স্বপ্ন-টপ্ন
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫
স্বপ্নে সাপে তাড়া করলে আমি কখনো দৌড়াতে পারিনা । প্রচন্ড আতঙ্কে কিছুক্ষণ ছটফট করে ঘুমটা ভেঙে যায় । এমন স্বপ্ন একটা সময় প্রচুর দেখলেও আজকাল আর দেখা হয় না । মা বলতেন, সাপ হলো শত্রু, স্বপ্নে সাপ দেখা মানে তোর কোন শত্রু তোর ক্ষতি করার চেষ্টা করবে, বল দেকি, সাপ কি কামড় দিতে পারছিলো... ?
মাঝে মাঝে আমি নিজেই স্বপ্নের মানে বুঝে ফেলি । সেবারের স্বপ্নটা ছিলো এরকম ,
মোটা মোটা ইলেকট্রিক তারের মাঝে জড়িয়ে পড়ছি । শক লাগছে না, তবে অনুভব করতে পারছি, খুব বিপদের মাঝে জড়ায় পড়ছি । সাবধানে বের হয়ে আসতে হবে.. কিন্তু কিছুতেই বেরুতে পারছিনা । মন বলছে বেরুনোর চেষ্টা করলেই স্পার্ক হবে...
এটা আমার মনে থাকা অন্যতম সেরা স্বপ্ন ! সকালে ঘুম ভাংতেই প্রচন্ড মন খারপ হলো.. কাগজে লিখে রাখলাম বিবরনটা-যতখানি মনে থাকে .. এর মাত্র কয়েকদিন পর জীবনের প্রথম টাইফয়েডে যেদিন পড়লাম....বলিনি কাউকে, কিন্তু ওই স্বপ্নটার বাস্তবায়ন বলেই মনে হয়েছিলো সেটা...
স্বপ্নের কথা লিখতে গিয়ে অতি শৈশবের একটা স্বপ্নের কথা মনে পড়ে... সকালে ঘুমভাঙা বিছানায় চিত হয়ে চিল্লায়ে কানতেছি... কারন স্বপ্নের বিস্কুটে কামড় দেয়ার আগের মুহূর্তে স্বপ্ন গেছে ভেংগে ....
স্বপ্নের রেশ কতক্ষণ থাকে ? খুব বেশি সময় না ! জড়ানো চোখ নিয়ে যেটাকে অতি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, মনে হয় সারাদিন এটা নিয়ে ভেবে পার করে দেয়া যাবে, হাত মুখ ধুয়ে এসে বসতে বসতে সেটা অর্থহীন ফালতু মনে হয় । এজন্য মাঝে কিছুদিন কাগজে লিখে রাখছিলাম কয়েকটা স্বপ্ন । কারন , সা-ধা-র-ন-ত দু:স্বপ্ন আমি দেখিনা - স্বপ্ন নিয়ে ভাবতে মজা লাগে তাই । কিন্তু লিখে না রাখলে পুরো ব্যাপারটাই যায় বিকৃত হয়ে ...
bibek has gone through his best dream, yester-night (!).. what a dream !! everything favorite was present there...
and he was controlling the sequences..
.
যে স্বপ্নটা আজ মাথার মধ্যে সারিন্দা বাজাচ্ছে, সেটা লিখে ফেলার লোভ সামলাতে পারিনি । কিন্তু লিখতে গিয়ে আজাইরা কত কথা বলতে বলতে মোটামুটি ভুলে যেতে বসেছি ...
গুছিয়ে লিখতে পারবো বলে মনে হচ্ছে না । কি কি ঘটলো, আপাতত সেটা তুলে রাখি ..
১. কোন একটা অফিসে (নামটা মনে আচে, তবে বলবো না) সারাদিন কাজ করেছি । কি কাজ ঠিক মনে নেই । সম্ভবত টিচার টাইপ ! তবে কাজটা আমার খুব পছন্দের ছিলো + প্রচুর পরিশ্রমের ছিলো । কেন যেন সেটা খুব আনন্দের সাথে করেছি । এটুকুন সময়ে যা ভাবিনি, কাজ শেষ হলে সেটা পেলাম । মানে আমার পকেট ভরে টাকা দেয়া হলো
আরেকজন দেখি ঝগড়া করছে, টাকার পরিমান নিয়ে । আরো বেশি নাকি দেয়ার কথা । অবাক আমিও তার সাথে গলা (?) মেলাই ...
২. কাজ করাকালীন সময়ে মূল ঘটনার বাইরে আরো কিছু ঘটছে । একটা ছেলেকে আরেকটা ছেলে পেটালো... ইট ছুড়ে মারলো মাথায়...
৩. পকেট ভরা টাকা খুব উৎসাহের সাথে অনুভব করতেছিলাম । রিক্সা নিয়ে আমার ঠিকানায় পৌছুলাম । উমম... মনে পড়ছে .. বাজারে ছিলাম কিছুক্ষণ । ভাবছিলাম গোল মাছটা রূপচাঁদা মাছ । মাছওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভয়ে ভয়ে , দাম বলা যাবে না, তাইনা ?
