোলা তরবারি হাতে বেরুনো উমর ইবনে খাত্তাব কে খলীফা হযরত উমর বানাতে , অর্ধপৃথিবীর যে প্রতাপশালী শাষণকর্তা ফোরাতের তীরে অনাহারী একটা কুকুরের মৃত্যুর জন্যও নিজেকে দায়ী মনে করে !
* কোরান এসেছে উমর ইবনে আব্দুল আজীজের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিতে
- চাটুকারদের শুভেচ্ছা শুনে জবাবে যিনি বলতে পারেন, তোমরা কাকে মুবারকবাদ দিতে এসেছো, সেই ব্যক্তিকে- যে ধ্বংসের মুখে নিক্ষিপ্ত হয়েছে ? সবচাইতে বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে ?
- রাজ-কোষাগার থেকে প্রাপ্ত বিশেষ সুগন্ধি না নিয়ে যিনি বলেন, “খুশবু গ্রহণ করার মত আনন্দের দিন আমার শেষ হয়ে গেছে, ইসলামী শাষনের অন্তর্ভূক্ত সমগ্র এলাকায় যদি একটি প্রাণীও অনাহারে থাকে , কোন একজনের ওপরও যদি যুলুম হয় তাহলে সবার আগে আল্লাহ উমরকে পাকড়াও করবেন।”
হে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ, কোরানের পাঠকদের মাঝ থেকে অন্তঃত একটা উমর আমাদের জন্য দাও !
৫৮ টি +৩৩/-৫
মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৩
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ রুবেল শাহ , নব বর্ষ যদি এই পোষ্টের আবেদনের আলোকে নতুন প্রত্যয় নিয়ে শুরু করতে পারেন-আমার পোষ্ট স্বার্থকতা পাবে...
১ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫১
প্রশ্নোত্তর বলেছেন: তাসখন্ত না ইস্তাম্বুলেরটা?
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৫
বিবেক সত্যি বলেছেন: বুঝেছি কিনা বুঝতে পারছিনা ! মনে হচ্ছে উত্তরটা এমন হবে, মদীনার টা...
২ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫২
মুনশী বলেছেন: ইচলামের কতা কইসেন ? তাইলে আপনে রাজাকার!!
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৭
বিবেক সত্যি বলেছেন: একেবারে ঠিক ধরেছেন, ব্লগ রাজাকার । ১০০/১০০
৩ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৬
প্রশ্নোত্তর বলেছেন: মুনশী...গটনা কি?
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৯
বিবেক সত্যি বলেছেন: আপনার পরিচিত নাকি মিলছে না অভিজ্ঞতার সাথে...
৪ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫৭
অমি রহমান পিয়াল বলেছেন: জোশিলা লিখা হইছে। প্লাস দিলাম
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০০
বিবেক সত্যি বলেছেন: আশা করছি মন থেকে বলেছেন-ইয়ারকি নয়...
৫ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৩
মুনশী বলেছেন: গটনা িক আর কমু আদিকালের দোস্ত পরশনুত্তর! অরপি=সূফীরে জিগান
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০১
বিবেক সত্যি বলেছেন: অরপি=সূফী .... জানলাম
৬ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৫
আশরাফ মাহমুদ বলেছেন: ভাল লেগেছে, সত্যি ভাল লেখা।
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৪
বিবেক সত্যি বলেছেন: রাতে কমেন্টগুলো দেখতে পারিনি, নেট ছিল না ধন্যবাদ আশবাফ
৭ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৫
মুনশী বলেছেন: পাগলা ঘাতকের দোস্ত শিবিরের পোলাপান। হে শিবিরেরে পিডামু কইয়া বলগাইয়া হাসতাসে কম্পুটারের সামনে বইয়া। হা দয়াল কত রঙ দেখমু!!
।০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৮
বিবেক সত্যি বলেছেন: কিভাবে জানলেন হে ? তবে সত্যি হলে আসলেই রঙ্গের ব্যাপার
৮ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৮
অমি রহমান পিয়াল বলেছেন: বিবেক সত্য তো আমারো দোস্ত। সমস্যা কি মুনশী?
