হাদীস ও পুরাণ শাস্ত্রের অভিন্ন ভবিষ্যতবাণী (comment)

হাদীস ও পুরাণ শাস্ত্রের অভিন্ন ভবিষ্যতবাণী

৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১২

শেষ জমানা (কলির কাল) নিয়ে কিছু ভবিষ্যতবানী করা হয়েছে রাসুলুল্লাহ সাঃ এর হাদীসে। বিষ্ণুপুরানের কিছু ভবিষ্যতবানীর সাথে মিলে যায় এগুলো... .. ..


হাদীস শরীফঃ

হজরত জাবির রাঃ বলেন, রাসুল সাঃ বলেছেন, কিয়ামতের পূর্বে মিথ্যার ছড়াছড়ি হবে; সুতরাং তোমরা সেটা থেকে বেঁচে থাকো (মুসলিম)


বিষ্ণুপুরাণঃ 

অপ্রয়োজনীয় হওয়া সত্বেও মানুষ মিথ্যা অঙ্গীকার করবে এবং কসম খাবে।


হাদীস শরীফঃ

হযরত আবু হুরায়রা রাঃ বর্ণনা করেন যে,

রাসুলুল্লাহ সাঃ বলেছেন -'যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা কর'। 

প্রশ্ন করা হল, আমানতের খেয়ানত কিভাবে করা হবে? 

রাসূল সাঃ বললেন,'যখন রাজ্যের নেতৃত্ব অযোগ্য লোকদের হাতে অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে'
(বুখারী)


বিষ্ণুপুরাণঃ

পুরাণ শাস্ত্রে বলা হয়েছে,
কলির কালে রাজা নিজের স্ত্রীর অধীনস্ত দাস হয়ে প্রজাদের হেফাজত করার ক্ষেত্রে বেপরোয়া হয়ে যাবে। 

বীর পুরুষদের হাতে রাজ সিংহাসনের অধিকার থাকবেনা, রাজ্য পরিচালনাকারী হবে অসভ্য নীচুজাতের লোক, 

পৃথিবীর সর্বত্র চুরি করার প্রতি ঝোঁক বেড়ে যাবে, 

একে অপরের সম্পদ আত্মসাৎ করে ধনী হতে ইচ্ছা করবে, নীচু জাতের লোকজন ছাড়াও উঁচু জাতের সম্ভান্ত লোকজন ও ঋণ করে আত্মসাৎ করে ফেলবে" 