মনে হচ্ছিলো অনেক দাম হবে.. এরমধ্যে রূপঁচাদা হয়ে গেলো গোল ফুটবলের মত কোন ইলিশ মাছ থেকে কেটে নেয়া একটা টুকরো । দাম চাইলো ৪০০ টাকা (পষ্ট মনে আছে) আমি বলছি ৩০০ । এক কথায় দিয়ে দিলো মাছটা । দু:খ লাগলো একটু । বিনাবাক্যে দিয়ে দেয়া মানেই আমি অনেকখানি ঠকেছি ...
৪. হলের বারান্দায় ছিলাম । খেয়াল করলাম, নিচে বেশ হইচই হচ্ছে ... আরেকটু লক্ষ্য করতেই বোঝা গেলো, আমি আজ যেখানে কাজ করেছি, আরো কিছু ছেলে সেখান থেকে কাজ করে টাকাপয়সা নিয়ে আসছে । সেটা নিয়ে কি যেন ঝামেলা হইসে
৪. দেখতে দেখতে বিরাট গন্ডগোল বেধে গেলো
একপক্ষ চলে এলো আমার রুমে । খুব বিরক্ত লাগছিলো । চেনামুখ এবং অপছন্দের ... কিন্তু সাহস হচ্ছিলো না কিছু বলার ... এরমধ্যে আমার রুমটা পরিবর্তিত হয়ে গেছে । মনে হচ্ছে এটা কোন বাসা যার ৪ টা আলাদা আলাদা রুম আছে । ভেতরের রুমে আমি ও আমার কোন বন্ধুকে ঠেলে দিয়ে ওরা বাইরের রুম নিয়ে নিলো । মারামারি টাইপের কিছু হবে...
৫. প্রতিবাদ না করে পারা গেল না এবং মুহুর্তেই প্রচন্ড বিপদে পড়ে গেলাম । অতি আপনজন কেউ (মনে করি, তার নাম খ ) ঘুমিয়ে আছে । ওদের টার্গেট তাকে আক্রমন করা । রূখে দাড়ালাম । আমাকে টান মেরে ওই একই রুমে বন্দী করে ফেলল । ভয় দেখালো । উপায়ান্তর না দেখে দরজা ধরে হ্যাচকা টানে খুলে ফেল্লাম (আজকের স্বপ্নের বৈশিষ্ট্য হলো, সাপ তাড়া করলেও দৌড়াতে পেরেছি , স্বপ্নের মধ্যে এর চেয়ে মজার ব্যাপার আর নেই )
৬. আঘাত এলো, বুক পেতে নিলাম
মন বলছে, খ বুঝতে পেরেছে, তাকে রক্ষা করতে গিয়ে আমি কি করছি । সে খুব কৃতজ্ঞ... 
৭. খ কে কাধের ওপর তুলে নিয়ে দরজার বাইরে চলে এলাম । দেয়ালের সাথে ধাক্কা খেয়ে খ অজ্ঞান । এখানেও সুখের ব্যাপার হলো, পকেট ভর্তি টাকাটা তখনো রয়ে গেছে
মেডিকেলের দিকেই আপাত গন্তব্য । আবার রিক্সা । এমন রিক্সা, গিয়ার অলা সাইকেলের মত যার চেইন বাড়ানো কমানো যায় । স্পিড খুব
কিছুদুর গিয়েই বুঝতে পারলাম, ওরা ফলো করছে আমাকে
তাই ওই মেডিকেলের টার্গেট চেন্জ করে আরেকটার দিকে ছুটলাম । মানে রিক্সাতেই...
৮. প্রচন্ড কুয়াশায় ঘেরা চারিদিক । ধুষর এবং শান্ত এবং কেমন একটা এবড়ো থেবড়ো মেঠো পথে ধীর গতিতে চলছে রিক্সাটা । দুপাশে লাউয়ের মাচার মত অস্পষ্ট কিছুর অস্তিত্ব ! খ এর জ্ঞান ফিরেছে । বুঝতে পারছি, খ আমার পাশে বসে আছে... আবার অনুভব করতেছি, খ কে কাঁধে তুলে সেই যে বেরিয়েছিলাম, এখনো ওখানেই রয়ে গেছে । আস্তে করে কাঁধ থেকে খ কে নামিয়ে খ এর কাছেই ফেরত দিয়ে বল্লাম, দেখোতো, ঠিক আছে কিনা ? এটা তোমার...
মাঝে মাঝে আমি নিজেই স্বপ্নের মানে বুঝে ফেলি । সেবারের স্বপ্নটা ছিলো এরকম ,
মোটা মোটা ইলেকট্রিক তারের মাঝে জড়িয়ে পড়ছি । শক লাগছে না, তবে অনুভব করতে পারছি, খুব বিপদের মাঝে জড়ায় পড়ছি । সাবধানে বের হয়ে আসতে হবে.. কিন্তু কিছুতেই বেরুতে পারছিনা । মন বলছে বেরুনোর চেষ্টা করলেই স্পার্ক হবে...
এটা আমার মনে থাকা অন্যতম সেরা স্বপ্ন ! সকালে ঘুম ভাংতেই প্রচন্ড মন খারপ হলো.. কাগজে লিখে রাখলাম বিবরনটা-যতখানি মনে থাকে .. এর মাত্র কয়েকদিন পর জীবনের প্রথম টাইফয়েডে যেদিন পড়লাম....বলিনি কাউকে, কিন্তু ওই স্বপ্নটার বাস্তবায়ন বলেই মনে হয়েছিলো সেটা...