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৭
বিবেক সত্যি বলেছেন: পিয়াল ভাই, আমার ধারনা আপনার অরপি নিকটাকে আমি অপছন্দ করি এবং সুযোগ পেলে আক্রমন করে কথা বলি। অমি রহমান পিয়াল কে কখনও কিছু মনে হচ্ছে বলিনি...
৯ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২০
বুড়া শাহরীয়ার বলেছেন: কেন যেন আবেগে অভিভুত হয়ে গেলাম। টের পেলাম চোখের কোনায় একবিন্দু পানির স্পর্স। হায় মুসল্মান রাত পহাবার কতো দেড়ী। +
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১০
বিবেক সত্যি বলেছেন: হু...- দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একটা উমর এই যামানায় দাও হে মেহেরবান.... এই কামনাটা বেঁচে থাকুক...
১০ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৯
প্রশ্নোত্তর বলেছেন: মুনশী'র কি অইছে? এরুম করতাচে ক্যা? নয়া বছরে রেজুলুশন কিতা, খাউজানি?
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১১
বিবেক সত্যি বলেছেন: প্রশ্নোত্তরের কি ধারনা মুনশী নতুন ভার্সনের প্রথম হ্যাক্ড....
১১ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৫
আশরাফ রহমান বলেছেন: ভাল লিখেছেন। +
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১২
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্কস
১২ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩১
মাথামোটা বলেছেন: "কোরান যে নবীর প্রতি নাজিল হল, তিনি সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ" - এই কথা কুরান শরীফের কোন জায়গায় আছে?
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৪
বিবেক সত্যি বলেছেন: আছে । এখন রেফারেন্স দিতে অপারগ... সুযোগ পেলে পরে লিখে দেব...
১৩ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৯
মাহিরাহি বলেছেন: ভালো লেখা। প্লাস দিলাম
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৬
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ ছান্দিক নিক মাহিরাহি আপনার নামটা উচ্চারণ করতে বেশ মজা..
১৪ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
আবূসামীহা বলেছেন: "কুরআনুনা, ইয়া কাউম, মাসদারু ইজজুনা।" আমার স্কুলের এক নোটিশ বোর্ডে লিখা দেখেছিলাম শ্লোগানটা বছর পাঁচেক আগে। আজ আপনার পোস্টটা আবারো মনে করিয়ে দিল সে শ্লোগানটা: "আমাদের কুরআনই, হে জাতি, আমাদের ইজ্জতের উৎস।"
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৫
বিবেক সত্যি বলেছেন: হ্যা, কুরআনের জন্য হোক আমাদের সকল চেষ্টা-সাধনা কুরআন হোক আমাদের প্রতিটি কাজের জন্য গাইডবুক আল্লাহ আবার সম্মনিত করবেন - প্রতিষ্ঠিত করবেন আমাদেরকে অবশ্যই
১৫ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪১
ফটোগ্রাফ বলেছেন: ভালো লেগেছে।
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৬
বিবেক সত্যি বলেছেন: আপনার কমেন্টে আমারও ভালো-লাগা
১৬ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৪
কণা বলেছেন: +++ +
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৭
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ কণাপু...
১৭ ।৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৮
মাহমুদ রহমান বলেছেন: বিবেক সত্যিকে নববর্ষের শুভেচ্ছা.........
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩০
বিবেক সত্যি বলেছেন: ভালো থাকবেন মাহমুদ ভাই , এই কামনা রইলো...
১৮ ।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:১৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: শুভেচ্ছা।
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩১
বিবেক সত্যি বলেছেন: আপনার জন্যও আমার সবসময়ের শুভ-ইচ্ছা...
১৯ ।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভালো লেখাটির জন্য আবারো ধন্যবাদ। অনেক দিন আমার ব্লগে দেখিনা। ব্যস্ত নাকি?
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৯
বিবেক সত্যি বলেছেন: নেটে খুবই সমস্যা । যেমন , এখন আমি গুগল সার্চ দিয়ে অন্য একটা পোষ্টে লগইন করে আমার ব্লগে এসেছি । তাও আবার প্রথম পাতাটা দেখতে পারছি না ..
