বন্ধু, ছয় দিন তর বাড়ি গেলাম ... অথবা... বন্ধু ছয় দিন তরে ঝাড়ি দিলাম...
১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩
আমরার কমরেডদিগের ব্লগে লোহার একখান তালা ঝুলাইয়া দিছে । আমাদিগের মহান কমরেডদিগের মহান গালিগালাজ আমরার বন্ধুর কাছে অসহ্য বোধ হইয়াছে । আমরা এমনটা ভাবিতে পারি নাই...
আমরা ভাবিয়াছিলাম, যেহেতু আমরা বহুদ্দিনের বহুত সাধনা করিয়া বহুত চাপাবাজির মাধ্যমে আমাদিগের ”রাজাকার নই” সার্টিফিকেটখানা ক্রয় করিতে সমর্থ হইয়াছি সেহেতু আমরাদিগের যে কোন ধরনের কর্মকান্ড হালাল হইয়া গিয়াছে । তদুপরি আমরা আরো ভাবিয়াছিলাম , আমাদিগের বিপরীত কথা কেহ বলিলে যেহেতু সে রাজাকার খেতাব পাইতে বাধ্য সেহেতু আমাদিগের বন্ধূবর কিঞ্চিত ভীত থাকিবেন আমাদিগের বিরুদ্ধাচারন করিতে ...
কিছুতেই কিছু হইলোনা । অবশেষে আমাদিগের বৈদেশি বন্ধুবর ্ও বুঝিতে পারিয়াছেন যে আমরা নিতান্তই ছাগল প্রকৃতির কমরেড অতএব আমাদিগের নানাধরনের হুমকীকে তিনি ফুঁ মারিয়া হাওয়ায় উড়াইয়া দিলেন এবং বিগত ছয় দিন ধরিয়া তিনি চাবি লইয়া আসিলেন না লোহার তালাখানা খুলিতে
এখন আমরা বন্ধুর কথিত সেই সপ্ততম দিবসের অপেক্ষায় প্রহর গুনিতেছি..
আমাদিগের মহান কমরেডদিগের উদ্দেশ্যে যথাযথ উপদেশমালাও ইতোমধ্যেই আমরা প্রেরন করিয়াছি । তাহাদিগকে বলা হইয়াছে, হে মহান কমরেডগন, বৃহত কল্যানের স্বার্থে এই যাত্রায় আপনারা আপনাদিগের মুক্তির উদ্দেশ্যে প্রদত্ত শর্তগুলি মানিয়া লউন এবং কার্যে পরিনত করুন । অদুর ভবিষ্যতে আপনারা আপনাদের পূর্বকার সেই কার্জগুলি সাধন করিবার সুযোগ আবার পাইলেও পাইতে পারেন
আমরা ভাবিয়াছিলাম, যেহেতু আমরা বহুদ্দিনের বহুত সাধনা করিয়া বহুত চাপাবাজির মাধ্যমে আমাদিগের ”রাজাকার নই” সার্টিফিকেটখানা ক্রয় করিতে সমর্থ হইয়াছি সেহেতু আমরাদিগের যে কোন ধরনের কর্মকান্ড হালাল হইয়া গিয়াছে । তদুপরি আমরা আরো ভাবিয়াছিলাম , আমাদিগের বিপরীত কথা কেহ বলিলে যেহেতু সে রাজাকার খেতাব পাইতে বাধ্য সেহেতু আমাদিগের বন্ধূবর কিঞ্চিত ভীত থাকিবেন আমাদিগের বিরুদ্ধাচারন করিতে ...
কিছুতেই কিছু হইলোনা । অবশেষে আমাদিগের বৈদেশি বন্ধুবর ্ও বুঝিতে পারিয়াছেন যে আমরা নিতান্তই ছাগল প্রকৃতির কমরেড অতএব আমাদিগের নানাধরনের হুমকীকে তিনি ফুঁ মারিয়া হাওয়ায় উড়াইয়া দিলেন এবং বিগত ছয় দিন ধরিয়া তিনি চাবি লইয়া আসিলেন না লোহার তালাখানা খুলিতে
এখন আমরা বন্ধুর কথিত সেই সপ্ততম দিবসের অপেক্ষায় প্রহর গুনিতেছি..