স্বপ্নের কথা লিখতে গিয়ে অতি শৈশবের একটা স্বপ্নের কথা মনে পড়ে... সকালে ঘুমভাঙা বিছানায় চিত হয়ে চিল্লায়ে কানতেছি... কারন স্বপ্নের বিস্কুটে কামড় দেয়ার আগের মুহূর্তে স্বপ্ন গেছে ভেংগে ....
স্বপ্নের রেশ কতক্ষণ থাকে ? খুব বেশি সময় না ! জড়ানো চোখ নিয়ে যেটাকে অতি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, মনে হয় সারাদিন এটা নিয়ে ভেবে পার করে দেয়া যাবে, হাত মুখ ধুয়ে এসে বসতে বসতে সেটা অর্থহীন ফালতু মনে হয় । এজন্য মাঝে কিছুদিন কাগজে লিখে রাখছিলাম কয়েকটা স্বপ্ন । কারন , সা-ধা-র-ন-ত দু:স্বপ্ন আমি দেখিনা - স্বপ্ন নিয়ে ভাবতে মজা লাগে তাই । কিন্তু লিখে না রাখলে পুরো ব্যাপারটাই যায় বিকৃত হয়ে ...
bibek has gone through his best dream, yester-night (!).. what a dream !! everything favorite was present there...