২০ ।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩১
আওরঙ্গজেব বলেছেন: সালাম, ভাল পোস্ট। ধন্যবাদ জেগে উঠো আবার হে মুসলমান জাতি!
।০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬
বিবেক সত্যি বলেছেন: ওয়াচ্ছালাম । পৃথিবীর দিকে দিকে আসুন ছড়িয়ে দেই এই শ্লোগান... আল্লাহ হুম্মানযুরনা... ... ... ... ওয়ালা আ তাযয়ালনা মিনহুম !
২১ ।০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৬
অন্যরকম বলেছেন: একজন উমরের আশার কথা ভেবে হা হুতাশ করছেন? কিন্তু একজন উমর কি এমনি এমনি আসবে? রাসুল্ুল্লাহ(সাঃ) কি একজন উমরকে তৈরী করে নেন নি? আসুন আমরা এরকম নেতার জন্য বসে না থেকে এরকম মানুষ তৈরী করতে থাকি! আর এরকম মানুষ তৈরী করতে গেলে আগে নিজেদেরকেই এরকম হতে হবে! +
।০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৬
বিবেক সত্যি বলেছেন: সুন্দর একটা কমেন্টের জন্য ধন্যবাদ.. একটা উমর এমনি এমনি আসবে না । আরববাসী-আরবীভাষী উমরের মাঝে বিপ্লব এসেছিলো কোরানের একটুমাত্র টুকরো পড়ে। বোনকে মারতে গিয়ে বোনের বাড়িতেই পবিত্র মন-রাসূলের দরবারে গিয়ে খোলা তরবারি হাতেই ইসলাম গ্রহণ... -কোরআনিক শিক্ষা সবজায়গায় চালু করে এরকম মানুষ তৈরীর চেষ্টা করতে থাকি আমরা, আসুন...
২২ ।০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৯
মাথামোটা বলেছেন: "কোরান যে নবীর প্রতি নাজিল হল, তিনি সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ" - এই কথা কুরান শরীফের কোন জায়গায় আছে? কুরান শরীফের কোথাও নাই। বরং আল্লাহর নবীদের মাঝে পার্থক্য সৃষ্টি না করার কথা আছে।
।০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৮
বিবেক সত্যি বলেছেন: সকল নবীগনই আমাদের নিকট সম্মানীত । ভাই, আমি হাফেজ না হওয়ার কারনে আপনাকে সন্তুষ্ট করতে পারছিনা.. -মেরাজের রাতে সব নবীদের সমাবেশে মুহাম্মাদ সাঃ ইমামতি করে নামাজ পড়িয়েছেন.. -একমাত্র মুহাম্মদ সাঃ কে সমগ্র বিশ্ব/ এবং তার আগমনের পর শেষ সময় পর্যন্ত (স্থান এবং সময়) রহমত হিসেবে ঘোষণা করা হয়েছে কোরানে । অন্য সকল নবী একটি নিদৃষ্ট সময় বা স্থানে সীমাবদ্ধ ছিলেন... -একমাত্র মুহাম্মদ সাঃ সম্পর্কে বলা হয়েছে তাকে সৃষ্টি করা না হলে মহাবিশ্ব সৃষ্টি করা হত না... -ইশা আঃ আবার আসবেন পৃথিবীতে এবং নবী হিসেবে নয়...মুহাম্মদ সাঃ এর উম্মত হিসেবে দায়িত্ব পালন করবেন... ....... তবে সকল নবীর সত্যিকার অনুসারীরাই আল্লাহর কাছে মুসলমান (আত্মসমর্পণকারী) হিসেবে পরিচয় পাবার অধিকারী
২৩ ।০১ লা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০০
অন্যরকম বলেছেন: হয়ত এরকম মানুষ তৈরীর প্রক্রিয়া চলছে.... কোথাও এরকম তৈরী করতে গিয়ে ধাক্কা খাচ্ছে.... আমরা অনেকেই জানি না.. হয়ত জানি...! তবে সবার আগে নিজের সাড়ে ৩ হাত শরীরে বিপ্লব আনাটা সবচেয়ে বেশী প্রয়োজন!