মন্তব্য ৫১ টি রেটিং +১১/-৪

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৯
বিবেক সত্যি বলেছেন: হাদীস শরীফঃ হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসুল সাঃ বলেছেন, যখন যুদ্ধলব্ধ সম্পদ কে নিজের সম্পদ মনে করা হবে , যখন স্বামী স্ত্রীর আনুগত্য করবে, যখন অযোগ্য লোক নেতৃত্ব দিবে, এবং যখন অনিষ্টের ভয়ে মানুষের সম্মান করা হবে তখন বুঝবে কিয়ামত আসন্ন" (তিরমিযী) বিষ্ণুপুরাণঃ তখন সম্পদের পুঁজা করা হবে, সম্ভ্রান্ত মর্যাদাবান লোকদের অবমাননা হবে এবং নীচুজাতের অসভ্য লোকদের কেউ নিন্দা করবে না
২ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৪
বিবেক সত্যি বলেছেন: হাদীস শরীফঃ হযরত আনাস রাঃ বলেন, রাসূল সাঃ কে আমি বলতে শুনেছি, নিশ্চয়ই কিয়ামতের আলামত হলো, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। ব্যাভিচারের আধিক্য হবে। ব্যাপকভাবে মদ পান করা হবে। পুরুষদের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। .... (বুখারী-মুসলিম)
৩ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৫
বিহংগ বলেছেন: thanks for sharing. nice
৪ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৫
তারিক হাসান খান নিপু বলেছেন: এসব বিষয় কোন কলির কালে ছিল না, তা একটু বলবেন কি !?
৫ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩২
বিবেক সত্যি বলেছেন: বিষ্ণুপুরাণঃ শেষ জমানায় ধর্মগুরুরা ধর্ম বিক্রী করবে, বিশেষ ব্যক্তিত্ব ও পুরোহিত সম্প্রদায় ধর্মের নামে অসৎ পথে চলবে... ... নারী স্বীয় সৌন্দর্য বিক্রী করবে, সারা বিশ্ব অসৎ চরিত্রের নারীতে ভরে যাবে। স্ত্রীরা গরীব স্বামীদের ছেড়ে ধনীদের বিয়ে করবে, যৌনতার অবাধ প্রসারে অবস্থা এমন দাঁড়াবে যে ৭ বছরের কিশোরী ও ৮ অথবা ১০ বছরের কিশোরের সন্তান হবে । নীচু জাতের লোক মাদকতা ও জুয়া পরিত্যাগ করার বাহানা করে নিজেদেরকে বুদ্ধিমান রায়দাতা হিসেবে প্রকাশ করবে। কিন্তু পকৃতপক্ষে তারা বেদের বিপরীত জীবন যাপন করবে, পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেড়ে যাবে
৬ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৫
৭ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৮
সোহানের রোজনামচা বলেছেন: ভাল লিখেছেন। আমার ধারণা অন্যান্য ধম'গ্রন্হ ও আল্লাহ কতৃ'ক বিভিন্ন সময় পাঠানো কেতাব। ১ লক্ষ ২৪ হাজার মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার পয়গম্বর এর সবার নাম পরিচয় আমরা জানিনা। অন্যান্য ধম' ও আমার বিশ্বাস যে আল্লাহ মনোনীত পুরুষ দ্বারা প্রচারিত হয়েছিল যদিও সেগুলি ছিল সেই সময়ের জন্য। ইসলামের আবিভা'বের পরে এটাই আল্লাহ তাআলা বিশ্বের সকল মানুষের জীবন বিধান হিসেবে ঠিক করে দেন। আর অন্যান্য ধম' হয়তো পরবতি'তে মানুষ কতৃ'ক পরিবতি'ত হয়েছে। ভাল লেখা। ৫
৮ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৮
রাগিব বলেছেন: কিন্তু, এই একই ধরণের ঘটনা স্মরণকালের সব সময়েই ঘটে এসেছে, আধুনিক যুগে নতুন করে হচ্ছে না। মানে, গত ৪ হাজার বছরের ইতিহাস দেখুন, একই ব্যাপার পাবেন। তাই "কলি কাল" এর লক্ষণ বর্ণনা যা করেছেন, তাতে পুরো মানব জাতির ইতিহাসের সম্পূর্ণ সময়টাকেই সেরকম ধরতে হবে।
৯ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৪