যে স্বপ্নটা আজ মাথার মধ্যে সারিন্দা বাজাচ্ছে, সেটা লিখে ফেলার লোভ সামলাতে পারিনি । কিন্তু লিখতে গিয়ে আজাইরা কত কথা বলতে বলতে মোটামুটি ভুলে যেতে বসেছি ...
গুছিয়ে লিখতে পারবো বলে মনে হচ্ছে না । কি কি ঘটলো, আপাতত সেটা তুলে রাখি ..
১. কোন একটা অফিসে (নামটা মনে আচে, তবে বলবো না) সারাদিন কাজ করেছি । কি কাজ ঠিক মনে নেই । সম্ভবত টিচার টাইপ ! তবে কাজটা আমার খুব পছন্দের ছিলো + প্রচুর পরিশ্রমের ছিলো । কেন যেন সেটা খুব আনন্দের সাথে করেছি । এটুকুন সময়ে যা ভাবিনি, কাজ শেষ হলে সেটা পেলাম । মানে আমার পকেট ভরে টাকা দেয়া হলো

২. কাজ করাকালীন সময়ে মূল ঘটনার বাইরে আরো কিছু ঘটছে । একটা ছেলেকে আরেকটা ছেলে পেটালো... ইট ছুড়ে মারলো মাথায়...

৩. পকেট ভরা টাকা খুব উৎসাহের সাথে অনুভব করতেছিলাম । রিক্সা নিয়ে আমার ঠিকানায় পৌছুলাম । উমম... মনে পড়ছে .. বাজারে ছিলাম কিছুক্ষণ । ভাবছিলাম গোল মাছটা রূপচাঁদা মাছ । মাছওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভয়ে ভয়ে , দাম বলা যাবে না, তাইনা ?


৪. হলের বারান্দায় ছিলাম । খেয়াল করলাম, নিচে বেশ হইচই হচ্ছে ... আরেকটু লক্ষ্য করতেই বোঝা গেলো, আমি আজ যেখানে কাজ করেছি, আরো কিছু ছেলে সেখান থেকে কাজ করে টাকাপয়সা নিয়ে আসছে । সেটা নিয়ে কি যেন ঝামেলা হইসে

৪. দেখতে দেখতে বিরাট গন্ডগোল বেধে গেলো

৫. প্রতিবাদ না করে পারা গেল না এবং মুহুর্তেই প্রচন্ড বিপদে পড়ে গেলাম । অতি আপনজন কেউ (মনে করি, তার নাম খ ) ঘুমিয়ে আছে । ওদের টার্গেট তাকে আক্রমন করা । রূখে দাড়ালাম । আমাকে টান মেরে ওই একই রুমে বন্দী করে ফেলল । ভয় দেখালো । উপায়ান্তর না দেখে দরজা ধরে হ্যাচকা টানে খুলে ফেল্লাম (আজকের স্বপ্নের বৈশিষ্ট্য হলো, সাপ তাড়া করলেও দৌড়াতে পেরেছি , স্বপ্নের মধ্যে এর চেয়ে মজার ব্যাপার আর নেই )
৬. আঘাত এলো, বুক পেতে নিলাম


৭. খ কে কাধের ওপর তুলে নিয়ে দরজার বাইরে চলে এলাম । দেয়ালের সাথে ধাক্কা খেয়ে খ অজ্ঞান । এখানেও সুখের ব্যাপার হলো, পকেট ভর্তি টাকাটা তখনো রয়ে গেছে



৮. প্রচন্ড কুয়াশায় ঘেরা চারিদিক । ধুষর এবং শান্ত এবং কেমন একটা এবড়ো থেবড়ো মেঠো পথে ধীর গতিতে চলছে রিক্সাটা । দুপাশে লাউয়ের মাচার মত অস্পষ্ট কিছুর অস্তিত্ব ! খ এর জ্ঞান ফিরেছে । বুঝতে পারছি, খ আমার পাশে বসে আছে... আবার অনুভব করতেছি, খ কে কাঁধে তুলে সেই যে বেরিয়েছিলাম, এখনো ওখানেই রয়ে গেছে । আস্তে করে কাঁধ থেকে খ কে নামিয়ে খ এর কাছেই ফেরত দিয়ে বল্লাম, দেখোতো, ঠিক আছে কিনা ? এটা তোমার...