।০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪২
বিবেক সত্যি বলেছেন: হয়ত নয়... অবশ্যই চলছে । আমি এব্যাপারে আশাবাদী । যে কোন অণ্যায় চরমে উঠে যাওয়া মানে ন্যায়ের একটা শক্তি অন্যদিকে তৈরী হচ্ছে অন্যায়কে প্রতিহত করার জন্য । কারন প্রকৃতি ভারসাম্য পছন্দ করে ।
২৪ ।০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩
ইছামতীর পাড়ে বলেছেন: ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু তাআলার নিকট উমরের মত সিপাহসালার পাঠানোর জন্য প্রার্থনা করি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
।০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৪
বিবেক সত্যি বলেছেন: থ্যাঙ্ক ইউ , ইছামতীর পাড়ে...
২৫ ।০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৯
বিবেক সত্যি বলেছেন: সূরা নিসা-আয়াতঃ৭৫ তোমাদের কী হলো , তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বেনা, যারা দুর্বলতার কারনে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে , হে আমাদের রব ! এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও , যার অধিবাসীরা অত্যাচারী এবং তোমার পক্ষ থেকে আমাদের কোন বন্ধু, অবিভাবক ও সাহায্যকারী তৈরী করে দাও -
২৬ ।০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: নূতন লেখার কথা মনে করিয়ে দিলাম।
।০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৩
বিবেক সত্যি বলেছেন:
২৭ ।০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৬
আবাবিল বলেছেন: সুন্দর লেখা
।০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৬
বিবেক সত্যি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আবাবিল...
২৮ ।০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০১
মাথামোটা বলেছেন: "-একমাত্র মুহাম্মদ সাঃ সম্পর্কে বলা হয়েছে তাকে সৃষ্টি করা না হলে মহাবিশ্ব সৃষ্টি করা হত না..." "-মেরাজের রাতে সব নবীদের সমাবেশে মুহাম্মাদ সাঃ ইমামতি করে নামাজ পড়িয়েছেন.." -এগুলা কুরআনে নাই ---------- সকল নবীগনই আমাদের নিকট সম্মানীত । তাই তুলনা করার কোন প্রয়োজন নাই।
।০৩ রা জানুয়ারি, ২০০৮ রাত ৮:০০
বিবেক সত্যি বলেছেন: ভাইজান শোনেন, তাজুল ইসলাম মুন্না মজা করে একটা পোষ্ট দিয়েছে সে নাকি গুলিস্তানের রাস্তা খুঁজে পাচ্ছেনা আপনি ওখানে গিয়ে একটু প্রাক্টিস করে আসেন রাস্তা কিভাবে খুঁজে পেতে হয়, হয়তোবা শিখে যেতে পারেন পোষ্টের বক্তব্য থেকে পাঠকদের মনযোগ সরিয়ে নেয়ার চিড়াচরিত ....রীতি এ্যাপ্লাইয়ের অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি
২৯ ।০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
ফজলে এলাহি বলেছেন: অসাধারণ পোষ্ট, অনেক যত্ন করে রেডী করেছেন। ধন্যবাদ।
।০৩ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
বিবেক সত্যি বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য... লিঙ্কগুলো পরে দিয়েছি...
৩০ ।০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৭
নিহন বলেছেন: ভাল লেগেছে, সত্যি ভাল লেখা।
।০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২২
বিবেক সত্যি বলেছেন: নিহনকে ধন্যবাদ ...
৩১ ।২২ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪০
মাহমুদ ফয়সাল বলেছেন: হে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ, কোরানের পাঠকদের মাঝ থেকে অন্তঃত একটা উমর আমাদের জন্য দাও !
।২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:২৭
বিবেক সত্যি বলেছেন: আল্লাহ, আমাদের হাহাকারে সাড়া দিন.. !!!
No comments:
Post a Comment