আর ইউ আ মুজলিম ??
৩১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:২২
সিঙ্গাপুর।
বিমান থেকে নামলাম। বিমানের খাবার পছন্দ হয়নি। তাই খাইনি। খিদায় খারাপ অবস্থা !
এয়ারপোর্ট থেকে নেমেই দেখি বিরিয়ানীর দোকান। দারুন ঘ্রান বাতাসে। ভাবলাম যত ডলার খরচ হোক, আগে খেয়ে নিই, দাম জিজ্ঞেস করবোনা। লাইনে গিয়ে দাঁড়ালাম।
গিভ মি ওয়ান প্লেট , বলতেই আমার দিকে তাকালো দোকানী। প্রথমেই ওর চোখ গেলো আমার মাথার দিকে । হেঁড়ে গলায় জিজ্ঞেস করলো " আর ইউ আ মুজলিম ?"
আমি বললাম, ইয়াস ! আই আম আ মুজ(!)লিম !
লোকটি ভ্রু কুচকে বললো, "দিস ফুড ইজ নট হালাল ফর ইউ"
আমি ভাবলাম , খাইছে ! যদি মাথায় টুপিটা না থাকতো, আর খাওয়া-দাওয়া শেষে বলতাম, বিরানি বড় স্বাদের হইছে ব্রাদার,মাংশটা কিসের ছিলো ?
(ঘটনা বাসতব - শুধু "আমি"টা আমি নই)
বিমান থেকে নামলাম। বিমানের খাবার পছন্দ হয়নি। তাই খাইনি। খিদায় খারাপ অবস্থা !
এয়ারপোর্ট থেকে নেমেই দেখি বিরিয়ানীর দোকান। দারুন ঘ্রান বাতাসে। ভাবলাম যত ডলার খরচ হোক, আগে খেয়ে নিই, দাম জিজ্ঞেস করবোনা। লাইনে গিয়ে দাঁড়ালাম।
গিভ মি ওয়ান প্লেট , বলতেই আমার দিকে তাকালো দোকানী। প্রথমেই ওর চোখ গেলো আমার মাথার দিকে । হেঁড়ে গলায় জিজ্ঞেস করলো " আর ইউ আ মুজলিম ?"
আমি বললাম, ইয়াস ! আই আম আ মুজ(!)লিম !
লোকটি ভ্রু কুচকে বললো, "দিস ফুড ইজ নট হালাল ফর ইউ"
আমি ভাবলাম , খাইছে ! যদি মাথায় টুপিটা না থাকতো, আর খাওয়া-দাওয়া শেষে বলতাম, বিরানি বড় স্বাদের হইছে ব্রাদার,মাংশটা কিসের ছিলো ?
(ঘটনা বাসতব - শুধু "আমি"টা আমি নই)
৮ টি +৩/-১
মন্তব্য (৮) মন্তব্য লিখুন
১ ।৩১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:২৭
শাওন বলেছেন: হাহাহা । ক্যান্টিনে প্রতিদিন যখন ফ্রেন্ডদের সাথে খাবার খাই তখন দুঃখে আমার কইলজাটা ফাইটা যায় । সপ্তাহের ৫ দিনের ৪ দিনই থাকে মাংশ । সবাই খায় আর আমি বসে বসে শুকনা পাউরুটি চিবাই । আহ ! কি স্বাদ !!
২ ।৩১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৩৮
মানুষ বলেছেন: কি আর কমু। আমিও বিপদে আছি।
৩ ।৩১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৪১
হমপগ্র বলেছেন: আমি সর্বভুক। যা পাই তাই খাই।
৪ ।৩১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৪৭
মাহবুব রনী বলেছেন: আচ্ছা মাংসটা কিসের ছিল?
৫ ।৩১ শে আগস্ট, ২০০৭ রাত ৮:১৩
আন্ধার রাত বলেছেন: নেড়ি কুত্তার।
৬ ।০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৫
বিবেক সত্যি বলেছেন: তাদের প্রতি নিন্দা @জায়দান
৭ ।০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৮
বিবেক সত্যি বলেছেন: কুকার কিনে ফেলুন, শাওন। রান্না করুন নিজের হাতে এবং রসনাকে তৃপ্ত করুন..
৮ ।০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩০
বিবেক সত্যি বলেছেন: কুকার কিনে ফেলুন। রান্না করুন নিজের হাতে এবং রসনাকে তৃপ্ত করুন.. @শাওন ও মানুষ
No comments:
Post a Comment