৬০ টি
+২৪/-৩
মন্তব্য (৬০) মন্তব্য লিখুন
।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৫

বিবেক সত্যি বলেছেন: বুঝতেছিনা সাইফুর ভাই , কে যেন 

১ ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৩

মদন বলেছেন: মাথা আউলায়া গেল... 

।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১২

বিবেক সত্যি বলেছেন: স্বাভাবিক
আমার মাথাও মনে হচ্ছে আউলায়া গেসে ...

২ ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১১

আবু সালেহ বলেছেন: স্বপ্নে যে কতজনের কতো দৈাড়ানি খাইছি একসময়....সাপ/বাঘ/পুলিশ থেকে শুরু করে ডাকাত পর্যন্ত... কিন্তু এখন আর খাই না

।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৩

৩ ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৫

অ্যামাটার বলেছেন: "অতি আপনজন কেউ (মনে করি, তার নাম খ ) ঘুমিয়ে আছে । ওদের টার্গেট তাকে আক্রমন করা । রূখে দাড়ালাম ।আঘাত এলো, বুক পেতে নিলাম
মন বলছে, খ বুঝতে পেরেছে, তাকে রক্ষা করতে গিয়ে আমি কি করছি । সে খুব কৃতজ্ঞ...
".... বাংলা ফিলিমে হিরু হওনের চানেস আছে



।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩১

৪ ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২০

অজানা অচেনা বলেছেন: অ্যামাটার বলেছেন: বাংলা ফিলিমে হিরু হওনের চানেস আছে
হুমম...খ টা কি মাইয়া, না পুলা? হেইডা কি সযত্নে এড়িয়ে যাওয়া হইলো?

।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৯

বিবেক সত্যি বলেছেন: আহেম..
স্বরে অ.. স্বরে আ... কঅ.. খঅ... এইসবের আবার মাইয়া পুলা কি , হ্যাঁ ? এইগুলান হইলো গিয়া বেঙ্গলী বর্ণমালার অক্ষরসমূহ... 


৫ ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৮

কণা বলেছেন: জাতির বিবেকের কাছে প্রশ্ন, এই অতি আপনজনটা কে?
অতি আপনজনের নাম 'ক' না হয়ে 'খ' হইলো ক্যান?
তুই 'খ' কে কাধে তুলে নিলি!!
'খ' এর ওজন কম মনে হচ্ছে...
ইদানিং কি টাকা-পয়সার কথা বেশি ভাবছিস?? 





।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৭

বিবেক সত্যি বলেছেন: ১. এই অতি আপন্জন্টা হৈলো গিয়া খঅ...
২. অতি আপন্জন্তো, তাই কমন্নাহৈয়্যা আন্কমনহৈচে । মনে করি, উহার্নাম কঅ.. এমন্তো সবাই-ই ধরে.... ..... .....পরসমাচার, ইহা কোন নাম বা নিকের আদ্যাক্ষর নহে
৩. ওজন্ কম, কি বলেন
ওজন্তো ছিলোইনা । অনেক্টা জিরো গ্রাভিটি টাইপের ব্যাফার্স্যাফার
স্বপ্নের দুনিয়া তো.. সব অন্যরকম...
৪. হু, টাকাপয়সার কথা খুব ভাব্তেছি









৬ ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৩

চিটি (হামিদা রহমান) বলেছেন: পড়তে ভালো লাগলো............। যদিও অনেক টা বুঝিনাই। ভালো থাকুন।
।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৬

বিবেক সত্যি বলেছেন: একজনের স্বপ্ন কি আরেকজন বুঝতে পারে পুরোপুরি কখনো....!
......."ভালো থাকুন" এর পাশাপাশি আরো একটা শুভকামনা দরকার আপু..
....সেটা হলো, "ভালো আর মজার স্বপ্ন দেখুন" 