ঠোঁটফাটা ব্লগার বলেছেন: ৫ একমত বিবেক সত্যি। আসুন মিথ্যাকে পরিত্যাগ করি আর সত্যের হাত ধরি। ব্লগেও দেখছি প্রচুর মিথ্যার ছড়াছড়ি। ভন্ডদের মুখোশ খুলে দিয়ে এসব মিথ্যাকে এখনি প্রতিহত করার সময়।
১০ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৪
বিবেক সত্যি বলেছেন: @ইয়।সিন কবির আল্লাহ is only one সকল জাতির কাছে তিনি নবী-রাসুল পাঠিয়েছেন, কেউ কেউ তাদের কে অবতার বলে, এমনটি হতেই পারে.. "কালের বিবর্তনে বদলে গেছে।"- একমত
১১ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: গেন্ধাকাল থিকা এর কোনটা দেখি নাই, সেইটাই বুঝবার পারতাছি না, এমনী ব্রিটিশ আমলেও যে এইটা দেখা যায় নাই, সেইটাও বুঝবার পারতাছি না, এমনকি হাসান হুসেইন যেই জামানায় শহীদ হইলো তহনও এরম কিছুই ঘটছিলো। এহন কন কহন কেয়ামত হইবো বইলা মনে হয়? আসেন আমরা বিজ্ঞানের দ্বারা বিশ্লেষন করি এই আয়াত বা পূরাণ গুলান!
১২ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৭
মহা পাজি বলেছেন: পবিত্র কোরআন নাজিল হয়ার অনেক আগেই বাইবেলে কেয়ামত নিয়ে লিখছে,কিন্তু আমরা জানি বাইবেল মানুষের লেখা...
১৩ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
সোহানের রোজনামচা বলেছেন: মহা পাজি @ অল্পবিদ্যা ভয়ংকরী
১৪ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯
দ্বিধা বলেছেন: আমার মনে হয়, বিজ্ঞান ছাড়াও শুধু ধর্মগুলোর ইতিহাস নিয়েও চিন্তা করা যায় । আর এরকম তুলনামুলক ইতিহাসও চিন্তা করার জন্য ভাল ।
১৫ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২১
বিবেক সত্যি বলেছেন: সবাইকে ধন্যবাদ, নেট চলে গিয়েছিলো 
১৬ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৮
বিবেক সত্যি বলেছেন: @মহাপাজি বাইবেল মানুষের লেখা না, বস !!! আমরা বলি, বাইবেল মানুষের দ্বারা বিবর্তিত হয়েছে, বিকৃত করা হয়েছে যতই পরিবর্তিত হোক না কেন, প্রত্নতত্ব বলে একটা সাবজেক্ট আছে, যার কাজ হলো.. .. .. .. 
১৭ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৭
বইপাগল বলেছেন: ৫
১৮ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬
অমি রহমান পিয়াল বলেছেন: বিষনু পুরানে কসম আর হেফাজতের মতো কিছু ইসলামী শব্দ আছে। এতে বোঝা যায় এসব ভবিষ্যতবাণী অভিন্ন। ৫ দিলাম
১৯ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৪
বিবেক সত্যি বলেছেন: @তারিক হাসান খান নিপু @রাগিব @ উদাসী স্বপ্ন আপনারা বলছেন, এই ঘটনাগুলো সব যুগেই ঘটেছে, ঠিক আছে... কিন্তু আমি বলবো, বর্তমান সময়ে এগুলি খুবই প্রকট আকার ধারন করেছে এবং সুস্পষ্টভাবে চোখে লাগছে, বিশেষ করে, নারী-পুরুষের সংখ্যার ভারসাম্যের ব্যাপারটা.. অবশ্য বর্তমান সময়কে কলিকাল এখন-ই বলছি না, লেটস সি...
২০ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৮
বিবেক সত্যি বলেছেন: @ঠোঁটফাটা ব্লগার আপনার মুখে এই কথা শুনে মজা লাগছে.. স্যরি, আপনি কী-বোর্ড দিয়ে এইকথা টাইপ করেছেন দেখে মজা লাগছে..
২১ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩৩
বিবেক সত্যি বলেছেন: বিহংগ, সোহানের রোজনামচা, দ্বিধা, বইপাগল ধন্যবাদ
২২ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৭
বিবেক সত্যি বলেছেন: আর পোষ্টের মূল থিমও কিন্তু কলিকাল নিয়ে নয়, ".. ..অভিন্নতা" নিয়ে @ তারিক হাসান খান নিপু রাগিব উদাসী স্বপ্ন
২৩ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৩