আমাদিগের মহান কমরেডদিগের উদ্দেশ্যে যথাযথ উপদেশমালাও ইতোমধ্যেই আমরা প্রেরন করিয়াছি । তাহাদিগকে বলা হইয়াছে, হে মহান কমরেডগন, বৃহত কল্যানের স্বার্থে এই যাত্রায় আপনারা আপনাদিগের মুক্তির উদ্দেশ্যে প্রদত্ত শর্তগুলি মানিয়া লউন এবং কার্যে পরিনত করুন । অদুর ভবিষ্যতে আপনারা আপনাদের পূর্বকার সেই কার্জগুলি সাধন করিবার সুযোগ আবার পাইলেও পাইতে পারেন
৩২ টি +১৩/-৫
মন্তব্য (৩২) মন্তব্য লিখুন
।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২১
বিবেক সত্যি বলেছেন: সাধু ভাষায় সুস্বাদু করিবার মহৎ প্রচেষ্টা ...
১ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৯
বিবেক সত্যি বলেছেন: বি:দ্র: ইহা কোন উষ্কানীমূলক কাব্য নহে । কেহ যদি ইহার প্রেক্ষিতে উষ্কে গিয়া থাকেন, তাহা তাহার নিজস্ব বিশেষ গুনাবলী বলিয়া বিবেচ্য হইবে ...
২ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৯
বিবেক সত্যি বলেছেন: এক রাজাকার উষ্কানী দিতে এসে ব্যান খেয়েছে
৩ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫১
নেই মানুষ বলেছেন: বিবেক, চালায়া যাও। আর, আরিলের কতা যদি কও (বিদেশী বন্দুবর) তাইলে কইতে হয়যে সে আসচে viking pirate দের দেশ থিকা; তার ঐ টাইপের লোকদের সাতেই বেশী খাতির থাকব। শুনলাম আরিল স্যারের সাতে নাকি ওয়ামী স্যার আর বাতির খুব ভাল সম্পর্ক।
।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৭
বিবেক সত্যি বলেছেন: বিবেক ঝানেনা এসব । সে জানে মহান কমরেডদিগের লোহার তালা ষ্ষ্ঠ দিবস শেষে খুলিয়া দেওয়ার ইঙ্গীত দেওয়া আছে যদি আমাদিগের কমরেডগন ওয়াদা প্রধান করিতে সমর্থ হন যে তাহারা আর কভূও এমন অর্বাচীনের মত কান্ড ঘটাইবেন না ...
।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৪
বিবেক সত্যি বলেছেন: আর আপনি কি জানেন, গত মাস দুয়েক পূর্বে আমাদের পিয়াল ভাইয়া একখানা পোষ্টে আরিলকে একখানা ফুলবাগানের শৈল্পিক মালী বলিয়া অভিহিত করিয়াছিলেন । তিনি তাহার ব্যাপক প্রশংসা করিয়া আহবান জানাইয়াছিলেন , এই বাগানখানি এখন সত্যিকারের ফুলবাগানে পরিনত হইয়াছে - অতএব আসুন এখানে আমরা ফুলের চাষাবাদ আরম্ভ করিয়া দেই । এই আরিল তো সেই আরিল ই... এই নীতিমালা তো সেই নীতিমালাই...এইবার মনে হয় পিয়াল ভাইয়াগনের নিজস্ব স্বার্থে আঘাত লাগিয়াছে বলিয়া উনারা ক্ষেপিয়া গিয়াছেন এবং আরিলকে বৈদেশি রাজাকার বলিতে ছাড়েন নাই...
৪ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৩
দ্বীপবালক বলেছেন: ষষ্ঠ দিবস কি অতিক্রান্ত হইয়াছে ইতোমধ্যে?
।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩
বিবেক সত্যি বলেছেন: না হয়নায় । এইটা একটু জোতিষবিদ্যা দেখাইলাম.. ষষ্ঠ দিবস শেষে এমনটাই হওয়ার সম্ভাবিলিটি আছে
৫ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনারা আপনাদিগের মুক্তির উদ্দেশ্যে প্রদত্ত শর্তগুলি মানিয়া লউন এবং কার্যে পরিনত করুন ভাল বলেছ।
।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৫
বিবেক সত্যি বলেছেন: কমরেডগন বুঝলেই হয়...
৬ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৩
এবি+ বলেছেন: ভালৈছে
।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৭
বিবেক সত্যি বলেছেন: এবি পজেটিভ কি আপনার ব্লাড-গ্রুপ ভালো নিক নিছেন । কমেন্ট করলেই মনে হবে প্লাস দিছেন
৭ ।১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৬
আওরঙ্গজেব বলেছেন: সুন্দর পোস্ট। ধন্যবাদ।
।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৭
বিবেক সত্যি বলেছেন: অনেকে নাকি বোঝেন নাই
৮ ।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৪
হরিসূধন বলেছেন: জয় কালি....