৭ ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭

নাহিদ মাহমুদ বলেছেন: ছালাম। অনেকদিন পরে দেশে ফিরলাম। কিন্তু রুমের চাবি হারায়ে ফেলেছি ভাই। মানে রুম এর এ্যাড্রেস পাচ্ছি না। সাহায্য প্রার্থনীয়। নতুবা এই হতভাগাকে যে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মরতে হয়!
।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৫

বিবেক সত্যি বলেছেন: অলাইকুম ছালাম
অয়েল্কাম্ব্যাক্ক...
সু-স্বাগতম...
শুভেচ্ছা..
কবিতার আসরের অপেক্ষায় রৈলাম
হু উ হু উ.. (হাপাচ্ছি.. )
ঘর - ই নাই, ঘরের চাবি দিয়া কি হৈবো ! নতুন ঘর বাঁধবার বন্দোবস্ত করেন... 







৮ ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬

ফারহান দাউদ বলেছেন: বাংলা ফিলিমে হিরু হওনের চান্স আছে।
।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৯

বিবেক সত্যি বলেছেন: একেবারেই না
...তবে কপালে লেখা থাকলে তো আফসোসের সীমা থাকবে না... হে পরোয়ারদিগার , রক্ষা করো-ও-ও-ও....আমারে... 


৯ ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৮

কুম্ভকর্ণ বলেছেন: মাইনাস।
।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

বিবেক সত্যি বলেছেন: নরাধম ভাইটু , মাইনাসের জন্য থ্যাঙ্কুশ...
..মুখ্খারাপ যে করেন্নাই, তাতেই খুশি...

১০ ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: যথারীতি চমৎকার। কুম্ভকর্ন মাইনাস কেন? আপনার প্রিয় ঘুম নিয়ে কথা বলায় বিরক্ত হয়েছেন?
।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৮

বিবেক সত্যি বলেছেন: হিহি... কুম্ভকর্ণের মাইনাস দেয়ার কারন এটা হলেতো ভালোই... ....আমি ভাবলাম ব্যান বা মডারেশন পরীক্ষা করার জন্য কিনা
এই লেখাটা কিন্তু আমার কাছে একেবারেই ভালো লাগতেছে না... তখন ঘোরের মধ্যে লিখেছি... 


১১ ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

ত্রিভুজ বলেছেন: ব্লগার "নরাধম" যে কুম্ভকর্ণ এই বিষয়ে আগে মনে সন্দেহ জেগেছিলো.. পরে নিক নেয়াতে নিশ্চিত হয়েছি... সেই ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পর ঘুম দিয়েছে.. তাই ৭১ পরবর্তী বাংলাদেশ নিয়ে তার কোন ধারনাই নাই.. সুতরাং টেনশানও নাই... ৭১ এর পরের ঘাতকদের দালালী করতে তাই একটুও বাঁধে না ... দু:খিত বি.স.. অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য...
।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৬

বিবেক সত্যি বলেছেন: কুম্ভকর্ণ টাইপের চরিত্রও নরাধমদের কাজকর্মের সাথে মানানসই... এরা নিজেদের চরিত্রের সাথে একেবারে মিলিয়ে মিলিয়ে যে নিক বানায়, এটা কিন্তু বেশ মজার ব্যাপার...
১২ ।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৫

প্রতিফলন বলেছেন: লেখাটা আগে চোখে পড়লো না কেনো??!! অনেক অনেক আগ্রহ নিয়ে পড়লাম, মনে হচ্ছিল, হুমায়ুনের লেখা কোন গল্পের মতো। লেখাট ধরণে না, বিষয়বস্তুর জন্য! আপনার বাকি লেখাগুলি সময় নিয়ে পড়ার ইচ্ছা থাকলো! অনেক ভাল লাগা রেখে গেলাম।
।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩৪

বিবেক সত্যি বলেছেন: শুভেচ্ছা স্বাগতম সূর্য ভাইয়া
তবে হুমায়ুন টুমায়ুন টেনে এনে লজ্জা না দিলেই পারেন... অনেক ধন্যবাদ...
...