বন্ধনহীন বলেছেন: চীনে ও ভারতের অনেক অঞ্চলে মেয়েদের সংখ্যা ভয়ানক ধরনের কমে গেছে। কোন কোন জায়গায় (ইরাক, আফ্রিকায়) যুদ্ধের কারনে পুরুষ কমে গেছে। হাদিস সহীহ্‌ বা দূর্বল হতে পারে। কোনটা সহীহ্‌ বা দূর্বল, তা শুধু নবীজিই বলতে পারবেন। নবীজি মারা যাবার ২০০ বছর পর ইমাম বোখারী বা ইমাম মুসলিমের বলার কোন সাধ্য নাই। তাদের উপর কোন ওহি নাজেল হতো না।
২৪ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৩
নতুন বলেছেন: কোন ভবিষ্যতবানী আগে এসেছে??? হাদিস ( ৬১০ a.d>>) বিষ্ণুপুরানের ( ???) কোন টা বেশি আগে এসেছে???
২৫ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
বিবেক সত্যি বলেছেন: অবশ্য বর্তমান সময়কে কলিকাল এখন-ই বলছি না, লেটস সি...
২৬ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
বিবেক সত্যি বলেছেন: বর্তমানে সহীহ-হাদীসের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব কম, এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং আমি যদ্দুর জানি, আলেমরা এ নিয়ে সন্তুষ্ট..
২৭ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৯
বিবেক সত্যি বলেছেন: নতুন, স্যরি, কি বলতে চাইলেন, ঠিক বুঝতে পারছি না..
২৮ ।৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৯
নতুন বলেছেন: @বিবেক সত্যি.............. কোন ভবিষ্যতবানী আগে এসেছে??? হাদিস ( ৬১০ a.d>>) বিষ্ণুপুরানের ( ???) কোন টা বেশি আগে এসেছে???
২৯ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:০০
নতুন বলেছেন: i want to ask ..which prediction was made first???
৩০ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৩
বিবেক সত্যি বলেছেন: হিন্দুধর্ম সনাতন ধর্ম বলে পরিচিত, বিষ্ণুপুরানের টাই তো আগে আসার কথা  তারপর.. ..
৩১ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৬
নতুন বলেছেন: Then you are trying to prove that the Vhisnu puran story are true prediction???
৩২ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৭
নতুন বলেছেন: and then the story of Ram, Raban or like this story are true tooo???
৩৩ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৮
বন্ধনহীন বলেছেন: কোন কিছুর বিশুদ্ধতা বিচার যদি ধর্মীয় আলেমরা করেন, তাতে তাদের বিশ্বাসের কারণে তা বায়াস্‌ড হবে তাতে কোন সন্দেহ নেই। তাই এইসব বিচারের ভার একাডেমিক ইতিহাসবিদদের উপর ছেড়ে দেয়া উচিত। তারা নিরপেক্ষভাবে বিশ্বাসের উর্ধ্বে উঠে সঠিক বিচার করতে পারে। কষ্ট করে ইতিহাসবিদদের গবেষণা গুলো তাকান।
৩৪ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:১০
বিবেক সত্যি বলেছেন: ভাই বাংলা  বলেন, কিছুই প্রমান করতে চাচ্ছিনা, মিলগুলি আমাকে কৌতুহলী করেছে.. .. তবে সামনে আরো লিখবো.. ..
৩৫ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:১২
নতুন বলেছেন: @প্প্ব্লপ্প্ব্যপ্প্ম প্প্ব্মপ্প্ব্যপ্প্বগ্গপ্প্ম
৩৬ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:১৭
নতুন বলেছেন: ভাই যদি পুরানের এই কথা কে রাসুল(সা:) এর কথার সাথে মিলান...তবে তাকে আমরা সতি বলে..মেনে নেব... তাহলে..পুরাণের বা হিন্দু ধ`মের রাম রাবনের কাহিনি কে ও সত্যি বলে মেনে নেবেন???
৩৭ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:১৯