।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮
বিবেক সত্যি বলেছেন: ভালা শ্লোগান হইসে...
৯ ।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৬
খালেদা আকতার বলেছেন: বন্ধু ছয় িদন েতাের ঝাড়ু মারলাম , এেখা েনা েগ িল না
।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১২
বিবেক সত্যি বলেছেন: আকতার আন্টি, বোঝেন এবার .. মিসেস ািল মনে হয় ঝাড়ুবিদ্যা ভালোই শিখছেন । যারা ওইটা মারতেছে সেটা তাদের নিজেদের ওপরই ফেরত আসতেছে...
১০ ।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৮
মাহমুদ রহমান বলেছেন: বুঝি নাই, চলিত ভাষায় রুপান্তর করা হউক।
।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৪
বিবেক সত্যি বলেছেন: মাহমুদ ভাইরে বঙ্কিম পড়িয়া আসিবার অনুরোধ করা হইলো অতঃপর আমার পোষ্টখানি চলিত ভাষায় রুপান্তর করিয়া দেবার অনুরোধ রইলো
১১ ।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৯
কণা বলেছেন: আমি কিছু বুঝি নাই...
।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬
বিবেক সত্যি বলেছেন: কণাপু, অপেক্ষা করেন.. মাহমুদ ভাই বঙ্কিম শেষ করে আসুক
১২ ।১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪০
মাহমুদ রহমান বলেছেন: অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি?
।১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৫
বিবেক সত্যি বলেছেন: আসলে অভ্যাস খারাপ হইয়া যাইতেছে... আমার পূর্বকার পোষ্টগুলো যাচাই করিয়া দেখিলে বুঝিতে পারিবেন যে , আমি বড়ই স্বল্পকথার মনুষ্য.. যাহা হউক, এই পোষ্টখানি দয়া করিয়া স্বীয় দাযিত্বে বুঝিয়া লউন...
১৩ ।১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০০
ত্রিভুজ বলেছেন: সাধু! সাধু!! ;=)
।১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৮
বিবেক সত্যি বলেছেন: পোষ্ট কি স্বাদু হইয়াছে, জনাব ?
১৪ ।১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৮
বজলু মহাজন বলেছেন: খিকজ!
।১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১০
বিবেক সত্যি বলেছেন:
১৫ ।১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২০
উম্মু আবদুল্লাহ বলেছেন: আর আপনি কি জানেন, গত মাস দুয়েক পূর্বে আমাদের পিয়াল ভাইয়া একখানা পোষ্টে আরিলকে একখানা ফুলবাগানের শৈল্পিক মালী বলিয়া অভিহিত করিয়াছিলেন । তিনি তাহার ব্যাপক প্রশংসা করিয়া আহবান জানাইয়াছিলেন , এই বাগানখানি এখন সত্যিকারের ফুলবাগানে পরিনত হইয়াছে - অতএব আসুন এখানে আমরা ফুলের চাষাবাদ আরম্ভ করিয়া দেই । এই আরিল তো সেই আরিল ই... এই নীতিমালা তো সেই নীতিমালাই...এইবার মনে হয় পিয়াল ভাইয়াগনের নিজস্ব স্বার্থে আঘাত লাগিয়াছে বলিয়া উনারা ক্ষেপিয়া গিয়াছেন এবং আরিলকে বৈদেশি রাজাকার বলিতে ছাড়েন নাই.. ===================================== একই অংগে এত রূপ...............
।১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩
বিবেক সত্যি বলেছেন: স্বার্থে আঘাত লাগলে মানুষের আসল রূপটা বেড়িয়ে আসে..
১৬ ।১৩ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২০
উম্মু আবদুল্লাহ বলেছেন: শান্তির দিন গুলো বোধ করি শেষ হয়ে আসছে। গালিবাজদের আগমন অতি নিকটবর্তী।
।১৩ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৮
বিবেক সত্যি বলেছেন: উনারা কি তবে সত্যি সত্যিই কমরেডগনের নিকট এই ম্যাসেজ পাঠিয়ে দিয়েছেন .. নাকে খত..আরো কি কি যেন ... আশা করবো গালিবাজেরা অতীত থেকে শিক্ষা নেবে..
No comments:
Post a Comment