১৩ ।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৬

বরুণা বলেছেন: আমার আজকের কবিতার একমাত্র পাঠক তোমার ব্লগ দেখতে এলাম। বাব্বাহ তুমি দেখছি মহা স্বপ্নবাজ। শুধু স্বপ্ন দেখো।আবার দেখলাম তুমি কবিও । বাহ বাহ । খুশি হলাম জেনে তুমি আমাদের মত (ছন্দ)কবিতা লিখো যে এটা জেনে। ভালো থেকো বিবেক সত্যি।
।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৭

বিবেক সত্যি বলেছেন: হু..
..ছোটবেলায় একটা গল্প শুনতাম যার একটা বাক্য ছিলো অনেকটা এরকম, স্বপ্নেই যখন খাবো তখন পান্তা খাবো ক্যানো, স্বপ্নের খাবার হবে পোলাও-কোরমা-কাবাব-মোসাল্লাম. .. . ... নিজেকে এখন সেরকম-ই স্বপ্নবাজ মনে হচ্ছে..
... আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা.. 



১৪ ।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১১

চিটি (হামিদা রহমান) বলেছেন: এক সময় অনেক স্বপ্ন দেখতাম। এখন স্বপ্নরাও আমার ঘর ছেড়ে পালিয়েছে। এখন মনে হয় বাস্তবই স্বপ্ন!! ভালো থাকুন।
।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫০

বিবেক সত্যি বলেছেন: বাস্তব ; স্বপ্নের মত !! বাহ.. খুব ভালো তো...
অনেক ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকবেন...

১৫ ।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১১

বরুণা বলেছেন: আবার আসলাম একটা প্লাস দিতে।
।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৯

১৬ ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫৯

~টক্স~ বলেছেন: ওরে খাইছে রে ! তুমি তো দেখছি ১০০ ভাগের চেয়েও বেশি মনে রাখতে পেরেছ। আমি স্বপ্ন মনে রাখতে পারিনা ঘুম গভীর বলে। পড়তে বেশ মজা পাচ্ছিলাম। লেখাটার জন্য প্লাস। ভাল থেকো।
।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

বিবেক সত্যি বলেছেন: সেদিন আমার খুব ইচ্ছা হচ্ছিলো, পুরো ব্যাপারটা যদি ভিডিও করে রাখা যেত...
লিখে তো আর মুল আমেজটা তুলে ধরা যায় না... লোকজন যতই বাংলা সিনেমা বলুক না কেন, আমার কাছে কিন্তু সেরকম মনে হয় নাই একদম-ই 


১৭ ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩১

~টক্স~ বলেছেন: আরে না পাব্লিকের কথায় কান দিয়োনা। বাংলা সিনেমা হতে যাবে ক্যান ? স্বপ্ন দেখার মজাই আলাদা। হেঃ হেঃ হেঃ।
।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

বিবেক সত্যি বলেছেন: ওরেরে... আমারে সাপুর্টের্লিগ্যা অন্নেক ধইন্যাপাতা...

১৮ ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৪

ফেরারী পাখি বলেছেন: আমার এক বন্ধুর থাই বউ এর নাম ক। তাই বিবেক ভাই এর অতি আপনজনের নাম খ।
।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০২

১৯ ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২২

অ্যামাটার বলেছেন: ফাদা ভাইডু কি আমাকে কপি কর্লেন?? তীব্র নিন্দা উইথ পোরতিবাদ & দিক্কার জানাই

।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫২

বিবেক সত্যি বলেছেন: চানেস কে chance পাইয়্যা চান্স বানানো হৈসে
তয়, পোরতিবাদার্ধিক্কারের তীব্রতা আরো বাড়ানো যাইতে পারে....
....