নতুন বলেছেন: আর যদি পুরাণ রাসুলের(সা:) অনেক আগে এসে থাকে...তাহলে...এই কথা গুলি তো ততকালীন সময়ে...প্রচলিত কথাও হতে পারে..... তাহলে কি রাসুল(সা:) পুরাণের কথা গুলিই আবার বলে ছেন???
৩৮ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:২৬
আবূসামীহা বলেছেন: @নতুন রাম, রাবন পুরানের কথা নয়। হিন্দুদের ধর্মগ্রন্থ হল, বেদ, পুরাণ, উপনিষদ। পরবর্তী কালের হিন্দুরা মহাভারতের অর্জুনকে দেয়া শ্রীকৃষ্ণের উপদেশগুলোকেও,যা "ভগবদ গীতা" নামে পরিচিত তাকেও ধর্ম গ্রন্থ হিসেবে গ্রহন করেছেন। এখন গীতাই প্রধান ধর্মগ্রন্থ। অথচ ধর্মের ভিত্তি হলো বেদ। এজন্য ধর্মটিকে অনেকে বৈদিক ধর্মও বলে থাকেন। আর রাবণের কথা এসেছে মহাকবি বাল্মিকীর রামায়ণ মহাকাব্যে, যা মূলতঃ ধর্মগ্রন্থ নয়, তবে হিন্দুরা সম্মান করেন। সেটা স্বাভাবিক, যেমন কিছু মুসলমান "বিষাদ সিন্ধুকে" মনে করেন ধর্মগ্রন্থ।
৩৯ ।০১ লা অক্টোবর, ২০০৭ ভোর ৪:২৯
বিবেক সত্যি বলেছেন: যেমন কিছু মুসলমান "বিষাদ সিন্ধুকে" মনে করেন ধর্মগ্রন্থ অসাধারণ উদাহরণ, ধন্যবাদ আবূসামীহা
৪০ ।০১ লা অক্টোবর, ২০০৭ ভোর ৪:৪১
আবূসামীহা বলেছেন: শুধু রাবন নয় রাম, লক্ষণ, সীতা এগুলো হলো রামায়ণের চরিত্র।
৪১ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৩
বিবেক সত্যি বলেছেন: -অবতার বা নবীগন একজন ইউনিক বিধানদাতা- আল্লাহর কাছ থেকে জ্ঞান-প্রাপ্ত। তাই তাদের বলা কথায় মিল থাকবে এটাই স্বাভাবিক -একটি অতি প্রাচীন ধর্ম নানা কল্পকাহীণির আশ্রয়ে পরিবর্তিত হতে পারে, তার সবটুকু যেমন সঠিক না হওয়ার সম্ভাবনা আছে, আবার সবটুকুই ভূল এমনও নয়.. -আপনি কি লক্ষ্য করেছেন, ১২৪০০০ সংখ্যাটি একটি বড় সংখ্যা। এতগুলো মানুষ , সবাই কিন্তু একটি কমন কথা বলে গিয়েছেন, 'আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই'... @ নতুন
৪২ ।০১ লা অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৪
বিবেক সত্যি বলেছেন: ডাক্তার আইজুদ্দিনকে (শয়তান নিক) আবারও ব্যান করতে হল, ....আসলেই একটা পশু বানরের চেয়ে অবশ্যই নিম্নস্তরের, কেননা একটা বানর ওর চেয়ে বেশি বুদ্ধি রাখে..
৪৩ ।০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৬
অজানা অচেনা বলেছেন: ভাল লাগল।
৪৪ ।০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৮:১৫
ইকারুস বলেছেন: ৫
৪৫ ।০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৮:৩১
বিবেক সত্যি বলেছেন: @অজানা অচেনা, আপনার ভালো লেগেছে শুনে আমার ও ভালো লাগছে.. @ইকারুস আপনার পোষ্টে ৫ দাগিয়েছি 
৪৬ ।০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৯
শীমুলতা বলেছেন: ডক্টর১২৩, তুমারে হেও মাইরা দিল, তুমি চোকে দেকনা।
৪৭ ।০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৮:৪২
ডক্টর১২৩ বলেছেন: না তো ডাইনে বামে এতো বেশি ছাগল আর ছাগী, কোনটা মারতাসি আর কোনটা এখনও মারিনাই, বুজতাসিন. পুরা ইদ উতস. এতো ছাগা আর ছাগী
৪৮ ।০৩ রা অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৬
বিবেক সত্যি বলেছেন: সংস্তাপক, ডাঃ ইভিল, ক, আর এখন ডঃ ১২৩... সব মিলা আমার কাছে এখন ৪ টা আইজুদ্দিন আছে, মানে ৪ টা ব্যান আইজুদ্দিন .. অন্যদের কাছে কিছু আইজু থাকলে বলতে পারেন ..
৪৯ ।২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫৪
আওরঙ্গজেব বলেছেন: সালাম, ভাল লেখা।
৫০ ।০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৬

আপনার মন্তব্য লিখুনঃ

No comments:

Post a Comment