২০ ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩১

পুষ্প বলেছেন: জটিল স্বপ্ন।ভাগ্যিস দেখেছিলেন ,নয়তো এ পোষ্ট টা পড়তে হত না। স্বপ্নে আমি পরীক্ষা দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি,যেটাকে বেশি ভয় পাই সেটা পিছু ছাড়তে চায়না।
।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২২

বিবেক সত্যি বলেছেন: স্বপ্নে পরীক্ষা দিতে তো সমস্যা নাই
যদি সেই স্বপ্ন "সাপে তাড়া করলে দৌড়ানো যায়" টাইপের হয়.. তাহলে দেখবেন, সব প্রশ্নের উত্তর পারা যাচ্ছে অথবা বই দেখে লিখতে দিচ্ছে..
আমারটা সেরকম ছিলো বলেই জিতে গেছি...


২১ ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৫

অংকন বলেছেন: আজকাল দুঃস্বপ্ন দেখি
।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৫

বিবেক সত্যি বলেছেন: অতিরিক্ত বেগুন খাবার ফল .. 

২২ ।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

তারার হাসি বলেছেন: অনেক ভাল লিখেন আপনি, শুভেচ্ছা ।
।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৯

বিবেক সত্যি বলেছেন: সান্ত্বনামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ তারার হাসি ..
ভালো থাকবেন...

২৩ ।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৫

তারার হাসি বলেছেন: সান্ত্বনামূলক ? আপনি কিভাবে সব জেনে বসছেন ? আপনার ধারণা ভুল।
।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

বিবেক সত্যি বলেছেন: তাহলে কিভাবে যে বলি... ^_^ ... মন ভালো করে দেয়া মন্তব্যের জন্য ধন্যবাদ , তারার হাসি..
শুভেচ্ছা....

২৪ ।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯

কিংশুক০০৭ বলেছেন: আপনার মতো সাপ নিয়ে অনেক দুঃস্বপ্ন দেখি আমি । ভাল থাকবেন ।
।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৮

বিবেক সত্যি বলেছেন: দু:স্বপ্ন আর না দেখতে হোক.. শুভকামনা...
২৫ ।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১১

ফারজানা মাহবুবা বলেছেন: কণা'পুর কমেন্ট পড়ে হাসতে হাসতে আরেকটু হলেই চেয়ার থেকে পড়ে যেতাম! আসলেই খ'র ওজন কম মনে হচ্ছে আমার কাছেও! দরদাম না করে এক কথায় দিয়ে দেয়া মানে ঠকে গেলাম!- হা হাহাহাহা! একদম ঠিক। আমাকে ঐরকম এককথায় দিয়ে দিলে নেইনা। সোজা বলে দেই- ভাই, মনে হচ্ছে ঠকতেছি। জেনেশুনে ঠকবো ক্যান? পুরা স্বপ্নটা আওলা স্বপ্ন। একশ্যান রোমান্টিক বাপরে বাপ!
।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২

বিবেক সত্যি বলেছেন: খালি নেগেটিভ চিন্তাভাবনা !! "খ এর ওজন কম" না ভেবে "আমার ভারোত্তলন শক্তি অনেক বেশি" ভাবা যায় না ? 
..... 



২৬ ।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬

ফারজানা মাহবুবা বলেছেন: ওরে বাংলা সিনেমার হিরোর সাপোর্টারও মিলছে রে এ এ এ এ !!
।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২২

২৭ ।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২০

কঁাকন বলেছেন: কণা বলেছেন: জাতির বিবেকের কাছে প্রশ্ন, এই অতি আপনজনটা কে? অতি আপনজনের নাম 'ক' না হয়ে 'খ' হইলো ক্যান? তুই 'খ' কে কাধে তুলে নিলি!! 'খ' এর ওজন কম মনে হচ্ছে... ইদানিং কি টাকা-পয়সার কথা বেশি ভাবছিস??
।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৫

২৮ ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৮

।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৫

২৯ ।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩১

ঝুমী বলেছেন: সারা রাত স্বপ্ন দেখলেন ঘুমান কখন, বিবেক ভাই? +

।
১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩

বিবেক সত্যি বলেছেন: ঘুমিয়ে দেখছিলাম...
No comments:
Post a Comment